বাপ্পা মজুমদার আমাদের দেশের গান জানা শিল্পীদের একজন! গান তো অনেকেই গায়, সবাই বাপ্পা দার মতো জেনে বুঝে গায়না । হেমন্ত মুখার্জী কে কেউ কখনো ডিঙ্গাতে পারবেনা । তাই তুলনা না করবো না! এককথায় চমৎকার গায়কি, আর মিউজিক্যাল রি এরেঞ্জমেন্টপার্থ বড়ুয়া দাদা, সব মিলিয়ে সিলন লঞ্চের গানগুলা মনমুগ্ধকর এবং অসাধারণ গাইছে সবাই ❤️ আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা।❤️
Lyrics: আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো (x2) নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমিহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি নাকো, পথো মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে (x2) আমার চতুরপাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রবো দিশাহারা, রবো দিশাহারা।
ধন্যবাদ সবাইকে যারা দাদার কণ্ঠে এই অসাধারণ সুন্দর গানটা ধারণ করার উদ্যোগটি নিয়েছেন। পছন্দের গান আরও বেশি ভাল লাগে পছন্দের শিল্পীর কণ্ঠে। মূল শিল্পী, গীতিকার থেকে শুরু করে গানের সামনের পেছনের সকল কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা। ভালবাসা আর শ্রদ্ধা বাপ্পাদা'র জন্য।
বাপ্পা মজুমদার, পল্লব এক সাথে ঢাকা সিটি কলেজে বিকালের সেকসনে পরতাম। টিফিন পিরিয়ডে আমি তাকে গান গাওয়ার বায়না ধরতাম, সে নিজের থেকেও গাইত। আর পল্লব চক্রবতী (মডেল) সেই সময় এতো সুন্দর, হ্যন্ডসাম ছেলে...... এখনোও খুব মনে পরে।
Those who are criticising the singing of Bappa Mazumder please note that Bappa Mazumder has his own unique style for singing the song. He never copy of others composing. Undoubtedly what he sings is always nice...
I don't think anyone would criticize him. He is a good singer. Few artist sometimes are criticized or hated by people especially if they misbehave to people or have jealousy. But as far as I know, he is very polite.
বাপ্পা মজুমদার মানে একটা ব্র্যান্ড। যেকোন লিরিক, যেকোনো সুরকে বাস্তবের মতো জীবন্ত করার সক্ষমতা রাখা বাংলা গায়কদের মধ্যে অন্যতম একজন আমাদের গর্ব বাপ্পা দা.... কিন্তু আফসোস আমরা বাঙালি হয়ে এদের মতো রত্ন মূল্যায়ন করতে পারিনা.... 💜
এ গানটি এখন যে শিল্পী গাইলেন, তিনি আমার পরিচিত না হলেও বলবো, দারুন গেয়েছেন! সঙ্গের যন্ত্র শিল্পী দের তুলনা হয়না। সলিল চৌধুরীর অত্যন্ত কঠিন নোটেশন মেনে যন্ত্রানুষঙ্গ দেওয়া হয়েছে আশাতিরিক্ত দক্ষতায়। এক কথায় সব কিছুই দারুন। প্রত্যেক কে অভিনন্দন ও আশীর্বাদ জানাই। এ ধরনের সৃষ্টিশিলতা চলতে থাকুক।
অসম্ভব সুন্দর অনুভুতি ফুটে উঠেছে। বাপ্পাদা সবসময়ই আমার পছন্দের তালিকায় ছিলেন। গানটা শুনার পরে উনার প্রতি ভালবাসাটা বেড়ে গেল। আরো এমন গান চাই তোমার গলায় বাপ্পাদা 😊😊😊
প্রত্যেকটি গানের সঙ্গিতায়োজনই অসাধারণ কলজয়ী গানগুলো নতুনভাবে উপস্থাপনের আইডিয়াটা চমৎকার প্রতিটিগানই আমার Playlist এ রেখে দিয়েছি।।।।।। আরো অনেক কালজয়ী গানের নতুন সঙ্গিতায়োজনের অপেক্ষায় থাকলাম!!!!!
Accidentally I got this music group while surfing. Simply wonderful to see young people singing old melody songs in such a fine and graceful way!! Loved and enjoyed all their songs!!
বাপ্পা মজুমদারের গলা আমার অনেক ভালো লাগে।আর গান টা আউটস্ট্যান্ডিং।আগেও অনেক বার এই গান শুনেছি।কিন্তু আজ কমেন্ট করলাম।এতো বার দেখলাম কিন্তু একটা কমেন্ট না করলে আসলে অন্যায় হবে।❤️❤️❤️❤️❤️
বাপ্পা স্যার এর নিজস্বতা দিয়ে খুব সুন্দর করে গেয়েছেন গানটা!.. যারা বাপ্পা স্যার কে নিয়ে সমালোচনা করছেন তাদের কি কোনো যোগ্যতা আছে উনার মতো গান করার? অদ্ভুত পাব্লিক সব!.
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।। ... কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমিহারা।। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।। ... আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুরপাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা।। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।।
একজন শিল্পী সবসময় চায় খুব ভাল গান করতে,তাদেরকে বেশি উৎসাহিত করতে হবে, সমালোচনা তো বিরোধী দল করবে, একজনের বিকল্প আরেকজন কোনদিন হতে পারবে না, ভুল ত্রুটি কিছুতো থাকবেই।
Apnar moner moton lok jdi aro thakto tahole mone hoy juddho na hoe ei sundore prithibita amra aro sundore kore tulte prbo r upovog korte prbo ...sab khetrei.😊.future do need our encouragement and we need our ancestor's.
vagina শব্দটি ইংরেজিতে অন্য অর্থে ব্যবহার করা হয়, আপনি যে অর্থে ব্যবহার করতে চেয়েছেন তার বানান- Bhagina. ইংরেজি শব্দের সঠিক বানান ও অর্থ না শিখে লিখে হাসির পাত্র হবেন না।
Seylon Music hatat kore paoa. Khub khub bhalo laglo ba lagche. I am from West Bengal, India. I am a pianist cum keyboard player. Ai purono gan gulo purono hobena konodin-o. Apurbo. Sab gangulo bhison bhison bhalo.
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো। কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা।।
গাম্ভীর্যের সঙ্গে হতাশা কে যেই ভাবে আপনি শব্দে ব্যাক্ত করলেন এই গানে তা অসাধারণ , গানটা কে বার বার শুনছি শুধু। আপনাদের মিউজিক টিম অনবদ্য , কোনো জবাব নেই । আমি আপনাদের ফ্যান হয়ে গেলাম যে ☺️
A wonderful song. Bappa Majumdar have the list of favorite singer for a long time. I listen to this song almost every day after covering the song and singing his voice. For this song though, you will be alive in my heart as long as I am alive.
এতো ভালো ভালো গান যে গুলো আমার ভীষণ প্রিয় নতুন করে শুনতে পেলাম এবং আশা করি আরও পাবো. ধন্যবাদ দেবো না শুধু একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা জানালাম সমস্ত শিল্পী দের. সবাই ভীষণ প্রতিভাবান.
অসাধারণ একটা গান 👌👌👌 ছোট বেলা থেকে পরিচিত এই গানটির সাথে।কারন আম্মুর পছন্দের তালিকায় এই কালজয়ী গান গুলো ছিলো।সেই সুবাদে এই অসাধারণ গান গুলো শোনার সৌভাগ্য হয়েছে_____♪♪🎼🎶🎶
এই কথা বলে আপনি কী বোঝাতে চাচ্ছেন, ঠিক বুঝলাম না, গৌরব দা। বাপ্পা মজুমদার বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত শিল্পী। উনি কোন আনাড়ি শিল্পী নন। আর এখানে উনি হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি গাইলেন।
@@johnlee4722 i think wuni etai bolte cheyechen j onara sthik kaj korchen tai tara nijeder kajer fol paben ,,wuni bolte cheyechen j onara jano nejer kaj kaj chalie jan
গানের গ যারা বুঝে না তারা সমালোচনা বেশি করে শ্রীকান্তের গান ঠিক আছে,। তাই বলে কি শ্রীকান্তের গাওয়া গান গাওয়াটাই অপরাধ হয়ে দাঁড়ায়। আরে ব্যাটা তুই যদি এমন সমালোচনা করতে জানিস, তাহলে শ্রীকান্তের গান না একটা জাতীয় সংগীতের লাইন গেয়ে দেখা। ফালতু কোথাকার। বাপ্পা মজুমদারের সমালোচনা করার আগে একটু ভেবে দেখিস ।ওর মত একটা গান গাইতে একদিন না ,হাজার বছরের সাধনা করতে হবে ।সেলুট বাপ্পা মজুমদার স্যার। আপনি গুজবে কান দিয়েন না। ফালতু দের কাজ সমালোচনা করা। আপনি আপনার মত এগিয়ে যান আমরা আছি আপনার সাথে,,,,,,
এই গান গুলোতে সত্যি মায়া রয়েছে সারা জীবন যতবার শুনি ততবার শুনতে ভালো লাগে। বছর পেরিয়ে যাবে কোনো দিন বাশি হবে না গানটি। very nice nice nice song🤗🤗🤗🤗🤗👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🥰🥰🥰🥰😍😍😍😍💕💞♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌻💐🌲
একজনের গান অন্যের কন্ঠে ভিন্ন লাগবে এটাই স্বাভাবিক। দেখার বিষয় যে গানের আবেগ, আবেদনটা ফুটে উঠেছে কিনা৷ আমার মনে হয় বাপ্পাদার কন্ঠে সেটা ভালো ভাবেই ফুটে উঠেছে। একদম হুবহু হেমন্তের মত চাইলে তো হবে না, পরীক্ষার খাতায় কপি করার মত হয়ে যাবে। এমনকি শ্রীকান্তের কভারটা শুনলেও দেখবেন একই সুরের স্টাইল কিন্তু অন্য ঢংে করা। তাই হেমন্তের গান ভালো লেগেছে বলে বাপ্পাদার গানটাকে খারাপ বলার কোন অবকাশ নেই। গানের আবেগটা ফুটে উঠেছে কিনা সেটা খেয়াল করুন।
Dujonei dujiner jaigai atulinio. Bappa is Bappa , Hemanto mukhaerji is HM. But not to be negative, ei ganta Bappa r voice e jonny na.especilly starting ta Valo Hoi nai. Rest of the song was quite ok. Musicians are fantastic. Bappa looking very handsome. He is my fvt. God bless you.