চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
কাল ক্যান্সারের কেমো নিতে যাবো , ফিরে নাও আসতে পারি । আজ রাতটা তাই সব প্রিয় গানগুলো শুনছি , আর শান্তকে মনে করছি । আমার ক্যান্সার হয়েছে বলে 5 বছর আগে সে চলে গেছে । আমি তাকে ধরে রাখি নি , আমার জীবনের ঠিক নেই কি বলে ধরে রাখব তাকে । তোমার দাম্পত্য জীবন সুখের হোক শান্ত । তোমরা ভালো থেকো । তবে মরে গেলে যন্ত্রনা গুলো শেষ হবে । সবাই প্রর্থনা করবেন যেন ফিরে না আসি । ফিরে আসলে শান্তর দেয়া কষ্টটা বড্ড কষ্ট দেয় । বিদায় পৃথিবী
অসাধারণ গেয়েছেন । আপনার কন্ঠ র কোনো তুলনা নেই । আমার চেয়েও উত্তম । আরো চাই । আমি এই চ্যানেল টি সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দিয়েছি , ইন্দ্রাণী সেন। আর Songs For Soul কে অসংখ্য ধন্যবাদ 😊।
দেবাদৃত, গানটা ভীষণ ভালো গেয়েছো, আমার খুব প্ৰিয় গান, রবিঠাকুরের গানে আনন্দ দুঃখ সব আছে শুধু শিল্পীর পরিবেশনা ঠিক হওয়া চাই, যেটা তোমার গানে পুরোপুরি পেলাম, ভালো থেকো
মনে পড়ে অকালের নিরাশাভরা বন্ধুত্ব , খুব জানতে ইচ্ছে করে কেমন আছো এখন তুমি , কি করছো এখন তুমি । মন ভাঙা বেদনা নিয়ে কে কার জন্য , সময়ের স্রোতে কে কত দূরে ভেসে গেলো , চোখ মেলে দেখলে দূর দুরন্ত শুধুই একাত্তিত্ব , ফেলে আসা সম্পর্ক যেন বারে বারে চোখের কোনা থেকে আবারো বেরিয়ে আসতে চায় ।।। আর তো অশ্রু চোখের মুছতেও না ইচ্ছে করে ❤️❤️❤️❤️❤️💔 ❤️🩹💔 .......................🏃🏼♀️🏃🏼♀️
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে॥ ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে॥ তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক্ তবে সেই কেবল খেলা, হোক-না এখন প্রাণের মেলা-- তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে॥ রাগ: ইমন
ছোট বেলায় এই গানগুলো শুনতে খুব বিরক্ত লাগত। আমার মনে পড়ে আমাদের বাড়িতে ভাড়াতে টিভি এনেছিল, ওখান ক্যাসেট এ এই গানটি বলছিলো আর আমি চেঞ্জ করতে পারতাম না, আর কি বিরক্ত লাগছিল।
This philosophical song promote the inner core development. This is so high level seek for improvement of darkness within us. But devil sorrow is that Bengalis are far away from from this consciousness.
সবাই যাতে তার ভালোবাসার মানুষকে আপন করে পায় এই কামনাই করি,,যে দুঃখ আমার হয়েছে তা যেন আর কেউ না পায়,,এই আমার কামনা,,না পাওয়ার যন্ত্রণা অসহনীয়,, যা আজও আমাকে পোড়ায়,,ঈশ্বর যাতে সকল ভালোবাসাকে পূর্ণতা দান করেন এই আমার বাসনা,,তাতেই আমার তৃপ্তি, তাতেই আমার শান্তি.........
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।। ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা হোক -না এখন প্রাণের মেলা__ তারের বীণা ভাঙলো, হৃদয়- বীণার গাহিরে।।