ভাই ওনারা মূলত দুধের জন্য গরু লালনপালন করেন।আর সবচেয়ে সেরা গরুগুলোই ওনারা সংগ্রহে রাখেন।তারপরও সত্যিই এত পরিমাণ দুধ হয় কিনা তা দুই বেলা পর্যবেক্ষণ ছাড়া বলা সমীচীন নয়।আর এজন্যই সবাইকে বলে থাকি খামারিরা যে যাই বলুক নিজ চোখে দেখে বিচার বিশ্লেষণ ছাড়া কোন গরু ক্রয় করবেন না। আমাদের সাথেই থাকার অনুরোধ রইলো। নিয়মিত ভিডিও দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ
জি ভাই।এখানে সাধারণত গাভী এবং গাভীর বাছুর রাখেন দুধের জন্য।আর এঁড়ে গরুগুলো আলাদাভাবে গ্রামে রাখেন।এঁড়ে, ষাঁড় এখানকার গাভীর পেট থেকেই হওয়া উন্নত জাতের।তবে অনুরোধ রাখব গরু ক্রয়ের জন্য পুরোপুরি যাচাই বাছাই করে কিনবেন।
আপনার কথা হয়তো সঠিক, কিন্তু তার সাথে আমাদের দামাদামি শোভা পায় না। আমরা শুধু তার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র।যারা কোন কিছু ক্রয় করেন তারা অবশ্যই দামাদামি করেই ক্রয় করেন।
@@hm6677 tik ache. Kinto or kotha gola shonchen naki. Jei babe dhod er kota boltache.ar dam chaiteche...ei babhe keo dam cha naki. Oi lok mone kore dhoniyar manosh bokha.
@@selimkhan4448 ভাই,আসলে তারা বাথান পরিচালনা করেন। তাদের মূল আয় আসে গাভীর দুধ থেকে। তারা সব সময় উৎকৃষ্ট গাভীগুলোই রাখেন। কখনো যদি ভালো দাম পান তবেই তারা একটি গাভী তারা বিক্রি করে দেন।তার দাম চাওয়ায় ভুলত্রুটি থাকতে পারে।আমরা তার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি।