অনেক ভালো লাগলো বাট কষ্ট টা ও অনেক লাগলো নাটক টা দেখার পরে চোখের পানি আটকে রাখতে পারি নি থ্যাঙ্ক ইউ তাহসান ভাই এরকম একটা সুন্দর নাটক উপহার দেয়ার জন্য❤❤❤
Speechless in appreciation and emotionally too overwhelmed to make any comment. A deeply touching drama that left me in shock and tears . Why such unprecedented and unwanted loss of beloved ones occur in life ?? Tahsan and Tisha were superb in their roles . Others were also fantastic.
আমার জীবনে এই রকম ইমোশনাল নাটক আমি আর দেখিনি😪। এই নাটক টা আমি কত বার দেখেছি একমাত্র ইশ্বর ছাড়া আর কেউ জানে না। নাটকের প্রতিটা মূহুর্ত আমায় কেড়ে নিয়েছে❤️। সব কিছুই ঠিকঠাক ছিল, অবশেষে মৃত্যু টা মেনে নিতে সবার ই কষ্ট হবে। হয়তো অনেকই এর সেম এই রকম ঘটনা প্রায় লোকেই ফেইস করেছে😪। যাই হোক অনেক অনেক ভালো লেগেছে❤️।
চোখের পানিটা ধরে রাখতে পারি নাই😭😭 এতো কষ্ট কেন লাগে উঠলো জানি না। পরিচালক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য। বিশ্বাস করে এখন চোখের কোনায় টপটপ করে পানি পরছে।
আমি তাহসান এবং তানজিন তিশার অনেক বড় একজন ফ্যান সত্যি অনেক ভালো লেগেছে নাটক তাহসান ভাই এবং তানজিন তিশা পর্যন্তই নাটকটি দেখলাম নাটকটি একদম বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে এজন্য নাটক কি আমার কাছে সত্যি দারুন লেগেছে এবং খুব ভালো লেগেছে ডাইরেক্টর সাহেব এবং পরিচালক কে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে
সন্তানের কাছে বাবা মা ভাই বোনদের দেখার জন্য মনের যে আকুলতা ঠিক তেমনি তাদেরও বাড়ী ফেরা টা আসলেই আনন্দ মুখর প্রতিটা মুহূর্ত মনটা ফটফট করে কবে বাড়ী যামু হে আল্লাহ তুমি এরকম ঘটনার সম্মুখীন করিও না কাউকে ,আমিন
নাটক টা আগেও দেখেছি আজকে আবার দেখলাম। শেষের দিকটা দেখতে দেখতে বাকরুদ্ধ হয়ে উঠছে। অসাধারণ অভিনয় করেছেন আবুল হায়াত স্যার। তাহসান ভাই ও তানজিন তিশা বোন চমৎকার অভিনয় করেছেন। পরিচালক মহাশয় কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপস্থাপন করার জন্য যদিও শেষ টা খুবই কষ্টদায়ক। অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।