কাছে আসর গল্প কখনও পুরনো হয়না। প্রতিটা গল্পকে অসাধারণ ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ জানায় closeup team কে। আর তার সাথে আরও একবার ধন্যবাদ জানায় সকল গল্প গুলোকে ৬ মিনিটে তুলে ধরার জন্য। অপেক্ষা, আক্ষেপ, অভিমান, অভিযোগ, ভালোবাসা সব মিলেই তো কাছে আসার গল্প। আমিও অপেক্ষায় রইলাম ২০২৩ সালের গল্প ৩ টার জন্য।
অপেক্ষায় রয়েছি। আর যেন সময় কাটে না 🙂। ভালোবাসা অবিরাম Close Up Team । খুব সাধারণ একটা গল্প কে অসাধারণ করে তোলা জন্য। Close Up Team তোমরা গল্প বলো আমাদের। 🥀
২০১৫ সালের "প্রথীক্কা" নাটকের সেই একটা গান "মানে না মন আমার". আমার মনে হয়না গানটা কখনো রিলিজ করা হয়েছিলো কিন্তু যখনই ওই নাটকটা দেখি ওই গান আমার মন ছুঁয়ে যায়
ভাই mashup টা মন ছুয়ে গেলো ❤️❤️🥰 প্রতি বছরই wait করি এই গল্প গুলোর জন্য। সবসময়ই অনেক অনেক অনেক ভালো লাগে। আসা করি এবার ও মন ছুয়ে যাবে। অঘোর অপেক্ষায় রইলাম....! 🤗🤗
ক্লোজআপের সেরার সেরা একটা প্রোজেক্ট ছিল 'তোমার পাশে হাঁটতে দিও '।এই প্রোজেক্টের গান - অভিনয় - পরিচালনা সব কিছু অসাধারণ ছিল। এক কথায় মাস্টারপিস এটা। একইসাথে, খায়রুল বাসারের অভিনয় আমার ক্লোজআপের প্রোজেক্টে যারা যারা অভিনয় করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি মন কেড়ে নিয়েছে। আমি খুব করে চাই এবারও ও একটা গল্পের অংশ হোক। একইসাথে সায়েদ জামান শাওন, ,সুদীপ বিশ্বাস দীপ - এর অভিনয়ও অসম্ভব সুন্দর। অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম ১৪ই ফেব্রুয়ারীর ❤️💚