মেয়েটি আমাকে আজও কাদায়,,, কাঁদানোর অনুভূতিও দেয় আমাকে,,,,এতে আমি অন্যরকম একটা অনুভূতি খুজে পাই,, ভালো লাগার অনুভূতি,,,সেই মেয়েটি হয়তো আছে অন্য কারো প্রিয় হয়ে,,,,তবুও তার সাথে কাটানো সৃতিগুলোতেই আমি আবারও তাকে খুজে পায় আমার ভালোবাসার কল্পনায়।।😌 সবশেষে একটা কথাই বলবো তুমি চলে গিয়ে বুঝিয়ে দিয়েছিলে তুমি কতটা গুরুত্বপূর্ন ছিলে আমার জীবনে।🙂 আর তোমাকে ধরে রাখার মতো ক্ষমতা হয়তো আমার ছিল না।🙂
নাটকটা দেখে অদ্ভুত অনুভূতি হলো ..এ যেন সব হারিয়েও নতুন করে কিছু পাওয়া..!! মন খারাপের মধ্যেও একটা অন্য রকমের সুখানুভূতি। দারুণ উপস্থাপনা । নিশো এবং মেহজাবিনের অভিনয়ে মুগ্ধ..❤❤❤
আমি একজন ভারতীয়. কিন্তু আমি বাংলাদেশের সংস্কৃতির খুব বড় ভক্ত | এবং এই ধরনের প্রত্যেকটি নাটক আমার খুব প্রিয়. এবং খুব শিক্ষা মূলক মনে হয় আমার কাছে.. এবং নিশো ভাই ও মেহজাবিন এর নাটক সব থেকে সেরা মনে হয় ♥️এই ভাবেই আরও উপহার যেন পাই আপনাদের কাছ থেকে ♥️
অনেক শেষে মিল না হওয়াটা বেশি সাবলীল লাগে।তবে এই গল্পে তাকে ফিরিয়ে না দিয়ে আবার একবার তাকে ভালোবাসার সুযোগ ফিরিয়ে দিয়ে তার মৃত্যুর আগে ভালোবাসার প্রতি বিশ্বাস রেখে গেল।।।দারুন নাটক❤️
বাংলাদেশের জন্য সেরা জুটি এই দুইজন সিনেমা হার মানাই দুইজনের অভিনয় সেরা অভিনেত্রী এবং অভিনেতা এদের জন্য বাংলাদেশের নাটক দেখার এত আগ্রহ দেশ বিদেশ থেকে পরিচালককে ধন্যবাদ আরো চাই এই আমার প্রিয় জুটির নাটক
কোন কোন তালার চাবি হারিয়ে যায় আর কোন কোন তালার চাবি কেও খোঁজেও না। আহ অনুভব করার মত একটা কথা।সত্যিই দুই দুইবার কান্না করেছি এই একটা নাটক দেখে।আমার প্রাক্তন যাকে আমি এখনো মন থেকে ভালোবাসি,অনুভব করলাম মানুষ টাকার কাছেও হেরে যায়।
“ভালবাসা” স্বর্গ সুখ দিয়ে বিদায় নিলে.....তার ব্যথা সহ্য করতে হয়.....আজীবন.....কেন যেন এমন অধরা-অকাল ভালবাসাগুলোই কষ্ট দেয় বেশী......যেমন করে আমিও অসম্পূর্ণ এক ভালবাসার ভেলায় ভাসছি- অপরিসীম কষ্টের সহ্যমায়া সংগী করে। আমার ও মেহযাবিনের অনুভূতি কি আশ্চর্য মিল.....🙁😞
অসাধারণ -- অসাধারণ একটি নাটক যা মনে দাগ রেখে যায় ।আর আমার অত্যন্ত প্রিয় জুটি নিশো আর মেহজাবীন ওদের অভিনয় নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছে।সেই সংগে পরিচালক অসংখ্য প্রশংসার দাবী রাখেন।আমার অভিনন্দন রইলো।আরো এরকম মনোমুগ্ধকর নাটক দেখার অপেক্ষায় রইলাম ।
ভালো লাগলো নাটকটা প্রিয় কবি,,"কাজী নজরুল ইসলামের" নির্মিতে।আসলে ভালোবাসার বয়স হয় না সত্যিকারের ভালোবাসা হচ্ছে প্রধান ❤️ অভিনয়ও খুব ছিলো আফরান নিশো ভাইয়ার ও মেহু আপুর😍❤️
তোমাদের কাছে নিশো ভাইর নাটক কেমন লাগে জানি না আমি নিশো ভাইর নাটক ছাড়া অন্য কারো নাটক ভালো লাগে না তাই আমি অপেক্ষা করি কবে বসের নাটক এসবে love u নিশো ভাই😘😍🥀
কয়েক বারই দেখলাম। আজকালকার নাটকে তো আমাদের বাংলাদেশকে খুঁজে পাওয়াই দুরূহ হয়ে গেছে তাই এক নাটক বারবার দেখি। আজকালকার অধিকাংশ নির্মাতারাই তার নিজের দেশের চেয়ে বলিউডকে বেশি চেনে। নিশো, মেহজাবিন নির্মেতা সহ সকল কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, জীবন ধারা ও মূল্যবোধের সমুন্নত রেখে এই অসাধারণ অনুভূতি সম্পন্ন এই নাটকটা উপহার দেবার জন্য।
নাট্যজগতের চিরচেনা নাম আফরান নিশো। তিনি বর্তমান সময়ের শীর্ষ অভিনেতা। ভক্তদের কাছে তিনি গুরু বা বস। তার অভিনয় মানেই যেন এক জীবন্ত উম্মাদনা। তার অভিনয় দেখে অনুপ্রাণিত হয় অনেক বড় বড় অভিনেতা। ভক্তরা তার জন্য পাগলামির কোন সীমা রাখেনা।❤️ শুভকামনা রইল তোমার জন্য গূরু🔥
সময় টিভির একটা প্রতিবেদনে শুনছিলাম যে মেহেজাবিন এই ঈদে নাটকে নেই,,,,🚫 কিন্তু তাকে ছাড়া যে নাটক জমেই না তাই সে চলে আসলো আমাদের মাঝে,,, বিঃদ্রঃ মেহেজাবিন ফ্রেন্ড।
@@Emran19 Setaw Dekhexi Vaijann ami eta Ei bochorer Kotha Bolte cheyexii ☺️☺️ Buker Ba Pase .. Mutho phone... Esob dekhexii ❤️❤️ jgulo chilo Chokhe jol ene dawr moto ... Sotti what a Acting level 🔥🔥 really Proud full ❤️