Тёмный

Akash DTH Review 

Technology Bangla
Подписаться 27 тыс.
Просмотров 253 тыс.
50% 1

This is a full review of Akash DTH.
#AkashDTH
#AkashSetTopBox

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 815   
@sakibhasan4835
@sakibhasan4835 4 года назад
এখনকার অধিকাংশ ইউটিউবাররা কোন জিনিসের সম্পূর্ণ বিষয়টা তুলে ধরে না কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টা তুলে ধরেন,, অনেক ভালো লাগলো ভিডিওটা,,
@dependableblog4583
@dependableblog4583 4 года назад
দেশী পণ্য হিসাবে মাসিক ১৫০-২০০ টাকা হলে বাংলাদেশের একনাম্বার স্হানে থাকতো
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আসলে HD রেজুলেশন কিছুটা প্রিমিয়াম কোয়ালিটির ভিউয়িং এক্সপেরিয়েন্স দেয় তাই খরচ কিছুটা বেশি। সামনে আরো অল্টারনেটিভ আসলে তখন দেখবেন দাম কমে গেছে।
@mohammeduzzal1440
@mohammeduzzal1440 4 года назад
গেরানটি কতো দিনের মেশিন এর?
@rahuldebnath7590
@rahuldebnath7590 3 года назад
7i
@asmsaurav
@asmsaurav 4 года назад
Me watching TV alone: 7:17 Me watching TV with my parents: 8:44
@shakilahmed7144
@shakilahmed7144 4 года назад
lol
@murphygrump8334
@murphygrump8334 4 года назад
As we have to pay 6000.00 BDT in the very first time of installation of everything, so it will be like 200.00 to 250.00 max for every month. So that we can afford to buy this. Hopefully authority will consider this as well. Thanks!
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
I hope authority will reduce all costing in future. 😊
@md.shafayatulislam1082
@md.shafayatulislam1082 4 года назад
দারুণ রিভিউ। তবে আকাশের দাম অনেক বেশি। যাদের এলাকায় ডিস লাইন আছে তাদের এটা কেনা ঠকা হবে। তবে যাদের ৩২ ইঞ্চি বা তারচেয়েও বড় টিভি আছে তারা আকাশ নিতে পারেন। তাহলে ঝকঝকে টিভি দেখতে পারবেন। ছোট টিভিতে ফুল এইচডি কোয়ালিটিতে চ্যানেল দেখা খুব একটা জরুরি না।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Thank you for your comment.
@mash02
@mash02 4 года назад
আমি গতকালকে নিয়েছি।।অফারে প্রতি মাস ২৯৯ টাকা হিসেবে।।বরিশাল এ সেট আপ বক্স ছারা টিভি দেখা সত্যিই অসম্ভব।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
খুব ভালো অফার পেয়েছেন। ধন্যবাদ আমাকে অফারটা জানানোর জন্য।
@mash02
@mash02 4 года назад
@@TechnologyBanglaShahin হা ভাই ডিলারদের সাথে জোগাজোগ করলেই পেয়ে জাবেন
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Ok ভাই।
@updateks6571
@updateks6571 4 года назад
ভাই, অফার পেয়েছেন বলে কমে পেয়েছেন, যখন মাসে ৩৯৯ টাকা দিতে হবে তখন বুঝবেন, আরে আমরা তো ১০০-১৫০ টাকায় ক‌্যাবলের মাধ‌্যমে পেয়ে যাই।
@mash02
@mash02 4 года назад
@@updateks6571 ভাই আপনার কথা টা সঠিক।।আমি জানি নাহ আপনার বাড়ি কোন জেলায়।।কিন্তু সত্যি বলতে বরিশাল এ ক্যেবল ডিশ লাইনের অবস্থা অনেক খারাপ।।আর টিভি দেখার মত মানুষ আমাদের বারিতে শুধু আমার মা।।তার বয়স হয়েছে এবং টিভি টাই তার বর্তমানে বিনোদন এর একমাত্র মাধ্যম।।তাই আমার কাছে ৪০০ টাকার থেকে বেশি বড় তার ক্ষনিক আনন্দ টা।।আর এটা সত্তি আপনার এলাকায় কেবল লাইন মানসম্মত নাহ হলে জত ভাল টিভি হোক তা দেখে আপনার তৃপ্তি হবে নাহ।।।আর আমি জত টুকুন জানি আকাশ ভবিষ্যতে মাসিক চার্জ কমাবে এবং চ্যানেল ও বারাবে।।ভারত এ কিন্তু সেট আপ বক্স বাধ্যতামূলক তাই তাদের এককালীন কম টাকায় নিতে পারলেও মেইন মেইন চ্যানেল দেখতে গেলে মাসিক প্রায় ৩৫০ + টাকা রির্চাজ করতে হয়।। টাটা স্কাই এর টা আমি জানি তাই বল্লাম।।আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।।
@tasnimulhassan2158
@tasnimulhassan2158 4 года назад
আপনি প্রচুর সুন্দর করে কথা বলেন আপনার কথা শুনে আমি মুগ্ধ হলাম তবে একটা অনুরোধ করছি আশা করি রাখবেন একটি নতুন ভিডিও তৈরি করে পর পর মোট কতটি ও কী কী চ্যানেল আছে তা দেখালে খুব উপকৃত হতাম এতে করে আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে ধন্যবাদ 🙂
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ধন্যবাদ 😊। আশাকরি আপনার পছন্দমত ভিডিও সামনে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। বর্তমানে আকাশ DTH এ 115 টি চ্যানেল আছে। এর মধ্যে 40 টি চ্যানেল Full HD (1080i) আর বাকিগুলো HD না হলেও HD এর কাছাকাছি (576i)। আকাশ DTH বলছে সামনে তারা আরও চ্যানেল সংখ্যা বাড়াবে।
@fahimtoshin8034
@fahimtoshin8034 4 года назад
Is there is any dish antenna that will cover 3 TV cause for this question I have 3 TV in our house
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ভাইয়া নরমাল ক্যাবল টিভি অপারেটরদের ডিসের লাইন আপনি একসাথে অনেকগুলো টিভির সাথে ব্যবহার করতে পারবেন। তবে এই ধরণের DTH সার্ভিস ব্যবহার করতে আপনাকে প্রতিটি টিভির জন্য আলাদা আলাদা মাসিক বিল দিতে হবে। DTH এর অ্যাডভান্টেজ হলো আপনি Full HD রেজুলেশনে টিভি দেখতে পারবেন।
@fahimtoshin8034
@fahimtoshin8034 4 года назад
@@TechnologyBanglaShahin ok ar ki korar thanks for give me time!!
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তী আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
@nazmulmedia4485
@nazmulmedia4485 4 года назад
কোথায় পাবো - এর জন্য কোন কর ( ট্যাক্স) দিতে হবে কি?
@amipeter6769
@amipeter6769 4 года назад
Vhai, antenna ta ki veranda te setup kora jabe without setting up at the roof top. Pls reply would be a help. Thanks
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
পূর্ব দিকে 119.1 ডিগ্রী অ্যাঙ্গেলে বঙ্গবন্ধ-1 স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ হয়। আপনার বারান্দা যদি ওই দিকে হয় এবং 119 ডিগ্রী পূর্ব অ্যাঙ্গেলে আকাশ পরিষ্কার ভাবে পাওয়া যায় তাহলে বারান্দায় লাগাতে পারবেন। তবে সাধারণত এমনভাবে প্রপার সিগনাল পাওয়া যাওয়ার কথা না, তাই ছাদে লাগানো ভালো হবে।
@MdRasel-pk2rt
@MdRasel-pk2rt 4 года назад
ভাইয়া আমি জানতে চাচ্ছি যে, আকাশ এর ভিডিও গুলো আগে আসে নাকি ক্যাবল লাইনের ভিডিও গুলো একটু আগে আসে , আমাকে একটু জানাবেন ?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ক্যাবলের ভিডিও গুলা সামান্য একটু আগে আসে।
@trnahid4270
@trnahid4270 4 года назад
1 ta diye tar jora lagiye 2 tta tv use kora jabe? fee ki ektar dite hbe naki 2 tar
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
তার জোড়া দিয়ে দুইটা টিভি দেখতে চাইলে দুইটা সেট টপ বক্স লাগবে, আর মান্থলি সাবস্ক্রিপশন ফি ডবল দিতে হবে।
@fahimtoshin8034
@fahimtoshin8034 4 года назад
How many TV will be connect with one Akash DTH ??
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ভাইয়া, একটা সেট টপ বক্স এর সাথে একটা টিভি কানেক্ট করতে পারবেন।
@skormondol803
@skormondol803 4 года назад
আকাশ মাস যদি 399 টাকা হয় আর ডিস লাইন যদি 200 টাকা হয় তাহলে কোন পাগলে কিনবে ডিস লাইন এখন full hd এবং ঝিরঝির করে না
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আকাশে আপনি 1080p রেজুলেশনে টিভি দেখতে পারবেন এবং আকাশের নেটওয়ার্ক সমগ্র বাংলাদেশের সব প্রান্তে বিস্তৃত কারণ এটা স্যাটেলাইট থেকে সিগন্যাল ট্রান্সমিট করে। এছাড়াও কারেন্ট চলে গেলেও IPS এর মাধ্যমে আপনি লাইভ টিভি দেখতে পারবেন।
@aniksaad6399
@aniksaad6399 4 года назад
I am facing a signal problem. E169-0. What does it mean?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ওদের হেল্পলাইনে ফোন দেন।
@কুরআনেরআলো-ঢ৭গ
আপনার উপস্থাপনা ভালো লাগলো। শুভকামনা রইল।
@Need_A_Fan
@Need_A_Fan 3 года назад
ঝড় বৃষ্টির সময় এবং শীতে কুয়াশা পড়লে তখন ছবির কেমন আসে???
@MdMaruf-ss5dm
@MdMaruf-ss5dm 4 года назад
একটা DTH দিয়ে কি একাধিক টিভি দেখতে পারব? সেক্ষেত্রে কি প্রতি টিভির জন্য আলাদা আলাদা পে করতে হবে? জানাবেন প্লিজ!
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একাধিক টিভি চালাতে একাধিক সেট টপ বক্স কিনতে হবে। তবে ডিশ অ্যান্টেনা একটা হলেই হবে। আর যতগুলো টিভি চালাবেন ততগুলো টিভির বিল আলাদা আলাদা পে করতে হবে।
@tusharimran3028
@tusharimran3028 4 года назад
Call me if u.need ,01918996368
@Outoftheworld45
@Outoftheworld45 Год назад
আংকেল আমার টিভি সাধারন Singer TV আমরা কি আকাশ DTH নিতে পারবো? আর আমি চট্টগ্রাম থেকে আকাশ DTH কিভাবে নিবো? আমি বর্তমানে সাধারণ ভিসার লাইন চালায় কিন্তু সেখানে সব চ্যানেল পাইনা এজন্য আকাশ DTH নিতে চাই। আর আঙ্কেল আপনাদের আকাশ ডিটিএইচ এর মধ্যেই কি স্টার স্পোর্টস গুলো আছে? মানে খেলার চ্যানেল কইটা আছে? দয়া করে একটু বলবেন প্লিস 💓
@RASELAHMED-gy3ie
@RASELAHMED-gy3ie 4 года назад
মাসে যদি 100 টাকা হয়তো তাহলে মনে হয় সবাই ব্যবহার করতে পারত
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
তা তো অবশ্যই। তবে এটার কোয়ালিটি টা অনেক ভালো। প্রতিটি চ্যানেল অনেক বেশি ক্লিয়ার আসে। বর্তমানে 115 টি চ্যানেল এর মধ্যে 40 টি চ্যানেল Full HD. অন্যান্য দেশেও HD চ্যানেল দেখার জন্য একটু বেশি পে করতে হয়।
@productunboxingbangla4710
@productunboxingbangla4710 4 года назад
Amar apnara kisu din na kinlei automatically dam o masik charge komte baddho
@tusharimran3028
@tusharimran3028 4 года назад
@@productunboxingbangla4710 vay iphone junta kom manus kine ,tay bole ki dam komse
@mdnoorislam9510
@mdnoorislam9510 4 года назад
তোমাকে কি আকাশ কম্পানি টাকা দেয় তাই কম্পানি হয়ে দালালি করছো,,,, আরেক টি কম্পানি আসলেই এই আকাশ টাকাশ দাম এমনেই দাম কমাতে বাধ্য হবে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
না, আকাশ কোম্পানি আমাকে কোন টাকা দেয় না। আমি একজন ব্যবহারকারী, আমার এটা ব্যবহার করে ভালো লেগেছে তাই ভালো রিভিউ দিয়েছি। আর ভবিষ্যতে আরো কোম্পানি আসুক এটা আমিও চাই তাহলে প্রতিযোগিতা আরো বাড়বে এবং আমরা সাধারণ গ্রাহকরা আরো বেশি সুযোগ সুবিধা পাবো।
@noitrealian9960
@noitrealian9960 3 года назад
power consumption kmn? extra electricity bill kmn ashe?
@রুপেরমাইয়া-ষ৫ম
ভাই এটাতো বঙ্গবন্ধু স্যাটেলাইট এটাতো ফিরি দেওয়ার কথা
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আকাশ কোম্পানি ভাড়া দেয় সরকারকে স্যাটেলাইট টি ব্যবহার করার জন্য।
@sartajzamanmodi5163
@sartajzamanmodi5163 4 года назад
Amii jantee chai apnar eay dish size koto 3'beshi taholee singnal qality 77% Rainey day hoyto hoyee pare Jodi btv national day cheak koren Jodi bishty na hoy taholee singnal qality 100% ditio kothai eakhanee channel 140+ se hisheebee taka 300 thik
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
এন্টেনার সাইজ 90 সেন্টিমিটার। সিগন্যাল নিয়ে এখনো কোন সমস্যায় পরিনি।
@anonymousashes5201
@anonymousashes5201 4 года назад
Can I watch youtube after installment of Akash dth since my TV has feature for the youtube?
@JasimUddin-iz9yq
@JasimUddin-iz9yq 4 года назад
ভাই আপনার উপস্থাপনাটা অসম্ভব ভাল লেগেছে, ধন্যবাদ।
@samzihadi4008
@samzihadi4008 4 года назад
ক্যাবল ডিশ আর এটার মধ্যে তফাৎটা কি?? বরং আমি তো দেখছি, ক্যাবল থেকে এটি আরো বেশি ব্যায়বহুল আর ঝামেলাপূর্ণ।
@SkSufi-11
@SkSufi-11 4 года назад
এন্টিনা বাবত সেটআপ বক্স সহ সর্বমোট কত টাকা খরছ হবে এবং মাসিক ফি কতটাকা দিতে হবে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
সর্বমোট 5 থেকে 5500 টাকা খরচ হবে। মাসিক 399 টাকা বিল দিতে হয়।
@arkays925
@arkays925 4 года назад
আমি আকাশ ডিটিএইচ LG ব্র্যান্ডের এলইডি টিভিতে দেখি।সত্যিই অসাধারণ এইচডি কোয়ালিটি!
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
হ্যাঁ সত্যি এর কোয়ালিটি অসাধারণ লাগে। ধন্যবাদ কমেন্ট করার জন্য। সাথেই থাকবেন।
@bakibillah3862
@bakibillah3862 4 года назад
আমি একসাথে ৪ টা টিভি চালাতে চাই। এজন্য কত খরচ হবে এবং প্রকৃয়া কি একটু জানাবেন।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
4 টা টিভি চালাতে আপনার 4 টা আলাদা আলাদা সেট টপ বক্স লাগবে সাথে 4 টা LNB লাগবে তবে ডিস এন্টেনা একটা হলেই হবে। সেট টপ বক্স গুলোর বর্তমান মূল্য 3700 টাকা করে। এগুলোর প্রাইস এর আপডেট পেতে আপনার নিকটস্থ আকাশ DTH এর সেলস পয়েন্ট এ যোগাযোগ করেন।
@numanh30
@numanh30 4 года назад
ব্রাহ্মণবাড়িয়ায় কোথায় পাওয়া যাবে???
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনার নিকটবর্তী ইলেকট্রনিক্স দোকানে খোঁজ নিতে পারেন, অথবা নিচের এই ঠিকানায় খোঁজ নিলেই পাবেন। 13, Mosjid Market, Brahmanbaria Sadar
@sheikhruji8308
@sheikhruji8308 4 года назад
আচ্ছা ভাই এর রিমোট কি extra কিনতে পাওয়া যাবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
রিমোট এক্সট্রা অবশ্যই পাওয়া যাওয়ার কথা। আপনি আকাশের বিক্রেতাদের সাথে এই ব্যাপারে কথা বলতে পারেন।
@khmakash1698
@khmakash1698 4 года назад
#vaia_ami_ai_video_ta_ami_ar_aageo_dekhchi_but_akta_kotha_sunte_vule_geche_kotha_hocche_DTH_diye_ki_Tv_chara_Wi-Fi_o_chalano_jai_janaben_please
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
এটা দিয়ে শুধু টিভি দেখা যায়।
@MahmudulHasan-tl7oy
@MahmudulHasan-tl7oy 4 года назад
অনেক সুন্দর গুছিয়ে রিভিউ করেছেন....ধন্যবাদ আপনাকে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
You are welcome 😊 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, পরবর্তীতে টেকনোলজি নিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে।
@mmrsaddam6092
@mmrsaddam6092 4 года назад
আমার বাসায় তিনটা রুমে তিনটা এল ই ডি আছে। আমি কি একটি Akash DTH দিয়ে তিনটাতে সংযোগ দিতে পারব? বা কি করলে তিনটাতে সংযোগ দিতে পারবো ?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একটা সেট টপ বক্সে একটা টিভি দেখা যাবে। প্রতিটি টিভির জন্য আলাদা আলাদা সেট টপ বক্স লাগাতে হবে তবে অ্যান্টেনা একটা হলেই হবে। এই ব্যাপারে কথা বলার জন্য আকাশের হেল্পলাইনে ফোন দিতে পারেন। গুগলে Akash DTH লিখে সার্চ দিলেই ওদের ওয়েব সাইটের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ওদের ফোন নাম্বার আছে।
@Imrankhan-nq6uj
@Imrankhan-nq6uj 3 года назад
এই টি দিয়ে কি দুইটি টিভি দেখা যাবে কি
@javedjafry3080
@javedjafry3080 4 года назад
অামি গোপালগন্জের টুঙ্গিপাড়ায় নিতে চাচ্ছি। কিন্তু গোপালগন্জে ইন্সটলেশন সার্ভিস এখনো শুরু হয়নাই। সেক্ষেত্রে কি অামি এটা ঢাকা থেকে কিনে গ্রামে যেয়ে নিজে নিজে সেট করে নিতে পারবো? নাকি ওদের লোক ছাড়া সেট করা যাবে না?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনি ঢাকা থেকে কিনে বাংলাদেশের যেকোনো জায়গায় লাগাতে পারবেন। তবে লাগানোর প্রসেস কিন্তু কিছুটা টেকনিক্যাল তাই তাদের হেল্প ছাড়া লাগানোর ক্ষেত্রে কিছুটা চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নিবেন।
@alaminahamed7957
@alaminahamed7957 4 года назад
Channel change korar jonno ki akash er remote use korsen naki tv er remote
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
চ্যানেল চেঞ্জ করার জন্য আকাশের রিমোট ব্যবহার করতে হয়।
@alaminahamed7957
@alaminahamed7957 4 года назад
@@TechnologyBanglaShahin ami jei channel gula like kori na oigula ki hide korte parbo?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@alaminahamed7957 হ্যাঁ আপনি যে চ্যানেলগুলো পছন্দ করেন না সেগুলো হাইড করতে পারবেন।
@AndroEmu_Clips
@AndroEmu_Clips 4 года назад
It still is very much lagged behind in many field compared to digital cables in Dhaka
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Please give some examples.
@AndroEmu_Clips
@AndroEmu_Clips 4 года назад
Jadoo digital,Bengal Digital they have better and high number of channels (270-280) channels and suppliments like Language options,Dolby audio .... also they provide Asian feeds of many channels which are really great compared to indian feed ... Also they give channels for live sports on demand immediately ... Akash picture quality is pretty great but they should make their progress faster i think ... Thank you
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Thank you for your valuable information. I agree with you but jadoo or Bengal digital coverage is very poor. Akash DTH has full coverage all over in Bangladesh because Akash transmitting signal directly satellite to customer end. At this moment I am enjoying full HD channels from rajshahi Bangladesh. Actually satellite based DTH has some limitation for number of channel broadcast within a single package but it can provide very big range of network coverage and very high quality picture.
@mmonjurulh
@mmonjurulh 4 года назад
Setup box & dish warranty kotodin?
@mdsaifulsaiful6524
@mdsaifulsaiful6524 4 года назад
এটা কি গ্রামের বাড়িতে চলবে গ্রামের বাড়ি শেরপুর দূরত্ব ঢাকা থেকে ২০০ কিলোমিটার বৃষ্টি দিন বা আকাশ মেঘলা থাকে ঝরো হাওয়াতেও চলবে কি, আমি শুনেছি যে বৃষ্টি দিন নাকি চলে না চ্যালেন আটকে যায়।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
হ্যাঁ এটা বাংলাদেশের যেকোনো জায়গায় চলবে কারণ এটা সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে। এটাতে আমি সমস্যা খুব কম হতে দেখেছি। খুব বেশি বৃষ্টি না হলে তেমন কোনো সমস্যা হয় না, বৃষ্টি কমলে আবার ঠিক হয়ে যায়, তবে এটা একবার হয়েছিলো শুধু।
@mdsaifulsaiful6524
@mdsaifulsaiful6524 4 года назад
ওকে ধন্যবাদ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@mdsaifulsaiful6524 You are welcome.
@karimmohammed325
@karimmohammed325 3 года назад
It's possible to install in South Africa
@rectorOp
@rectorOp 4 года назад
ভাই আপনার রিভিউ শুনে অনেক ভালো লাগলো বাংলাতে আপনার review আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো আপনি যে এত সুন্দর মানুষ কল্পনাও করতে পারিনি সাবস্ক্রাইব করে নিলাম
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। 😊
@sheikhnadim602
@sheikhnadim602 4 года назад
Those r very old things it's not good idea.. now each apartment need .. now each building need too many dise.. how building will look now ..
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Brother but it is very stable technology with very little drawback. I think it will look better than a lot of cables on electric piller. And please note: You can connect 4 TVs with one small dish antenna. Thank you for your comment.
@figallery2221
@figallery2221 4 года назад
ভাইজান আকাশ বক্সে ফেবারিট অপশন ঠিক মত কাজ করে না , অন অফ করার পর তা আর ঠিক থাকে না, মাঝে মাঝে কিছু চেনেল খুঁজে পাওয়া যায় না, এমন কি চেনেল সার্চ দিলেও আসে না, আবার অনেক সময় পর তা আবার খুঁজে পাওয়া যায়, এটার সমস্যা কি , আপনার জানা থাকলে জানাবেন, আপনি কি এমন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা তাও জানাবেন প্লিজ ,
@duttamoshaibipul
@duttamoshaibipul 4 года назад
ভাই একটা প্রশ্ন, কম্পিউটার মনিটরে টিভি দেখতে চাইলে কি টিভি কার্ড কিনতে হবে নাকি Akash DTH কিনলেই তার সাথে পাবো?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
কম্পিউটারের মনিটরে টিভি দেখতে চাইলে আকাশ DTH কিনলেই হবে। মনিটরে HDMI পোর্ট আছে কিনা দেখে কিনবেন। এই পোর্ট থাকলে আকাশ সহজে কানেক্ট করতে পারবেন।
@duttamoshaibipul
@duttamoshaibipul 4 года назад
@@TechnologyBanglaShahin আপনাকে অনেক ধন্যবাদ ❤।
@aniksaad6399
@aniksaad6399 4 года назад
ভাই, অনেস্টলি একটা কথা বলুন। মেঘলা দিনে বা যখন আকাশ পরিষ্কার থাকে না তখন আকাশের লাইনের পারফরম্যান্স কেমন থাকে? ওভারঅল সার্ভিস নিয়ে কি আপনি সন্তুষ্ট? আকাশের অফিশিয়াল ওয়েবসাইটে যা যা বলা আছে, সেসব কি বাস্তবেও মিল থাকে? আমি এসব জানতে চাওয়ার কারণ হল, আমরা লোকাল যেসব লাইনের সেট-টপ বক্স চালাই, এদের চ্যানেল ডিস্ট্রিবিউশন নিয়ে আমি সন্তুষ্ট নই বর্তমানে। একারণে আকাশের লাইন নিবো কিনা, তাই জানতে চাইলাম।
@mohammadfaridi3816
@mohammadfaridi3816 4 года назад
এটি দিয়ে কি কম্পিউটার মনিটরে দেখা সম্ভব? Please জানাবেন ।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
হ্যাঁ এটা কম্পিউটারের মনিটরে লাগিয়ে দেখতে পারবেন। মনিটরে HDMI port থাকলে ভালো হয়। না থাকলে এক্সট্রা একটা কনভার্টার কিনে নিবেন।
@mmonjurulh
@mmonjurulh 4 года назад
Extra cable per meter price koto?
@humayankabir8586
@humayankabir8586 3 года назад
30tk
@apon1920
@apon1920 Год назад
ভাই আমাদের টিভিতে, জ্যাক নেই। শুধু ডিস এর লাইন আছে।এই টিভিতে কি আকাশ চলবে
@mrmunna9072
@mrmunna9072 4 года назад
তাও ভালো, যুক্তরাষ্ট্রে সেট টপ বক্সে কয়েক হাজার টাকা থাকে মাসিক চার্জ।
@kazinazmul1710
@kazinazmul1710 4 года назад
চ্যানেল পরিবর্তন, সাউন্ড, টিউনিং, অন/অফ এর ক্ষেত্রে আকাশ এর ইন্টারফেস ই যদি ব্যাবহার করতে হয় তাহলে এত দাম দিয়ে SONY/LG/SAMSUNG এর মত দামি টিভি কিনে কি লাভ? যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর ইন্টারফেস/অপশন গুলো না ব্যাবহার করতে পারি।শুধুমাত্র মনিটর হিসেবেই তাহলে এত দামি ডিভাইস গুলি ব্যাবহার করবো?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
শুধুমাত্র টিভি টিউনার টি বন্ধ থাকবে। সাউন্ড, পিকচার ইত্যাদির কোয়ালিটি ও সেটিংস আপনি টিভির ইউজার ইন্টারফেস দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। টিভির মান যত ভালো হবে আপনার টিভি দেখার অভিজ্ঞতা ততো ভালো হবে। আসলে উন্নত দেশগুলোতেও এই পদ্ধতির মাধ্যমে টিভি দেখা হয়। আপনার টিভি যত দামি হোক না কেন সেটির টিউনার তেমন উন্নত নয়। আমি আপনাকে বলবো টিভির বিল্ট-ইন টিউনার টির মায়া ত্যাগ করে Full HD জগতে আসুন।
@loveeveryone3842
@loveeveryone3842 4 года назад
Bro can you tell please This have Sky sports 1to 10 all channels Super sports 1 to 10 all channels And osn all channels Ben sports all channels
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Akash DTH এর ওয়েবসাইটে গিয়ে List of channels এ ক্লিক করলে চ্যানেল এর আপডেট লিস্ট দেখতে পাবেন। গুগলে Akash DTH লিখে সার্চ দিলেই ওদের ওয়েব সাইটের লিঙ্ক পেয়ে যাবেন।
@jahangirkabir9600
@jahangirkabir9600 4 года назад
বৃষ্টির দিনে কেমন সার্ভিস দেয়, no signal এর বিষয়ে জানতে চাই,খারাপ আবহাওয়ায় কমন চলে এ বিষয়ে জানতে চাই,,,,,,,,,,,,
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
বৃষ্টির দিনেও সিগন্যাল স্ট্রেন্থ 77% থাকে, সব চ্যানেল ক্রিস্টাল ক্লিয়ার আসে। এখনো পর্যন্ত কোনদিন No Signal ডিসপ্লে করেনি।
@anthonysmedia4100
@anthonysmedia4100 4 года назад
Bangladesh er ja kono prante ki ata use kora jabe?? Naki shudu dhaka te ? Normal tv te ki use kora jabe?? Naki smart tv er jonno
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
হ্যাঁ বাংলাদেশের যে কোন প্রান্তে এটা ব্যবহার করা যাবে কারণ এটা সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে। সব টিভিতে এটা ব্যবহার করা যাবে তবে যে সকল টিভিতে HDMI পোর্ট আছে সে সকল টিভিতে সবচেয়ে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। আজকাল সাধারণ টিভিতেও HDMI পোর্ট থাকে, একটু দেখে নিবেন।
@naimulislammasum6795
@naimulislammasum6795 4 года назад
কম্পিউটার মনিটর দিয়ে চালাতে আর নতুন কিছু এড করতে হবে কি??
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
কম্পিউটারের মনিটরে HDMI পোর্ট থাকলে নতুন কিছু যুক্ত করতে হবে না।
@kishoresikder
@kishoresikder 4 года назад
দাদা ডিসের লাইন আছে কিন্ত ভালো দেখা যায় নাই, ঐই লানের সাথে আপনাদের boxটা লাগালে ডিসের লইন কি ভালো দেখা ষাবে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
না দাদা, নরমাল ডিসের লাইনের সাথে এই বক্স লাগানো যাবেনা।
@Simplemonermanush
@Simplemonermanush 2 года назад
আকাশ dth এসর্বোচ্চ 120 টি চ‍্যানেল আর আপনার Tv তে 250 এর উপরে চ‍্যানেল কেন
@imranhowleder8732
@imranhowleder8732 2 года назад
মেঘ, বৃষ্টি হলে কি হয় প্লিজ আপনার অভিঙ্গতা বলুন
@ArifurRahman-bg4ky
@ArifurRahman-bg4ky 4 года назад
একটা রিসিভার দিয়ে কি একটা টিভি দেখা যাবে নাকি আরও টিভির সাথে জোড়া দেয়া যাবে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
1 টা রিসিভার দিয়ে 1 টা টিভি দেখা যাবে। ডিসের লাইনের মতো এটা জোড়া দেওয়া যাবে না।
@Exclusive_Fun_Zone
@Exclusive_Fun_Zone 4 года назад
আমি রংপুর থেকে বলছি।।। ১তলা বিল্ডিং এর ছাদে লাগানো যাবে?
@sonermoyna2418
@sonermoyna2418 4 года назад
Vayjan eta theke internet subidha i mean brod band baboharer subidha ase ki?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
না এটা দিয়ে ইন্টারনেট সুবিধা নিতে পারবেন না।
@e.r.h.hemranh.2632
@e.r.h.hemranh.2632 4 года назад
ঝড় বৃষ্টিতে রেগুলেশন কিছুটা ঝাপসা আসে কি? আর যেটা পেমেন্ট করব সেটা দেখি আর না দেখি এক মাস পরে আবার ভরতে হবে????
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আমি এটা ক্রয় করার পর বড় ঝড় এখনো হয়নি তবে বৃষ্টি অনেকবার হয়েছে, বেশি বৃষ্টিতেও সিগন্যাল রিসিভের কোন সমস্যা হয়নি। হ্যাঁ প্রতিমাসে আপনার বিলিং ডেট এর একদিন আগে টাকা বিকাশ করে পাঠিয়ে দিবেন। আপনি চাইলে একবারে বেশি করে টাকা পাঠিয়ে দিতে পারেন, বেশি টাকা আপনার সাবস্ক্রিপশন আইডির আন্ডারে যে অ্যাকাউন্ট আছে সেখানে জমা হবে, মাসে মাসে অটোমেটিক ওখান থেকে কেটে নিবে। কত কাটলো আর কত টাকা জমা আছে সব ইনফরমেশন আপনি যখন খুশি তখনই জানতে পারবেন।
@mamunrashid8980
@mamunrashid8980 4 года назад
আমার ছাদ ৬ তলা এর উপরে।আমি থাকি ২য় তলায়।আমার কতটুকু তার লাগবে?আর তার প্রতি মিটার কত?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আকাশ DTH আপনাকে 10 মিটার তার ফ্রি দিবে, এরপর যা লাগে তা আপনাকে প্রতি মিটার ৩০-৪০ টাকা করে কিনতে হবে। যারা ইন্সটল করবে তারা মেপে বলে দিবে আপনার আর কতটুকু এক্সট্রা তার লাগবে। 1 মিটার= 39 ইঞ্চি।
@sudiptamalick8356
@sudiptamalick8356 4 года назад
Best part of the video 8:45
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
হা হা হা 😊😊
@mrsomen3155
@mrsomen3155 4 года назад
Lol🤣🤣🤣🤣🤣
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@mrsomen3155 😊😊
@muhaiminchoudhury2866
@muhaiminchoudhury2866 4 года назад
😂😂😂😂😂
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@muhaiminchoudhury2866 😊
@agnesgomes1870
@agnesgomes1870 4 года назад
is it cover in whole BD???
@MdHasan-fp9yb
@MdHasan-fp9yb 4 года назад
Bhai Eita Diye koita TV Ekshathe Dekha Jabe ? Bolben Please
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একটা সেট টপ বক্স দিয়ে একটা টিভি দেখা যাবে।
@MdHasan-fp9yb
@MdHasan-fp9yb 4 года назад
@@TechnologyBanglaShahin TV 2/3 ta Dekhar jonno kone upay nai?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@MdHasan-fp9yb না ভাই, প্রতিটা টিভির জন্য একটা করে সেট টপ বক্স লাগবে তবে ডিস এন্টেনা একটা হলেই হবে। আপনি যদি সেম চ্যানেল কয়েকটা টিভিতে চালাতে চান তাহলে HTMI Hub ব্যবহার করতে পারেন। মনে রাখবেন এটাতে শুধু সেম চ্যানেল সবগুলা টিভিতে একসাথে চলবে।
@updatevlogtv6180
@updatevlogtv6180 4 года назад
ভাই কয়টি চ্যানেল আসে??স্বাভাবিক ডিসে যেমন ১০০ থেকে ১৫০ টা চ্যানেল আসে তেমন নাকি কম?? একটু জানাবেন প্লিছ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
বর্তমানে 120 টার মতন চ্যানেল আসে।
@updatevlogtv6180
@updatevlogtv6180 4 года назад
ok.f9! vai atar price koto?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
মাসিক বিল 399 টাকা, আর এটার বর্তমান প্রাইস 5 হাজার থেকে সাড়ে 5 হাজার টাকা। তবে সামনে একটু কমতে পারে।
@anthonydrong8071
@anthonydrong8071 4 года назад
Can I use internet?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
NO
@riajvlogsbd3332
@riajvlogsbd3332 4 года назад
রেগুলার ডিসের কেবল হলে হবে? নাকি আকাশের জন্য বিশেষ কোন কেবল আছে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
রেগুলার ডিসের ক্যাবেল হলেই হবে। তবে চেষ্টা করবেন BRB কম্পানির ডিশের ক্যাবেল কিনার, এটার দাম বেশি হলেও পিওর কপার ব্যবহার করা হয়েছে যার ফলে ট্রান্সমিশন খুব স্মুথ হয়। (ডিসের ক্যাবলের নাম Co-axial ক্যাবল।)
@Shopholic19
@Shopholic19 4 года назад
ডিশ অ্যানটেনা বাসার ভিতরে রেখে ব্যবহার করা যাবে??
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
না, ডিস এন্টেনা ছাদে রাখতে হবে।
@Rokunuzzaman
@Rokunuzzaman 4 года назад
ভাই কয়েকটা দে লাগানো যাবে সেটিকে আলাদা আলাদা বিল দিতে হবে জানাবেন জানানোর জন্য ধন্যবাদ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একাধিক টিভি দেখতে চাইলে একাধিক সেট টপ বক্স কিনতে হবে, আমার জানামতে 4 টা সেট টপ বক্স লাগানো যায়। প্রতিটি সেট টপ বক্সের জন্য আলাদা আলাদা মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তবে অ্যান্টেনা একটার সাথেই সবগুলা সেট টপ বক্স কানেক্ট করা যাবে। প্রতিটি সেটটপ বক্সের জন্য মান্থলি রিচার্জ 399 টাকা করে দিতে হবে।
@tonmoyshaha3207
@tonmoyshaha3207 4 года назад
এটা কি প্রতি মাসে ৩৯৯ টাকা করে দিতে হবে,,,,??? এটা আবার কেমন,,?? আর প্রতি সেট অব বক্স এর দাম কত,,,??
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@tonmoyshaha3207 হ্যাঁ প্রতিটি সেট টপ বক্স এর জন্য মাসে 399 টাকা করে দিতে হবে। ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এখন সেট টপ বক্স এর জন্য ডিসকাউন্ট চলছে।
@prosenzeetmondal6092
@prosenzeetmondal6092 4 года назад
৪০০ টাকা একটু বেশী বলতে হবে। প্রাথমিক ৫৫০০ টাকাও কিছুটা বেশী।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
সাবস্ক্রিপশন ফি 399 টাকা তবে প্রাথমিক খরচ কমে গিয়েছে এখন। ভবিষ্যতে আরও কমবে।
@FahimKhan-pj7qe
@FahimKhan-pj7qe 4 года назад
Vaiya, Total cost Koto Porbe? Channel koita dekte parbo?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনি গুগলে Akash DTH লিখে সার্চ দেন, তাহলে ওদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। ওদের ওয়েবসাইটে সব আপডেটেড ইনফর্মেশন গুলো পাবেন।
@mdmuslimmdmuslim4417
@mdmuslimmdmuslim4417 3 года назад
সেটাব বক্স এর কোন মেয়াদ আছে কিনা,, একটা কত বছর চলে,, বা এক বছর পরে আবার পরিবতন করা লাগে কিনা,,, জানাবেন
@md.shawonchowdhury1100
@md.shawonchowdhury1100 4 года назад
vi akta dis diya ki akta tv cholbe?na ki 2,3ta tv chalano jabe plz janaben.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একটা ডিস এন্টেনা দিয়ে 4 টা টিভি দেখা যাবে তবে চারটা সেট টপ বক্স লাগাতে হবে। প্রতিটি টিভির জন্য আলাদা আলাদা ভাবে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
@sadikurrahman2013
@sadikurrahman2013 4 года назад
এটা দিয়ে কি এক দুইটি টিবি দেখতে পারবো???
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একটা সেট টপ বক্স দিয়ে একটা টিভি দেখতে পারবেন। দুইটি টিভির জন্য দুইটি সেট টপ বক্স কিনতে হবে। এন্টেনা একটা হলেই হবে।
@emdadhusain2272
@emdadhusain2272 4 года назад
একটা রিসিভার দিয়ে কি ২ টা টিভি দেখা সম্ভব হবে। যেহেতু আমার বাসায় ২ টা টিভি।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
না, একাধিক টিভি দেখতে চাইলে একাধিক সেট টপ বক্স কিনতে হবে, প্রতিটি সেট টপ বক্সের জন্য আলাদা আলাদা মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তবে অ্যান্টেনা একটার সাথেই সবগুলা সেট টপ বক্স কানেক্ট করা যাবে।
@sauravroy290
@sauravroy290 4 года назад
এইটা দিয়ে কয়টা টিভি চলবে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একটা দিয়ে একটা টিভি চলবে।
@arifarif2230
@arifarif2230 4 года назад
ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে খুব গুছিয়ে কথা বলেছেন,, আমার বাড়ী টিনসেট আমি কি পারবো ব্যবহার করতে, এবং এটা মাসিক ফি কতটাকা করে দিতে হবে, বা এটা কিনার পরে কতদিনের গ্যারান্টি দিবে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ধন্যবাদ। হ্যাঁ আপনি টিনশেড এ ব্যবহার করতে পারবেন। সেটআপ করার ব্যাপারে যারা বিক্রি করে তারা আপনাকে হেল্প করবে, তাদেরকে আগেই বলে নিবেন আপনি টিনশেড এ ব্যবহার করতে চান। মাসিক দুই রকম প্যাকেজ আছে ওদের বর্তমানে। একটা 399 টাকা আরেকটা আড়াইশো টাকার মতো। ভবিষ্যতে হয়তো আরো প্যাকেজ বের করবে তারা।
@raihankabir3483
@raihankabir3483 4 года назад
Is it will run in dinajpur phulbari?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Yes you can use it in all over Bangladesh.
@mousumiakter5724
@mousumiakter5724 4 года назад
Nice presentation.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Thank you. 😊
@bemotivated4418
@bemotivated4418 4 года назад
ভাই এখন একটা সমস্যা হচ্ছে চ্যানেল গুলো হারিয়ে যাচ্ছে খুজে পাওয়া যাচ্ছে না কিছু চ্যানেল আপনার কি সমস্যাটি হচ্ছে? please reply
@ultraviews3698
@ultraviews3698 4 года назад
Malaysia te DTH er jonno Kono antena use korte hoy na Akhon technology upgrades hoye gacha Bangladesh old technology diye shuru koreche
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
বাংলাদেশেও ডিস ছাড়া HD TV সার্ভিস চালু হয়ে গিয়েছে। প্রথম অবস্থায় শুধু ঢাকায় তারা সার্ভিস দিচ্ছে, সামনে তাদের নেটওয়ার্ক এক্সপান্ড করবে। যেমন: Bengal Digital. গুগলে সার্চ দিলেই ডিটেলস তথ্য পেয়ে যাবেন।
@omarfaroque3022
@omarfaroque3022 4 года назад
@@TechnologyBanglaShahin dth technology এখন পুরাতন প্রযুক্তি ।এখন উন্নত বিশ্বে ip tv চলে
@sagarasm8248
@sagarasm8248 4 года назад
চ্যানল কি বদলাতে বাটন টিপে বদলাতে হয়,না অন্য ভাবে বদলানো যায়?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আকাশ DTH এর সাথে আপনাকে একটা রিমোট দিবে, এই রিমোটের ডিজিট বাটনগুলো চেপে অথবা চ্যানেল আপ-ডাউন বাটন চেপে আপনি চ্যানেল চেঞ্জ করতে পারবেন।
@rafiqueashu
@rafiqueashu 4 года назад
@@TechnologyBanglaShahin টিভির রিমোট দিয়ে চ্যানেল পরিবর্তন করা যাবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
না ভাইয়া, সেট টপ বক্স চালু অবস্থাতে সেট টপ বক্স এর সাথে দেওয়া রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করতে হবে।
@shishirbindu7870
@shishirbindu7870 4 года назад
মাত্র ১২০ টা চ্যানেল আসার কথা,,, কিন্তু এটাতে ত ২৫০++ সর্বোচ্চ কতগুলো চ্যানেল আসে যানাবেন প্লিজ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
115+ চ্যানেল আসে। আকাশের এই নতুন সেট টপ বক্সে 101 ডিজিট থেকে চ্যানেল কাউন্ট শুরু হয়।
@almamun7095
@almamun7095 4 года назад
ত্রকটা ত্রন্টেনা দিয়ে দুইটি টেলিভিশন দেকা যাবে কি।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
২ টা টিভি দেখতে ২ টা সেট টপ বক্স লাগবে। অ্যান্টেনা একটা হলেই হবে।
@arifhasanapu2054
@arifhasanapu2054 4 года назад
মুন্সিগন্জে কোথায় পাওয়া যাবে বা কোথায় থেকে কানেকশন নিতে পারবো...???
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনার এলাকার আশেপাশে ইলেকট্রনিক্স দোকান গুলোতে খোঁজ নিতে পারেন। অথবা আকাশের ওয়েবসাইটে Store Locator এ ক্লিক করে Munshiganj লিখলে মুন্সীগঞ্জে কোথায় কোথায় পাওয়া যায় সেই লিস্ট দেখতে পারবেন।
@SaddamHossain-nh7ik
@SaddamHossain-nh7ik 4 года назад
এইটা দিয়ে কি একাদিক টিভি দেখা যাবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একটা সেট টপ বক্স দিয়ে একটা টিভি দেখা যাবে।
@sumaiyaislam5959
@sumaiyaislam5959 4 года назад
ভাইয়া এটা কি সব জায়গায় পাওয়া যাবে?মিরপুর -১, সেকেন্ড কলোনী কি আকাশ টিভি এর কানেকশন করে দিতে পারবেন?এই এলাকার ডিস খুব বেশি প্রব্লেম অন্য লাইন নাই ডিসের। আকাশ টিভি এর কানেকশন নিতে চাচ্ছি। ফোন নম্বর দিন প্লিজ বা যোগাযোগ করার এড্রেস
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
এটা বাংলাদেশের যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এটার জন্য আকাশের হেল্পলাইনে ফোন দেন তারা আপনাকে হেল্প করবে। হেল লাইন: 16442, 09609999000
@bsbinternational1314
@bsbinternational1314 4 года назад
Eta ki duita TV te use kora jabe?
@MDShakil-xg8ik
@MDShakil-xg8ik 4 года назад
একটা DTH দিয়ে কি একের ওদিক টিভি চালানো সম্ভব...?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একাধিক টিভি দেখতে চাইলে একাধিক সেট টপ বক্স কিনতে হবে, প্রতিটি সেট টপ বক্সের জন্য আলাদা আলাদা মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তবে অ্যান্টেনা একটার সাথেই সবগুলা সেট টপ বক্স কানেক্ট করা যাবে।
@technicalworld0986
@technicalworld0986 4 года назад
Akti box die 2 tv chalano jabe
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একটা সেট টপ বক্স দিয়ে একটা টিভি চালানো যাবে। একাধিক টিভি চালাতে হলে একাধিক সেট টপ বক্স কিনতে হবে তবে এন্টেনা একটা হলেই হবে। সমস্যাটা হলো প্রতিটি সেট টপ বক্স এর জন্য আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
@miazytv8800
@miazytv8800 2 года назад
ভাইজান এটার এখন বর্তমান প্রাইস কত???প্লিজ জানাবেন
@arnabsaha6848
@arnabsaha6848 3 года назад
Star plus ki HD or SD akash e?
@JahangirAlam-vd6du
@JahangirAlam-vd6du 4 года назад
Vaiya, feni te ki pawa jabe? amake bolche feni te naki akash ekhono clear hoy nai.
@Mostafa-wu8vu
@Mostafa-wu8vu 4 года назад
থানা ভিত্তিক আকাশের ডিলারশিপ নিয়ে ব্যাবসার কোন সুবিধা আছে???
@almasum1918
@almasum1918 4 года назад
Amar basai building nai tiner ghor ami ki eita use korte parbo?
@mdibrahimkhalil7248
@mdibrahimkhalil7248 4 года назад
ধন্যবাদ, এটা কি সারাদেশের যেকোনো গ্রামাঞ্চলে চলবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
You are welcome. হ্যাঁ এটা সারা বাংলাদেশের যেকোনো জায়গায় চলবে। কারণ এটা সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে।
@mdibrahimkhalil7248
@mdibrahimkhalil7248 4 года назад
ধন্যবাদ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@mdibrahimkhalil7248 You are welcome 😊.
@akakiakashmaher8929
@akakiakashmaher8929 4 года назад
1ta Akash DTH dia koita tv chalano jai? karon oneek family te 2-3ta TV thake.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
একটা সেট টপ বক্স দিয়ে একটা টিভি চলবে। একাধিক টিভি চালাতে হলে একাধিক সেট টপ বক্স কিনতে হবে তবে অ্যান্টেনা একটা হলেই হবে।
@istiaqahmed5708
@istiaqahmed5708 4 года назад
@@TechnologyBanglaShahin ১টা টিভির চালানোর টাকা দিয়ে ২-৩টা টিভি চলবে কি
@bponetwork4966
@bponetwork4966 4 года назад
Amon kono way ache je ...signal ta ami amar Transmitter a dibo... and tahole dish line jamon choltace oi rokom cholbe?? Oi rokom hole toh Bill 400 Na 4000Tk hole oh valo hobe amar jhonno
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আসলে আকাশ DTH এর সিগনাল রিসিভিং প্রসেস টা কিছুটা কমপ্লেক্স, সেট টপ বক্স ডিস এন্টেনা কে নির্দেশ দেয় কোন চ্যানেলটি এখন রিসিভ করতে হবে তারপর সেই চ্যানেলটি রিসিভ করে সেট টপ বক্স প্রসেসিং এর মাধ্যমে HDMI এর মাধ্যমে টিভিতে অডিও/ভিডিও প্রেরণ করে। আবার এখানে অথেন্টিকেশন এর ব্যাপার আছে, তাই আপনার কাছে খুব স্পেশালাইজড ইকুইপমেন্ট না থাকলে আপনি আলাদাভাবে ট্রান্সমিশন করতে পারবেন না।
@bponetwork4966
@bponetwork4966 4 года назад
@@TechnologyBanglaShahin Spcial kono tools apnar kache ache ...ba apnar jana ache ja diye Kaj hobe ...sob dike transmission korte parbo........
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
এই ধরনের স্পেশালাইজড ডিভাইস/টুলস সাধারণ মার্কেটে পাওয়া যায় না। এগুলো অনেক অর্থ ব্যয় করে (বাণিজ্যিক কাজের জন্য তৈরি করে) বাইরে থেকে ইমপোর্ট করতে হয়। তাছাড়া আইনগত ভাবে আপনি ওদের চ্যানেলগুলো আবার নতুন করে বাণিজ্যিক কাজের জন্য রি-ট্রান্সমিশন করতে পারবেন না।
@shofubadsha6849
@shofubadsha6849 4 года назад
চ্যানেল কতটি? এবং HD কয়টি?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
মোট 115 টি চ্যানেল আসে এখন। এর মধ্যে 40 টি Full HD বাকি গুলোর কোয়ালিটি অনেকটাই HD এর কাছাকাছি। ভবিষ্যতে আরো HD চ্যানেল বাড়বে।
Далее
Walton Safe Solar Panel Review and Testing
9:44
Просмотров 128 тыс.
Super Star Mono Solar Panel Review and Testing
9:37
Просмотров 80 тыс.