Тёмный

Anik Dutta Interview: পথের পাঁচালি কী হত এখন, জানি না: অনীক দত্ত 

TV9 Bangla
Подписаться 4 млн
Просмотров 78 тыс.
50% 1

এই মুহূর্তে তিনি 'অপরাজিত'। তাঁর ছবি জায়গা পায়নি নন্দনে, আবার তাঁর ছবির কারণেই হলমুখী বাঙালি দর্শক। লোকে ভাবেন তিনি কট্টর বামপন্থী, তিনি নিজে কী বলেন? রাজনীতি, সমাজ, ছবির তৈরি প্রতিবন্ধকতা নিয়ে স্টুডিয়োয় অকপট পরিচালক অনীক দত্ত।
সাক্ষাৎকারের অংশবিশেষ-
ভবিষ্যতের ভূত শুধু রিলিজের সময় না, শুটিংয়ের সময়ও অনেক কিছু ঘটে। অনেকটা গেরিলা শুটিয়ের মতো। প্রচুর হুমকি পেয়েছিলাম, বেশ মজা লেগেছিল: অনীক দত্ত
আমি অলস, প্রি প্রোডাকশনে সময় লাগে: অনীক দত্ত
আমার ছবির শুটিংয়ের সময় অনেক অদৃশ্য অঙ্গুলিহেলন কাজ করেছে: অনীক দত্ত
অপরাজিত দুম করে বন্ধ হয়ে গেলে সহজে ছেড়ে দিতাম না: অনীক দত্ত
নতুন প্রজন্মকে অপরাজিত ছবিটা দেখাতে চেয়েছিলাম: অনীক দত্ত
আমার বিশাল কিছু আদর্শ নেই কিন্তু: অনীক দত্ত
আমায় যারা শত্রু ভাবে তাদের বোধহয় আমিই বন্ধু হিসেবে চাই না: অনীক দত্ত
আমি বামপন্থী নই, মার্ক্স বোরিং লাগে: অনীক দত্ত
প্রকৃত শিক্ষিতদের ভাল লাগে, কথা বলার জন্য একটা ইনটেলিজেন্স তো লাগেই: অনীক দত্ত
ছোটবেলায় একটা ট্রমা ছিল, তাই কেউ আমাকে পরিচালনা করবে সেটা আমার পছন্দ না: অনীক দত্ত
সায়নীকে যখন ভেবেছিলাম তখন ও রাজনীতিতে ঢোকেনি: অনীক দত্ত
সত্যজিৎ রায়কে নিয়ে ছবি করা দুঃসাহসই। তবে কী হবে তা নিয়ে আমি খুব একটা ভাবি না: অনীক দত্ত
একসময় তসলিমা নাসরিনের জন্য লিফলেট বিলি করেছি: অনীক দত্ত
আমি পাগল বা তারকাটা নই, যথেষ্ট সেয়ানা: অনীক দত্ত
আমি স্কিৎজোফ্রেনিক, বেশি কেউ আমায় ঘাটায় না: অনীক দত্ত
সহজে ময়দান ছেড়ে চলে যাই না: অনীক দত্ত
মাঝে মাঝে মনে হয় আমি এই শহরের নই: অনীক দত্ত
আমার সময়ে গুগল ছিল না, যা জেনেছি পড়াশোনা করেই জেনেছি: অনীক দত্ত
সত্যজিৎ রায় আসলে সুপারম্যান: অনীক দত্ত
ঠিকই করেছিলাম বাবুদা (সন্দীপ রায়) না করলে ছবিটা করবই না: অনীক দত্ত
বাবুদাই বলেছিল বায়োপিক বানিও না। তাই নামগুলো বদলানোর সিদ্ধান্ত নেই: অনীক দত্ত
প্রথমে অপরাজিতর চরিত্রর জন্য আবিরকেই ভেবেছিলাম, ওঁর ডেটের সমস্যায় হয়নি: অনীক দত্ত
আমি কোনও পার্টিতে নেই: অনীক দত্ত
আমায় যাঁরা পছন্দ করে তাঁরা ভয়ঙ্করভাবেই পছন্দ করে: অনীক দত্ত
সিনেমা তৈরিটা আদপে ঝঞ্ঝাটের, কতগুলো দিক আছে: অনীক দত্ত
আমি খুব সচেতন কারণ আমার সিনেমায় একটা লোক টাকা লাগায়, এটা আমার কর্তব্য: অনীক দত্ত
সত্যজিৎ রায়ের সঙ্গে নিজেকে তুলনা করার ধৃষ্টতা আমার নেই: অনীক দত্ত
অপরাজিত করতে গিয়ে বাধা পেয়েও সব বাধা পেরিয়েছি। মনে হত, একটা কিছু যেন কাজ করছে। জিতুকেও মনে হয় কেউ ভর টর করত: অনীক দত্ত
অল্প বয়সী ছেলেপুলের উপর আমার অগাধ বিশ্বাস: অনীক দত্ত
#AnikDutta
TV9 Bangla LIVE | Bangla News | Bangla News Live | War News | TOP Headlines | Breaking News | Trending On RU-vid | National News | World News | Sports News | Entertainment News | Business News | Technology News | Science News | Health News | TV9 Bangla
TV9 Network, the number one news network in India, proudly announces its digital offerings in Bengali. Stay tuned and follow us.
TV9 বাংলা: tv9bangla.com/
Follow Us On Facebook: / tv9banglalive
Follow Us On Instagram: / tv9_bangla
Follow Us On Twitter: / tv9_bangla
Subscribe Us On RU-vid: bit.ly/34uWUvN
#tv9banglalive | #breakingnews | #banglanews

Опубликовано:

 

20 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@mitaliroy184
@mitaliroy184 2 года назад
আমি অপরাজিত দেখে অভিভূত !! অনিক দত্ত ও জিতু সহ পুরো টিম কে স্যালুট !!
@dipakchaudhuri7879
@dipakchaudhuri7879 2 года назад
শারীরিক ভাবে এত অসুস্থ একজন মানুষ এই অপূর্ব সুস্থ একটা ছবির স্রষ্টা, এটা ভাবতেই ভালো লাগছে।ওনার কথা শুনে মনে হলো উনি ওনার স্বাভাবিক চিন্তার প্রতি দায়বদ্ধ, কোনো বিশেষ দল বা তাদের কাজের সঙ্গে identifed না হয়েও, তিনি আমাদের সবার লোক। এইটাই চিরকাল বজায় রাখুন, এই শুভেচ্ছা রইলো।
@debashisghosh3269
@debashisghosh3269 2 года назад
পুরো ইন্টারভিউ টা তে শিক্ষার প্রকাশ ।🙏🙏
@goju050207
@goju050207 2 года назад
অনিক বাবুর COPD/ Asthma আছে। উনি খুব কষ্ট করে ইন্টারভিউ দিয়েছেন আর খালি কাসছেন। উনি সুস্থ খাকুন এই আশাই করি।
@tirthankarmitra6792
@tirthankarmitra6792 2 года назад
তুই একটা বোকা..... ও তোলামূল তাই এই রকম ভাবছিস।।
@imamhasan9466
@imamhasan9466 2 года назад
কে বলে উনি অসুস্থ? ওর মতো সুস্থ মানুষের আজ খুবই দরকার। বিবেকবান মানুষদের সমাবেশ মিছিলে সর্বত্রই উনি আছেন। প্রেসিডেন্সি র আক্রান্ত ছাত্রদের পাশেও উনি আছেন। সুমন, সুবোধ , আবুল, জয়, নচিকেতা এইসব সামাজিক আবর্জনার পাশে এমন স্বতঃপ্রদীপ্ত, সদা জাগ্রত মানুষ ই আমাদের কাছে পরমাদৃত। সুস্থ থাকুন, ভালো থাকুন।
@krishnendupodder1214
@krishnendupodder1214 2 года назад
অনীক দত্তের পরিবার বরাবরই সোজা মেরুদন্ডের মানুষ। বর্তমান বাংলায় তৃণমূল নেত্রীর দ্বারা অনুপ্রাণিত না হয়ে যে শিল্প সৃষ্টি করা যায়, তার জন্য এই শিল্প স্রষ্টাকে ধন্যবাদ।
@deba1594
@deba1594 2 года назад
অনিক দত্ত মহাশয় আপনার কাজ মানুষ আজীবন মনে রাখবে।।
@maynadas6044
@maynadas6044 2 года назад
ভুতের ভবিষ্যত দেখেছি আগে খুব ভালো। একদম অন্যরকম । আর গত কাল অপরাজিত দেখলাম। সিনেমায় গিয়ে।
@anenchantingjourneyofmahua51
@anenchantingjourneyofmahua51 2 года назад
স্লোগান দিয়ে কি বাংলাকে বড় করা যায়??? ************************************** গত পরশু "অপরাজিত"সিনেমাটা দেখলাম।প্রথমেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ছবির পরিচালক অনীক দত্ত মশাইকে এমন একটা অসাধারণ ছবি উপহার দেওয়ার জন্য।ছবিটা শুধু মুগ্ধ করল না, সঙ্গে আরও কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল।যেহেতু "পথের পাঁচালি"তৈরির অনেক গল্পই বিভিন্ন জায়গায় শুনেছি তাই পর্দায় সেগুলোর সঙ্গে খুব রিলেট করতে পারছিলাম। ইদানিং চারদিকে "বাংলা""বাংলা" বলে খুব হাইপ উঠেছে।বাংলা গান শোনো,বাংলার শিল্পীদের পাশে দাঁড়াও,বাংলা ছবির পাশে দাঁড়াও।অনীক বাবু খুব ভালো একটা কথা বলেছেন যেটা আগেই শুনেছিলাম,"বলব কেন বাংলা ছবি দেখুন। বরং এমন ছবি তৈরি করব যে মানুষ আপসে সে ছবি দেখতে বাধ্য হবে।"একশ ভাগ খাঁটি কথা।অনীক বাবু এই ছবিতে তাঁর কথাকে সত্যি করে দেখিয়েছেন। আচ্ছা সত্যি বলুন তো বাংলার শিল্প মাধ্যম,বাংলার শিল্পীরা কি পঙ্গু যে তাদের পাশে দাঁড়িয়ে তাদের টেনে তুলতে হবে?সার্থক সৃষ্টি হলে মানুষ এমনিতেই তার যথাযোগ্য মর্যাদা দেবে।বাংলা এমনিতেই স্বয়ং সম্পূর্ণ।তাকে বড় করতে কোনো স্লোগান লাগে না।এই যে এখন দেখি কথায় কথায়"জয় বাংলা"বলা হয়।কেন????আমার ভাষাকে, আমার মাটিকে আমি ভালোবাসি হৃদয় দিয়ে।তার জন্য স্লোগান নয়, কবিতা,গানই যথেষ্ট।যখন শুনি,"বাংলার মাটি বাংলার জল"কিম্বা "বাংলা ভাষা উচ্চারিত হলে.."তখন গর্বে বুক ভরে ওঠে।যখন গাই,"আমি বাংলায় গান গাই" অথবা আবৃত্তি করি "আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায়..."তখন বিনম্র শ্রদ্ধায় চোখ ভিজে যায়। বাঙালি হতে গেলে বাংলাকে ভালবাসলেই যথেষ্ট।তার জন্য অন্য কোনো জাতি বা প্রদেশের মানুষ কে নীচু করার,ছোট করার দরকার নেই।আমি যেমন বাঙালি, তেমনই আমি ভারতীয়। যে বাংলায় জন্মেছেন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ সেই বাংলাকে প্রাদেশিকতার বিদ্বেষে ভরিয়ে একদল মানুষ প্রকারান্তরে বাংলাকে ছোট করছেন প্রতি নিয়ত। বিবেকানন্দ সুদূর আমেরিকায় গিয়ে বলেছিলেন "আমেরিকাবাসী আমার ভাই ও বোন" রবীন্দ্রনাথ বলেছেন"অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো"।এই মনীষীরা কি সব মিথ্যে বলেছিলেন বলে মনে হয়? আচ্ছা বলুন তো বাংলাকে বিশ্বের দরবারে নিয়ে গেছে কোন কোন বাঙালি?প্রথমেই নাম আসে রবীন্দ্রনাথ ঠাকুরের।সেই অর্থে দেখতে গেলে বাংলার ব্রাণ্ড আম্বাসেডর কিন্তু তিনিই।তারপরই আসে যে নামটি সেটি হল সত্যজিৎ রায়। তাঁর হাত ধরেই বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল বাংলা ছবি।পথের পাঁচালি তাঁর প্রথম ছবি এবং প্রথম ছবি দিয়েই তিনি বিশ্বজয় করে নিয়েছিলেন। ক্রিকেটের ভাষায় বললে বলতে হয় প্রথম বলেই ছক্কা। কিন্তু ভাবুন তো পথের পাঁচালি তৈরির সময় কত বাধা এসেছিল। কতদিন ধরে তিনি শুটিং করেছিলেন।টাকার অভাবে ছবি শেষ করতে পারছিলেন না।কারণ একজন নতুন পরিচালক যিনি অন্য ধারার ছবি বানাতে চান তাঁকে কেউ ভরসা করতে চায়নি। অবশেষে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বিধান চন্দ্র রায় দায়িত্ব নেন। পশ্চিমবঙ্গ সরকার ছবি তৈরিতে সাহায্য করে।বিধান রায় ডাক্তার ছিলেন। জানি না তিনি ছবি আঁকতেন বা কবিতা লিখতেন কিনা।তবে তিনি যে একজন নতুন চিত্রের পরিচালকের রাজনৈতিক পরিচয় জানতে না চেয়ে তাঁর ছবিকে প্রযোজনা করেছিলেন তার জন্য আপামর বাঙালি তাঁর কাছে কৃতজ্ঞ।সেই কারণেই আমরা সত্যজিৎ রায় কে পেয়েছিলাম,পথের পাঁচালি কে পেয়েছিলাম।এটাকেই বলে বাংলার পাশে দাঁড়ানো। তাঁকে কিন্তু গলা ফুলিয়ে "জয় বাংলা"বলতে হয়নি।অথচ আজ যারা অবিরত বাংলার জয়ধ্বনি করছেন তারা "অপরাজিত"র মত সিনেমা কে নন্দনে আনতে বাধা দেন।কারণ তারা চলচ্চিত্রের উৎকর্ষতা দেখেন না।দেখেন চিত্রের পরিচালকের রাজনৈতিক পরিচয়। বিগত কয়েকদিনের ঘটনাও বাংলাকে ক্রমাগত একঘরে করে দিচ্ছে।সমগ্র দেশের কাছে বাংলাকে ছোট করে দিচ্ছে।একজন বাঙালি গায়ক একজন সর্বভারতীয় শিল্পীকে বাংলার ধুয়ো তুলে বিশ্রী ভাষায় আক্রমণ করলেন এবং দুর্ভাগ্যবশত সেই জনপ্রিয় শিল্পী সেদিনই মৃত্যু বরণ করলেন। মৃত্যু যে কারণেই হোক অনুষ্ঠান আয়োজনের ত্রুটি এবং অনুষ্ঠানের অরাজকতা কে কোনোভাবেই অস্বীকার করা যায় না।এর দায় কার? কলেজের? পুলিশের? প্রশাসনের? সরকারের?জবাব কে দেবে? বাংলার ধ্বজাধারীদের কাছে বিনীত অনুরোধ রইল নিজেদের কাজের মাধ্যমে সারা ভারতের কাছে বাংলাকে ছোট করবেন না। বরং এমন কিছু কাজ করুন যাতে বাংলা আবার বিশ্বের দরবারে উজ্জ্বল হয়ে ওঠে। @ #মহুয়া মিত্র
@rupsanetcom193
@rupsanetcom193 2 года назад
নিজের সম্পর্কে একদম পরিষ্কার ধারণা ,অপরাজিত বানানোর যোগ্যতম মানুষ। প্রণাম জানালাম
@Smile-el9no
@Smile-el9no 2 года назад
অনিক বাবুর ইন্টারভিউ টা দিতে খুব কষ্ট হচ্ছিল। উনি সুস্থ থাকুন এই প্রার্থনা জানাই।
@ridewithshan3730
@ridewithshan3730 2 года назад
These types of directors keeps Bengali movie alive ❤️
@shreyasheechakraborty7081
@shreyasheechakraborty7081 2 года назад
কি অসাধারণ ভাবেই কথাগুলি বলে দিলেন...👌👌👌💙💙
@prasenjitchakraborty5572
@prasenjitchakraborty5572 2 года назад
অনিক বাবু নিজে সুস্থ থাকুন আর এই রকম ফিল্ম উপহার দিয়ে যান। ✊
@ponthatarafder988
@ponthatarafder988 2 года назад
অনীকবাবুর মত সৎ সাহসী মানুষ আছেন জেনে ভরসা হয়, আশা জাগে, না হলে সব তো এখন গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে৷
@krishnendukundu6446
@krishnendukundu6446 2 года назад
অপরাজিত দেখলাম,,, অসাধারণ সিনেমা,,,,
@msdiansnehashis7532
@msdiansnehashis7532 2 года назад
Just masterpiece baniyeche kono kotha hobena.... osadharon Anik Dutta er theke aro onek kichu paoar asa rakhlam👏👏
@iel-instituteofenglishlear5515
@iel-instituteofenglishlear5515 2 года назад
I RESPECT HIM FOR BEING CANDID WITHOUT ANY SHAM.WE MUST REMEMBER HIM FOR HIS OUTSTANDING STYLE OF FILM MAKING.
@saibeshadak2313
@saibeshadak2313 2 года назад
ছবিটা আমার এখনো দেখার সুযোগ হয় নি,এটা আমার পরম দূর্ভাগ্য। কিন্ত সাক্ষাৎকার টা শুনে মন ভরে গেল। হলে গিয়ে ছবিটা দেখার তাগিদ আরো বেড়ে গেল ,দুজনকে ই আমার আন্তরিক অভিন্দন।
@anirbanguha8579
@anirbanguha8579 2 года назад
দেখুন দেখুন, masterpiece হয়েছে ছবিটা। অনবদ্য একেবারে। না দেখলে পড়ে পস্তাবেন অবশ্যই।
@meghmala27
@meghmala27 2 года назад
Anik Dutta is a perfect director, respect him always, stay blessed
@Bunts05
@Bunts05 2 года назад
Shows why education is so important..... specially in the entertainment industry today. He will fill up the void left by the great late Rituporno Ghosh
@deblifestylevlog.493
@deblifestylevlog.493 2 года назад
যা সিনেমা করেছ গুরু সারা জীবন মনে থাকবে এক কথায় সলিড
@abantikaghosh1591
@abantikaghosh1591 2 года назад
Khub bhalo laglo open interviewta..
@kartickbiswas5584
@kartickbiswas5584 2 года назад
বাংলার সংস্কৃতি জগৎ এ আমার মনে হয় বাংলার আইকন সৌমিত্র চট্টোপাধ্যায় এর পর অনিক বাবুর স্থান অপেক্ষা করছে।
@krishnendumukherjee.offici8803
@krishnendumukherjee.offici8803 2 года назад
Samuel Beckett, Martin Esslin, Eugene Ionesco বা Absurd drama এর যে reference টেনে আপনি বললেন, এটা খুব ভালো লাগলো। এত কিছু জানাটাই আপনার ভালো সিনেমা তৈরির রসদ বলে আমার মনে হয়।
@jayantamajumdar3299
@jayantamajumdar3299 2 года назад
Anik Dutta r chobi choriye poruk sara prithibite.🙏👏
@pradipraychaudhuri7252
@pradipraychaudhuri7252 2 года назад
অনিক দত্ত একজন বড় মাপের পরিচালক ও মানুষ, ওনার হার ধরে বাংলা সিনেমা আবার জগৎ সভায় স্বীকৃতি পাবে, যেটা সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটক পেরেছিলেন।
@passionnstyle9897
@passionnstyle9897 2 года назад
অসাধারণ 👏👏👏👏👏👌
@achintyamandal1587
@achintyamandal1587 2 года назад
Salute sir.....
@jhilmil1176
@jhilmil1176 2 года назад
Aparajito dekhe ami abhibhuto...👌👌 Asadharan , Apurbo...chorodin mone thakbe💞
@somabiswas8650
@somabiswas8650 2 года назад
Yes.. Quest mall e giye dekhlam.. Prochur dorshok Aparajito dekhte dhukchhe.. Khub bhalo laglo... Ake bangla tay Satyajitbabu ke mone kora... Khub bhalo.... Post covid episode ta jome gyalo.... 👍👌🏻👌🏻👍
@moneranondewithchiranjita
@moneranondewithchiranjita 2 года назад
Interview ta dekhe khub valo laglo. Anik babur kotha gulo khub sundar o sabalil. Onar susthota kamona kori jate onar kach theke amra aro besi shailpik jinish pete pari
@pampaganguly349
@pampaganguly349 2 года назад
Ami Bangalore dakhyachi asadharon movie thank you Anik dada🙏🙏
@majumdarprasanta12
@majumdarprasanta12 2 года назад
Onek din por Bangla cinema " Aparajito" dekhlam ,khub bhalo laglo. Anika babu ear oner team durdanta kai koreche. Seijonney dhanyabad. Oner kach theke earo asha bere gelo. Bhalo thakben.
@NirveekSengupta
@NirveekSengupta 2 года назад
স্যালুট টু অনীক স্যার।
@shyamalchattopadhyay5556
@shyamalchattopadhyay5556 2 года назад
অপরাজিত দেখলাম। আমার খুব খুব ভালো লেগেছে।
@arupranjanbhattacharyya9550
@arupranjanbhattacharyya9550 2 года назад
সাউথ সিটিতে ২ই বার দেখেছি। অপরাজিত ছবিটার অন্তত ৫/৬ বার repeat value আছে আমার কাছে। আআসাসাসাসাধারররন !!!!!! উনি "শ্রদ্ধার"একটা জায়গা তৈরী করে নিয়েছেন।
@sampabanerjee788
@sampabanerjee788 2 года назад
Besh bhalo hoyechhe 👏
@kaushikdas21
@kaushikdas21 2 года назад
1 sec o skip na kore dekhlam, bhalo thakben sir, opekhay roilam r o kichu bhalo chobir
@jayadasbain7010
@jayadasbain7010 2 года назад
Anik babu vhalo thakun 🙏
@vanamatrika..
@vanamatrika.. 2 года назад
Nandan naam ta jini dilen, tar biopic tai nandan e dekhte dewa holo na... Keno? Ministers ra asole asikhito tai..
@deba1594
@deba1594 2 года назад
ভবিষ্যতের ভুত দেখানো দরকার ।
@dr.srikumarmukherjee4204
@dr.srikumarmukherjee4204 2 года назад
আমরা রাঁচি তে "অপরাজিত" দেখলাম, অভূতপূর্ব সিন্যামোগ্রাফি, অডিও টেকনোলজি, অভিনয়, সর্বোপরি পরিচলানা... এও খবর পেয়েছি যে "নন্দন" এ নাকি দেখানোর অনুমতি দেওয়া হয় নি... লজ্জার !!!
@rightclub4516
@rightclub4516 2 года назад
He is legend I don't even skip a minute ❤️❤️🙏🙏 take care rakhben nijer
@injection9393
@injection9393 2 года назад
খুব সুন্দর ইন্টারভিউ
@souvikbhattacharya7158
@souvikbhattacharya7158 2 года назад
Anik Babu Apni achen,apni thakben... from here to eternity
@anikdutta3083
@anikdutta3083 2 года назад
Thank you for making this movie 🎥
@humayunkhan4280
@humayunkhan4280 2 года назад
Mr Anik Dutta Apni05 rokom Pranayam jodi ekon theke shuru koren,asa kori Saririk kosto kom hobe ebong khub balo thakben.(A.J.ROY).
@sumantamukherjee4363
@sumantamukherjee4363 2 года назад
Khub valo lagacha Anik babu .
@goutamhazra4636
@goutamhazra4636 2 года назад
Anik Dutta ... More they will resist you .. more you will shine !
@arunachatterjee8428
@arunachatterjee8428 2 года назад
এই সিনেমা কে নন্দনে সো করতে দেওেয়া হলনা অথচ নন্দনে চলছে বেলা শেষে। এর পেছনে কী চলছে। অনুপ্লানিত ছাড়া হবে না।সে সাপ ব‍্যাং যাই হোক না কেন।ছিঃ
@thefortunatechannelonvaast5905
@thefortunatechannelonvaast5905 2 года назад
ANIK DATTA IS A GREAT DIRECTOR .CONGRATULATION ON YOUR SUCCESS.
@achintyabhattacharjee2153
@achintyabhattacharjee2153 2 года назад
Sir, আপনার ছবি কোন পার্টি অফিসে না চলাই ভালো
@chayanjana20
@chayanjana20 2 года назад
Guru.... 🎸🎸🎸🎸🎸
@chakrabortys8352
@chakrabortys8352 2 года назад
Anik sir should create Bhooter bhobiswat 3... as Bhooter jailjapon
@bongfish1369
@bongfish1369 2 года назад
ট্যাগ লাইন টা খুব বোকা বোকা। এটা অনীক কে অপমান করার মতো।
@deepbhadra9568
@deepbhadra9568 2 года назад
Anik Dutta is Legend ❤❤
@madhumitamajumder4465
@madhumitamajumder4465 2 года назад
Apni sustho thakun
@debashreenandy2696
@debashreenandy2696 2 года назад
Pls take care of your health 🙏
@tirthasankardasgupta3234
@tirthasankardasgupta3234 2 года назад
অনিক দার কাছে তিনটি প্রশ্ন,,,, ১)বিধান রায়ের চরিত্রে কি খুব একটা ব্যক্তিত্ব /ওজন ছিলো না? ২)জাহাজে কি সত্যজিৎ আর বিজয়া রায় ছাড়া কেউই ছিলো না? ৩)দশ বছর পরের মার্টিন স্কোরসিসের ফোন করার বিষয় টা কি ওনার জীবনে খুব গুরুত্ব পূর্ণ,, তিনি তো ওই সময়ে এমনিতেই পৃথিবী বিখ্যাত ব্যক্তি।
@avisekghosh6375
@avisekghosh6375 2 года назад
Akdom thik ai prosno gulo amaro,Bidhan Roy er erom halka potrait aktu obak laglo.
@fadeintodust5153
@fadeintodust5153 2 года назад
Bidhan roy er choritro ta poran bondopadhyay valo korte parenni! Nijeke mould korte parenni
@amitjoarder965
@amitjoarder965 2 года назад
অনিক বাবু, ভদ্র, সাহসী, শিক্ষিত মানুষ...কিন্তু ওনার কোনো সিনেমাই কালজয়ী,অসাধারণ পর্যায়ের বলে মনে হয় নি।সরকারের অদ্ভুত কিছু বিপ্রতিপ সিদ্ধান্তে ওনার দুটো সিনেমায় পরোক্ষে লাভই হয়েছে। পথের পাঁচালির বদলে পথের পদাবলী...বাইসাইকেল থিবস হল বাইসাইকেল রাইডার...জন হাস্টন থেকে হাডসন বা বিজয়া রায় হলেন বিমলা রায়..রবি শংকর হলেন সূর্য শংকর। আর ডঃ বিধান রায় হয়েছেন বিমান রায়।এই সব পরিবর্তন আর মানিক বাবুর মত দেখতে জিতু কে জোগাড় করার জন্য ফিল্মটাকে দারুন বলা কষ্টকর। তাছাড়া শমীক বন্দ্যোপাধ্যায়এর নেওয়া আসল ইন্টারভিউটা এখনও youtube এ পাওয়া যায়। পথের পাঁচালি তৈরির স্ট্রাগল টাও সাদামাটা ভাবে দেখিয়েছেন।কি কারণে অপরাজিত এত অসামান্য হলো, সত্যিই আমার বোধগম্য হয় নি।
@avisekghosh6375
@avisekghosh6375 2 года назад
@@amitjoarder965 amio byaktigoto bhabe akmot apnar sathe.Amar kichu din age release kora abhijaan better legeche.
@amitjoarder965
@amitjoarder965 2 года назад
অনিক বাবুর সিনেমা 2012 ভূতের ভবিষ্যৎ 2013 আশ্চর্য প্রদীপ 2017 মেঘনাদ বধ রহস্য 2019 ভবিষ্যতের ভূত 2020 বরুন বাবুর বন্ধু 2022 অপরাজিত
@moumitamishra6295
@moumitamishra6295 2 года назад
Khub bhodro honest lok
@dolachowdhury657
@dolachowdhury657 2 года назад
কুর্ণিশ অনীক দত্ত
@swapanbhattacharjee6926
@swapanbhattacharjee6926 2 года назад
Dada fund manager k
@kamallahiri7477
@kamallahiri7477 2 года назад
Amar bronchial asthma achhe.....ami bujhte parchhi ekta asubidha onar hochhe.....inhaler use korar samoy dewa uchit.
@Sudipto17Kolkata
@Sudipto17Kolkata 2 года назад
বড্ড লো গ্রেডের প্রশ্ন সমস্ত। একটা বিতর্কিত মন্তব্য বার করে আনার আপ্রাণ প্রচেষ্টা।
@KanchanDas
@KanchanDas 2 года назад
Partho da k anun ektu moja dekhi
@umasen6931
@umasen6931 Год назад
Durgar introduction mithye . BIJOYA DEBIr lekha " aamader katha" boiteo Durga k paoa galo ..Aneek dutta k pore nite boli
@surojitsaha672
@surojitsaha672 2 года назад
Tughlug sason cholche r garib asahai bhitu r bekar bangali nirupai hye dekhche ba bike jache.
@questionbaba3446
@questionbaba3446 2 года назад
Dialogue delivery jali
@rajkumarmondal8391
@rajkumarmondal8391 2 года назад
Nondone aparajita jaiga pai na kintu ravan er moto boi jaiga pai
@bagpackerprosenjit5736
@bagpackerprosenjit5736 2 года назад
সান্দাকফু ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি গিয়েছিলাম NJP স্টেশন থেকে মানেভঞ্জন পর্যন্ত। অপরূপ সুন্দর পাহাড়ি পথে ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1njUGM2X2y8.html
@anindyasil6398
@anindyasil6398 2 года назад
Rise of pseudo authoritian rule.
@ADeep910
@ADeep910 2 года назад
Industry te emon onekei achhen jara TMC kore na ! Benu da for example. Late Soumitra Chatterjee. Tader cinema niea Kokhono kono controversy hoe ni. Every time Anik Datta faces controversies- isn’t this a promotional strategy ? Nandan e jemon release hoeni temni Star Nazrultirtha te release to peyeche. Multiplexes have increased show times. Over all its the benefit for the film being on a restricted budget to gain good collections from multiplex audience. Ticket rates are way too overpriced than Nandan comparatively. This is absolutely my opinion and I don’t wish to invite bitter words from others. Aparajito success wont solve your life crises. It’s our hard earned money we spending for the tickets. Good movies always welcome but not such cheap promotional strategies, very few people were aware of the movie release and the controversy made it a talk of the town.
@simadutta6851
@simadutta6851 2 года назад
The movie is based on Satyajit Ray's Pather Panchali making. The same man who established Nandan. Shouldn't it be expected or what?! And coming to the “life crisis” part you are completely irrelevant there.
@Psgiri-x9g
@Psgiri-x9g 2 года назад
@@simadutta6851 exactly
@ADeep910
@ADeep910 2 года назад
@@simadutta6851 it’s absolutely my personal views and I don’t wish to argue with anyone on this. Suppose the movie had been a bad one then would it have been justified whether released at Nandan ? Audiences would have boycotted the movie anyway, isn’t that so ? So movie quality is what matters isn’t so ? Tokhon to sobai bolto Nandan er lojja. And Yes arguing on Aparaijto release at Nandan won’t benefit your or me or anybody will it ? Tell me ? Sandip Ray and Ray family themselves had been silent spectators about the matter. So we are none to show extra sympathy all of a sudden !
@madhumitamitra5882
@madhumitamitra5882 2 года назад
এরপরও বাঙালি বলবেন no BJP!
@mirror4820
@mirror4820 2 года назад
ছোটলোকদের কথা বলবেন না দিদি।এটা চোর হলে ওটা ডাকাত ! সাম্প্রদায়িক দাঙ্গা যাদের প্রধান অস্ত্র।
@ayonmitra8967
@ayonmitra8967 2 года назад
Thanks for bringing an alcoholic to the show....
@animeshmanna3147
@animeshmanna3147 2 года назад
ওনার নাম অনীক দত্ত, মদন মিত্র নয়।বোতল নিয়ে কি সকালেই বসে গেছেন যে ইন্টেলেকচুয়াল আর মাতাল চিনতে ভুল হচ্ছে??
@samratsarkar1257
@samratsarkar1257 2 года назад
ওনার copd সমস্যা আছে।ফুসফুস প্রায় শেষ।উনি chain smoker ছিলেন। এখন খান তবে অল্প।আশা করি সুরাপায়ী আর ধুম্রপায়ীর মধ্যে পার্থক্যটা বোঝেন।
@ADeep910
@ADeep910 2 года назад
@@animeshmanna3147 uni drink koren ki koren na apni nischit ? Intellectual kivabe define koren aktu bolben ? Thik kivabe measure koren intellectualism ?
Далее
Om Puri on Satyajit Ray
21:31
Просмотров 162 тыс.
Tarek Fatah In Aap Ki Adalat (Full Episode)
52:00
Просмотров 7 млн
Unfiltered By Samdish ft. Kanhaiya Kumar l Full Video
56:53