আমি এই অনুষ্ঠান টা আগে সুনিনি কিন্তু পুরাটা সুনে ও দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে।হায়রে আমরা এত বড় একটা মানুষ কে হারিয়েছি।মা ও বাবা কে নিয়ে যে কথা বলেছেন তা আমার মন কে ছুয়ে গেছে।
আরো কিছু কাল থাকলে কত ভাল মেসেজ দিয়ে যেতেন উনি। উনি অভিমান নিয়ে ই চলে গেছেন। আল্লাহ উনাকে বেহেসত নসীব করুন। উনি অনেক পজিটিভ ছিলেন। ছিলেন অনেক উচ্চ মানের মানুষিকতার মানুষ।
আস সালামু আলাইকুম কলেজ লাইফ থেকেই আইয়ুব বাচ্চুর গান শুনতাম। একজন প্রিয় শিল্পি ছিলো । উনি মারা যাবার সময় খারাপ লেগেছে কিন্তু মনে করে কখনো তার জন্য দোয়া করা হয়ে ওঠেনি। গতকাল ওনার সাৎখাতকারে "মা" কে নিয়ে যে অকৃত্রিম ভালোবাসা এবং সৎকর্মের ও কিছু কথা বলেছে যেটা আমার হৃদয় ছুয়ে গেছে। হয়ত সে জন্য আজ ফজর নামাজ শেষে মোনাজাতে তার জন্য নিজের অজান্তেই মন থেকে দোয়া এসে গেছে। ওপারে ভালো থাকো বাচ্চু ভাই।
বুঝতে পেরেছিলাম বস আপনি যখন ছিলেন সে সময়টাতেই অনেক আগেই বুঝতে পেরেছিলাম পারিবারিক দিক দিয়ে কষ্টের পাহাড়টার কথা জীবন সঙ্গীনির সাথে জমেপড়া হিমালয় সমান ব্যথা যা আপনাকে কাঁদিয়েছিলো নীরবে।
আল্লাহ তো আপনাকে নিয়ে ই গেলেন। ইয়েস পরিবার ভেঙে গেলে কেউ ভাল ভাবে বেঁচে থাকতে পারে না। আর আপনি এত সুন্দর করে কথা বলেন যেটা অন্য কোন সিংগার বলে যেতে পারেননাই। আইয়ুব বাচচু রাজ্য পৃথিবীর বুকে বেশি আসেন না। যে মানুষ এত সুন্দর করে করে কথা বলতে পারতেন তার মনটা কত নরম সেটা তার গান শুনে বুঝা যেত। ইয়েস মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা মা ই সববববববববব ও মাগো
হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নিরবতা। বোঝেনা কেউতো চিনলো না, খোঁজে না আমার কি ব্যাথা, চেনার মতো কেউ চিনলো না এই আমাকে। গোটা ইন্টারভিউ জুড়ে লিরিক্সগুলোর ব্যাখ্যা দিয়ে গেলেন স্যার।