Aditi is undoubtedly a very talented Rabindrasangeet exponent of present generation. Her rendition compels you for soulful search ,as I am doing now while listening to this song. God bless Aditi.
অদিতি, আপনার অসাধারণ কন্ঠ ও পরিবেশনায় আপনার গান শোনার জন্য আমি শুধু কানই পেতে রই না, আমার সমস্ত সত্তাই আপনার গানের মহিমা অনুভব করার জন্য অপেক্ষা করে। আপনার গান যখন শুনি তখন আমি সৃষ্টিকর্তার নৈকট্য অনুভব করি। আপনি দীর্ঘজীবি হোন, মঙ্গলময় হোক আপনার জীবনের প্রতিটি ক্ষণ!!! _ স্রদ্ধাবনত, কাজী মালেক, ঢাকা।
অদিতি, বহু বছর আগে থেকেই আপনার গায়কীর একজন ভক্ত আমি। আপনার গীত বহু রবীন্দ্রসঙ্গীতের মতো এই গানটিও হৃদয়স্পর্শী। গানে আপনার তন্ময়তা অন্য শিল্পীদের তুলনায় অনেক গভীর।
Aditi creates a new dimension to contemporary style of Rabindra Sangeet.Her so sweet voice , expresion and dedication makes her great. Wish her an all out success.
কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে,,,,,,,,, কি অসাধারণ কন্ঠ!!!!! সত্যি, রবীন্দ্র সংগীত শুনার আগ্রহ যে কজন শিল্পী সৃষ্টি করেছিল, তার মধ্যে অদিতি অন্যতম।
Oh Aditi! Your rendition of this song takes me to another world - as if in trans I keep on hearing it again and again and again. So spiritual it is and your voice spells magic.
Robindro Nather sur,- lyrics & music composition, awesome. Even the recording. P.S.: Here, the khol drum player played bass baya "rela" very well. Also note, Robi sur is actually dhrupad U kirtan (basically dhrupad), so khol drum used as an accompaniment, "instead-of" a pakhawaj. Kolkata, India, & share plz.🎉
আমি কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই কোন গোপন বাঁশীর কান্না হাসির গোপন কথা শুনি বারে বারে বারে কান পেতে রই ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে কোন রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই কে সে মোর কেই বা জানে কিছু তার দেখি আভা কিছু পাই অনুমানে কিছু তার বুঝি না-বা কে সে মোর কেই বা জানে কিছু তার দেখি আভা কিছু পাই অনুমানে কিছু তার বুঝি না-বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই