চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
@@debolinaanandyproduction8697 শেয়ার করে দিয়েছি দি , আমার ফেসবুক এ🥰 দি আজকে তো তোমার দূর্গাপুর অণ্ডাল এ প্রোগ্রাম রয়েছে, কিন্তু আমি যেতে পারলাম না দি 😔ভীষণ ইচ্ছা ছিল তোমাকে সামনের থেকে দেখার, কিন্তু আমার বাড়ি থেকে যে অনেক দূরে 😔😔
দেবলীনার নৃত্য ও অভিনয়ে আমাদের মুগ্ধ করেছে ।কিন্তু রবীন্দ্রসঙ্গীতের যে অপূর্ব শলপীক উৎকর্ষতা তা যেন হৃদয়কে ছুঁয়ে গেছে। তোমার শুভ কামনায় দাদা। সম্পাদক বসিরহাট বিদ্যাসাগর দিশতবর্ষ উদযাপন কমিটি ।