আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো বাঁশি, বাঁশি তোমায় দিয়ে যাবো কাহার হাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাঁথা আগমনী কত যে ফাল্গুনি শ্রাবণে কত প্রভাতে রাতে আমার রাত পোহালো আ আ..... আ আ যে কথা রয় প্রাণের ভেতর অগোচরে গানে-গানে নিয়ে ছিলে চুরি করে অগোচরে যে কথা রয় প্রাণের ভেতর অগোচরে গানে গানে নিয়ে ছিলে চুরি করে অগোচরে সময় যে তার হল গত নিশি শেষে তারার মত হল গত শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো বাঁশি, বাঁশি তোমায় দিয়ে যাবো কাহার হাতে আমার রাত পোহালো
Being a non bengali ,. Some words and expressions can not coprehend fully , but brilliant poetry and sweet voice madhurimaji is beyond description খুব মিষ্টি, আমি একটু একটু বাংলা জানি , লিটল লিটল বুজতে পারি Keep it up and hoping for more melodious songs from you ! ! ! ! ! 👌👌 পুনে থেকে মুকুন্দ ,মহা রাষ্ট্র
Night brings a temporary pause Sleep discounts the duty to act Has my clock got a life of its own? An idea in my mind or a fact? By conscience and cockcrow it's sounded The bell that I never resist And though I've spent allnight at doing nothing I'm glad to be clear of the mist. If books on long shelves are my teachers And friends when I've grasped what they say ... ... ... ... ...
Dear Madhurima sen your all song are malodi. But many song are canot downlod so canot hear it.I hope that your all song are undownlod.Thanks form Bangladesh.
Some little touches makes the song different, creating separate identity of the singer with the song. It's evident. Gaan ar ganer vaab ekakar hoye geche sruti madhurotay.