Тёмный

Chandril Bhattacharya | পুংধ্বজা | নির্ভয়া কাণ্ডের ১২ বছর পরও, নারীরা সুরক্ষিত নয়। DaakBangla.com | 

DaakBangla
Подписаться 18 тыс.
Просмотров 52 тыс.
50% 1

নির্ভয়া কাণ্ডের পর বারো বছর কেটে গেলেও ভারতের মেয়েরা কোনও ক্ষেত্রেই নিরাপত্তা পায়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নৃশংস খুন ও ধর্ষণ চলেছেই। এবং হয়তো চলবেও, যত দিন না আমরা পিতৃতন্ত্রের গভীর শিকড় উপড়ে ফেলতে পারছি। পিতৃতন্ত্রের ধ্বজা সমাজে এমন উপায়ে পোঁতা রয়েছে যে মেয়েরাই হয়ে উঠেছে তার মূল ধারক-বাহক। এই মানসিকতা বদলাতে না পারলে, ঘরে-বাইরে কোথাও মেয়েরা নিরাপত্তা পাবে না।
Chandril Bhattacharya || Chandril Vlog || পুংধ্বজা || DaakBangla.com || Chandril Bhattacharya Speech ||
#chandrilbhattacharya #daakbangla

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 396   
@ranjitkalindi5
@ranjitkalindi5 25 дней назад
আমার মতে অপরাধ অপরাধই হয়। সেখানে পুরুষ বা নারীর ভেদাভেদ থাকবে কেন? পুরুষ যদি অপরাধী হয় তবে তার অপরাধ অনুযায়ী যথোপযুক্ত শাস্তি অবশ্যই পাওয়া উচিত। অন্যদিকে নারী অপরাধী হলে তার ক্ষেত্রেও তাই প্রযোজ্য। সমস্যাটা হয় পুরুষের অপরাধের জন্যও যখন নারীকেই তার দায়ভার বহন করতে হয়।
@user-th8eq1zt7v
@user-th8eq1zt7v 24 дня назад
এটাই তো মুশকিল। কতজন নারী অপরাধ করলে ফাঁসি হয় বলুন। সমাজ তো মনে করে মহিলা অপরাধ করতেই পারে না। করলেও আগে রেহাই পেতে পারে।
@utpalmalakar3547
@utpalmalakar3547 13 дней назад
"সকালে উঠিয়া আমি মনে মনে বলি, good boy হাতে নেয় বাজারের থলি আদেশ করেন যাহা পার্টি গুরুজনে আমি যেন মানি তাহা সদা একমনে"
@ashimchattopadhyay6808
@ashimchattopadhyay6808 25 дней назад
অবশেষে শুরু হলো। বেশিরভাগ আলোচনা টা যদিও মধ্য প্রদেশের ঘটনা ঘিরেই। আর জি কর এ আর পৌঁছাতে পারলেন না। একটা 'ধরি মাছ না ছুঁই পানি গোছের ব্যাপার। সব ব্যাপারে পান্ডিত্য দেখান,এ ব্যাপারে কাটা ছেঁড়া করার অসুবিধা আছে নাকি? Banglasphere শুনবেন। শিখবেন।
@soumyadeepbarik5711
@soumyadeepbarik5711 23 дня назад
Uni mil bishoy tah biye kotha bolechen , Suman Chattujje toh TAPAS ROY er dalali korechilo oke jetate parlo ?????
@abcde1646
@abcde1646 23 дня назад
বিশ্বাস করবেন না , এই প্রতিবেদন শোনার আগেই মনে হয়েছিল যে এ তো গোল গোল কথা বলে, ধরি মাছ না ছুঁই পানি গোছের। আপনার কমেন্টটাই প্রথম দেখলাম,একদম মিলে গেলো কথাটা। এর প্রতিবাদ করার মেরুদন্ড নেই শুধু সমাজ নিয়ে লেকচার দিলে বেশ কাউকে ঘাঁটিয়ে কথা বলে যাওয়া। কিছু লোককে একই কথা বলে বোকা বানিয়ে যাওয়া।
@abcde1646
@abcde1646 23 дня назад
একদম ঠিক বলেছেন আমি এই প্রতিবেদন শোনার আগেই ভেবেছিলাম এ তো মেরুদন্ডহীন গোল গোল কথা বলে, ধরি মাছ.. গোছের। একদম মিলে গেলো চিন্তা টা।
@sukritighosh__
@sukritighosh__ 8 дней назад
Borabor ei lok opor opor e bole jekono bishoye jekhane administration er against ey bolar ache.
@moumitapaul4308
@moumitapaul4308 25 дней назад
নাটক বন্ধ করুন, পথে নামুন, দালালি করার অনেক সময় পাবেন।
@TapasGhosh-ig9co
@TapasGhosh-ig9co 24 дня назад
Tui nije pothe neme nijer duty palon kor, onno ke faltu upodesh dite ashis na. Karon manusher kokhono janowarer advice er proyojon hoy na.
@rahulpakhui1187
@rahulpakhui1187 25 дней назад
বুঝিনা বাবা আজও আপনাদের মতো বুদ্ধিজীবীদের সত্যি বলতে এত ভয় কিসের! বেঁচে থাকুক আপনাদের কীর্তি ও বৃত্তি!
@sadiqzaman7926
@sadiqzaman7926 24 дня назад
আপনার এই ন্যাকা কথা অনেক শুনেছি। দম থাকলে পথে নামেন।
@debjanibiswas6234
@debjanibiswas6234 24 дня назад
ভাতা বন্ধ হয়ে যাবে।
@jaydipmukherjee3861
@jaydipmukherjee3861 24 дня назад
এ একটা ঘুঘু, মাঝে-মাঝে বিবেকের ভূমিকায় অভিনয় করে। গা বাঁচিয়ে চলে আর নিশ্চিন্তে থাকে। এর থেকে ভুলেও কিছু আশা করবেন না। এর পুরুষত্বের অভাব।
@arpann85
@arpann85 14 дней назад
Ultimately কি বলতে চাইলে দাদা? বোঝা গেলো না, কিন্তু বোঝা বেড়ে গেলো। অনেক শ্রদ্ধা করতাম, সেটা কি অপাত্রে দান ছিল? হতাশ হলাম, দুঃখিত 🙏🏻😞
@prosunsamadder1572
@prosunsamadder1572 18 дней назад
আপনি নিঃসন্দেহে ভালো বক্তব্য রাখেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা ঠিক আপনি নিজেকে নারীবাদী হিসেবে তুলে ধরতে এই বক্তব্য রাখলেন কিন্তু প্রতিবাদী হিসেবে নয় I যাইহোক আপনার স্বরূপ বাংলার মহারাজ এর মতো I
@kalyankumardas9478
@kalyankumardas9478 24 дня назад
একটা গুরুতর বিষয়কে অন‍্য দিকে চালনা করলেন। এই ঘটনাতে শুধু একটা ধর্ষন নয়, আরো গভীর গভীর কারন আছে। সেগুলি উচ্চারণ করলেন না, Good BOY হয়ে থাকলেন। প্রসাদ পাওয়ার জন‍্য না পেছনে কিছু ঢুকে যাওয়ার জন‍্য??
@M_O_N_T_A_N_A
@M_O_N_T_A_N_A 23 дня назад
@@kalyankumardas9478 আপনারা দয়া করে ভুল বুঝবেন না , এই ভাবেই ভুলভাল গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়, আসলে এই ভিডিও টা 3 মাস পুরোনো এই চ্যানেলে ভিডিওটা repost করা হয়েছে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ভিউ খাওয়ার জন্যে আরকি। উনি আরজি কর এর ঘটনা নিয়ে আদেও মুখ খোলেনইনি আর মোটা টাকা না পেলে হয়ত খুলবেনও না।
@soumyadeepbarik5711
@soumyadeepbarik5711 23 дня назад
Omaar kotha bojhar motto intuitivity apnaar nei
@abcde1646
@abcde1646 23 дня назад
​​@@soumyadeepbarik5711আপনার আছে তো? আপনিও ওনার মতন চটি মাথায় নিয়ে শুয়ে থাকুন।
@kalyankumardas9478
@kalyankumardas9478 22 дня назад
@@soumyadeepbarik5711 ঠিক বলেছেন। যে যে ভাবে বোঝে
@SkRohityt-f
@SkRohityt-f 16 дней назад
RAP dasa hobana B J P mukto korla
@arupchatterjee2195
@arupchatterjee2195 24 дня назад
এই প্রথম আপনার বক্তব্য ১ মিনিট শোনার পরই গা গোলাতে শুরু করলো। শেষ অবধি দেখার প্রবৃত্তি হয় নি।
@arinp9712
@arinp9712 25 дней назад
দাদা আপনার পেছন মারা গেছে বলে সবাই তাই নই। বাঙ্গালী সংস্কৃতির একটা ঐতিহ্য আছে,
@growunderstanding8386
@growunderstanding8386 25 дней назад
Mitye aitijya niye ar kdin thakben. Bangalir sangskriti oitijho toh roj roj i janan diche bibhinno kajer modhye 😂.. Asole bangalir kono culture o nei ar bangali ra intellectual o kichu na. Songskriti r nam kore ja kore ajkal bangali ta holo astakurer songskriti. Ar intellectual? Arbachiner abar intellect hoy naki !?
@siddharthaghosh5318
@siddharthaghosh5318 25 дней назад
কেন যে আপনাদের প্রতি এখনও আমি কিছু আশা করি? হয়তো আমার বেড়ে ওঠা এবং তথাকথিত বুদ্ধিজীবীদের প্রতি একটা মজ্জাগত ভরসা যে তাঁরা সত্যি কথাটা বলার মতো সাহস দেখাবেন। কিন্তু হায় আমি… পরিশেষে আপনার প্রতি অশেষ করুণা।
@royy707
@royy707 2 дня назад
ইস এই ভিডিওটা আমার দেখা উচিত হয়নি চন্দ্রিল দা.. আর আমি মনে করি তোমারও করা উচিত হয়নি.. কারণ সত্যি বলতে তোমায় দেখে কথা বলতে শিখেছি.. প্রতিবাদ করতে শিখেছি.. ভাষাকেও যে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় সেটা বুঝেছি.. কিন্তু এই ভিডিওটা কষ্ট দিল😢
@MrKousikmukherjee
@MrKousikmukherjee 25 дней назад
এটা কি ছিল ? মহাজ্ঞানের বহিঃপ্রকাশ না প্রতিবাদ ? ফালতু যতসব !
@koushiksutradhar9465
@koushiksutradhar9465 24 дня назад
মহাজাগতিক শক্তির বহিঃ প্রকাশ..😅😅
@riturajkundu210
@riturajkundu210 23 дня назад
Dur, onar birjo matha te uthe geche,, tai esob bolche
@Chotiburi_Khanki
@Chotiburi_Khanki 25 дней назад
আপনি যা বলবেন সেই একই জ্ঞান লক্ষ লক্ষ মানুষ দিয়েছেন এই কদিনে, নিজেদের যখন বুদ্ধিজীবী বলেন তাহলে সমাধান দিন অযথা জ্ঞান আর দেবেন না। নয়তো যে গর্তে ছিলেন সেই গর্তেই চলে যান।
@amitavadas7533
@amitavadas7533 25 дней назад
সবই ঠিক আছে, উনি মাঝে মাঝে বিবেকের ভূমিকায় অবতীর্ণ হন কিন্তু গা বাঁচিয়ে। এরা সব স্রোতের টানে ভেসে যাওয়া। মাঠে নয়, এরা থাকেন সুসজ্জিত ঘেরাটোপে। যে যেমন টা পছন্দ করেন
@soumennandi7871
@soumennandi7871 20 дней назад
দুটো জিনিস খুব দরকার - ১. যখন ই কোনো মহিলা বা মেয়ে অভিযোগ করে যে তার প্রতি কারো ব্যাবহার ঠিক লাগছে না, তখনই সেটা seriously consider করা এবং ignore না করে corrective action নেওয়া । আইন ঠিক করা উচিত। ২. বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোন না কোন রাজনৈতিক দলের সংসলিষ্ট কেউ দোষী তখন তার প্রতি অপরোক্খ ভাবে পুরো system, save him, modeএ চলে যায়। এটা বন্ধ করতে পারলে অনেক টা সুরাহা হয়।
@sentumandal8614
@sentumandal8614 10 дней назад
ভেবেছিলাম প্রতিবাদের দুটো ভাষার শুনবো কিন্তু আশাহত হলাম
@adityadutta2492
@adityadutta2492 25 дней назад
এদেশ চিরকালই তৃতীয় বিশ্বের দেশ রয়ে যাবে।
@Makarghya
@Makarghya 25 дней назад
সঠিক বলেছেন দাদা। যদি এদেশের কোনরকম চেঞ্জ না হয় তাহলে আমার মনে হয় যে তৃতীয় বিশ্ব কেন চতুর্থ বিশ্ব বলে যদি কোন অবস্থান থাকে এ দেশের সেই চতুর্থ বিশ্বের দেশেই নেমে যাওয়ার চান্স টাই রয়েছে
@adityadutta2492
@adityadutta2492 25 дней назад
@@Makarghya হ্যাঁ দাদা, কিন্তু তাও আমরা আশা করে যাব উন্নতিবিধানের জন্য। স্বপ্ন দেখে যাব ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
@apontutul
@apontutul 23 дня назад
Change ta amader ke ante hobe. Job security ar takar jonno lokjon nijer morality haracche
@Makarghya
@Makarghya 23 дня назад
@@adityadutta2492 দাদা আমরা তো সাধারণ মানুষ আমরা কি করব কারণ আমাদের তো করার ক্ষমতা সেরকম কিছু নেই আমরা চেষ্টা করতে পারি। কিন্তু দেশের নেতা মন্ত্রী অথবা যারা ক্ষমতায় থাকে তাদের দরকার হচ্ছে যে দেশ কিভাবে চলবে দেশের কিভাবে ভালো হবে সেগুলোর খেয়াল রাখা এবং সাধারণ মানুষকে তাদের সাথে মিলিয়ে নেওয়া।এখন ব্যাপার হচ্ছে আমাদের দেশের নেতা মন্ত্রী বা উপরতলার লোকেরা এতটাই কোরাপ্টেড যে আমাদের দেশের ভালো হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ,আর একটা কথা আমাদের দেশ কোনদিনই কোনভাবে জগত সভার শ্রেষ্ঠ আসনে কখনোই ছিল না আর আশা করি থাকবেও না ,কোন দেশকে যদি জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতে হয়, যে কোন ক্ষেত্রে তার জন্য দরকার একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আপনি বলুন তো আমাদের দেশের কি পরিকল্পনা আছে যার জন্য আমাদের দেশ জগত সবাই শ্রেষ্ঠ আসন নেবে। কোন যে কোন ক্ষেত্রে আপনি দেখুন কোনভাবেই কোনরকম পরিকল্পনা নেই পরিকল্পনাহীন একটা দেশ চলছে
@parthasengupta6366
@parthasengupta6366 25 дней назад
চালাকি করলেন চন্দ্রিল এবং ধরা পড়ে গেলেন। আর জিকর নিয়ে বলুন। বাংলার শাসকের ও শাসকদলের সমালোচনা সচেতন ভাবে এড়িয়ে গেলেন। চমৎকার। সুখে থাকুন।
@indranilsaha9994
@indranilsaha9994 25 дней назад
This level of mature discussion is beyond the current state of society. They consume terrible news, WhatsApp forwards, even makes meme on such incidents. Mob culture is at its peak, all want instant justice. People like you would be celebrated in western countries here. Take care, ignore the shallow ones.
@user-nk8xi9cw2e
@user-nk8xi9cw2e 9 дней назад
Yeah we saw beautiful far RW commentary in UK recently... Listen khoka, stating an opinion in English doesn't make it a fact...
@studyplanneryoutube
@studyplanneryoutube 25 дней назад
ব্যাগিস আপনি মুক কুল্লেন! ঘটনার সাড়ে আট দিন পর।
@diproy8970
@diproy8970 24 дня назад
সবাই যাদের বুদ্ধিজীবী মনে করে তারা আসলে কতখানি অর্থজীবী সেটা সবাই টের পেলো !!!!
@soumiyasengupta
@soumiyasengupta 17 дней назад
আপনার এত সুন্দর গল্পে আমি শোকাহত , আনন্দ করতে পারলাম না ,, আপনার গিরগিটির রূপ এবার বুঝলাম,, আপনাকে brainwash kor r jonno didi koto দিয়েছেন ,, বুদ্ধিজীবীরা তো স্বার্থ ছাড়া কথা বলবে না তাই ভাবছি , আপনি এত কথা কেন বলছেন ,,
@subhaschandrabag
@subhaschandrabag 18 дней назад
It is a profound explanation. Thanks Chandril Da
@DaakBangla
@DaakBangla 16 дней назад
You're most welcome
@user-md8jo2xd7z
@user-md8jo2xd7z 24 дня назад
Safezone-এর খেলোয়াড়।
@user-rm8vq8gt8q
@user-rm8vq8gt8q 24 дня назад
একদম ঠিক কথা বলেছেন
@tusharroy9017
@tusharroy9017 25 дней назад
এগুলো অধিকাংস মানুষই বোঝে, নতুন কিছু পেলাম না। কিছুটা একঘেঁয়ে....
@sahebrudra553
@sahebrudra553 25 дней назад
বোঝে না। যদি বুঝতো তাহলে আরজি করের মতো ঘটনা ঘটে চলতো না, বন্ধ হতো
@hi-pofantasy1598
@hi-pofantasy1598 24 дня назад
Baal bojhe, apnar mostisko r hab vab j ek gheye, seta lokhho korechen?
@krishnendupramanick8394
@krishnendupramanick8394 24 дня назад
সমাধানের কথাও তো ভাবতে হবে নাকি? আর সেটাও একদিকে যেমন অবশ্যই দীর্ঘকালীন মেয়াদে অন্যদিকে তেমনই স্বল্পকালীন মেয়াদেও। সকল প্রশ্নের উত্তর সব সমস্যার সমাধান সবাইকে সবসময় জানতেই হবে, তা নাহলে কোনও কথাই বলা যাবে না মোটেও তেমন কোনো ব্যাপার নয়। কিন্তু সমস্যা কোনটা তা নির্দিষ্ট করে যেতে যেতে একটা সময় তো আসবেই যখন সমাধানের কথা চিন্তা করার বাধ্যবাদকতাও তৈরি হয়ে গেছে। তখন তো সমাধানের পথ কী হতে পারে সে চিন্তাও করতে হবে। তাই না? আর ঠিক এই জায়গাতেই একটা কথা বলার চেষ্টা আমি বারবার করে যাচ্ছি আজ অনেকদিন যাবৎ, কিন্তু all along it’s falling on deaf years. দেখুন, খুব সোজা কথা যে আমরা আজও এমন একটা সমাজ গড়তে পারিনি (বা সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠেনি) যেখানে সব মানুষ - সব্বাই - জাত ধর্ম ভাষা লিঙ্গ অর্থনৈতিক অবস্থা - এই সবকিছু ব্যতিরেকে কোনও রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ বাদ দিয়ে সুখে শান্তিতে স্বস্তিতে জীবন নির্বাহ করতে পারে। এ জিনিষ খুবই আকাঙ্খিত। আমারও তাই। কিন্তু এ জিনিষ একমাত্র রূপকথায় মেলে। অন্তত এখনো পর্যন্ত। তাই যতদিন পর্যন্ত না সেরকম কোনো সমাজ তৈরি হয়, একটা কোনো রাজনৈতিক অবস্থানের প্রয়োজন মানুষের ফুরিয়ে যাবে না। যদিও আমার জানা নেই এরকম কোনো সমাজব্যবস্থা পৃথিবীতে কোথাও থাকতে পারে কিনা যেখানে একইসঙ্গে যতেক বৈষম্যও থাকবে আবার কোনো মানুষেরই - আবারও বলছি, কোনো মানুষেরই কোনো রাজনৈতিক অবস্থানের প্রয়োজনই পড়বে না। তাহলে এমতাবস্থায় কোন ধরনের রাজনৈতিক অবস্থানের কথা মনে আসতে পারে কারোর? নাকি দৈব আর ভাগ্যে বিশ্বাস করাই শ্রেয়? স্থিতাবস্থাই ভালো? আশা করি জানবো কোনও একদিন। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা। আজকের মতো এটুকুই থাক। পরে আবার কথা হবে। নমস্কার।
@kaliprasannachatterjee6616
@kaliprasannachatterjee6616 День назад
অতিমাত্রায় ফালতু কথা।আসল দুর্ণীতির প্রসঙ্গ বাদ।
@srabanimitra5352
@srabanimitra5352 23 дня назад
সাম্প্রতিক ঘটনার সঙ্গে আপনার বক্তব্যের কোনো যোগাযোগ নেই।
@biswajitchakrabarti274
@biswajitchakrabarti274 25 дней назад
মাঠে নেমে লড়ুন, বক্তব্যগুলো এক ঘেঁয়েমি হয়ে গেছে, আপনি যেটা বলেন সেটা আমরা জানি, গ্রাম বাংলায় পৌঁছতে গেলে মাঠে নামতে হবে। তা নাহলে কিস্সু হবে না ।
@amitavadas2628
@amitavadas2628 25 дней назад
Apni beriyechen?
@ssengupta943
@ssengupta943 25 дней назад
আপনি নিজে মাঠে নেমে পড়েছেন তো ? ওনার সাথে অপনার তফাৎ হলো, ওনার বক্তব্য আপনি শোনেন, আপনার কথা শোনার কেউ নেই । আগে ওনার জায়গায় উঠুন তারপর বলবেন ।
@astronix0073
@astronix0073 25 дней назад
উনি ওনার মত প্রতিবাদ করেছেন। সমাজের বাস্তবতা টুকু তুলে ধরেছেন। এটাও প্রয়োজন।
@astronix0073
@astronix0073 25 дней назад
সবাই পাশে দাড়ান। যে যার মতো করে পাশে থাকুন।
@fatikdhara2777
@fatikdhara2777 25 дней назад
এখানে যেটা হলো সেটা শুধুমাত্র সামাজিক সমস্যা বললে ভুল হবে। এই সমস্যার মূলে মুখ্যমন্ত্রী নিজে। তার অনুপ্রেরণায় আজ ধর্ষকদের এতো বাড়বাড়ন্ত। অথছ চন্দ্রিল এটা নিয়ে একটাও কথা বললো না।
@amitavanandy4645
@amitavanandy4645 24 дня назад
ধরি মাছ না ছুঁই পানি। ন্যায় দর্শনের আধুনিক প্রনেতা।
@manjulikaray9848
@manjulikaray9848 День назад
আর জি কর নিয়ে বক্তব্য রাখতে উঠে মধ্যপ্রদেশের ঘটনাতেই আটকে গেলেন কেন সেটা বোধগম্য হলনা।
@user-hm1ig7ol3z
@user-hm1ig7ol3z 23 дня назад
তুমি একটা বদ চরিত্রের লোক ,সেই জন্য সবাইকে তোমার মতো ভাবো। নাটক বন্ধ করো।
@PiyanikaMitraSinghaRoy
@PiyanikaMitraSinghaRoy 25 дней назад
খুব সুক্ষ প্রাসঙ্গিক আলোচনা, নারীরা নিজেরাই অনেক সময়ে পুরুষ তন্ত্রের বাহক হয়......
@koushiksutradhar9465
@koushiksutradhar9465 24 дня назад
এটা সেকেলে থেকেই হয়ে আসছে। কেনো হয় সেটা বলুক।
@Uchitkotha6386
@Uchitkotha6386 19 дней назад
​@@koushiksutradhar9465পুরুষতন্ত্র বিষয়টি যথাসম্ভব সবচেয়ে স্বল্প ব্যাখ্যায়িত একটা বিষয়। পুরুষতন্ত্র সম্পর্কে সমাজ বিজ্ঞানীরা একরকম গতানুগতিক ধারনা পোষন করেন। শুধুমাত্র সামাজিক এবং ঐতিহাসিক দিক থেকে এটাকে বিচার করা হয়। পুরুষতন্ত্র বুঝতে হলে নৃতত্ব, প্রাকৃতিক নির্বাচন, কগনিটিভ নিউরোলজি, ইভোলিউশনারী সাইকোলজি সহ অনেক বিষয়কে বিবেচনায় নিতে হবে। পুরুষতন্ত্র পাঁচ দশ হাজার নয়, যথাসম্ভব কয়েক লক্ষ বছরের বিবর্তনের ফসল। তবে এই স্বল্প পরিসরে এই বিষয় নিয়ে আলোচনা সম্ভব নয়।
@anjanadrimandal3021
@anjanadrimandal3021 24 дня назад
সবজান্তা গামছাওয়ালা,পৃথিবীর সব কিছু ইনি বোঝেন...
@ProloyN
@ProloyN 22 дня назад
আপনার বুদ্ধিজীবিতার প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করছি।
@pinakiranjansanyal2788
@pinakiranjansanyal2788 25 дней назад
সিউডো ইন্টেলেকচুয়াল লোকগুলোর কথা শুনতে শুনতে এক ঘেয়ে হয়ে গেছে।নতুন কিছু বলুন।যাক তবুও মুখ খুললেন।বাকি রে কোথায়?
@jaykrishnaghosh4022
@jaykrishnaghosh4022 20 дней назад
ধর্ষণ বন্ধ হবে কী উপায়ে? সমাধানের উপায় কি? পুরুষ তন্ত্র, নারী তন্ত্র নিয়ে কচকচি করার কী আছে? কাজের কথা বলুন।
@srabanishyamal8559
@srabanishyamal8559 22 дня назад
এত ভালো ভালো কথা না বলে রাস্তায় নামুন দেখবো কত দম মাঝে মাঝে আপনার বিবেক এর উদয় হয় এমন ভাবে কথা বলেন যাতে দিদি চটে না যায় আপনাদের লজ্জা করে না
@tapasnag1046
@tapasnag1046 9 часов назад
সেই ছোট্ট ছেলেটার বড় হলে জেল যাত্রা আবসম্ভাবি।
@l.b.6128
@l.b.6128 25 дней назад
এখন বসে বসে জ্ঞান দিলে হবে না। মাঠে নামতে হবে দাদা।
@rakeshrakshit6355
@rakeshrakshit6355 25 дней назад
ami vabtam apni ar ektu besi porasuno korechen, really disappointed! is patriarchi problem or people using the system for their selfish agenda problem ?
@growunderstanding8386
@growunderstanding8386 25 дней назад
Chandril is talking about the root cause of rape. And obviously patriarchy is the primary cause of rape. Rape is a power crime where the male criminal try to overpower the woman through physical force. In rg kar incident you may blame the system for lax. But what happened in delhi ten years ago and various other rape cases ?
@dipaksharma4394
@dipaksharma4394 14 дней назад
আসল বিষয় টা আপনি ও ঢেকে রাখলেন।এটা কি আপনার কাছে নিছক ধর্ষণ মনে হয়?
@guharup
@guharup 25 дней назад
Pitrotontro? Main culprit to matrika. Theory jhere ar kodin cholbe? Oijonnei on the ground kichu bodlaye na
@pritam1977
@pritam1977 25 дней назад
Chandrilbabu, apnar boktobbo khub jolo laaglo. Mumbai madhyapadesh ghure R G Kar obdhi pouchalen e na. Ami khub boro fan apnar. But ei boktobbota bhison jolo hoye galo. Khub hotash holam sune.
@subhashmodak917
@subhashmodak917 25 дней назад
প্রসঙ্গের বাইরে একটা কথা, মনে নেবেন না -- আপনার মাথার 'গড়ের মাঠটা' খুব ভালো লাগছে। একদিন ফুটবল খেলার ইচ্ছা রইল😂😂
@rumidas6871
@rumidas6871 25 дней назад
জ্ঞানীরা সঠিক রাস্তার ইঙ্গিত দেন, তাই তারা নমস্য। ধন্যবাদ চন্দ্রিল । 🙏
@subratabhattacharyya2559
@subratabhattacharyya2559 16 дней назад
কোনদিনও ভাবি নি চন্দ্রিলের কথা শুনতে খারাপ লাগবে। উনার ১৯৭ টা ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি। মাঝে মধ্যে শুনি। এবার কেমন জানি গা গুলিয়ে উঠছে। প্রতিবাদে রাস্তায় নামতে দেখলাম না।
@sutapakarmakarroy9988
@sutapakarmakarroy9988 25 дней назад
এতটাই বাস্তব কথা ,যা নিত্য দিনের
@physicstuition5722
@physicstuition5722 9 дней назад
Bolchi moral of the story bojha gelona!
@subratabhattacharyya2559
@subratabhattacharyya2559 16 дней назад
সবজান্তা গান চলার মতো পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থাকে ধর্ষণের জন্য দায়ী করছেন। মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা কি ধর্ষণ হয় না? হলে সেটার কারণ কি? সেখানে আবার পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা না থাকা, নাকি?
@unknownperse
@unknownperse 16 дней назад
Cause patriarchal society apologise rape
@amitkumardas7851
@amitkumardas7851 24 дня назад
Dear Chandrilda, please don't stop giving your interpretation of our society considering the facts that a few miscreants in this chatbox are vomiting their ignorance and fulishness through their commentaries. I am in full agreement with you. People in general have accepted the evils of backwardness and ignorance. The patriarchy has manyfold dimensions which are always working aginst the progress of a country. Every such incident of horror brings more frustration and hopelessness. Unless an individual see himself/herself in mirror and start asking right questions, there seems no hope.
@balakachatterjee7895
@balakachatterjee7895 16 дней назад
Excellent.. The real problem behind such incident is the ruthless mentality of patriarchal society towards women
@daliakarmakar5123
@daliakarmakar5123 День назад
মোটেই না। The real problem behind R G Kar Medical College kand is corruption corruption & corruption.
@growunderstanding8386
@growunderstanding8386 25 дней назад
Bhalo bolechen Chandril da.
@sudiptadas4076
@sudiptadas4076 25 дней назад
Excellent Khub sundar
@mrashokpaul2371
@mrashokpaul2371 25 дней назад
Sab purush ki erokom kore meyeder pahara debar jonyo purusher darkaar hoy
@pravatchowdhury1764
@pravatchowdhury1764 25 дней назад
ধান ভানতে শিবের গীত
@rinapandit3263
@rinapandit3263 23 дня назад
যথাযথ বলেছেন।অশেষ ধন্যবাদ।
@souravsamanta3793
@souravsamanta3793 21 день назад
আপনাকে অনেক সম্মান করতাম। এই বক্তব্য শোনার পর আপনাকে চটি চাটা ছাড়া আর কিছুই বলতে পারলাম না। যদি এতটুকু মনুষ্যত্ব থাকে তবে রাস্তায় নামুন।
@archibhattacharya
@archibhattacharya 24 дня назад
Dhonno holam eto din por apnar boktobbo sune...tobe notun kichhu bollen na...
@sangitabhowmik7115
@sangitabhowmik7115 24 дня назад
ধন্যবাদ, কথাগুলো বলার জন্য 🙏
@debabrataupadhyay449
@debabrataupadhyay449 25 дней назад
Secular chandril বাবু. ধরি মাছ না ছুই পানি
@anubhabsardar8669
@anubhabsardar8669 24 дня назад
কাকা কতদিন পর প্রতিবাদটা জানালে। আর কতদিন এভাবে ফেসবুক আর ইউটিউবে ফতিবাদ চলবে।
@priyankabiswas989
@priyankabiswas989 9 дней назад
আপনার দাবি টা ঠিক কী????????? কী বলতে চান?????
@sayansmath3580
@sayansmath3580 24 дня назад
গল্প টা তো পুরোটাই বানানো
@digantaraychaudhuri6681
@digantaraychaudhuri6681 23 дня назад
প্রচণ্ড generalize হয়ে গেলো না? নিজেকে বুদ্ধিজীবি না বলে বুদ্ধুজীব বলুন। এই চ্যাংড়ামো করে কতদিন চলবে আর
@pinakiranjansanyal2788
@pinakiranjansanyal2788 25 дней назад
সাত পুরনো বক্তব্য এক জিনিস
@chanachurchana3968
@chanachurchana3968 3 дня назад
শান্তির ছেলের ছাল তুলতে ইচ্ছে করে
@soumiyasengupta
@soumiyasengupta 17 дней назад
আপনি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারেন 😂😂😂
@sumanabosesantiniketan908
@sumanabosesantiniketan908 24 дня назад
দোষী জেনেও নিজের আপনজনকে protect করা human nature, এটাই বলতে চাইলেন কি? স্বল্প জ্ঞানে যেটুকু বুঝলাম তাই মনে হলো।
@sathimazumder3855
@sathimazumder3855 18 дней назад
Eto kichu jene eto din dhore govt kono step naye na keno ?? Keno tara Polio , covid, hiv er moton manushikata change korar campagin chalaye na ??? Keno ekhono bhaba hoye chele age rakha hoye meye der pore ?? Govt kobe step nebe ???
@Aveek3101
@Aveek3101 25 дней назад
দাদা সোজাসুজি বলুন। কি বলতে চাইছেন। না হলে চুপচাপ থাকুন।
@TamajitDas88
@TamajitDas88 13 дней назад
Bah, darun 'Simp' er moto ktha hoe6e.. Aladai bepar...!!
@sangeetadey1
@sangeetadey1 25 дней назад
Thik bolechen sir..Ekdom thik..Amra meyerai purustantrer bahok anek khetre..Amra takei bhalo meye boli j kina purustantrik ei samaje purusder sebadasi hisebe nijeder maniye nite pare..R jara er biruddhe prosno kore sei meyera ghoroya hoi na behaya hoi..
@ratnachatterjee150
@ratnachatterjee150 17 дней назад
আসল ঘটনা নিয়ে কিছু বলুন।
@swapanrana9688
@swapanrana9688 20 дней назад
😊😊😊😊😊
@bishudas6162
@bishudas6162 21 день назад
সবই তো বুঝলাম স্যার, সমাজের বুদ্ধিজীবি মাথা হিসেবে এর solutions টা কি সেটা তো বলুন, আর সেটা না পারলে কথার প্যাঁচে মানুষের সময় নষ্ট করবেন না।
@amitkumarbiswas7540
@amitkumarbiswas7540 24 дня назад
সুচতুর বুদ্ধিজীবী শুধু ভাষন । একবার মাঠে নামুন।
@deeptarat4475
@deeptarat4475 25 дней назад
মুখ্যমন্ত্রী কেনো দোষীদের বাঁচাতে চাইছেন?সে প্রশ্ন কর উল্লুক
@shampadebnath7019
@shampadebnath7019 25 дней назад
Thik bolechen nyaka lok akta faltu bok bok kore ki bole nijei bojhe na
@user-xg1sd4uj8n
@user-xg1sd4uj8n 24 дня назад
Tui prosno kore ki chirecis Gere modon...ki bolece seta bojh
@pareshpaul001
@pareshpaul001 16 дней назад
Matri-tantra as in Nepal, Meghalaya, etc. Or Poly- tantra as in Gond...??? Shikkhito Karmotho Samaj Babostha e Sob Samasya Samadhaner Ekmatro Path Noe Ki...???
@parthasengupta6366
@parthasengupta6366 25 дней назад
ইনি আঁতেল ও বিবেকের ভূমিকায়।
@baponbiswas7721
@baponbiswas7721 25 дней назад
মনুয়ার ফাঁসি হয়নি কেন?? মেয়ে বলে??
@SthitadhiDas
@SthitadhiDas 25 дней назад
এক্ষেত্রে আবার এই মালটা বলবে যে একজন মহিলা অনেক অত্যাচার সহ্য করবার পর খুন করতে বাধ্য হয়েছে !!
@growunderstanding8386
@growunderstanding8386 25 дней назад
​@@SthitadhiDastuio ki koris naki attachar meyeder ?
@meboy5495
@meboy5495 24 дня назад
To the point ans din​@@growunderstanding8386
@arka7289
@arka7289 25 дней назад
Osadharon.
@koushiksutradhar9465
@koushiksutradhar9465 24 дня назад
কোনদিক দিয়ে?
@suvadip9090
@suvadip9090 23 дня назад
apnar kach theke ekta tibro protibaad asa korechilam...
@subhashbasu6116
@subhashbasu6116 25 дней назад
Feudal culture is deep rooted in our country and encouraged by the present rulers even now.
@souvikganguly5086
@souvikganguly5086 25 дней назад
The incidence of MP cannot be used to demean what has happened in WB. Medical facilities are under state govt and head should roll as they failed to provide security to female doctor.
@imherein
@imherein День назад
Dada apnake prochondo sroddha kortam eii video ta dekhar age obdi. Kintu apnar kono concrete stand dekhte na peye hotash holam..... Analysis kora bhalo. But eii ghotona niye apnar motamot ta besi joruri chilo...... 😢😢😢😢😢 Seta kothao pelam na..... Thik korlen na apni 🙏
@arunmukherjee8127
@arunmukherjee8127 23 дня назад
Samasyar katha Amra kambistar Sahai jani.samadhan er upay Jodi Jana na Thake Faltu bakbak na Karai bhalo. Sabjanta gamchaola
@anjishnu1812
@anjishnu1812 22 дня назад
অসাধারণ.. পুরস্কার চাই?
@sayanmitra8470
@sayanmitra8470 23 дня назад
Chandril da egulo kintu purono ek gheye.. apni bodhoy kolkatar r Bangla r rastay beron na .. apni je monostatik chorbitochorbon korchen seta ei ghotona r jonno prasongig noy.. Bhai hisebe bollam .. apnader gan sune boro hoyechi Tai rki ekta suggestion dilam..
@taraknathdutta1355
@taraknathdutta1355 23 дня назад
নিজের কোন বক্তব্য নেই। অন্যের সাতকাহন নিয়ে বসেছে।
@AbhikGoswami-eo6vd
@AbhikGoswami-eo6vd 18 дней назад
THIS I DID'NT EXPECT FROM CHANDRIL. GENERALIIZED DISCUSSION IN THE MONOLOGUE SEEMED VERY EVASIVE. CALL THE SPADE , A SPADE. WHAT HE HAS SAID , WE HAVE HEARD ' N NUMBER OF TIMES. SOCIAL TABOO IS A FACT BUT IN THE PRESENT CASE , DIRECT CONDEMNATION OF THE SYSTEM WOULD HAVE BEEN MORE APT JUST A THOUGHT!!
@thesolutionist07
@thesolutionist07 25 дней назад
Kaka onysomot tomar antlami kotha valo lage...karon amio semi antal ..bt akhon esob Charun...akhono direct kichu bolte parlen na...comrade thke choti-rade e apnar transformation hochhe
@theadoenixes3611
@theadoenixes3611 25 дней назад
Osadharon Chandril sir
@user-px8ek6je2x
@user-px8ek6je2x 25 дней назад
Bas ba anyo kono public vehicle e kono mey protibad korle shunte hoye taxi te jaan
@user-yd8tc3fq5t
@user-yd8tc3fq5t 23 дня назад
Chandril babu - aami aapnar die heart fan chhilam . Aapnar kotha mone hoto khub logical jokhon aapni debate korten . Aaj ki korlen ? Gota desh jekhane RG Kar niye uttal - aapni ekta bosta pocha content shuniye gelen ? Ektu merudando ta soja korun . Bari te aapnar kono meye achhe kina jani na . Ektu manush hon , manusher kotha bolun noile shrota aapnake chhure fele debe - ei bole gelam . Bhalo thakben.
@nilanjanchakraborti5471
@nilanjanchakraborti5471 23 дня назад
ভালো দেখে একখান "শ্রী" দাও উহার দিকে ছুঁড়ি
Далее
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 118 тыс.
Они захватят этот мир🗿
00:48
Просмотров 844 тыс.
Politicians Of Bengal
15:02
Просмотров 975 тыс.
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 118 тыс.