Тёмный

Chuadanga DC ECO Park | চুয়াডাঙ্গা ডিসি ইকোপার্ক | Chuadanga tourist spots | Ohab Traveler 

Ohab Traveler
Подписаться 42 тыс.
Просмотров 2,3 тыс.
50% 1

Chuadanga DC ECO Park | চুয়াডাঙ্গা তালসারি ডিসি ইকোপার্ক | Chuadanga tourist spots | Ohab Traveler
✅ ইন্সটাগ্রামে ফলো করুন: / ohabtraveler
🔰 চুয়াডাঙ্গা ডিসি ইকোপার্ক : Chuadanga DC ECO Park ⤵️
নদীয়া এস্টেটের জমিদার শ্রী নফর চন্দ্রপাল চৌধুরী ১৮৯৫ সালে দামুড়হুদা উপজেলার শিবনগরের বৃহৎ এলাকা জুড়ে আম, কাঁঠাল ও লিচু গাছের সমন্বয়ে একটি বাগান তৈরী করেন। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রবেশ পথের দুই পাশে সারিবদ্ধ করে শত শত তালগাছ রোপন করেন। নফর চন্দ্র পাল চৌধুরী ১৯৪০ সালে পরলোকগমন করেন। তার দুই পুত্র ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ভারতে চলে যান। পরবর্তীতে বাগানটি সরকারের মালিকানায় চলে আসে। বহু বছর পরিচর্যার অভাবে বাগানটি প্রায় বৃক্ষ শূণ্য হয়ে পড়ে এবং ঘন জঙ্গল সৃষ্টি হয়ে সর্বহারা পার্টির অভয়ারণ্যে পরিণত হয়।
২০১৩ সালে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর বাগান ও জলাশয়কে নতুনভাবে সাজিয়ে সরকারি সম্পদ রক্ষা ও সরকারি আয় বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহন করা হয়। বাগানটির সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে ১১৩ প্রজাতির ১২,০৩৭ অধিক দেশী বিদেশী ফলজ, বনজ এবং ওষুধি গাছ রোপন পূর্বক সংরক্ষণ করা হচ্ছে।
গত ১৩-১২-২০১৪ মন্ত্রিপরিষদ সচিব (প্রাক্তন সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়) জনাব মোহাম্মদ শফিউল আলম এবং বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ জনাব মোঃ আবদুস সামাদ মহোদয়ের উপস্থিতিতে জেলা প্রশাসক কুষ্টিয়ার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারগণের আতম-কর্ম মূল্যায়ন (Self-assessment) কর্মশালাতে বাগন ও বাগান সংলগ্ন জলমহলের সম্ভাবনার বিষয়টি উপস্থাপন করা হলে সিনিয়র সচিব মহোদয় ও কমিশনার মহোদয় কাজটি এগিয়ে নিতে উৎসাহ প্রদান করেন।
🔰 ডিসি ইকোপার্কের যাত্রা: ⤵️
বিভাগীয় কমিশনার খুলনা জনাব মোঃ আব্দুস সামাদ মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে ২০১৪ সাল হতে তালসারি-শিবনগর আমবাগান ও বাগান সংলগ্ন বটতলী বিল জুড়ে একটি ইকো পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়।
বাগান ও লেক মিলে প্রায় ১২৮ একর জায়গায় প্রতিষ্ঠিত ইকো পার্কটি বর্তমান প্রকৃতি প্রেমি মানুষদের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।
বাগানের সাথে সংযুক্ত প্রায় ৭৬ একর জলাশয় সংস্কারের মাধ্যমে ভূ-প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা হচ্ছে। বাগান পরিচর্যা ও সুরক্ষার মাধ্যমে গাছের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া নতুন সৃজিত ফলজ গাছ সুরক্ষার মাধ্যমে পরিচর্যা করা হচ্ছে।
শতবর্ষী তালের সারি পলস্নব ঘেরা অম্রকানন, লিচু বাগান, কাঁঠাল বাগান, আম বাগান হয়েছে অসাধারণ এক পর্যটন কেন্দ্র। যা চুয়াডাঙ্গা জেলার আকর্ষণ ও সম্মান বৃদ্ধি করছে। সৌন্দর্যের লীলা ভূমি আজকের ডিসি ইকোপার্কে প্রতিদিন দূর দূরান্ত হতে হাজার হাজার লোকের সমাগম ঘটছে।
পার্কের লেকের পানিতে সাম্পানে চড়ে আগত পর্যটক আননদ উপভোগ করছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ একটি বিনোদন কেন্দ্র এবং প্রসিদ্ধ ও বিলুপ্তপ্রায় সকল ফলজ, বনজ ও ওষুধি গাছ ও প্রাণীকূলের অভায়শ্রম তৈরী করার প্রয়াসে প্রতিদিন তিল তিল করে গড়ে তোলা হচ্ছে ডিসি ইকোপার্ক।
👉 গুগল ম্যাপে ডিসি ইকো পার্ক: goo.gl/maps/Pd...
🔰 কীভাবে যাওয়া যায়: ⤵️
👉 চুয়াডাঙ্গা শহর বাসে করে দামুড়হুদা বাজার আসতে হবে। এরপর এখান থেকে একটা অটোরিক্সা বা চার্জার ভ্যানে করে শিবনগর এ যাওয়া যায়। এরপর ওখান থেকে হেটে অথবা ভ্যানে করে ডিসি ইকোপার্ক এ যাওয়া যায়। যাওয়ার পথে দেখতে পাবনে তালসারি সড়ক। তালসারি সড়কের শেষেই ডিসি ইকোপার্ক।
👉 চুয়াডাঙ্গা শহর হতে সরারসরি লেগুনাতে করে শিবনগর এ যাওয়া যায়। এরপর ওখান থেকে হেটে অথবা ভ্যানে করে ডিসি ইকো পার্ক এ যাওয়া যায়। অথবা চুয়াডাঙ্গা হতে অটোরিক্সা রিজার্ভ করে ডিসি ইকো পার্ক, শিবনগর এ যাওয়া যায়।
👉 দামুড়হুদা বাসস্ট্যান্ড হতে বাস/লেগুনা করে ডিসি ইকো পার্ক, শিবনগর এ যাওয়া যায়।
🔰 যাতায়াত খরচ: ⤵️
👉 চুয়াডাঙ্গা টু দামুড়হুদা বাসস্ট্যান্ড বাস যোগে জনপ্রতি ভাড়া - ১০টাকা। সিএনজি/অটো যোগে-৩৫ টাকা।
👉 দামুড়হুদা বাসস্ট্যান্ড হতে লেগুনায় শিবনগর যেতে লাগবে জনপ্রতি ৩০টাকা। রিজার্ভ অটোরিক্সাতে লাগবে ৩০০-৫০০টাকা।
👉 বিশেষ বার্তা: ⤵️
যাত্রাপথে গাড়ি ঠিক করার সময় অবশ্যই দরদাম করে নেবেন। প্রয়োজনে একাধিক গাড়ি চালকের সাথে কথা বলে গাড়ি ঠিক করবেন।
আর দয়াকরে যেখানে সেখানে ময়লা ফেলবেন না। অনুরোধ রইল।
ধন্যবাদ ও ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
💬 For Sponsorship & Brand Collaboration 👉 ohababc@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🎦 Camera: Canon M50 Mark ii
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
©️ Copyrighted by Ohab Traveler
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
📢 Please Note: I only share my personal opinion/experience, which may not be same to other or in real.
Disclaimer 📢
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#Chuadanga_DC_ECO_Park #OhabTraveler

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
Далее
Собираю Маню к осени ✨
00:48
Просмотров 1,1 млн
КЛИП ЛИСА УЖЕ ВЫШЕЛ!
00:16
Просмотров 422 тыс.
Собираю Маню к осени ✨
00:48
Просмотров 1,1 млн