আহা কী মধুর সুন্দর এক স্বর্গ সুধা যেন সুরের ধারায় ছড়িয়ে পড়ছে ! এমন আকুল করা গান চির অমর হয়েছে জয়তীর অমৃত বাহী কন্ঠে । এমন কন্ঠ এ শতাব্দীর এক বড় পাওয়া বলে মনে হয় ।
দিদি, গোলাপ মোরে বল ....আর আমি অকৃতি অধম বলেও তো....এই দুটি গান প্রতি গভীর রাতে একা একা শুনি...মধুর সুরে এই গান দুটি জানিনা কিভাবে যেন আমার মনের সারাদিনের ক্ষত দুর করে।..ঈশ্বর আপনার কন্ঠে আরো গানের সুবাস ঢালুক এই কামনা করি।