#AmaroPoranoJahaChay is now available on all digital audio platforms ✨ Music Label - #RDRecords Jiosaavn : bit.ly/3x5BEJ8 Spotify : bit.ly/352INOs Gaana : bit.ly/3z8q2XP Itunes : bit.ly/3x7IkGO Apple Music : bit.ly/351Gnj3 Amazon Music : bit.ly/354RvLY Yt Music : bit.ly/351f3l1 Deezer : bit.ly/3irty9C Resso : bit.ly/3ipeWrm . Kemon laglo sobar notun video 😃✨
যত বয়স বাড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আরো মানে পরিষ্কার হচ্ছে .. ছোটো বেলা একরকম ভাবতাম আর এখন প্রতিটা লাইন মন ছুয়ে যায় ..❤️ সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের গান এর মানে বোঝা বড্ড কঠিন ...
যদি কেউ জিজ্ঞেস করে.. আচ্ছা, ভালোবাসা কারে কয়..! তাহলে তাকে নির্দ্বিধায় এই গান টি ভালোবাসার সংজ্ঞা হিসেবে ধরিয়ে দেওয়া যায়। ❤️ অসাধারণ সুর ও পরিবেশনা 🤗🤗
যার কন্ঠেই যতবার শুনেছি গানটা এ জীবনে ততবারই কেদেছি নয়তো আবেগপ্রবণ হয়ে গিয়েছি🥺 কি আছে এই গানে আমাকে অন্য জগতে নিয়ে যায় যখন শুনি 😭 একটা কমেন্ট করে রেখে গেলাম, যতবার নোটিফিকেশন পরবে ততবার শুনতে আসব😊😊
যদি আর কারে ভালবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায়। This part ❣️✨
রাহুল দা আমি সেই সারেগামাপা র সময় থেকেই তোমার ফ্যান। এই গান টা অসাধারন লেগেছে। আমার পছন্দের একটা গান তোমার গলায় শুনতে আরও ভালো লাগলো। আর হেডফোনে তোমার গলাটা অসাধারণ ❤️❤️❤️❤️❤️❤️
I'm not from Bengal..but each line made me so surprised about how sweetly and deeply this song can touch every lover's heart.💜...great voice... peaceful and soothing 🤗
নিজের প্রিয় মানুষটিকে স্বার্থপর আত্মপর অপরাধী বলে সম্বোধন করে গান বলতে অনেককেই শুনেছি কিন্তু নিজের প্রিয় মানুষটিকে এইভাবে স্বাধীনতা দিয়ে গান কেউ বলেনি
"Tumi shukho jodi nahi pao, jao shukhero shondhaane jao", this line has a separate fanbase. When someone utters these words, they let their loved ones go, just to linger in their afterglow, for maybe just a little longer. Loved this cover ❤, truly. 👍
Darun laglo ❤️ Ki sundor cover eta ❤️ Srikanto Acharya sir er comment ta puro mile jay "Tumi jokhon gaan gao na, tomar awaj ta kane aram lage" ... Sotti tai go 😌❤️
মন ছুঁয়ে যাওয়া অসাধারন একটি গান।🥰🥰🥰 "আমি তোমার ও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস" গানের এই লাইন টা তোমাকে উৎসর্গ করলাম। রাত ১২:৩০ , রোমান্টিক Weather , রবীন্দ্র সঙ্গীত রাহুল দার কন্ঠে, সাথে Headphone 🎧🥰🥰🥰 what a feeling! 🥰🥰🥰🥰
♥️♥️♥️ গান টি যেহেতু আমি প্রতিদিন শুনি তাই কমেন্ট রেখে গেলাম,,,,,,,,2023আজ, থেকে শুরু করে 10, বছর পর আবার ও একাকিকোনো,এক সন্ধ্যায় বসে যখন গান টা শুনব,,,,,, তখন মনে পড়বে গান টির সঙ্গে জড়িয়ে থাকা অনেক স্মৃতি ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Khub valo laglo gan ta dada. Ektu aalada rakomer sad ganer😍😍 Amar priyo thakur maner thakur robithakur💖💖💖ei bhabei theke jabe manusher mone,pryane valo basai💖💖💖💖💖💖💖💖💖
আজও তার জন্য এই গানটি তোলা আছে। গানের প্রতিটি লাইন তার কথা মনে করাতে থাকে। এরকম মানুষ একজন এই আসে জীবনে। একটাই কথা আজও ভালোবাসি তাকেই। শুধু জীবন এগিয়ে চলছে।
সত্যি অসাধারণ 😊😊 একটা আলাদা অনুভুতি, আলাদা শান্তি পাওয়া যায় এই সব রবীন্দ্রসঙ্গীত গুলিতে 😊😊 রাহুলদা যে ভাবে পুরো গান টি করল সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি অসাধারণ 👏👏👏😊😊
যতই Hollywood Bollywood শুনি না কেনো রবীন্দ্রংগীত এর ওপর একটা আলাদা টান থাকে ছোটো বেলা থেকে বিশেষ করে বাঙালি দের। যত বড় হচ্ছি পরতেক টা লাইন এর মানে বুঝতে পারছি। বোধহয় রবি ঠাকুর এমন একটা লেখক যিনি সব রকম পরিস্থতির জন্য গান লিখে গেছে। আর আপনার কন্টে একটা আলাদা জাদু আছে বারবার গান টা শুনতে ভালো লাগে। আপনার ফ্যান সেই সা রে গা মা থেকে ছিলাম এক কথায় অনবদ্য ❤️
রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা আছে যেটা অনেক না পাওয়া ভালোবাসার ভালোবাসায় লুকিয়ে থাকে 🥰🥰❤❤ কমেন্ট ককরে গেলাম কেউ লাইক করলে আবার গানটা শুনতে আসবো 🥰🥰
আমার পরান যাহা চায়, তুমি তাই ...তুমি তাই গো ..........❤️❤️❤️😌........ love you rahul da.....one of my favourite song ata......just oshadharon hoyeche .....😍😍😍😍😍
এই গানটা সম্মন্ধে তো নতুন করে কিছু বলার নেই।।অন্যতম প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত এটা আমার❤️❤️❤️😌😌।।তোমার গলায় গানটা শুনে সত্যিই যেনো শান্তি এলো দাদা❤️😌😌🍁🍁।।।অসাধারণ সত্যিই অসাধারণ👌👌💕🍁।।। Mind blowing ❤️
Thank u for all the happiness and for helping a lot of people with ur music...thank u for working so hard for us🙏...i wish you the best💓...i hope u will keep doing the music that u love and don't worry ur fans will keep liking & sharing ur song😘🔥...his voice has a relief and i can listen him singing for hours...love u dada❤🥰
Literally got a huge goosebumps 🔥🔥🔥 I'm just speechless and i can't explain what i feel when i listen it again and again..... Really excellent work from soulful voice and i want more songs like this one...... Love from chuchura dada❤️❤️❤️❤️❤️