এখনো তাকে কেউ ভুলে নাই- সবাই তার জন্য সব সময় দোয়া করে যাচ্ছে ৪র্থ মৃত্যু বার্ষিকী চলে এসেছে তার এই মৃত্যু বার্ষিকীতেও দোয়া এবং গরিব অসহায়দের মাঝে খাবার বিতরণ করবে তার ভক্ত এবং পরিবারের মানুষেরা
আইয়ুব বাচ্ছু ভাই আমার প্রিয় শিল্পী ছিলো, আর এই মায়াবী পূথিবিতে আমরা কেও থাকবো না সবারী এক দিন চলে জেকে হবে, একদিন আগে ও পরে, আল্লাহ আইয়ুব বাচ্ছু ভাইকে জাহানাতুল ফেদাউজ দান করিন আমিন,,
Ami INDIA theke bolchi Ayub Bacchu Ei desheo khb famous chilen.. Tar Gaan kokhonoi volar noy.. "সেই তুমি কেন এত অচেনা হলে, সেই তুমি কেন এত দুঃখ দিলেম।" সেলাম তোমায়। তোমার সৃষ্টিকে।🇮🇳
AB ভাই আমার অনেক পছন্দের মানুষ ছিলো। তাঁর গিটারের সুরে আমি মুগ্ধ হয়ে যেতাম। আমি তাঁর বিদেহি আত্নার মাগফেরাত কামনা করছি। বেশির ভাগই সঙ্গীত শিল্পী,চিএনায়করা শুধু হৃদরোগে আক্রান্ত হয়।
এটাই বাস্তব যে। একদিন আমরা সবাই মরে যাব। কিনতু এটা মেনে নেবার মতো না। কাছের মানুষ ভালবাসার মানুষ যখন হটাঠ করে। আমাদের ছেড়ে চলে যায়। অনেক মিস করবো sir.. দোয়া করি আল্লাহু আপনাকে জান্নাত বাসি করেন।
সকাল থেকে ভাবছি কি ভাবে নিজেকে বোঝাব বাচ্চু ভাই নেই !অামি তাঁর বিদেহি অাত্না মাগফেরাত কামনা করছি /খুবই দুঃখিত অামাদের এই প্রিয় মানুষটির জন্য /
@@sunjidasultana5217 একজন মানুষ মারা গেছেন শুনেছি আমি জানি সে মুসলিম তাহলে কি তার জন্য দোয়া করা যাবেনা.? আমরা মানুষ আর মানুষ মাত্রই পাপ করি ভুল করি কেউ পাপ ভুলের উর্ধে নয়, সে যদি পাপী হয়ে থাকেন আল্লাহ তার বিচার করবেন আর যদি কোন একটা ভালো কাজের উছিলায় আল্লাহ পাক তাকে মাফ করেন আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল, জাযাকাল্লাহু খারাইন।
জান্নাত ?? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে না ? গলায় মালা আর কানে দুল দিয়ে বাদ্য যন্ত্র বাজালে জান্নাত পাওয়ার আশা করা মরিচিকা দেখে পানি খোজার মতো !
I can't believe ayub baccho is no more... I just woke up open Facebook then got shoked..that he's passed away.....my childhood spent listening he's songs sooo..many 90s golden childhood memories linked with he's musics....omg I can't expressed my feeling....sooo sad😢😢.....I used to buy cassette for 30 or 35 taka ....
The great Ayub Bachchu i can't believe you are no more ! He was an Institute, he was a shining star of the country, he has incredible abilities of playing guiter from several angles .as a person he was awesome. He can inspire others . We lost a creative musician , lyricist, singer & band leader. respect & salute you from my deepest heart. You are immortal for Modern Bangla music & bands.
Mosharof hossain, বিশ্বব্যাপি লক্ষ লক্ষ মানবকে হারাম ও নাফরমানীতে ব্যাপৃত করে জান্নাত পাওয়া যায়? শরীয়াহ কিছু জানেন ? তার তো ঈমান আছে কি না সন্দেহ! কারণ সে বহুবার গানবাদ্যকে ভালো কাজ বলেছে এবং অন্যকে এর দিকে আহবান করেছে। অথচ এটা কতয়ী হারাম কাজ! এমন কাজকে জায়েয বা ভালো বললে ঈমান চলে যায়। যদি তার বিন্দু পরিমাণ ঈমান থাকেও তবু সে বিশ্বের শ্রেষ্ঠ প্রকাশ্য ফাসেকদের শীর্ষ একজন। গত ১৬ অক্টোবরও সে রংপুরে হারাম শো তথা কনসার্ট করে এসছে। এমন মানুষের জানাযা পড়াবে সমাজের সর্ব নিচু এক মোল্লা। সামান্যসম্মানের অধিকারী আলেমও তার জানাযা পড়াতে পারবে না। তার সব ভুল ক্ষমা করে তাকে জান্নাতবাসি কীভাবে করা হবে ? সে যা রেখে গেছে, কিয়ামত পর্যন্ত এর জন্য কঠিন পাপ তার কাছে যেতে থাকবে। এটাই তো কুরআন হাদীসের বক্তব্য । কুরআন হাদীসে বান্দাকে ঈমান আমলের কঠিন পরীক্ষা দিতে বলা হয়েছে। যারা সব আরাম ত্যাগ করে পরীক্ষা দিচ্ছে, ছবর ও কষ্টকে জীবনের সঙ্গী করছে ও করেছে, তারা আর হারাম বাদ্যযন্ত্র-সম্রাটরা কি সমান হতে পারে আদৌ ??? এরপর তার জন্য এভাবে প্রকাশ্যে দুয়া করে তাকে সম্মানিত করলে তো সবাই গানবাদ্যকে আগলে ধরবে। কারণ, গানবাদ্য-এর দ্বারা দুনিয়া সকল হারাম মজা লুটেচুটে খাওয়া যায়, এরপর তোমাদের দোয়ায় আখেরাতের মজাও নিবে ? বাহ! তাহলে নবীগণের ও সাহাবীদের এবং হাকীকী মুমিনদের এত ত্যাগ-মুজাহাদা, আর শরীয়তের এত আইন ও নছীহতের কী দাম রইলো? কী প্রয়োজন রইলো ?!!
husain zia ভাই আমি তা জানি কিন্ত এক জন মুসলিম হয়ে তার জন্য তো খারাপ দোয়া করতে পারিনা এবং আমাদের প্রিয় নবীর সাহাবী গণরাও বলেছেন জে পাপ কে ঘৃনা করও পাপি কে না ভাই কিছু ভুল বলে ক্ষমা করবেন ধন্যবাদ আপনাকে
Mosharof hossain ভাই, তার জন্য এভাবে প্রকাশ্যে দুয়া করে তাকে সম্মানিত করলে তো সবাই গানবাদ্যকে খারাপ মনে করবে না ! ভাই, মনির খানও গায়ক আর সেও গায়ক। পার্থক্য আছে না ? সে পাশ্চত্য থেকে নিকৃষ্ট ধাচের রক-পপ গান এ দেশে ঢুকিয়েছে এবং সকলকে বিশেষ করে যুব সমাজকে উদাম ও উত্তাল বেলেল্লাপনায় ডুবিয়েছে। --------------খারাপ দোয়া করতে হবে কেন ভাই ! একাকী ভালো দুয়াই করবেন, এবং দুনিয়ার সবাই যেন এসব হারাম থেকে বিরত থাকে সে দুয়াও করবেন।
এদুনিয়ার মানুষেরা একটু বাবো এই দুনিয়া কিছুই না আজ বাচ্চু কোথায় আছে মরনের সময় আদরের ছেলে মেয়েরা ও তার পাশে ছিল না কিসের দুনিয়া চল আমার ভাইয়েরা আখিরাতের চিন্তা করি ?? আমিন
Acha keo ki janen unar wife and sele May koi and tader pictures dekte chai please keo janle aktu dekhaben just curious j uni aka aka thakto khubi odvut....
এই মৃত যেন আমাদের সবাইকে তারা করে বেরায় কখন যে কাকে ছোবল মারে তা বলা যাই না, আমাদের সবাইকে মাপ করুন এবং হেদায়েত দান করুন আমিন,, এবং আইয়ুব বাচ্চু জান্নাত ওয়াজিব করুন সব রেখে গেছে কিছুই নিতে পারেনাই।
সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চল বদলে যাই তুমি কেন বোঝোনা, তোমাকে ছাড়া আমি অসহায় । আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় ....... হাসতে দেখ গাইতে দেখ অনেক কথায় মুখর আমায় দেখ দেখো না কেউ হাসির শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনলো না বোঝে না আমার কি ব্যাথা চেনার মত কেউ চিনলো না এই আমাকে........ এমন অনেক হৃদয় স্পর্শী গান উপহার দিয়ে অবশেষে আজ সকল ভক্তকে কাঁদিয়ে বিদায় নিলেন। লাভ ইউ গুরু তুমি বেচে থাকবে হাজার বছর কোটি বক্তের হৃদয়ে।.. জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। "ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।"😭😭