লম্বা ভিডিও দেন সমস্যা নাই আমরা দেখবো কিন্তু একটাই অনুরোধ বিস্তারিত তথ্যাবলি দিয়ে একটা ভিডিও করুন। যারা এই ব্যবসা শুরু করতে চাই তাদের জন্য অনেক উপকার হবে
যারা নতুন উদ্যেক্তা হতে চান তারা আমার সাথে শুরু যুক্ত থাকুন, ইনশাআল্লাহ সবকিছু জেনে,বুঝে এবং শিখে খামার শুরু করতে পারবেন। আপনাদের রেসপন্স পেলে নিয়মিত প্রয়োজনীয় ভিডিও আপলোড দিয়ে যাবো। সুতরাং দেরি না করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে শেয়ার করুন।
ভাই আমরাও মুরগির খামারে ইউটিউবে অনেকের ভিডিও দেখি আপনার ভিডিও দেখতে হলে ধৈর্য্য থাকা প্রয়োজন এত ধৈর্য আমার নেই ভাই আশাকরি ভিডিওগুলা শরট করার চেষ্টা করবেন
এক দিনের বাচ্চার জন্য কোন দরনের খাবার দিতে হবে এবংএক দিনের বাচ্চার জন্য কোন খাবার কত দিন বয়স পর্যন্ত খাবাতে হবে।কারন ভাই আমি এক জন প্রবাসে থাকি কারন ভাই সব সময় তো আর প্রবাসে থাকবো না সে জন্য আমার ও আসা আছে যে মুরগী পালন করবো।মুরগির পাসাপাসি দুইটা গরু পালবো। এখন ভাই যদি পারেন তাহলে একটু হেল্প করবেন অথবা পরামর্শ দিবেন তো ওকে আসসালামু আলাইকুম ভাইয়া
আসসালামু আলাইকুম,, ভাইজান আমার যে ২০০০ টাকা লাভ হবে মানলাম 🫠 আমি যে খাবার বস্তা নিয়ে যাব কিনে,, ভ্যান গাড়ি ভাড়া কত হবে,, আমাদের এখান থেকে খাবারগুলো কিনে নিয়ে বাসায় যেতে ১৫০ টাকা ভাড়া লাগবে,, আমরা যে পরিশ্রমটা করব সে পরিশ্রমে টাকাটা কোথায় যাবে 🌹🌹 বাঙালি এত কম টাকায় এত পরিশ্রম করতে চায় না 😔😔😔 সুবুদ্ধি দেওয়ার জন্য আপনাকে ভীষণ ভীষণ ধন্যবাদ 🥺🥺🥺
ভাই আপনার ভিডিওটা শিক্ষনীয় তাই দেকলাম আপনি একমাসের বাচ্ছার লাভের হিসাবটা দিলেন এটা মোটেও পুষাবে না চল্লিশ পালন করলে একটা মুরগি কমপক্ষে দুই থেকে আড়াই কেজি ওজন আসে তাহলে হিসাব মিলায়ে দেকেন পয়তাল্লিটাও যদি টিকে এবারিছ পাচশত টাকা করে খুচরা বিক্রি করলেও হয় তাহলে খরছ বাবদ অর্ধেক তো দাম আসেই
আসসালামু আলাইকুম রনি ভাই আমার পোল্ট্রি বাচ্চার বয়স আজ 24 দিন। গড় ওজন এগারোশো + আসছে। সুস্থ-সবল বাচ্চাগুলো বসে থাকে ওই অবস্থায় মারা যায় কারণ কি বুঝতে পারছিনা। দুই ১ টার পিছনে চুনা পায়খানা ও সবুজ পায়খানা ও দেখা যায়। আমি সিপ্রো ও পিএইচ দিচ্ছি রাত্রে। ডিলার এর পরামর্শে ও সকালে হাইকো মাক্স দিচ্ছি ঠান্ডার জন্য কিছু বাচ্চা নাক বাড়ি দেয়। বয়স অনুযায়ী আমার বাচ্চার ওজন কি ঠিক আছে? আরএফসি আর কত আসছে একটু রিপ্লাই তে বলে দিবেন। ৪ বস্তা খাইছে। নতুন খামারী তো পড়ালেখার পাশাপাশি শুরু করছি , একশত বিশ পিচ উঠাই ছিলাম একটা দুটো করে প্রায় দশ পিস মারা গেছে।