অসাধারণ লাগলো আপনাদের এই আয়োজন। বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত কাজী নজরুল ইসলামের আরো বহু গান রয়েছে যা ১৯৪৭ সালের পর অসংখ্য চলচ্চিত্রে প্রয়োগ হয়েছে। পরিচালক/সংগীত পরিচালকগণ কাহিনির প্রয়োজনে তাঁদের নির্মিত চলচ্চিত্রে এসকল গান ব্যবহার করেছেন। ফলে নজরুল ইসলামের গানের কারণেও অনেক চলচ্চিত্র দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সত্যিই বাংলা চলচ্চিত্রে নজরুলের অবদান অনস্বীকার্য। আশা করবো, ভীন্ন ভীন্ন চলচ্চিত্রে ব্যবহার হয়েছে ; এমন নজরুল-সংগীতের ডালি সাজিয়ে আমাদেরকে আরো পরিতৃপ্ত করবেন। আমরা সাথেই আছি আপনাদের। অনুরোধ রইল: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (১৯৭০), অর্জুন (১৯৭৬), সম্রাট (১৯৭২/১৯৭৬), মাটির স্বর্গ (১৯৮২) চলচ্চিত্রে ব্যবহৃত নজরুল-সংগীতগুলো শোনালে অশেষ কৃতজ্ঞ থাকবো।
গজল, আধুনিক সংগীত, শ্যামা সংগীত কী নেই নজরুল সংগীতে। তিনি একজন আপাদমস্তক কবি। তাঁকে নিয়ে আরো গবেষণা হওয়া উচিৎ। আপনাদের বলব নজরুলগীতি না বলে নজরুল সংগীত বলুন।
নজরুল এর অনেক সৃষ্টি আপনারা সংগ্রহ করছেন। হারিয়ে যাওয়া ১০/২২ ছবিতে নজরুলের সব গুলো গান উদ্ধার করতে পারলে এবং আমাদের কে শোনাতে পারলে তা হবে এক অনন্য সাধারণ কাজ।
Dokshin Somiirone Sathe Shaon Rate Jodi Smorone Ase More Jedin Loibo Biday Dhora Chharhi Priye Shunya E Buke Pakhi Mor Aay O Shapla Phul Nebo Na Bhuli Kemone Aaji Je Mone Mor Ghum Ghore Ele Monohor Chol Chol Chol Urdho Gogone Karar Oi Louh Kopat Laili Tomar Esechhe Phiriya Chokh Gelo Chokh Gelo Poth Cholite Jodi Chokite Kon Kule Aaj Bhirlo Torii Tomar Moha Bishwe Kichhu Haray Na Ko Kobhu
The bulbul of Bengal, the great poet Nazrul is our national poet, our pride, our glory, our vainglo0ry and our haughtiness. No poetic brilliance will come in the sub continent like Nazrul. In spite of the terrible torture & oppression of the British Govt. and the sinister-motives of our neighbor vindictive Hindu Malauns , Nazrul presented us a huge quantity of excellent poetic presentations. Nazrul couldn't display his full poetic brilliance because of the hostile environment of the society. It's our bad luck that we are deprived of his real activities, because after losing the power of remembrance Nazrul was alive for a long time. We pray to almighty Lord for the forbearance of his departed soul. Amin, Amin.
Back 2 Back দুটো নতুন ভিডিও দিলাম দেখো pls 1 মহালয়া spcl link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gF6HSJDttZ4.html 2 বিশ্বকর্মা পুজো spcl link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bbCn3iOOfgE.html. কেমন হয়েছে জানিও.