শ্যামাপ্রসাদ এর কণ্ঠে সব গানই আমার অসাধারণ লাগে।আমি ওর গানের ভক্ত হয়ে গেছি।দীপঙ্কর এর পরিচালনা অনুষ্ঠান এ আমার প্রথম পরিচয়।আরো আরো অনেক উন্নতি করুক গানে ,সেই কামনা করি।
এই গানেতে মিউজিক অতীব সুন্দর হয়েছে। বিশেষ করে ঢোলের শব্দটি তে গানটিকে অনেক সুন্দর করে তুলেছে। নন্দী বাবু দারুন দুর্দান্ত ঢোলটি বাজিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দিলীপ কুমার গুপ্ত। গুপ্ত নীড় রামজীবনপুর। পশ্চিম মেদিনীপুর। 72 12 42।