কেউ কি শুনছেন ২০২৪ এ এসে পছন্দের শিল্পীর পছন্দের গানটি। খুবই মিস করি রেডিও ফূর্তির ফেলে আসা কালজয়ী এই গান গুলো। তরুণের এই গান দিয়েই তরুণকে সবসময়ই গান প্রেমীদের বাঁচিয়ে রাখবে চিরদিন💙
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে চড়ে গানটি দল বেঁধে গেয়েছিলাম। সেই দিনগুলো আজও এই গানটি শুনলে মনে শীতল হাওয়া বয়ে দিয়ে যায়। মাঝেমাঝে গানটি শুনে ভাবতে থাকি মানুষের জীবন কতই বিচিত্র দৃশ্যে! সেই দিনের মানুষগুলো আজ কেউ পাশে নেই- যে যার জীবন ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কেউ কারোর দিকে খবর নেয়া সময় থাকে না-ভাবতেই চোখের জল ছলছল করে ঝড়ে পড়ে। জীবন আসলেই অদ্ভুত!
একতরফাভাবে তাকে যখন ভালবাসতাম ঐ সময় আমার সঙ্গী ছিল এই গানটা । আজকে সে আমার জীবনসঙ্গী কিন্তু এখনও পর্যন্ত হৃদয়ে গেঁথে আছে গানটি এবং মনে করিয়ে দেয় সেই সব দিনগুলির কথা ।
কতবার আর কতদিন শুনলে মন জুড়াবে জানিনা।সেই ছাত্র জীবন থেকে শুরু।আজ চাকুরি করি,সন্তান আছে। তবুও সময় পেলে শুনি।পাশাপাশি ট্রেপের আরও একটি কালজয়ী সৃষ্টি আনলাকি থার্টিনটাও শুনি। জয়হোক বাংলাদেশের সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারের
হাইস্কুলে উঠতেই সহপাঠীর প্রেমে পড়ে ছিলাম ২০০১ সালে। তারপর থেকেই জীবনটা এলোমেলো হয়ে যায়। সবকিছুই পালটে গেছে, কিন্তুু? নিজেকে শেষ অবধি পালটাতে পারিনি। খুব মনে পড়ে সেই চেনা জনপদ, সেই তোমার চারপাশ, তোমার জন্য পাগলামি করা আর আমার দুঃস্বপ্নের স্নৃতিচারণ। দুজনেই আজ দুর প্রবাসে তবে, ভিন্ন মেরু ভিন্ন মহাদেশ। ভালো থাকার কোন সত্তা নেই আমার আজ তবে,ভালো থাকার নিছক চেষ্টা বৈকি...!!
চলে যদি যাবি .......... এই গানটি আমি ২০১০ শুনি আলহামদুলিল্লাহ আমার ভালবাসা মানুয কাছে পেয়েছি। আমি এখন পরিবার নিয়ে ইউরোপ থাকি। সাগর, ডাবলিন, আয়ারল্যান্ড
সারাজীবন আমার ভালবাসার চিরসবুজ প্লে লিস্টে থাকবে এই গান। ধন্যবাদ ট্র্যাপ।আমার জীবনের সবচেয়ে বিরহময় কিন্তু সবচেয়ে সুন্দর স্মৃতিময় সময়গুলোতে আমাকে সংগ দেয়ার জন্য। ❤️
তার জন্য হাজারো ভালবাসা,রইল যাকে পাগলের মত ভালবেসে পাই নি,,,,সে চলে গেছে ১০ টি বছর,,মনে রয়েছে তার পায়ে ধরে পাগলের মত কেদেছিলাম,,,,৫ টি মাস হাসপাতালে ছিলাম,সবাই বলত পাগল হয়ে গেছি,তবে মালিকের রহমতে ভাল হয়েছি,,সে ভাল থাক,,,মালিকের কাছে একটাই চাওয়া,তার সাথে যেন দেখা না হয়,,,ভাল থাক গানটা
🥰বৃষ্টি🥰 তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।😇😇 স্মৃতি রেখে গেলাম।ও যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ like দিলে notification পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা🥰🥰🥰
২০০৬ থেকে ফোনের প্লে লিস্টের অবিচ্ছেদ্য অংশ এই গানটি। একটা সময় ছিল যখন এই গানটি ছিল জীবনের একটি অংশ। আমাদের নাইন্টিস কিডস দের জন্য এক আবেগের জায়গা এই গান। আমরা প্রেম বিরহে যেমন এই গান শুনে একা কেদেছি তেমনি বন্ধুদের আড্ডায়ও কোরাসে গেয়েছি এই গান। এত বছর পরেও অবাক হয়ে ভাবি এই সুন্দর একটা গান কিভাবে এত আগে হয়েছিল। কই প্রযুক্তির উন্নতি তো আমাদের আর এমন গান দিল না। এখন তো কোন গান শুনে আর প্রেয়সীকে হারানোর বেদনা অনুভব করা যায় না।
২০১০ - ২০২৪ সাল ০৬-০৪-২০২৪ এখন ও শুনি তরুণ শিল্পী গানটি সেই পছন্দ পুরনো দিনের গান টি এভাবে গানটি যতই শুনি ততই পুরনো দিনের ২০১০ কুমিলা ইকোপার্ক কথা মনে পড়ে।
সত্যি সেই আমার পাথরের মত বুকে ভালোবাসা দিয়ে ফুল ফুটিয়ে ছিল, যখনই আমার বুকের ফুলটা দিন দিন পরিপূর্ণ হচ্ছিল তখন সেই স্বার্থপরের মত ধোকা দিয়ে চলে গেল 😢😢😢 আল্লাহ যা করে বান্ধান ভালোর জন্যই করে সেই চলে যাওয়াতে বুঝতে পারলাম সেই ছিল প্রকৃত পক্ষে ছলনাময়ী, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি সুখে আছি।
Every line of this song reminds me you. I don’t know why but I can't stop loving you and love this song. when you left me, those pain after many years is still aching my heart. পাথরের বুকে ফুল কেন ফোটালি? 🥺🖤
যখন প্রেম করেছি তখন একটু প্রেমিকার সাথে যোগাযোগ বিছিন্ন হলেই চিল্লায়ে গানটা গাইতাম মনে হতো তখন এটা আমার মনের ক্ষত স্থানের মলম আজকে আমি যাকে ভালোবেসেছি তাকেই পেয়েছি তবুও গানটা শুনলে সেই পিছনের সেই বিরহের যায়গাতেই চলে যাই। ধন্যবাদ তরুণ মুন্সি ভাই আপনাকে, আপনার প্রতিটা গানই আমার কাছে চিরসবুজ মনে হয়। বেচে থাকুক এইসব গান আজীবন।
তরুণ ভাই এর গানটা আমার জীবনের ভালবাসার সময় গুলো গেথে আছে...আজও ভুলতে পারিনা প্রথম প্রেমের স্মৃতি। সামান্য একটা কথার কারণে আমার ৬ বছরের তিলেতিলে গড়া ভালবাসা সাথে ছলনা করে অন্যএর হাত ধরে চলে গেল।এখনো মনে পরে আমার....।
This song just reveals the thought of my heart.........& I am really thankful to that person who sang this song with such feelings to execute it so well........
koto raat ghumanor age ei gaan sunechi ek somoy. aha! those nostalgic times of 2008-09. gone r the days that were so beautiful. miss those college days.
যাকে রূপ দেখে ভালোবেসেছো সময়ের সাথে সাথে রূপের পরিবর্তন হবে, যাকে গুণ দেখে ভালোবেসেছো সময়ের সাথে সাথে তার গুণগত মানও পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলো যে তুমি দেখছো, এটা হলো তোমার পরিবর্তন। না হলে তুমি আমার মত অন্ধ ভালবেসে যেতে। নাজিম💔
This song is great...amr life partner amr shathe teen bochor shongshar kre chole gheche.bina karone...kalke amr meyetar prothom jonmmodin..meyeta k dekhi na ajke ak mash.
এই গান টা যে আমার প্রথম ভালোবাসার মানুষকে কত বার নিজে গেয়ে শুনিয়েছি হিসাব নাই।যখনই গান শুনতে চাইতো এই গানটা না শুনালে ফোন রাখতো না।এই গানটা না শুনালে রাত শেষ হয়ে ভোর হয়ে গেলেও ফোন কাটতো না।
সেরা গান🔥, আমার প্রিয় কয়েকটা গানের একটি🖤!! একসময় গানটা খুব বেশি গাইতাম! যদিও আমার জীবনে কোনো স্বার্থপর ছিলো না, থাকলে আরো একটু ফিল নিতাম এই আরকি...🥱😅 -চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেনো জোছনা দেখালি? বুকে লাগে ভাই, আমারে জোছনা দেখাইতেই আসে নাই তবুও কেমন কেমন খারাপ লাগে গানটা শুনলে। কিন্তু যারা একসাথে জোছনা দেখেও হারাই গেছে... আহা্, কেমন লাগবে তাদের🥱।। Moral of the story: Women☕ ; getch ; return 0 ; }