তোমাকে পাওয়ার জন্য যা যা করেছি,,, সেইগুলো উপর-আল্লার জন্য করলে মনে হয় এতদিন আল্লাহ কে পেয়ে যেতাম,,, কিন্তু তোমাকে আর পেলাম না !! 😢😢😢😢😢 "" তুমি ভালো থেকো অন্যের ভালোবাসায় আমি না হয় ভালো থাকবো, তোমার ভালো থাকায় ""
মনে পড়ে সেই হাজারো স্মৃতিকথা, দূজনে একসাথে চলতে চেয়েছিলে। কিন্তু আজ দূজনের চলার পথটা দুইদিকে। যেখানেই থাকো ভালো থাকো। হয়তো কোনোদিন এই পাগলের কথা মনে পড়ে চোখের কোণো অশ্রু জমা হবে। প্লিজ চোখের জল জড়িও না। সেটা তো আমারি প্রাপ্য তাই না???
প্রিয় মানুষটাকে পেয়ে হারানোর যন্ত্রনাটা দুনিয়ার সব যন্ত্রনাকে হার মানায়। যারা আমার মতো প্রিয় মানুষটাকে পেয়ে হারিয়েছে তারাই জানে প্রিয় মানুষটার থেকে দূরে থাকাটা কতটা কষ্টের। আজও তাকে খুব ভালোবাসি। প্রতিটা মুহূর্ত তাকে খুব মিস করি। তাকে ছাড়া যে কতটা অসহায় সেটা একমাত্র আমিই জানি। ভালো থাকুক আমার না হওয়া প্রিয় মানুষটা। আমি তাকে দূর থেকেই ভালোবেসে যাবো। তার ভালো থাকাতেই ভালো থাকবো 🙂💔
অনেকেই নিজের ভালোবাসাকে না পেয়ে কষ্ট নিয়ে বেঁচে থাকে।।।আর আমি,,, ঠিক এই গল্পটার মতোই,,, নিজের ভালোবাসার মানুষটির ভালোর জন্য তাকে আমার থেকে দূরে ঠেলে দিচ্ছি।।। আমি এখন জানি না,,, পরবর্তীতে তাকে ছাড়া বাঁচতে পারব কিনা।।। হয়তো আমিও তাকে হারিয়ে ফেলার পর আফরান নিশো ভাইয়ের মতো একই কথা বলবো💔💔💔
আমাদের ভালোবাসা গুলো কখনো পূর্নতা পাবে না। কারন আমরা মধ্য বিত্য। সমাজের কাছে আমরা হেরে জাই। আমি হয়তো এখনো হারিয়ে ফেলিনি? কিন্তু অন্য কারো হাতে তুলে দিতে হয়বে কোন একটা সময়? সেই সময়ের অপেক্ষায় প্রহর গুনছি। এভাবেই হয়তো একটা সময় জীবনের কাটা থেমে জাবে? নতুন কিছু গল্প তৈরি হবে আর অপূর্ণ থেকে জাবে হারিয়ে ফেলা ভালোবাসা গুলো💔💔💔💔
আমার একজন প্রিয় মানুষ ছিল। হয়তো তারও প্রিয় মানুষ ছিলাম আমি..!আমি হাসলে সেও হাসতো. আবার আমার কান্নায় তাকেও কান্না করতে দেখেছি। সে ছিল আমার সবচেয়ে কাছের আর পরিচিত মানুষ...! একসময় শুনতাম সময়ের সাথে নাকি মানুষ বদলায়।। আর কেউ বদলে যাবে তবে সে বদলাবে না। এটা এক প্রকার নিশ্চিত ছিলাম..!তার প্রতি এতটাই বিশ্বাস ছিলো যে ভাবতাম" আমি হয়তো বদলে যাবো। তবে সে বদলাবে না "অথচ নিজের সব চাইতে পরিচিত মানুষটাকে কত সহজেই অপরিচিত হতে দেকলাম। যে মানুষটা একদিন কথা না বলে থাকতে পারতো না. সে মানুষটা মাসের পর মাস কথা বলা বন্ধ করে দিয়েছে...!কারন তার বিয়ে হয়ে গেছে। তাকে আমি আগলে রাখতে পারলাম না...!মাঝে মাঝে তার সাথে কথা বলার জন্য দম বন্ধ হয়ে যায় কিন্তু কথা বলতে পারি৷ না...! আসলে.......যাকে আমি ভালোবেসে ছিলাম সে সম্পুর্ণরুপে আমার ছিল। প্রিয় তোমাকে আগলে রাখতে পারলাম না.. sorry😰😰
তার অন্যকারো হয়ে যাওয়া আর আমার এলোমেলো হয়ে যাওয়া । আমি নিজেকে নিজের মধ্যেই খুঁজে পাচ্ছিনা । অন্য কারো কাছে গেলেও আমি আমাকে পাইনা । আমি নিঃস্ব হয়ে গেছি । এ কথাটি হয়তো সে কখনোই জানবে না । ভালো থাকুক আমার না হওয়া আমার ভালোবাসার মানুষটা 💟
হলুদ শাড়ী মাথায় ফুল সাথে হাসি। বাড়ির সামনে রাস্তায় বড় গেট সবকিছুই এই চোখে দেখা। মানুষ সব পারে ওইদিন বুঝতে পারছি। সার্থের দুনিয়া । তবে যারা সার্থের জন্য ভালো চাকরি ভালো টাকা পরিবারের সুখ দেখে কাউকে মাঝ রাস্তায় ছেড়ে যায় তাদের জন্য দোয়া তাদের যেন কখনো এইসবের অভাব না হয়। মনে পরে না? বুক কাপে না, দম বন্ধ হয়ে আসে না সত্যি হয় না? অনেক দূরে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি 😌
tumar chestar kunu komti chilo na,, ami jani tumi onno meyeder moto na,, kintu vaggo amader ak hote dilo na,,,, ami tumak prochondo miss kori ,,, tumi jodi r akbar joriye dorte
Nisho jane ki vabe nijeke dhore rakhte hoi kamona kori eta jano o chirokal kheial kore cholte pare at the end of the day pase thakbe family asole anekto dekhlam tai eta bar bar boli
8 years er somporko venge diye se chole gece. Take j ami ki prochondo miss kori bujhate parbo na. Sob kicu elomelo hoye gelo. Kono kicu tei santi pacci na. Karo kase gele santo hote pari na. Se mone hoy valoi ace new life a. Doa kori se sobsomoy valo thakuk..... Amio bolte chai ekta kotha j amk ki tmr ektuo mone pore na rubel??? Eto kicu eto memory kivabe vule valo aco tmi???