Тёмный

Bhasha dibosh er gaan | Ami Sei Desh Khujechi Koto | Srikanto Acharya | Arna 

Srikanto Acharya
Подписаться 164 тыс.
Просмотров 815 тыс.
50% 1

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৫ই আগষ্ট, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
International Mother Language Day is a worldwide annual observance held on 21 February to promote awareness of Linguistic diversity and cultural diversity and to promote multilingualism. First announced by UNESCO on 17 November 1999, it was formally recognized by the United Nations General Assembly with the adoption of UN resolution 56/262 in 2002. Mother Language Day is part of a broader initiative "to promote the preservation and protection of all languages used by peoples of the world" as adopted by the UN General Assembly on 16 May 2007 in UN resolution 61/266,which also established 2008 as the International Year of Languages.The idea to celebrate International Mother Language Day was the initiative of Bangladesh. In Bangladesh, 21 February is the anniversary of the day when the people of Bangladesh (then East Pakistan) fought for recognition for the Bangla language.It is also celebrated in West Bengal, India.
Where does my country lie? In the sweetness of its mother tongue, or in the serene green of its lands, or the passion of its martyr, or in the hearts of its people. In the search of a country free from borders, free from constraints and shackles...
Song details:
Singer: Srikanta Acharya
Composer: Srikanta Acharya
Lyrics: Arna Seal
Arrangement: Partha Paul
Special Thanks : Kalikaprasad
Acknowledgements: Bhasa Shahid Station Shahid Smaran Samiti, Tarapur, Silchar, Kalikaprasad Bhattacharya, Picasso Entertainment (CD Distributor), Times Music (Online sales)
Digital Partner : Bengal Web Solution
Follow Me -
Facebook @ / srikantaacharyaofficial
Instagram @srikantaacharya_
Subscribe ‪@SrikantaAcharyaOfficial‬
#International_Mother_Language_Day #21_February #Dasatobodhok_Song

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 442   
@syedafatema9916
@syedafatema9916 7 дней назад
কি অপূর্ব কন্ঠস্বর, কি অপূর্ব গায়কী মুগ্ধ হয়ে শুধু শুনতেই মন চায়। দয়া করে যদি লাইক দেন সবাই এই কমেন্ট এ তাহলে আবার শুনব গানটি।
@kamrulhasan7808
@kamrulhasan7808 8 месяцев назад
2024 এ কমেন্ট রেখে গেলাম। দেখি কজন লোক এই গানটি শুনতে এসে একটি লাইক দিয়ে যায়। নোটিফিকেশন আসলেই শুনতে আসবে আবার গানটি।
@mrmithun1704
@mrmithun1704 4 месяца назад
🎉🎉🎉
@dewanriad
@dewanriad 3 месяца назад
Nice song
@muhammedbabul8115
@muhammedbabul8115 2 месяца назад
আরেকটি শ্রীকান্ত সংগীত !
@aniksarker4695
@aniksarker4695 2 месяца назад
😢😢😢😭
@SaifunnaharAriza
@SaifunnaharAriza Месяц назад
Ase Chen naki sunthe
@siddharthabanarjee2514
@siddharthabanarjee2514 10 дней назад
অসাধারণ একটি গান! হৃদয় ছুয়ে গেল এবং শ্রীকান্ত আচার্যর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরও বেড়ে গেলো। ❤
@benoychandrabarmon
@benoychandrabarmon 14 дней назад
হৃদয় শিতল করার মত গান,যেমন গানের কথা তেমন গানের সুুুর এক কথায় অসাধারণ।
@GolamRabbani-bg9pi
@GolamRabbani-bg9pi 24 дня назад
কথাগুলো যেন হৃদয় গভীরে জমে থাকা আর্তনাদ।
@quamrunnaharmunni3053
@quamrunnaharmunni3053 Год назад
মুগ্ধতা একরাশ! হৃদয় ছোঁয়া গান! সাদামাটা কথায় কী গভীর আকুতি! সুর তো নয়,যেন সাগর তীরে আছড়ে পড়া ঢেউ! দাদার কণ্ঠ এমনি থাক আজীবন।
@bablichakroborty8431
@bablichakroborty8431 Год назад
Q
@mirmosaddequehossain2780
@mirmosaddequehossain2780 Год назад
He is Sreekanth Archorzu
@iqbalhossain3403
@iqbalhossain3403 Год назад
চমৎকার নিবেদন
@abdurrahamantalukder4711
@abdurrahamantalukder4711 Год назад
Nice comment ❤
@subhajitdey2669
@subhajitdey2669 Год назад
❤❤
@tasbeehtara4609
@tasbeehtara4609 16 дней назад
দেশের জন্য কতটা মায়া, তা ২০২৪ এ বোধ করলাম। আগে জানতাম ভালোবাসি, খুবই সাধারণ মানুষ হয়েও যতটা করেছি কম মনে হয়েছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত এ মায়া, এ টান শেষ হবার নয়। রাতটা পার করলাম গানটা শুনে। ধন্যবাদ যাঁরা যাঁরা এ গানটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অফুরান ভালবাসা। দোয়া রইলো আপনারা সবাই ভালো থাকুন। নিজ দেশকে আমৃত্যু ভালোবাসুন।❤❤❤ প্রতিটি দেশের প্রতিটি মানুষের প্রতি অগাধ ভালোবাসা রইলো। বাংলাদেশ ❤আমার দেশ❤আমার মাটি❤আমার স্বপ্ন ❤আমার❤আমাদের❤
@amranchowdhuary7307
@amranchowdhuary7307 8 дней назад
আপনার মত আমিও কেন যেন সারারাত ঘুমাতে পারি নাই।আমার মনে হয় দেশকে খুব ভলোবাসি।
@Bayazid-y6n
@Bayazid-y6n 8 месяцев назад
এই গানটা আমি এই প্রথমে শুনলাম আমার খুব ভালো লাগলো গানটা শুনে ২০২৪ সালে এসে গানটা শুনলাম খুব গানটা আমার খুব ভালো লাগলো সত্যি মন ছুঁয়ে যার মতন গান
@Shokha-c3s
@Shokha-c3s Месяц назад
সেই দেশটাকে খুঁজছি ❤❤❤ আমার প্রিয় বাংলাদেশ
@মিস্টারবাঁকুড়া
শিল্পী এবং সুরকার কে অনেকেই ধন্যবাদ জানাবেন আমি মহান গীতিকারকে আমার অন্তরের অন্তস্থল থেকে শত কোটি প্রণাম জানালাম। ভালো গীতিকারের অভাবেই ভালো গান থেমে থাকে। প্রণাম গীতিকার কে
@prolayshil7818
@prolayshil7818 14 дней назад
আমাদের দেবভূমি ভারতবর্ষ.. ❤🇮🇳.. আহা কি সুন্দর মন ছুঁয়ে গেল 🙏❤️
@SonggitRoy-n8h
@SonggitRoy-n8h 3 месяца назад
আমি এই গানের প্রেমে পড়তে বাধ্য হলাম ❤😊 ২০২৪ সালের যারা এই গানটি শুনতে আসছেন , সবাই একটি করে লাইক করে যাবেন । এই রকম গান প্রেমিক মানুষরা সত্যি ভালো মনের মানুষ হয় ।
@md.mamunhossain4084
@md.mamunhossain4084 24 дня назад
আমি কমেন্ট পরা মানুষ,,, তবে কমেন্ট টা ভালো লাগলো
@anisrahman7688
@anisrahman7688 2 года назад
ইতিউতি মনটাকে ছড়িয়ে না দিয়ে মৌলিক গানকে অগ্রাধিকার দিতে শ্রীকান্তদাকে বিনম্র অনুরোধ করছি। তাহলে এধরনের অসংখ্য গান আমরা পাবো তাঁর কন্ঠ থেকে। তাঁর কন্ঠ ঈশ্বরের দান। সে কন্ঠের স্বাক্ষর তিনি রেখে যাবেন তাঁর সৃষ্টিতে,এ আমাদের আন্তরিক প্রত্যাশা।
@mirrorit
@mirrorit Год назад
❤❤ আমার খুব প্রিয় একটি গান
@JannatulFerdous-qb3vw
@JannatulFerdous-qb3vw Год назад
❤❤❤❤❤❤❤❤❤
@pranab7856
@pranab7856 Год назад
Owo nice song🤗🤗
@farhanxihad181
@farhanxihad181 8 месяцев назад
00000000000000​@@mirrorit
@juwelhossain9334
@juwelhossain9334 7 месяцев назад
@iscmotijheel9812
@iscmotijheel9812 18 дней назад
incredible, heart touching song অভূতপূর্ব।
@kothabiswasKotha
@kothabiswasKotha 10 дней назад
২০ বছরের স্মৃতি রেখে যখন ইন্ডিয়া যাওয়ার কথা হয়,,,তখন এই গানটাই সেরা 😭😭😭বুকটা ফেটে যাচ্ছে 😭😭😭
@AnAnTaRuMoN1988
@AnAnTaRuMoN1988 Год назад
কথাগুলো যেন হৃদয় গভীরে জমে থাকা আর্তনাদ। সারাজীবন ভালো থাকুন প্রিয় "শ্রীকান্ত আচার্য"দাদা❤
@tasbeehtara4609
@tasbeehtara4609 16 дней назад
❤❤❤আর্তনাদ❤❤❤
@HabiburRahman-og5wf
@HabiburRahman-og5wf 8 месяцев назад
"মাটি তার ডাকছে আমায় ডাকছে মায়ের মত" একজন প্রবাসীর হ্রদয়ের কথা
@tuhinmukherjee9425
@tuhinmukherjee9425 2 года назад
অপূর্ব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এক যথার্থ নিবেদন।
@akhilkumer2322
@akhilkumer2322 7 месяцев назад
২০২৪ এ এসে ও মনকে শুদ্ধ করে দেওয়া একটি গান, সত্যিই অসাধারণ ❤
@dr.parvezalam5029
@dr.parvezalam5029 7 месяцев назад
অসম্ভব সুন্দর গান।❤❤ গানটা শুনে মনটা ভরে গেল।
@pallavroy7215
@pallavroy7215 9 дней назад
এক রেস্টুরেন্টের ছেলেকে খাবার অর্ডার করতেন গিয়ে এই গানটা শুনলাম, তা ফোনে, এখন এখানে সার্চ করে শুনলাম ও দেখলাম, এটাই my jio app থেকে ringtone set korbo. ❤
@user-ph9xu2yq8l
@user-ph9xu2yq8l 4 месяца назад
অসম্ভব সুন্দর একটা গান আমি আজ প্রথম শুনেছি তাই কমেন্টস করে গেলাম ❤❤❤❤
@nillsano3485
@nillsano3485 2 года назад
মনের অনুভূতি প্রকাশ করা হয়েছে এবং অসাধারণ একটি গান মন শিতল হয়ে ওঠে অসংখ্য প্রনাম চরনে🙏🙏🙏🙏🙏 ❤🥰🙏
@pabitramukhopadhyay902
@pabitramukhopadhyay902 Год назад
শ্রীকান্ত আচার্য অনবদ্য। অনেক কিছুই দেওয়ার আছে উনার। সেই সকল কিছু পাওয়ার আশায় বসে থাকি।
@PrimecartBD
@PrimecartBD 13 дней назад
পৃথিবী জেনে রেখো, এরকম বিনোদন গুলো আমাদেরকে সুখে-দুঃখে সঙ্গ দিয়েছিলো। ধন্যবাদ হে সঙ্গী। 04/09/2024
@everithingyt6620
@everithingyt6620 8 дней назад
অসাধারণ গান বাংলাদেশ থেকে ❤
@mksunny4664
@mksunny4664 2 года назад
সত্যিই অসাধারন একটা গান, অনেক অনেক শুভকামনা রইল,,
@user-mc4xg6ix9b
@user-mc4xg6ix9b Месяц назад
সুর তো নয় যেনো কি বলে বুঝাবো বুজতে পারছি না সুধু একটা কথা বলবো অসাধারণ চমৎকার
@saimakaniz136
@saimakaniz136 2 года назад
অপূর্ব সুন্দর। কথা গুলো হৃদয় থেকে নেয়া। মহান সৃষ্টি।
@soumendranathbasu1009
@soumendranathbasu1009 2 года назад
অসাধারণ বললেও কম বলা হয়। পুরনো নস্টালজিয়ায় আক্রান্ত। ♥️
@biplabkumar2877
@biplabkumar2877 Год назад
অসাধারণ কন্ঠস্বর।
@anshumansahamadhu6193
@anshumansahamadhu6193 2 года назад
অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা, অপূর্ব সুন্দর উপহার দেবার জন্য। 💝💝💝
@user-pr2wy7cq1t
@user-pr2wy7cq1t 3 месяца назад
তুমি যখন গানটা শুনবে আর একটা লাইক করবে,তখন আবার শুনা হবে গানটা।কে সে তুমি আমার।তবুও রেখে গেলাম মনের মত গানটা
@user-pr2wy7cq1t
@user-pr2wy7cq1t Месяц назад
কে ছিলে তুমি, যার লাইকের কারণে আবার গানটি শুনলাম
@kashinath494
@kashinath494 Год назад
অসাধারন, আপনার এই গানটির সাথে বাস্তবের মিল খঁজে পাই তাই বার বার গানটি শুনতে ভালো লাগে❤
@swapanbhattacharjee7169
@swapanbhattacharjee7169 22 дня назад
অসাধারণ। অপূর্ব। অনবদ্য।
@ruparrupgonj9455
@ruparrupgonj9455 2 месяца назад
কমেন্ট পড়ে বুঝতে পারছি গান টা অনেক সুন্দর হবে আসলেই গান শুনবার পড়ে ভালো লাগলো দারুণ অসাধারণ হইছে গান
@skbiswas1452
@skbiswas1452 7 месяцев назад
সত্যিই অসাধারণ! যতবার শুনি ঠিক ততবারই মুগ্ধ এবং আপ্লূত হই! আমাদের সময়ের বাংলা গানের কিংবদন্তি শিল্পী শ্রীকান্ত আচার্য্যের গাওয়া এক অসাধারণ কালজয়ী স্মরণীয় বাংলা গান। আমার প্রিয় শিল্পী কিংবদন্তি শ্রীকান্ত আচার্য্য'কে অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভ কামনা অবিরাম💞
@user-hs7bb6tr5r
@user-hs7bb6tr5r 7 месяцев назад
আজ প্রথমবার শুনলাম গান টা। অনেক ভাল লাগছে। ধন্যবাদ গীতিকার সুরকার ও শিল্পীকে এত সুন্দর উপহার দেয়ার জন্য
@diptendubikashmanna7616
@diptendubikashmanna7616 Год назад
খুব সুন্দর একটি গান শোনালেন দাদা। ভীষন ভালো লাগলো।বাংলার ছেলেমেয়েদের এই গানটি শেখা উচিত।
@goutammanna5330
@goutammanna5330 2 года назад
ধন্যবাদ স্যার ... একরাশ এরূপ ভালোবাসার জন্যে 🙏🙏
@touhidulabedin7604
@touhidulabedin7604 10 месяцев назад
এমন একটা দেশ আমি বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত খুঁজে এসেছি শ্রীকান্ত দাদা, পাইনি কোথাও, এমন দেশের খবর যদি কেউ দিতে পারেন, তবে আমি সেই দেশে চলে যাবো ❤❤❤।
@niveditaacharya3160
@niveditaacharya3160 Год назад
অসাধারণ বললে কম বলা হয়।গানটির প্রত্যেকটি শব্দ চয়নের মাধ্যমে এবং আপনার মধুর কন্ঠস্বরে যেন একটা অমূল্য সঙ্গীত লহরী সৃষ্টি হয়েছে যা আমাদের পরম পাওয়া।
@A12-o2e
@A12-o2e 2 года назад
Khub sundor Sir Apurba, very soothing. 💐💐
@shamimasony-v1b
@shamimasony-v1b 10 месяцев назад
আমি সেই দেশ খুঁজেছি কত,,,,!! "যেখানে বাঁচবে সবাই বাঁচবে রাজার মত" কত সুন্দর কথা। সব মিলিয়ে চমৎকার 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧 ০৬/১১/২০২৩
@kamrulhasan7808
@kamrulhasan7808 8 месяцев назад
@shafiqjoy2601
@shafiqjoy2601 Год назад
গানটা শুনবার পর যা বলি সেটাই কম হবে........ অসাধারণ
@rabindranathsarkar7563
@rabindranathsarkar7563 Год назад
অসাধারণ এক গান ! মানুষের জন্য-- অসাধারণ আকুতির এক মূর্তিমান প্রকাশ 😢
@mdrobinhossain7403
@mdrobinhossain7403 7 месяцев назад
আহা মনটা মুগ্ধ হয়ে গেল কত সুন্দরই না সরলা কন্ঠ ভালোবাসা অবিরাম ❤
@abusayed9562
@abusayed9562 3 месяца назад
Koto j valo lagar gun bole bujate parbona. Really great song❤
@kakoliroy2185
@kakoliroy2185 9 месяцев назад
কি অসাধারণ একটি গান ❤❤ খুব মনে পরে নিজের গ্রামের কথা, সব ভাই বোন মিলে একসঙ্গে বড়ো হয়ে ওঠা আরো কত কিছু, ছিল না স্মার্ট ফোন তবে ছিল সোনার মত মুহুর্ত ❤️❤️
@masudkarimkrishnakoli9381
@masudkarimkrishnakoli9381 5 месяцев назад
এই গানটি একটি অসামান্য শিল্পকর্ম। এটা বাঙালিদের জন্য একটি সার্বজনীন গ্রহণযোগ্য ভালবাসার গান। আমি প্রথম এই গানটি শুনি শিলচরের ভাষাযোদ্ধা ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর এর বাড়িতে। শুনেই মুগ্ধ হই। আমি ২০২১ থেকে ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত ৫ বার শিলচর এবং করিমগঞ্জে গিয়েছিলাম আমার আগামী তথ্যচিত্র “আসামের বাংলা ভাষা আন্দোলন” এর কাজের জন্য। রাজীবদার রাড়ীতেই সিদ্ধান্ত হয় এই গানটি আমার তথ্যচিত্রে সংযোজনের। তাই বলবো এখন এই গানটি একটি আন্তর্জাতিক তথ্যচিত্রের ইতিহাসের সঙ্গী হয়ে থাকবে। যারা কাছাকাছি থাকেন তারা আসতে পারেন আগামী ১৯শে মে, ২০২৪ শিলচরে।
@joyrajpaul1651
@joyrajpaul1651 2 года назад
একেকটা শব্দ যেন হৃদয়ের গভীরে গিয়ে পৌছালো। অসাধারণ সৃষ্টি। ❤
@kalikinkarsamanta3826
@kalikinkarsamanta3826 5 месяцев назад
আবার সযত্নে গানটা শুনলাম বেশ কয়েকবার। অশেষ ধন্যবাদ গীতিকার, সুরকার, গায়ক শ্রীকান্তকে। অনবদ্য সৃষ্টি ! সুযোগ থাকলে কয়েকটা শব্দ বদলে দিতাম।
@kalikinkarsamanta3826
@kalikinkarsamanta3826 4 месяца назад
গানটির সুর প্রশংসনীয় অসাধারণ। কিন্তু, শুরুতেই সাদ্দাম পাপ্পুর(বাংলাদেশ) একটি গানের সুরকে অনুসরণ করা হয়েছে।
@mdjunayedahmed5776
@mdjunayedahmed5776 Месяц назад
আমার খুব পছন্দের একটা গান আমি প্রাই শুনি ❤,কাতার থেকে 🇧🇩❤️🇶🇦
@tapanbanik8362
@tapanbanik8362 11 месяцев назад
আপূর্ব,, কত সুন্দর মন কবির,, সে সবাই কে রাজার বাঁচতে দেখতে চায়,,, যা কখনো মনুষ্যত্বহীন পৃথিবীতে সম্ভব নয়,, কবি কে প্রনাম তার স্বপ্ন কেও।
@khooshboongoss595
@khooshboongoss595 2 года назад
আমার প্রিয় একজন কন্ঠশিল্পী 🙏🏼 যেমনি গানের কথা তেমনি গায়কি! অসাধারণ !
@RupaGhosh-jj6zz
@RupaGhosh-jj6zz 5 месяцев назад
দারুন লাগলো ❤ গানের কথা ভীষন ভালো.... অর্ণা ম্যাম প্রণাম নেবেন.. শ্রীকান্ত দা আপনার অসম্ভব সুন্দর কন্ঠ... সব গানের মতো এই গানটাও ভীষন ভীষন ভালো.. ভালো থাকবেন প্রণাম নেবেন
@mdmonjulislamroton397
@mdmonjulislamroton397 Год назад
মা মাটির দেশের গান মনটা ভরে যায় একরাশ ভালোবাসা দাদা
@arpitasaha6104
@arpitasaha6104 6 месяцев назад
অপূর্ব! অনেক দিন পর মনের মত একটা গান শুনলাম। যতবার শুনছি মন যেন নতুন করে ভালো লাগায় ভরে উঠছে।
@rajkumarsingha1819
@rajkumarsingha1819 2 года назад
একরাশ মুগ্ধতা... কথা ও গানের সুরে ভেসে যাওয়া বারংবার.......
@minucorraya6297
@minucorraya6297 5 месяцев назад
আমি সেই দেশ খুঁজেছি কত যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মত, এ জীবন বইছে আমায় যত মাটি তার ডাকছে আমায় ডাকছে মায়ের মত। আমি সেই নষ্ট সময়, মুঠোর দাবি কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি, আমি সেই স্মৃতির শহর আমি সেই স্মৃতির শহর রাত্রি জাগা, দেখেছি শেষ তারাটার মত। আজও কি বর্ণমালায় কান্না এত? বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত, আজও কি হাঁটছে মিছিল, আজও কি হাঁটছে মিছিল স্বপ্নে দেখা রেখেছি প্রশ্ন অবিরত।
@shankarkarmoker3403
@shankarkarmoker3403 3 месяца назад
কথা ও সুর অসাধারণ মন জুরিয়ে যায়, অনেক দিন পর একটা ভালো গান শুনলাম
@nivadas9818
@nivadas9818 2 года назад
ধন্যবাদ দাদাভাই। অসাধারণ উপহার।🙏♥️
@ManasDas-bu5sy
@ManasDas-bu5sy 7 дней назад
My Favorite Forever This Song and Also This Singer .
@anjanacharjee1400
@anjanacharjee1400 2 года назад
Wowwwww Darun mon ta vore gelo 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤✌✌✌✌✌✌❤
@mdnasiruddin500
@mdnasiruddin500 2 года назад
শ্রীকান্ত আচার্য মহোদয়ের গাওয়া প্রতিটি গান অতীব চমৎকার !!
@putulbanerjee5601
@putulbanerjee5601 Год назад
হৃদয় স্পর্শ করা গান ।
@kuhurkujan508
@kuhurkujan508 2 года назад
একরাশ মুগ্ধতা। বারবার শুনছি।
@photoworld2227
@photoworld2227 6 месяцев назад
অপূর্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথার্থ নিবেদন
@beparielectronicandfurnitu6531
@beparielectronicandfurnitu6531 5 месяцев назад
খুব সুন্দর গান সব কিছুই মেলোডি সুর মিউজিক গানের কথা আর কি বলবো শান্তির পক্ষের লোক গুলো ঠিক এই গানের মতো একটা ঠিকানা চায় যেখানে থাকবে না কোন রাজা প্রজার ভেদাভেদ সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে গানটা তাই প্রতিদিন ৩/৪বার গানটা শুনি দাদা খুব যত্ন সহকারে গান টা গাওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি
@parthabanerjee9108
@parthabanerjee9108 2 года назад
কথা, সুর ও গায়নে স্বাধীনতার প্রকৃত স্বর্গ উপলব্ধি করলাম।
@MdMilon-vp1gh
@MdMilon-vp1gh 2 месяца назад
❤অমর সৃষ্টি। মৃনাল কান্তি মজুমদার। কবি ও লেখক।ঢ়াকা। বাংলাদেশ।
@sunitasarkar3345
@sunitasarkar3345 2 года назад
Khub 3 bhalo laglo. Jamon kotha tamoni Sur o gaoki and ato sundar voice. Thanks srikanta da.
@swapan1952
@swapan1952 2 года назад
শ্রীকান্ত দা গলা দিয়ে গান গান না, গানটা হৃদয় দিয়ে গান 🙏🙏
@iscmotijheel9812
@iscmotijheel9812 17 дней назад
এই প্রথম শুনলাম। গতকাল থেকে ২০-৩০ বার শুনেছি কিন্তু তৃপ্তি মিটছে না।
@rokeyaafroz3886
@rokeyaafroz3886 10 месяцев назад
চমৎকার পরিবশনা।মন ভরে গেলো।হৃদয়ের গভীরের স্পন্দন যেনো। ❤❤❤
@shakilahaque8846
@shakilahaque8846 7 месяцев назад
আমি সেই দেশ খুঁজেছি কতো যেখানে বাঁচবে সবাই বাঁচবে রাজার মতো ❤ 🇧🇩30.01.24
@likhonahmmed3221
@likhonahmmed3221 6 месяцев назад
2:10
@modhu....
@modhu.... Год назад
অসাধারণ অসম্ভব ভালো লাগে 💚💚💚💚💚💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙💙💚
@gopalbiswas4695
@gopalbiswas4695 2 года назад
Gaan ta sotti khub valo akta gaan mon vore jai sudhu bar bar sunte chai amer mon
@ajitmandal7456
@ajitmandal7456 Год назад
অসাধারণ 👌👌👌👌মনটা শীতল হয়ে গেল 😊👍👍👍
@smriponpanday4792
@smriponpanday4792 Год назад
❤❤
@dipachatterjee5236
@dipachatterjee5236 10 месяцев назад
গান টি মাত্র দুই তিন মাস আগে প্রথম শুনলাম। এরপর থেকেই প্রায় শুনি। যেমন কথা তেমন সুর অপূর্ব মেলবন্ধন। মন ছুঁয়ে যাওয়া গান ❤️
@drsarmishthaniyogi8159
@drsarmishthaniyogi8159 2 года назад
🙏 খুব সুন্দর মঙ্গলম শুভম
@golokbiharidey1448
@golokbiharidey1448 Год назад
অপূর্ব, অসাধারণ গান, আমাকে মুগ্ধ করে।
@NurulIslam-ez4ge
@NurulIslam-ez4ge 6 месяцев назад
দাদা বাবু ভাল থেকো আমি তোমার দীর্ঘ্য আয়ু কামনা করি,আমি ছোট বেলা থেকে তোমরা গান সুনি❤
@khanhussein2512
@khanhussein2512 3 месяца назад
At long last, we could find the magnum opus that's just befitting for the Bhasha Divas. How to thank Shreekanta and Arna!
@mdroshedulislam1.r...290
@mdroshedulislam1.r...290 6 месяцев назад
আপনাকে অনেক ধন্যবাদ ,এমন একটি সুন্দর গান উপহার দেয়ার জন্য ❤।
@kazishakil6792
@kazishakil6792 Год назад
অসাধারণ একটি গান যা একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে খুব সুন্দর হয়েছে গানটা।😊
@jayantidutta5035
@jayantidutta5035 4 месяца назад
অপূর্ব গানের কলি ও অসাধারণ কন্ঠ শিল্পীর পরিবেশন
@Alfa-Wondersoftheworld
@Alfa-Wondersoftheworld Год назад
আহা! কী স্নিগ্ধ সুন্দর একটা গান ❣️😇
@ripongoldar4239
@ripongoldar4239 11 месяцев назад
❤❤
@mdnazrulislamnaeem
@mdnazrulislamnaeem 8 месяцев назад
আমি সেই দেশ খুঁজেছি কত যেখানে বাঁচবে মানুষ বাঁচবে রাজার মতো
@tohidaakhtarjahan5975
@tohidaakhtarjahan5975 7 месяцев назад
এসব গান শুনলে কান্না পেয়ে যায়। অসাধারণ গানের কথা ও গায়কী ।
@mdshahajalalmia9281
@mdshahajalalmia9281 3 месяца назад
স্মৃতি রেখে গেলাম, কোনো একদিন আবার শুনবো,
@UjjwalDey-y6e
@UjjwalDey-y6e 7 месяцев назад
Khub Adbhut Surer Murchona , Jaa Atyonto Hridoy Sporsi .❤❤
@nabakumarmusic4771
@nabakumarmusic4771 2 года назад
অসাধারণ সুর অসাধারণ গলা, অসাধারণ লেখা
@sanjaychakraborty2990
@sanjaychakraborty2990 Год назад
Osadharn osadharn osadharn composition . Thank u my favorite singer .
@sourenchattopadhyay2197
@sourenchattopadhyay2197 Год назад
Asadharon, mon chuye jaoa gan, bar bar sunte echhe kore
@prodiphowlader8719
@prodiphowlader8719 9 месяцев назад
I like most the song❤❤❤ One day it will be memory and this comment will be floating in front of my eye❤❤❤
@bashonarebeiro9422
@bashonarebeiro9422 Год назад
এত ভালো লাগে, মুগ্ধতায় মরে যাই। কিছুই ভাবতে পারিনি যেন।
@user-th2uz5mf1n
@user-th2uz5mf1n 9 месяцев назад
আমি বাংলাদেশ থেকে শুনি প্রায়। ওনার সব গান গুলো আমার প্রিয়। ধন্যবাদ স্যার আপনাকে এতো সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য ❤❤❤
@sultanaparvin3708
@sultanaparvin3708 Год назад
বার বার শুনতে ইচ্ছে করছে ❤,চমৎকার গান
@mohinuddinmolla6328
@mohinuddinmolla6328 2 года назад
এতো ভালো লাগে মন মুগ্ধ করে দেয় প্রতিদিন একবার করে শুনি
@mdasadayub6980
@mdasadayub6980 Год назад
অনেক সুন্দর একটা গান চমৎকার কন্ঠে অসাধারণ সুর খুব ভালো লেগেছে। ২০২৩ সালের ৯ ই মে গান টা শুনে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍
@mhabir3759
@mhabir3759 Год назад
এই গান শুনলে মনের মধ্যে একটা কেমন শান্তি চলে আসে❤️🥰🥰
Далее
Prank Orchestra
00:10
Просмотров 1,1 млн
Modern Song : Jodi Jibonta Shuru Hoto
4:16
Просмотров 417 тыс.