আফটারম্যাথের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো আমরা যারা আফটারম্যাথের গান শুনি তারা গর্ব করে বলতে পারবো আফটারম্যাথ আমাদের ব্যান্ড,আমাদের প্রজন্মের ব্যান্ড,আমরা আফটারম্যাথের গান শুনে রাতের পর রাত দিনের পর দিন পার করছি,১৩ বছর লাগিয়ে একটা অ্যালবাম বের করা ব্যান্ড টা যে আমাদের এতো আপন হয়ে যাবে,কেউ ভাবেনি!
কিছু গানের ভাষা-অর্থ-প্রেক্ষাপট না বুঝলেও যাদুকরী সুরের দ্বারা তা অনবদ্য হয়ে ওঠে। এটাও তাই। বড় হয়ে ছোটোদের দেখাবো যে আমরা কীরকম গান শুনতাম -------১৯ এপ্রিল,২০২১ ঢাকা . -আদিত্য
যখনি aftermath এর গানগুলো শুনি,কেমন যেন অন্যমনষ্ক হয়ে যায়,এতো ট্যালেন্টেড একটা ব্যান্ড তাও আবার আমাদের দেশের,এটা ভাবলেই গা শিহরিয়ে ওঠে,মনের ভেতর অনেকটা প্রশান্তি লাগে,আর এক একটা গান যেন এক একটা বুলেট,শুনলেই সোজা বুকে এসে বিঁধে!💘🙂
ইভান ভাইয়ের পোস্ট দেখে গানটা শুনতে আসি। এতোটা মুগ্ধ হবো, ভাবি নি। তার সাথে আমার গল্পটা শেষ হয়নি, অল্প কিছুটা বাকি আছে। পৃথিবীটা যেহেতু গোলাকার, তার সাথে আমার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত মাথার ভিতরে শুধু ধোঁয়াই ঘুরুক মনের সুখে...💔🍁
অনেকেই বলে শুধু চিল্লানী ছাড়া আর কিছু নাই ব্যান্ড এর গানগুলাতে😑 তাদের বলতে চাই,"আমলকী ফল প্রথমে তেতু লাগলেও পরেই মিস্টি স্বাদ আসে" . তাই হারিয়ে যাও এবং নিজের অস্তিত্ব খোঁজ🖤 . Thousand love for band musicians ❣️ #Thousand_love_for_Aftermath 🔥
একটু আগে সিগেরেট খেয়ে আসলাম, ইউটিউব স্ক্রল করতে করতে গান টা পেলাম, আরেকটা না জ্বালিয়ে পারলাম নাহ।। এক হাতে জ্বলন্ত সিগেরেট, কানে বাজছে এই গান। মনে করছি হারিয়ে যাওয়া ভালোবাসা কে। সেরা লিরিক্স ভাই।।❤️❤️
আমি একজন অস্ট্রেলিয়া প্রবাসী ছাত্র. আমি এদেশের একটা মুদি দোকানে পার্ট টাইম চাকরি করি. আমি নিয়মিত আমার দোকানে Aftermath এর গান বাজাই। বুকটা গর্বে ফেটে যায় যখন কোন ভিন দেশী মানুষ এইসব গানের সুরে কম্পোজিশন এ মুগ্ধ হয়। আমার মতে এটা একটা আন্তর্জাতিক মানের ব্যান্ড। ❤️❤️❤️
ইভান ভাই শেয়ার না দিলে হয়তো প্রতিদিনের রুটিনে এই মাস্টারপিস গান টা যুক্ত করতে পারতাম না 🖤 ললনা আর অপরাধী ভক্তরা এই গান গুলোর লিরিক্স এর পিনিক বুজবে না 🔥
আমার জীবনে এমন ভাবে গান টা নারা দিয়েছে যে এই পযন্ত ১২০০ বার সুনেও মন ভরে নাই। আমার এলোমেলো জীবনে একটু শান্তি দেয় গান টা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
হৃদয়ে গিয়ে লাগে #aftermath এর প্রতিটা গান!🧡 সেই-মোহো,মাটির রোদ,হুংকার অথবা উৎসর্গ,তুমি,অধিকার,আর এই ধোয়া গানটা স্পেশালি!!প্রতিটা গান যেনো মোর হৃদয়ে বহু আগে থেকে বাজছে। শুভ কামনা #aftermath এর জন্য!🌻জয় হোক\m/
কখন ধোঁয়া না ছোঁয়া এই আমি তুমি চলে যাওয়ার পর থেকে হয়ে গিয়েছি সেই ধোঁয়ায় আসক্ত। এখন মাথার ভেতরে ধোঁয়া, আর দেখি শুধু তোমারই ছায়া। হইত কোন এক সকালে আমিও হারিয়ে যাব দিয়ে তোমাদের ধোঁকা 🖤
আমার ঘরে অন্ধকার, সুবাসে ভরানো চিৎকার ধোঁয়ায় হারানো আমি বল কি করে আজ শিখব ভুল স্বীকার পথহারা এলোমেলো ভাবনা, সাদা কালো তোমার আল্পনা দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙ্গে চেয়ে দেখি মিথ্যে আমার চেতনা.....vocal +lyrics 💯
Dhoa Lyrics: মাথার ভেতর ধোঁয়া, দেখে শুধু তোমাারই ছায়া আমি আছি কি নেই তোমার মাঝে জানিনা, এ এক কোন কোন মায়া মরে মরে বেঁচে থাকো, তুমি মোর অস্তিত্বের পোকা কোন এক সকালে জানি হারিয়ে যাবো, দিয়ে তোমাদের ধোঁকা ধোঁয়ার কামড় আজ বুকে এসে বাঁধে তোমার প্রিয় গান গুলো আজও শুনি মাঝে মাঝে ধোয়াই স্বপ্ন গড়ে স্পর্শ ভাঙ্গে ধোঁয়াই মোর দুঃখগুলো আড়মোরে রাঙে আমার ঘরে অন্ধকার, সুবাসে ভরানু চিৎকার ধোঁয়ায় হারানো আমি বল কি করে আজ শিখব ভুল স্বীকার পথ হারা এলোমেলো ভাবনা, সাদাকালো তোমার আলপনা দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙে চেয়ে দেখি মিথ্যে আমার চেতনা চোখের দৃষ্টি আজ ঘোলা হয়ে আসে ধোঁয়ায় ছাড়া স্বপ্ন গুলো মেঘ হয়ে ভাসে পৃথিবীর সব আলো এক সুরে মিশে লাল নীল সাদা রঙে আগুন জ্বালে শীর্ষ অনুভূতির ঘোর ভর করে ক্ষণস্থায়ী তন্দ্রার শিখ- -রে অবিরাম ভাবনার ঝংকার চেতনায় বেদনার অধরা দৈর্ঘ অসম অনুকরণীয় আবেগের মোহনায় না বলা গল্প অর্থহীন কিন্তু স্মরণীয় কল্পনার স্থিরচিত্রে বিরাগী রাগি বহিঃপ্রকাশ চূর্ণ-বিচূর্ণ ক্রোধের দ্রোহে দূরে.... নীড়ে.... ভিড়ে.... ধীরে অপ্রকাশিত সৃষ্টি পুষে শেওলা মরীচিকা সাগরে স্বর্গীয় মাধুর্যের প্রশ্রয় বিস্ফোরিত চেপে থাকা জেদ হবেকি রংধনু জোনাকি? অর্থহীন কিন্তু স্মরণীয়
Been listening to you guys for over a month,you guys are actually great...Love the new album LOve all the songs... Bishesh kore 'Adhikar' MAn you guys are Damn something... Would Love to see you guys live soon... Again TAke love Keep releasing Songs
when starts the last part শীর্ষ অনূভুতি is the most awaited part in the whole song.i was too late to find this song.eagerly waiting for a live concert in ctg.একসাথে ধোঁয়ায় ভাসব❤️
Aftermath এর গান আজকে নতুন শুনে কমেন্ট করছি এমনটা নয়। এই ব্যান্ড টা আমার মত অনেক শ্রোতা রয়েছে যারা কখনও কমেন্ট করে না কিন্তু বহুবছর ধরে ফলো করে। শুধু বলতে চাই এই ব্যান্ডটি আন্ডাররেটেড থাকুক আজীবন। কথাটা এই জন্য বললাম যে চাই না অন্য কোন ব্যান্ডের গানের মত এই ব্যান্ডের গান গুলো ক্ষীয়মাণ হয়ে যাক। ধন্যবাদ Aftermath, We Love You🔺🖤
আফটারমেথ এর শুরু থেকে এতটা ইউনিক ভাবে পথচলা শুরু করেছেন যে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা আপনাদের সফলতা দেখবো এবং অফিসিয়াল টি-শার্ট পারবো বলে অপেক্ষায় থাকলাম ভালবাসি 💖
তুমি মোর অস্তিত্বের পোকা 🖤কোন এক সকালে জানি হারিয়ে যাবো দিয়ে তোমাদের ধোঁকা!🖤 গানটি আজকে প্রথম শুনলাম শুনে গানটার লিরিক্সের প্রেমে পড়ে গেলাম।আর কমেন্ট টা রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য।তারাও জানবে যে কিছু মানুষের পছন্দ কেমন ছিলো🖤🍁
আমি আর্টসেল পাগলা তবে আপনাদের গান গুলা ভাই অন্য কোথাও নিয়ে যায় বিশেষ করে লিরিকঃ গুলা 🔥🔥 Aftermath এখন রেগুলার প্লেলিস্ট এ ♥ টিশার্ট লাগবে কবে আনছেন মার্কেটে 🔥
অনেকদিন পর একটা গান পেলাম যেটা সেই অনেকদিন আগেকার কথা মনে করিয়ে দেয়! ছোটোবেলায় যখন প্রথম ব্যান্ড মিউজিক আসা তখন কার ফিলিং টা এমন ছিলো। ধিরে ধিরে ARTCELL এর ভিতরে ঢোকা, তখন same এই vibe টা পেতাম! আবার যেনো ব্যান্ড মিউজিক নতুন করে দেখা, নতুন করে শোনা, নতুন করে অবাক হওয়া! সত্তিই অর্থহীন কিন্তু স্মরণীয়🤍
৮ অক্টোবর ২০২১। প্রিয় ভোকালিস্ট আমার জীবনের গত ৫ বছরের স্মৃতি সম্পূর্ণটুকু এত সুন্দরভাবে গানের ভাষায় প্রকাশ করার জন্য ধন্যবাদ। ভালোবাসি আফটারম্যাথকে। কিরকম ভালোবাসি জানিনা। তবে এই গানটা প্রথম রিলিজ হওয়ার পর থেকে আমার মনে কারো জন্য প্রেম জন্মেনি🥀 Avoid Efty🌻
Most of the people want this song not to get viral...But i really want....we have to let these Kind of masterpiece to get the hype it deserve...it will pull the audience taste to a hard on
এটা গান নয়, এটা মহাকাব্য। যখনই শুনি, তখনই মনে হয় এই গান শুনতে শুনতে মনের ভেতর জমানো অভিমান অভিযোগ ক্ষোভ ঘৃণা ভালোবাসাগুলো লিখে ফেলা যাবে কয়েক হাজার পৃষ্ঠা...
আজ তুমি ছেড়ে না গেলে এত সুন্দর গান টা খুঁজেই পেতাম না।। ধন্যবাদ জানাই তোকে,এত সুন্দর সহজ ধোঁকা টা দেওয়ার জন্য। আবারো বলছি খুব অস্বাভাবিক বেশী ভালোবেসে ছিলাম তোকে।।❤️🌸
২০৫০ সালের জন্য কমেন্ট,টা রেখে গেলাম 😊 তখন হয়তো আমারই মতো কোনো এক ভাই এই গানটা শুনতে আসবে আর ভাববে আমি একা না আমার মতো এমন হাজারো জীবন্ত লাশ ছিলো ২০২২ সালে 🙂💔
একটা গানের ঘোর কাটতে না কাটতেই অবার একটা, তোমরা তো নিজেদের গান " মোহো " এর মধ্যে জড়িয়ে ফেলছ প্রতিদিন ।। দারুন লিরিক্স দারুন, তাও কম বলে ফেলেছি মনে হচ্ছে ।। আবারও অনেক অনেক ভালোবাসা রইলো কোলকাতা থেকে 💛💛
মাথার ভেতরে ধোঁয়া দেখি শুধু তোমারই ছায়া আমি আছি কিনা নেই তোমাদের মাঝে জানি না এ এক কোন মায়া মরে মরে বেঁচে থাকা তুমি মোর অস্তিত্বের পোকা কোনো এক সকালে জানি হারিয়ে যাবো দিয়ে তোমাদের ধোঁকা ধোঁয়ার কামড় আজ বুকে এসে বাঁধে তোমার প্রিয় গানগুলো আজও শুনি মাঝে মাঝে ধোঁয়াই স্বপ্ন গড়ে, স্পর্শ ভাঙে ধোঁয়ায় মোর দুঃখগুলো আড়মোরে রাঙে আমার ঘরে অন্ধকার সুবাসে ভরানো চিৎকার ধোঁয়ায় হারানো আমি বলো কী করে আজ শিখবো ভুল স্বীকার পথহারা এলোমেলো ভাবনা সাদাকালো তোমার আল্পনা দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙে চেয়ে দেখি মিথ্যে আমার চেতনা চোখের দৃষ্টি আজ ঘোলা হয়ে আসে ধোঁয়ায় ছাড়া স্বপ্নগুলো মেঘ হয়ে ভাসে পৃথিবীর সব আলো এক সুরে মিশে লাল-নীল-সাদা রঙে আগুন জ্বালে শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প শীর্ষ অনুভুতির ঘোর ভর করে ক্ষণস্থায়ী তন্দ্রার শিখরে অবিরাম ভাবনার ঝংকারে চেতনায় বেদনার অধরা দৈর্ঘ্য অসম অনুকরণীয় আবেগের মোহনায় না বলা গল্প অর্থহীন, কিন্তু স্মরণীয় কল্পনার স্থিরচিত্রে বিরাগী রাগি বহিঃপ্রকাশে চূর্ণ-বিচূর্ণ ক্রোধের দ্রোহে দূরে, নীড়ে, ভিড়ে, ধীরে অপ্রকাশিত সৃষ্টি পোষে শেওলা মরীচিকা সাগরে স্বর্গীয় মাধুর্যের প্রশ্রয়ে বিস্ফোরিত চেপে থাকা জেদ হবে কি রঙধনু জোনাকি? অর্থহীন, কিন্তু স্মরণীয়