গীটার কর্ড & লিরিকঃ- D Bm কেমন আছো কোথায় মনে কী রবে G D নেশা লাগে ঠোঁটে নিশানা চোখে D Bm কী দিয়ে যে তারে বোঝাব আমায় G D কোন আকাশে সে ডানা মেলে উড়ে D Bm এই ভাবে আমার মেট্রো জীবন G D কোন রকমের এক হলুদের রঙ D Bm কত গাড়ি চলে যায় দূরবীনে বাড়ি G D জানালাতে চোখ মুছে দেবে কী D Bm D ছাড়তে পারিনা, ধরতে পারিনা D Bm D সইতে পারিনা, বাঁধতে পারিনা। D Bm কোন দেশে থাকে সে কোন দেশে ঘুমায় G D নিংড়ে যাব আমি নিংড়ে তুমি D Bm কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায় G D এ স্ট্রের ফাঁকে স্বপ্ন দেখা D Bm কত দিনের এ ব্যাথা বোঝাব কারে G D কত ব্যাথা সয়ে যায় সয়ে যেতে হয়। D Bm কী নামে ডাকি তারে কী হাতে ধরি G কী মায়া চোখে আহা D হয়ে যাব শেষ।
≈"তোমার তলপেটে জন্ম নেওয়া সন্তান যদি কখনো 'কেমন আছো কোথায় ' গানের সঙ্গে সুর মেলায়। তাহলে তুমি বুঝে নিও, সে ও তোমার মতো কোন এক মায়াবতী শুদ্ধতম নারীর প্রেমে পড়েছে যেমনটা আমি তোমার প্রেমে পড়েছিলাম!" 🙂
অ্যাশেজের "কেমন আছো কোথায়" এই একটা গান শোনার জন্য আমি কখনও, রাজশাহী,কখনও ময়মনসিংহ,কখনও সিলেট,কখনও বরিশাল,কখনও পাবনা,কখনও কুষ্টিয়া,কখনও চট্টগ্রাম, কখনও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় কনসার্টে যেতাম, শুধুমাত্র এই একটা গান শোনার জন্য, কি আছে এই গানে যে এতো কষ্ট করে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই গানটা শুনতে হবে? আমার কাছে মনেহয় এই গানটা আমার জন্যই গাওয়া হয়েছিলো, কনসার্টে গিয়ে সব গানের ভিডিও করলেও, এই গানটার কোন ভিডিও আমি করি না, কারন এই গানটা যখন ইভান ভাই গায় তখন স্টেজের এক কোনায় এসে চুপ করে গানটা শুনি, ইভান ভাইয়ের সাথে গলা মিলিয়ে চিৎকার করে গানটা গাই, অনেক সময় চিৎকার করতে গিয়ে গলা ভেঙ্গে গেছে অনেকবার। কত দিনের এই ব্যাথা, বোঝাবো কারে, কত ব্যাথা সয়ে যায়, সয়ে যেতে দেও। জীবনে চলার পথে মানুষ নানা রকম কষ্ট পেয়ে তা বুকে পুষে রাখে, এই ব্যাথা কেউ কে বোঝানো যায় না, নিজের ভিতরেই সয়ে যেতে হয়, কনসার্টে গিয়ে এই গানটা শুনে অনেক কেঁদেছি আমি। সেই যে চলে গেলে তুমি, আর কোন খোঁজ পাইনি, খুব জানতে ইচ্ছে করে "কেমন আছো কোথায়, মনে কি রবে?
. Kamon aso kothay mone ki robe.. Koto nesar a jibon.. Dhoyai dhoyai Kotoo din ar a betha bojabo kare Koto betha soye jay soye jate hoy AI LINE GULA ARO JOSS LAGE SIGARATE KHAUYAR SOMOY
রাত ১টা ১৮ মি. ছাদে পূর্ণিমারাতেভ, হাল্কা বাতাস চলছে, হাতে একখান গোল্ডলিফ সাথে Ashes album কেমন আছো কোথায় মনে কি রবে? হাজারো জিবন্ত লাশকে বাচানোর জন্য ধন্যবাদ ভাই😊❤
সৃতি রেখে গেলাম, পরবর্তী প্রজন্ম যখন এই গান সুনবে তখন জদি আমার এি কমেন্ট এ লাইক দেয়, জদি আমি বেঁচে থাকি ঠিকি ছুটে আসবো ইউটিউব এ এই গান টা সুনতে, Love You Boss Junayed Evan ❤️🩹🙃
আমি ইভান ভাইয়ের কাছে চিরঋণী। তার মুধের কন্ঠের কাছে, সে আমাদের মতো কতো অসহায় মানুষ কে তার স্বর দিয়ে মাতিয়ে রাখছে। ধন্যবাদ ইভান ভাই। ইভান ভাইয়ের সুরের মতো আলোকিত করে ঠিক চার বছর আগে কোনো এক কাক ডাকা ভোরে আমার ও জীবনে এসেছিলো এক কোকিল পাখি। তার ভালোবাসা আমাকে শুধু মুগ্ধ করতো, আমি তার মুগ্ধতায় পাগল হয়ে গেছিলাম। এতো পাগল এতো পাগল তা বলে বুঝানো যাবেনা। ঠিক এক বছরের মাথায় আমি তাকে হারিয়ে ফেলেছি। ঠিক তখন বুঝলাম আমি তার জন্য আসলে কতটা পাগলে ছিলাম। সে চলে যাওয়ার পর এই ইভানের সুরগুলো আামার নিত্যদিনের সঙ্গী হলো। ঠিক তিনবছর হলো সে আমার সাথে নেই। তিন বছর মনে হয়ছে তিনলক্ষাধিক বছর, আমি আর পারছি না।।।।।আপনারা যখন আমার লেখাটা আবার চারবছর পর পরবেন সবাই শুধু আমার জন্য দোয়া করবেন। আমার ভালোবাসার মানুষটার জন্য দোয়া করবেন। আমি ওরে অনেক অনেক ভালোবাসতাম সে আমাকে বুঝলো না, অন্য আরেকজনের হাত ধরে দিব্যি আছে, নেই শুধু আমি। জানেন আমার ভালোবাসাটা ছিলো পবিত্র, কেমনে পবিত্র জানেন? তাহলো আমি কখনো ওর হাতটা ধরি নাই, এক সেকেন্ডের জন্য ও না, না একটু বুকে জড়িয়ে তার শরীরের গন্ধ নিসি,না তার কপোলে দিয়েছি চুম্বন এটে,কিছুই না। তাহলে কি পবিত্র না! আমি এখন চলে যাবে অনেক দূরে যেখান থেকে কাঁদলে কেউ দেখবে না,কেউ বলবে না কাঁদো কেনো? এইখানে ঠিক মতো কাঁদতে পারিনা,কান্না বুকে জমিয়ে রাখতে রাখতে আমি পাথর হয়ে গেছি। আমি অমরত্ব চাই,কোথায় গেলে একটু শান্তি পাবো? কেউ কি আমাকে একটু শান্তির সন্ধান দিবে, যদি দেন তবে তা হতে হবে এই পৃথিবীর বাইরের কোথাও শান্তি,,,,, আমি ঘুমাতে চাই, ঘুমাতে পারিনা ঠিক মতো তিন বছর ধরে, আমি ই কি শুধু একা এমন নাকি আমার মতো আছে কেউ??? সবাই আমার জন্য দোয়া করবেন শুধু না হয় অ্যাশেজ ভক্ত হিসেবে।।।। এই লিখাটা রিক্সায় বসে লিখলাম জানি ঠিক এমন দিনে কোথায় থাকি।।।। ভালোবাসা অমর❣️
তুমি বলেছিলে ফ্যামিলি এর বাইরে কিছু করতে পারবে নাহ 🙂। তুমি বলেছিলে ফ্যামিলি থেকে যা বলবে তুমি তাই করবে। আমি বিশ্বাস করেছিলাম তোমায় অন্ধের মতো 🙂। অপেক্ষায় ছিলাম দীর্ঘ ৫ বছর।🥀 তুমি তাও বলেছিলে ফ্যামিলি থেকে যেটা করবে সেটাই মেনে নিবে তুমি। 🙂আমি তাও বিশ্বাস করেছিলাম। আমি সেভাবে বলিনি তোমাকে ঠিক কতটা ভালবাসি🌺। তুমি বুঝেছো। খুব ভালো করে বুঝেছো। তোমার মতো করে কেউ বুঝেনি আমাকে। 💝 অথচ অবশেষে তুমিই আমাকে জানালে তোমারও কেউ আছে 😅। আমি শুনেছি। মুচকি হেসেছি 🙂। তুমি শুনেছো হাসির শব্দ। শুনোনি বুকের মাঝে জমানো হাহাকার,আত্ন চিতকার 🙂🙂 #ভালো_থেকো_প্রিয়💝🥀💝
.............কেমন আছো............. কেমন আছো কোথায় মনে কী রবে নেশা লাগে ঠোঁটে নিশানা চোখে কী দিয়ে যে তারে বোঝাব আমায় কোন আকাশে সে ডানা মেলে উড়ে এই ভাবে আমার মেট্রো জীবন কোন রকমের এক হলুদের রঙ কত গাড়ি চলে যায় দূরবীনে বাড়ি জানালাতে চোখ মুছে দেবে কী ছাড়তে পারিনা, ধরতে পারিনা সইতে পারিনা, বাঁধতে পারিনা। কোন দেশে থাকে সে কোন দেশে ঘুমায় নিংড়ে যাব আমি নিংড়ে তুমি কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায় এস্ট্রের ফাঁকে স্বপ্ন দেখা কত দিনের এ ব্যাথা বোঝাব কারে কত ব্যাথা সয়ে যায় সয়ে যেতে হয়। কী নামে ডাকি তারে কী হাতে ধরি কী মায়া চোখে আহা হয়ে যাব শেষ। ছাড়তে পারিনা, ধরতে পারিনা সইতে পারিনা, বাঁধতে পারিনা।
তার সাথে যোগাযোগ আজকে থেকে অপ হয়ে গেছে। গানটা যদিও আগে শুনতাম কিন্তু তেমন ফিল আসতো না। আজকে যেন বুকের ভিতরে গিয়ে লেগেছে। কমেন্ট করে গেলাম কেও লাইক দিলে আবার শুনতে আসবো..🥺
কেউ কাউকে মনে রাখে না।যে আমাকে হারানোর ভয় কেঁদেছে,যে আমার জন্য সব কিছু উপেক্ষা করেছে আমি তাকে-ও আমায় ছেড়ে অন্যজন কে ভালোবাসতে দেখেছি।এখন ভালোবাসা স্ট্যাটাস দেখে হয় মন দেখে নারে।
ভালো থাকুক সকল না পাওয়া ভালোবাসা।। এই গান গুলোর মাঝে খুঁজে নিক না পাওয়ার সান্ত্বনা 💔 আমার না হওয়া তুমি টাও আজ ভালো থাক। অন্যের সংসারে আমি মনে রাখবো তাকে। এই গান গুলোর সাথে🥀 মুছে যাক আমার দেয়া সব নাম। সকল কথা। ভালো থাক আমার না হওয়া মানুষটা💔🥀
Bhai tmr kono auto tune nai god gifted voice...god gifted talent...ahhh fan hoya gelam apnr..song ta kintu 1 er jara dislike dise Tara maybe honey sing fan...😤
ভাই সত্যি বলতে আমার বলার মতো কিছু নাই৷ কিভাবেই বলবো বলেন? গানটা শুনলে আমি নিস্তব্ধ হয়ে যাই। গানের প্রতিটা লাইন এতটা আবেগ মিশানো ভাই শুনলে আমার লোম দাঁড়ায় যায়।
যেই মানুষটার সাথে একদিন কথা না বলে থাকতে পারতাম না,এমনকি ১.৫ বছরের রিলেশনে বাড়িতে যাওয়া ছাড়া ওর সাথে প্রতিদিন দেখা না করে থাকতাম না,একদিন দেখা না করলে মনে হতো দম বন্ধ হয়ে যাবে, মাঝখানে ছোটকাট বিষয় নিয়ে একদিন কথা কাটাকাটি এবং ভুল বুঝাবুঝি থেকে একটানা ৭দিন তার সাথে দেখা করিনি,৭দিন পর সেই ফোন দিয়ে রাগে কেদে কেদে দেখা করার জন্য বলেছিল,দেখাও করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে সে আমাকে জরিয়ে ধরে খুব কেঁদেছিল,অনেক চেষ্টাতেও তার কান্না সেদিন থামাতে পারিনি,আর কান্নাজড়িত কন্ঠে মনের ভীতর থেকে বলেছিল ৭দিন কেমনে থাকলে?? সেইদিন বুঝেছিলাম মেয়েটা কি চায়! কিন্তু ১৭ফেব্রুয়ারি,২০২৩ তার বিয়ে হয়েছে আর আজকে ২২ফেব্রুয়ারি, বিয়ের আগের দিন থেকে তার সাথে কথা বলিনা আজকে আরেকটা ৭দিন হলো,এই ৭দিন থেকে ৭ সপ্তাহ একসময় ৭বছর একসময় এটা ৭যুগ হয়ে যাবে হয়ত আর কথা হবেনা। যেই মেয়েটা ৭দিনের জন্য এত এভাবে ভেঙে গিয়েছিল সেই মানুষ কিভাবে ৭দিন আছে- জানিওনা। সেই তুমিটা কিভাবে এত অচেনা হয়ে গেলা,এতটা বদলে গেলা?? তুমি কেন বুঝনা তোমাকে ছাড়া আমি আসলেই কতটা অসহায়😰 এই দিনগুলো কিভাবে সে ভুলে থাকতে থাকতে পারছে😰😰😰😰 যেখানেই থাক প্রিয় ভালো থেকো
কমেন্ট রেখে গেলাম । অনেকদিন পর যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিল গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সে সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে ! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেও হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! ❤️
ছয়টি বছর ধরে যেমন এই গান শুনে আসছিলাম, আজও ঠিক তেমনই এই গান শুনে যাই। চলন্ত জীবনে গানটাও যেনো চলমান পথ সঙ্গী হয়েই রয়ে গেছে। ভালোবাসি প্রিয় ভাই জুনায়েদ ইভান 🥰
জীবনে মূল্যবান একটা কিছু হারালে তার অধিক ভালো কিছু পাওয়া যায় তার প্রমাণ জুনায়েদ ইবান ভাই ❤ ২০২৩ আগষ্ট এ এসে শুনছি যারা আমার মতো সার্চ করে গানটি শুনছেন তাদের রুচির প্রতি শ্রদ্ধা রইলো???? ❤
সালটা 2015 দশম শ্রেণীতে পড়ি, তখন এই গানটার মানে আমি বুঝতাম না এখন 2021 চলছে, জীবন থেকে অনেক কিছু হারিয়েছি গানটার মানে বুঝতে শিখেছি🙂আরও ছয় বছর পরেও হয়তো আমার play list এ এই গানটা প্রথম সারিতেই থাকবে ❤️
জীবনের কিছু হিসাব কখনাে মেলানাে যায় না। এই যেমন , গলা অবধি বিষ অথচ ঠোঁটের আগায় স্বস্তির হাসি রাখতে কতটা যন্ত্রণা হয়, পৃথিবীর কোনাে ক্যালকুলেটর তা হিসেব করতে পারবে না। কারণ অনুভূতিরা হিসেবের উর্ধ্বে , আর তুমি অনুভূতির উর্ধ্বে ! 🙂 তবে আজ আমার শত অভিযোগের দিন শেষে তুমি রিপা ঠিকই রয়ে গেলে অনতিক্রম্য দুরত্বে,আড়ালে, কিছু নিরব অশ্রু হয়ে, দোয়া করি জীবনে অনেক অনেক সুখী হও, যে সুখের আশায় আমার আকাশ টা আজ কালো মেঘের বজ্রাঘাতে খণ্ডিত , সে সুখ যেন তোমার জীবনে চিরস্থায়ী হয়.....💔