Тёмный

CMC Hospital এর OPAD ( Out Patient Advance) কী ? এর সুবিধা কী ? কীভাবে ব্যবহার করতে হয়? 

AD HELPLINE
Подписаться 12 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Frequently Asked Questions Page এর Direct link :-www.cmch-vello...
CMC Vellore related সকল ভিডিও নিচের দেওয়া লিংকে(Playlist) ক্লিক করে পাবেন:-
• CMC HOSPITAL,VELLORE

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@nurpapiya4789
@nurpapiya4789 2 года назад
Excellent video, I got a lot of information from it,which will help me after going CMC hospital. Thanks ভাইয়া
@banasreesarkar4401
@banasreesarkar4401 2 года назад
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দাদা ,খুবই গুরুত্বপূর্ণতথ্য যা কাজে লাগবে
@tapaskumarsen5323
@tapaskumarsen5323 2 года назад
এটা কি শুধু রোগী কেই,যেতে হবে? না রোগীর আত্মিয় এই কাজ করতে পারবে.
@jahngiralam8757
@jahngiralam8757 Год назад
আমার একটি প্রশ্ন ছিলো, আমার মুলতঃ রিউমাটলজি সমস্যা তাঁর কারণে এখন নাকি ডক্টর বলছে যে অর্থপেটিক সমস্যা হচ্ছে, তাই আমি চাচ্ছি, রিউমাটলজি ডক্টর দেখাইতে কিন্তু অনলাইনে রিউমাটলজি সিরিয়াল অনেক পড়ে দেখায় তা-ই অর্থপেটিক ডক্টর এপার্টমেন্ট নিয়েছি এখন হসপিটালে সরাসরি গিয়ে কি আগে রিউমাটলজি দেখানোর পড়ে অর্থপেটিক ডক্টর দেখাইতে পরব।
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
Giye counter e giye sunben offline e Rheumatology appointment koto din pore poa jabe. Online e 90 days age appointment nite hoi, but offline e Rheumatology appointment 5-10 din pore paben.
@jahngiralam8757
@jahngiralam8757 Год назад
@@ADHELPLINE একই কাউন্টারে কি তারিখ পরিবর্তন ও এই রিউমাটলজি এপার্টমেন্ট হবে?
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
@@jahngiralam8757 hmm
@subhapandit4345
@subhapandit4345 Год назад
Very helpful ❤️
@rajotdhali8364
@rajotdhali8364 2 года назад
অনেক অনেক ধন্যবাদ দাদা
@bubliakter5436
@bubliakter5436 2 года назад
Bhai thank you
@WforWellness
@WforWellness 2 года назад
ভীষণ গুরুত্বপুর্ন ভিডিও দাদা । অনেকের উপকার হবে ।
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
Thank u ❤️
@পথেপথেজাকির
প্রথমবার কার্ড নেয়ার সময় ৫০০/- রুপি দিতে হয়েছে আজ ২৫ জানুয়ারি ২০২৩
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
oi R.s. 500/- আপনার card এর Balance হিসেবে থাকার কথা, সেটার একটা printed bill ও দেওয়ার কথা।
@rahmanmd6147
@rahmanmd6147 Год назад
@@ADHELPLINE ভাইজান, ডেবিট কার্ড থেকে OPAD এ কিভাবে রিচার্জ করবো??
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
@@rahmanmd6147 ইন্ডিয়ান পেশেন্ট রা ডেবিট কার্ড দিয়ে OPAD রিচার্জ করতে পারবে। বাংলাদেশের পেশেন্ট রা ডেবিট কার্ড দিয়ে করতে পারবেন না। যদি আপনি বাংলাদেশি পেসেন্ট হন এবং আপনার কাছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্যাশ কাউন্টারে একবার গিয়ে POS machine বা কার্ড সোয়াইপ মেশিন আপনার ক্রেডিট কার্ড টি সোয়াইপ করে ক্রেডিট কার্ড থেকে যত টাকা কাটাতে চান সেটা কাটিয়ে নেবেন এবং সেই টাকাটা আপনার OPAD কার্ডে জমা করে নেবেন।
@faysalmahmud3702
@faysalmahmud3702 2 месяца назад
ধন্যবাদ।
@asimdas8388
@asimdas8388 2 года назад
many many thanks dada
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
Welcome 👍
@manabendrabarua9067
@manabendrabarua9067 2 года назад
Excellent
@electricus_aniruddhachanda8184
এবার প্লিজ আমায় বলুন , OPAD তে অব্যবহৃত যদি কোনো বেলেন্স থেকে যায়, সেই বেলেন্স টাকা আমি কি ভাবে ফেরত পাবো ?? তার ফার্মালিটি কি আছে ??
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
ei video er 16:50 time theke dekhun. আমার অ্যানসার টা বুঝতে অসুবিধা হলে উপরের ইংলিশ অক্ষরে লেখা "১৬:৫০" এই সংখ্যাটির উপর টাচ করলেই ভিডিওর ওই অংশটা শুরু হয়ে যাবে
@electricus_aniruddhachanda8184
​@@ADHELPLINE ধন্যবাদ স্যার। দুঃখিত , আজ স্কিপ করার সমস্যা টা খুব ভালো করে বুঝলাম। পুনরায় ধন্যবাদ। আচ্ছা হাসপাতালের ভিতর কি কোনো ক্যান্টিন আছে ?? থাকলে সেই ভিতরে থাকা ক্যান্টিনের কোনো ভিডিও দিন বা সংক্ষেপে কিছু বর্ণনা দিন ( i.e. food availability & hygiene & apx cost ধন্যবাদ।
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
@@electricus_aniruddhachanda8184 হ্যাঁ অনেকগুলো ক্যান্টিনে আছে ১) একটা ক্যান্টিন দেখতে পাবেন EMERGENCY যেখানে সেটা সঙ্গে । এই ক্যান্টিনে কফি চা বিভিন্ন রকম ফ্রুট জুস মিল্ক বেকারি আইটেম স্যান্ডউইচ টোস্ট ব্রেড অমলেট এছাড়াও দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে ইডলি ধোসা ইত্যাদি পাওয়া যায় , এই ক্যান্টিনে বসে খাওয়ার কোন অসুবিধা নেই খাবারের প্লেট হাতে নিয়ে খেতে হবে। ২)এরপর আর একটা বড় ক্যান্টিন রয়েছে যেটা ISSCC বিল্ডিং এর মাঝখানে, এটা আপনি আইএসএসসিসি বিল্ডিংয়ের যে ক্যাশ কাউন্টার গুলো রয়েছে( 1-15) সেগুলোর ঠিক পিছন দিকে দেখতে পাবেন । আসলে আইএসএসসিসি বিল্ডিংটার আকৃতি ইংরেজি O অক্ষরের মতো , এই O এর মাঝখানে ফাকা যায়গাটায় গ্রাউন্ড ফ্লোরে ওই ক্যান্টিন রয়েছে এখানে বসে খাওয়ার সুবিধা রয়েছে, এই ক্যান্টিনে আপনি উপরের উল্লেখিত সব আইটেম গুলো তো পাবেন ই তার সঙ্গে লাঞ্চ আইটেম পাবেন বিরিয়ানি, রাইস , রুটি অর্থাৎ বিভিন্ন ধরনের আইটেম পাবেন বলে শেষ করা যায় না। ৩)এছাড়া আরও একটা বড় ক্যান্টিন রয়েছে সেটা রয়েছে আপনি যদি হসপিটালের দুইনাম্বার গেট দিয়ে ঢুকে প্রথমে ওপিডি বিল্ডিংটাকে বা হাতে রেখে সোজা এগিয়ে যাবেন তারপর ওপিডি বিল্ডিং এবং আই এস এস সি সি বিল্ডিং এর মাঝখান দিয়ে যে রাস্তাটা গেল অর্থাৎ আপনাকে ডান দিকে turn নিতে হবে সেই ডান দিকে আপনি দেখতে পাবেন স্ট্রেচার এবং হুইল চেয়ারের একটা পার্কিং রয়েছে সেটাকে ডান হাতে ছেড়ে আরো বেশ কিছুটা এগিয়ে গেলে আপনি একটা বিল্ডিং দেখতে পাবেন সেই বিল্ডিংয়ে ছোট্ট করে এক জায়গায় লেখা আছে YMCA ক্যান্টিন , ক্যান্টিন টা কিন্তু বাইরে থেকে ভালো মতো বোঝা যায় না সেখানে কোন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলে বলে দেবে । সবগুলো ক্যান্টিনে কিন্তু আগে আপনাকে ক্যাশ কাউন্টারে গিয়ে আপনি কি খাবেন সেটা মেনু কার্ড দেখে অ্যাডভান্স পেমেন্ট করে স্লিপ নিতে হবে , এরপর খাবার ডেসপাস যেখানে করা হয় সেখানে গিয়ে সেই স্লিপ টা দেখাবেন তারপর আপনার স্লিপে যে আইটেম গুলো আছে সেগুলো আপনাকে রেডি করে সেখানে রাখা হবে এবং আপনাকে self সার্ভিসের মাধ্যমে সেই খাবার নিয়ে এসে টেবিলে বসে খেতে হবে , সবশেষে এই যে canteen এর কথা বললাম এটা খুবই ভালো এখানে লাঞ্চ থেকে শুরু করে ডিনার বিভিন্ন ধরনের টিফিন আইটেম সবকিছুই পাওয়া যায়। সবগুলো canteen ই প্রচণ্ড পরিষ্কার পরিছন্নতা মেইনটেইন করে সমস্ত স্টাফদের গ্লাভস অ্যাপ্রোন হেড গিয়ারস মাস্ক পড়ে কাজ করতে হয়। খাবারের দাম খুবই রিজেনেবল আপনি হসপিটাল এর বাইরে যে কোন জায়গায় যে দামে খাবার পাবেন সেখানেও সেই দামি খাবার পাবেন খুব বেশি নয়।
@electricus_aniruddhachanda8184
@@ADHELPLINE ধন্যবাদ স্যার এত বিস্তারিত ভাবে সমস্ত তত্থ দেওয়ার জন্য।
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
@@electricus_aniruddhachanda8184 apni ki akhon cmc te?
@sujayroy5679
@sujayroy5679 3 года назад
Thanks you very much
@anutoshkundu3432
@anutoshkundu3432 Год назад
Vellore jawar koy din agee hotel book korte pari
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
ওখানকার যে সমস্ত হোটেল বা লজ গুলো আছে তাদের সিংহ ভাগই সাধারণ হোটেল লজ এর মত সেখানে কোন 2,3,4,5 স্টার স্টার এসব ব্যাপার নেই সুতরাং সেগুলোতে অনলাইন বুকিং সিস্টেম নেই । আর ফোনের মাধ্যমে ও আগে থেকে কথা বলে লাভ নেই কেননা আপনি যখন যাবেন তার আগে যদি কেউ ঢুকে পড়ে তাকেই ভাড়া দিয়ে দেবে ফোনের মাধ্যমে সেই ভাবে বুক করা যায় না। তবে ব্যতিক্রমী দু-একটা হোটেল থাকতেও পারে। অ্যাডভান্স বুক করার কোন দরকার হয় না সেখানে প্রত্যেক গলিতে প্রচুর হোটেল /লজ রয়েছে আপনি গেলেই একটাতে লজে যদি Room না পান পরের hotel /lodge এ অবশ্যই রুম পেয়ে যাবেন ।
@anutoshkundu3432
@anutoshkundu3432 Год назад
Thank you.
@pinakibiswas6422
@pinakibiswas6422 2 года назад
আমি বাংলাদেশ থাকি... আমার জামাইবাবু বর্তমানে সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন আছে, এ মুহুর্তে তার চিকিৎসা জন্য আরো কিছু টাকাার প্রয়োজন, যা তার কাছে নেই.... এখন আমি কিভাবে বাংলাদেশ থেকে তাকে টাকা পাঠাবো...? কোন বিস্তারিত উত্তর দিলে খুব উপকার হবে।
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
আমিতো ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই এই দরকার আমার কোনদিন হয়নি তাই অভিজ্ঞতাও নেই । তবে আমি দেখেছি CMC র আশেপাশে যে lodge গুলো আছে তার নীচে, ও গলিগুলোতে টিকিট বুকিং কাউন্টার গুলোতে লেখা ছিল "বাংলাদেশ থেকে টাকা আনা হয় ", সেই জন্য আপনি এক কাজ করতে পারেন ভেলোরে এখন আপনার যে আত্মীয় আছে তাকে ফোন করে বলুন লজের নিচে টিকিট বুকিং কাউন্টার গুলোতে গিয়ে কথা বলতে ওরা কোন না কোন একটা অপশন দিয়ে দেবে তারপরে টাকাটা পাঠাতে পারবেন।
@AnimalsLoverRimon
@AnimalsLoverRimon 2 года назад
ভাই মার্চ এর ১১ তারিখ appointment নিছি।। এখন আমরা কতো দিন আগে যাব?১ দিন আগে গেলে হবে dhaka Airport থেকে যাব বিমানে।
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
Vellore e 1 din age mane 10 tarikh e pouchalei hobe.
@AnimalsLoverRimon
@AnimalsLoverRimon 2 года назад
@@ADHELPLINE c from, IRo and mro from গুলা কি ডাক্টার দেখানোর আগে কমপ্লিট করতে হবে?কতো সময় লাগবে এগুলা করতে?
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
@@AnimalsLoverRimon 1st time appointment ki ? tahole jedin Vellore pouchaben seta jeno hospital er working day hoi, tahole kaj gulo appointment er ager din e kore rakhte parben. c form, IRo er kaj er idea nai amar , karon ami west bengal ( India) theke jai Vellore , tobe kaj gulo karte khub besi somoy lagar kotha noi. Ar MRO counter e bishes kono kaj thake na, apni just appointment er date e appointment time er 30 minutes age appointment slip ta print kore niye ba mobile er sms ta MRO k dakhiye apnar dr. dakhanor serial no. & room no. ta niye neben thats it. Ar ei kaj gulo Appointment time er agei kore nile valo hobe. Kajgulo korte khub besi time lagbe na. Apni appointment date er 1 din age VELLORE pouche CMC te giye kaj gulo kore rakhben Office hour ( 8.00 a.m - 5.00 p.m ) er modhye Monday to Friday/ Saturday ( for some cases)
@AnimalsLoverRimon
@AnimalsLoverRimon 2 года назад
@@ADHELPLINE cmc কি বারে বন্ধ থাকে?
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
@@AnimalsLoverRimon Sunday te OPD and testing facility closed thake , official kaj o prai hoi na bollei chole , but Emergency & in patients der service chalu thake.
@md.ismailhossen9284
@md.ismailhossen9284 Год назад
ভাই একটা হার্টের ভাল্ব পরিবর্তন করতে কত টাকা লাগবে জানাবেন।
@user-hn1hd3po8u
@user-hn1hd3po8u 2 года назад
ভাই আমার আজ 7 বছর বছর ডায়াবেটিস এবং হার্টের অসুবিধা আছে সে ক্ষেত্রে আমি কিসের ডাক্তার দেখাব শুধু হাটের ডাক্তার দেখালে কি হবে
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
Diabetes er jonno Endocrinology & Heart er jonno Cardiology dakhate hobe
@sajalsaha666
@sajalsaha666 2 года назад
দাদা opad ছাড়া বাংলাদেশী পেশেন্টদের ক্ষেত্রে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড দিয়ে হসপিটালের সব ধরনের পে করা যায়?যেমন এ্যাপয়েন্টমেন্ট বুক করলাম।আর opad আর chris card কি একই?
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0tCMoCAwA8g.html এই video টা দেখুন।
@MyhouseBD
@MyhouseBD 2 года назад
দাদা আমি একজন হার্টের পেশেন্ট আমি বাংলাদেশ থেকে এই মাসের ১২ তারিখে আসবো আমার একটি প্রশ্ন আপনার কাছে আমি টুরিস্ট ভিসায় আসবো মেডিকেল ভিসা করার মত সময় পাইনি ,,,,,টুরিস্ট ভিসায় এসে এনজিওগ্রাম করা যাবে কিনা আমাকে একটু তাড়াতাড়ি বললে আমি খুব উপকৃত হব
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
দেখুন আমি একজন ভারতীয় তাই ভিসার ব্যাপারটা আমি আপনাকে ১০০% শিওর হয়ে বলতে পারছি না। তবে আমি অন্যান্য বাংলাদেশী পেশেন্টের সঙ্গে কথা বলে জানতে পেরেছি টুরিস্ট ভিসা দিয়ে এসেও চিকিৎসা করানো যায়।
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
তবে এখানে আমি আর একটা ভিডিও লিংক দিচ্ছি যেখানে বলা আছে কিভাবে whatsapp এর মাধ্যমে প্রশ্ন করে হসপিটালের স্টাফদের থেকেই প্রশ্নের উত্তর জানতে পারবেন ভিডিওটা দেখে নিয়ে হোয়াটসঅ্যাপে ইংলিশে আপনি প্রশ্নটা লিখুন তারা অবশ্যই উত্তর দেবে : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SG9sQfH9tMM.html
@MyhouseBD
@MyhouseBD 2 года назад
অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার পরামর্শ পেয়ে আমি খুব উপকৃত হলাম
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
@@MyhouseBD আপনি ওই whatsapp নাম্বারে হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করুন ওরা উত্তর দেবে। আর যদি আপনার কাছে হসপিটাল আইডি জানতে চায় তাহলে বলবেন, ফার্স্ট টাইম যাচ্ছেন। এছাড়া আমি আপনার সমস্যাটা নিয়ে একটা পোস্ট করেছি আমার চ্যানেলে দেখি অন্যান্য বাংলাদেশী পেশেন্টরা যদি কোন উত্তর দেয় তাহলে আমি আপনাকে সঙ্গে সঙ্গে জানাবো।
@md.ismailhossen9284
@md.ismailhossen9284 Год назад
ভাই এনজিওগ্রাম করতে কত টাকা লাগে cmc তে?
@anutoshkundu3432
@anutoshkundu3432 Год назад
Dada cmc te ekti department er jonno hospital number card korar por abar jodi anno department e dr. dekhai takhon ki abar hospital number card korte hobe? naki oi card diyei hobe?
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
1 ta card diyei onek department e dakhano jabe
@anutoshkundu3432
@anutoshkundu3432 Год назад
Thank you.
@sumonroy7248
@sumonroy7248 4 месяца назад
নতুন কার্ড করতে চাইলে কোথায় গিয়ে করতে হবে,কিভাবে করবো,কি কি ডকুমেন্টস লাগবে
@ADHELPLINE
@ADHELPLINE 4 месяца назад
আপনি কি আগে ওখানে ডাক্তার দেখিয়েছিলেন ? যদি নতুন করে ডাক্তার দেখাতে যান তাহলে যেখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেখান থেকেই আপনাকে কার্ড দিয়ে দেওয়া হবে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের পরে। এই কাজগুলো সিএমসির টাউন ক্যাম্পাস অর্থাৎ পুরনো ক্যাম্পাস এবং নতুন রানীপেট ক্যাম্পাস দুই জায়গাতেই হয়।। ডকুমেন্ট বিশেষ কিছু লাগবে না যদি আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যান তাহলে আপনার হসপিটাল আইডি জেনারেট হয়ে যাবে সেই হসপিটাল আইডির এসএমএস দেখালেই দিয়ে দেবে, সাথে যে কোন একটা গভমেন্ট রিলেটেড আইডি প্রুফ নিয়ে গেলেই হবে। আর যদি অফলাইনে অর্থাৎ কাউন্টারে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করেন বা প্রথমবার রেজিস্ট্রেশন করেন তাহলে সেখান থেকে হাতে হাতেই কার্ড দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রেও একটা আইডি প্রুফ আপনাকে দেখাতে হবে
@riadmahmud6876
@riadmahmud6876 5 дней назад
​@@ADHELPLINEআমার ডুয়েল কারেন্সি কার্ড আছে। আমি ওপিডি কার্ড না করে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে সব ধরনের পেমেন্ট করতে পারবো কিনা?
@susantadutta9793
@susantadutta9793 Год назад
আমার sbi আকাউণটে টাকা আছে কিন্তু ডেবিট বা ক্রেডিট কার্ড বা চেকবই বা ক্যাশ নেই। ৫০০০০০ টাকা জমা করতে হবে অপারেশন করার জন্য, কিভাবে জমা করব? জানালে উপকৃত হব।।।
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
Ato taka (5 lac ) joma korar jonno check e valo hoto , akhon seta to nai apnar , eta to valo problem . Ami to kono solution pachhi na
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
Apni cash counter e giye kotha bole dakhun , orai kono na kono solution dite pare
@susantadutta9793
@susantadutta9793 Год назад
@@ADHELPLINE ক্যাশ কাউন্টারে ই গিয়েছিলাম । ওরা ওদের এস বি আই এর আ্যকাউণট ডিটেলস দিয়েছে। আমার আকাউণট থেকে সরাসরি ট্রান্সফার করতে বলেছে। ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ।
@rajeebauddy4341
@rajeebauddy4341 11 месяцев назад
Opad e ki patient er hye attender len den krte pare?
@ADHELPLINE
@ADHELPLINE 11 месяцев назад
hmm, Cash Counter e giye
@amitkumarmaji4531
@amitkumarmaji4531 3 года назад
আমি গ্যাস্ট্রোলজি ডিপারমেন্ট এর জেনারেল অ্যাপার্মেন্ট নিয়েছি প্রাইভেটে না পাওয়ার জন্য তারপর মেইল করি এবং ওরা রিপ্লাই করে আমাকে গ্যাস্ট্রোলজি ডিপারমেন্ট এ যেতে বলে মেলের document নিয়ে গেলে কী 26/10/21তারিখে যে জেনারেল অপর্মেন্ট ছিল তার পরিবর্তে পাইভেট এপারমেন্ট পাব।please reply
@ADHELPLINE
@ADHELPLINE 3 года назад
ওরা মেইলে আপনাকে কি জানিয়েছে সেটা জানা দরকার, ওরা কি প্রাইভেট Appointment কনফার্ম করে দিয়েছে ?, কিন্তু সেটা তো সম্ভব না কেননা আপনি পেমেন্ট করেছেন জেনারেলের সে ক্ষেত্রে জেনারেলের পেমেন্ট করে আপনি প্রাইভেটে কখনোই দেখাতে পারবেন না। তবে আপনি যখনই ভেলোর পৌঁছাবেন তৎক্ষণাৎ আপনি সরাসরি হসপিটালে গিয়ে Silver Gate এ কথা বলবেন , যদি যদি কোন প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট ফাঁকা থাকে তাহলে ওরা যদি আপনাকে এলাও করে তাহলে হতে পারে , তবে আপনাকে তার জন্য তৎক্ষণাৎ এক্সট্রা পেমেন্ট করে দিতে হবে, তাহলে সেটা আপনি নেক্সট দিনের হলেও পেয়ে যেতে পারেন। এছাড়া আপনি যে মেইলটা করেছেন বা মেইলের যে রিপ্লাই এসেছে সেই রিপ্লাই এর কপি নিয়ে আপনি গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট এর অফিস আছে সেখানে গিয়ে গ্যাস্ট্রোলজির যে সেক্রেটারি আছে তাকে সেটা দেখাবেন তারপর তিনি যদি কোন ব্যবস্থা করে দিতে পারেন করতে পারেন কিন্তু আপনাকে পেমেন্ট অবশ্যই করতে হবে।
@evaislam64
@evaislam64 2 года назад
Dhaka theke Ami n amr hub Ivf er jonno jabo.amader ki alada alada card Nite hobe?cmc hospital a azoosparmia treatment korte private dr valo hobe na general plz janaben.private dr dekhate ki lomba serial dhorte hoy????
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
আপনি যেকোন ডিপার্টমেন্টেই দেখান না কেন জেনারেল এ না দেখিয়ে প্রাইভেটেই দেখাবেন কেননা জেনারেল এ জুনিয়র ডাক্তাররা বসেন আর প্রাইভেটে সিনিয়র ডাক্তাররা বসেন। আর কার্ডের যে কথাটা বলছেন কার্ড তো আপনি এখান থেকে নিতে পারবেন না হসপিটালে গিয়ে তারপর পেশেন্টের নামে কার্ড দেওয়া হবে। আর যেহেতু গাইনোকোলজিক্যাল প্রবলেম সুতরাং মহিলারাই পেশেন্ট হিসেবে গণ্য হয় তাই কার্ড হয়তো আপনার নামেই হবে কিন্তু সেই কার্ড দেখিয়ে হাসবেন্ড ওয়াইফ দুইজনেই ডাক্তার দেখাতে পারবেন। হ্যাঁ প্রাইভেটে দেখাতে গেলে সিরিয়ালটা একটু দেরি হলেও হতে পারে কিন্তু আপনি যদি আগে থেকে অনলাইনে আপয়েন্টমেন্ট বুক করে আসেন তাহলে অত দেরি হবে না। আপনি ভেলোরে গিয়ে দেখাতে পারেন সেখানে যদি ফাইনাল রিপোর্ট দেখার পর ডাক্তার বলে আইভিএফ ছাড়া অন্য কোন উপায় নেই তখন একটু চিন্তাভাবনা করে কাজটা করাবেন। যদিও আমি আইভিএফ এর ব্যাপারে অত ডিটেলস জানিনা তবে আমার যতটা ধারণা আইভিএফ এর জন্য ভেলরের থেকে কিন্তু কলকাতা ভালো হবে। আপনি একটু অনলাইন সার্চ করে দেখুন কলকাতায় অনেকগুলো ভালো ভালো আইভিএফ ক্লিনিক আছে সেখানে যোগাযোগ করতে পারেন । (এটা জাস্ট আমি একটা সাজেশন দিলাম চিন্তাভাবনা করে দেখবেন।)
@evaislam64
@evaislam64 2 года назад
অনেক ধন্যবাদ আপনাকে এতোকিছু সুন্দর ভাবে গুছিয়ে বলার জন্য।অনেকের ভিডিও দেখেছি আমি কিন্তু কোনটাই আপনার মতো সুন্দর সহজ ভাষার ছিলো না।আপনার ভিডিও গুলা সত্যি অনেক উপকারি।বেস্ট অফ লাক 👍
@antarbarman8189
@antarbarman8189 2 года назад
দাদা CMC তে গিয়ে সরাসরি প্রাইভেটে এপোয়নমেন্ট নিতে চাইলে কতদিন পরের ডেটে ডাক্টার দেখানোর সুযোগ পাওয়া যাবে আনুমানিক বলেন। শিশু সার্জারির সবচেয়ে ভালো ডক্টর কে বলতে পারবেন দাদা? Hypospadious এর সার্জারি। Help me dada, i am from Bangladesh.
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
আপনি চাইলে সরাসরি সিএমসি পৌঁছে তারপর প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট নিতে পারবেন, কিন্তু অ্যাপোয়েন্টমেন্ট কয়দিন পরে পাবেন সেটা ডিপেন্ড করছে আপনি বছরের কোন সময় সিএমসিতে পৌঁছাবেন, যেমন ধরুন দূর্গা পূজার ছুটিতে যদি আপনি সিএমসি পৌঁছান তখন আপনার প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট পেতে অন্ততপক্ষে দুইদিন এবং সর্বোচ্চ তিন-চার দিন ওয়েট করতে হতে পারে, এছাড়া বছরের অন্যান্য সময় যদি আপনি সিএমসি যান তাহলে একদিন পরেই পেয়ে যাবেন প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট। তবে আমি আপনাকে পরামর্শ দেব অনলাইন এ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর সিএমসি যেতে তাহলে আপনি অ্যাডভান্স প্ল্যান করে রাখতে পারবেন আপনি যেদিন সিএমসিতে পৌঁছাবেন তার পরের দিন সকাল থেকেই আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে আপনাকে অযথা ওয়েট করতে হবে না।
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
আপনার শিশুর যে সমস্যার কথা বললেন সেটা শুনে আমার যা মনে হচ্ছে, ওকে পেডিয়াট্রিক সার্জারী ডিপার্টমেন্ট দেখাতে হবে। এবার পেডিয়াট্রিক সার্জারী ডিপার্টমেন্ট এর দুটি ইউনিট আছে- পেডিয়াট্রিক সার্জারী ইউনিট ওয়ান এবং পেডিয়াট্রিক সার্জারী ইউনিট 2 প্রতিটি ইউনিটে সিনিয়র 5 থেকে 6 জন করে ডাক্তার আছেন এবং এই দুটি ইউনিট এর মধ্যে আপনি যেকোন একটা ইউনিটের যেকোনো একজন ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে পারেন। এবার আপনি যদি অনলাইন এ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান তাহলে আপনি স্পেসিফিক্যালি একজন ডাক্তার নিজে থেকে সিলেক্ট করে নিতে পারবেন। কিন্তু যদি আপনি সিএমসি পৌঁছে সিএমসির ক্যাশ কাউন্টারে গিয়ে প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট নিতে চান, তখন আপনাকে বুকিংক্লার্ক কে রিকোয়েস্ট করতে হবে যে আমার অমুক ডাক্তারের এপয়েন্টমেন্ট চাই, তখন সেই বুকিংক্লার্ক কম্পিউটারের চেক করে বলবেন আপনি যার অ্যাপোয়েন্টমেন্ট চাচ্ছেন তার অ্যাপোয়েন্টমেন্ট কয়েকদিনের মধ্যে ফাঁকা আছে কিনা, যদি ফাঁকা থাকে তাহলে আপনাকে দিয়ে দেবেন আর যদি না থাকে বা অনেক দেরি ওয়েট করতে হয় তখন ওই ডিপার্টমেন্টের ওই ইউনিটের অন্য যে কোন একজন সিনিয়র ডাক্তারের এপয়েন্টমেন্ট আপনাকে দিয়ে দেবে। এইজন্য আমার পরামর্শ হচ্ছে অনলাইনে অ্যাপোয়েন্টমেন্ট করে তারপর সিএমসি তে যান, আর সিএমসি অনলাইন অ্যাপয়েন্ত্মেন্ট কিভাবে বুক করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেটার লিংক আমি দিচ্ছি ওই লিংকে গিয়ে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KVUSW8SpiHE.html
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
এবার আসি নির্দিষ্ট ডাক্তারের নাম প্রসঙ্গে দেখুন সিএমসির মতো প্রতিষ্ঠান সেখানে স্পেসিফিক কোন ডাক্তারের ভরসায় কখনোই যাওয়া ঠিক নয়, কারণ এখানে ডাক্তাররা কিন্তু পার্মানেন্ট যে থাকবেন সবসময় তা কিন্তু নয়, যেমন ধরে নিন কোন ডাক্তার হায়ার স্টাডিজ এর জন্য বিদেশে পড়াশোনা করতে চলে গেলেন লিভ নিয়ে তখন আপনি তার দেখা নাও পেতে পারেন, এছাড়া সিএমসিতে প্রত্যেক ডিপার্টমেন্টের যেই ইউনিটগুলো রয়েছে সেখানে 5-6 জন ডাক্তারের একটা টিম থাকে আপনি যেকোন ডাক্তারকেই দেখান না কেন ওই ইউনিটের বাদবাকি সকল ডাক্তাররা মিলেই কি ট্রিটমেন্ট হবে সেটা ডিসাইড করবেন, সেই জন্য স্পেসিফিক ডাক্তারের নাম ধরে অ্যাপোয়েন্টমেন্ট না পেলেও কোনো অসুবিধা নেই ।আপনি সেই ইউনিটের প্রেসেন্ট , আর এই প্রাইভেট ইউনিট গুলোর সকল ডাক্তাররাই একই রকম এক্সপেরিয়েন্সড এবং কোয়ালিফাইড। তবুও আপনি যেহেতু জানতে চাইছেন তাই আমি প্রত্যেকটা ইউনিটের দুজন করে ভালো ডাক্তারের নাম আপনাকে লিখে দিচ্ছি, এদের মধ্যে সবাই নাও থাকতে পারেন এখন বর্তমানে, তবুও এর মধ্যে 2-3 জনকে অবশ্যই পেয়ে যাবেন:- Paedatric Surgery I ( Tues, Thurs & Saturday) 1) Immanuel Sampath Karl, MS (Gen.Sur), M.Ch (Paed.Sur) (On leave) 2)Ravi Kishore B.S.S, MS (Gen.Sur), M.Ch(Paed.Sur) 3)Harshjeet Singh Bal, MS, M Ch (on leave) 4)Susan Jehangir, MS(Gen.Sur), M.Ch (Pead.Sur) এই ম্যাডাম খুবই ভালো : Jujju Jacob Kurian,MS (Gen.Sur), M.Ch (Paed.Sur), MRCS : Vivek Samuel Gaikwad, MS(Gen.Sur), M.Ch (Paed.Sur) Paediatric Surgery II (Monday Wednesday Friday) 1) John Mathai, MS, DNB (Gen.Sur), M.Ch (Paed.Sur) 2)Sundeep M.C.Kisku, M.S(Gen.Sur), M.Ch (Paed.Sur), FEBPS, FRCS 3) Tarun John K.Jacob, MS, M.Ch (On leave) 4)John K Thomas, MS, M.Ch, DNB 5)Arun Kumar, MS (Gen.Sur), M.Ch (Paed.Sur), MRCS
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
আপনি এই দুজনের মধ্যে একজনের অ্যাপোয়েন্টমেন্ট নিতে পারেন Pediatric Surgery 1 এর Susan Jehangir, MS(Gen.Sur), M.Ch (Pead.Sur) অথবা Pediatric Surgery 2 এর John Mathai, MS, DNB (Gen.Sur), M.Ch (Paed.Sur)
@rahmanmd6147
@rahmanmd6147 Год назад
ভাইজান, রোগীর নামে যে OPAD কার্ড করা হয়েছে, সে OPAD কার্ডে এটেনডেন্টের ডেবিট কার্ড থেকে রিচার্জ করা যাবে?? প্লীজ জানাবেন।
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
যাবে। তবে কার্ডটি যদি বাংলাদেশের কোন ব্যাংকের হয় তবে সেই ডেবিট কার্ডে ইন্টারন্যাশনাল পেমেন্ট ফ্যাসিলিটি থাকতে হবে।
@aongsusamadder2700
@aongsusamadder2700 3 года назад
Appointment er doctor change korar kono way acha ki? Medicine to neurology
@ADHELPLINE
@ADHELPLINE 3 года назад
এমনিতে ডিপার্টমেন্ট চেঞ্জ করার কোন অপশন নেই । তবে আপনি মেডিসিনের যে অ্যাপোয়েন্টমেন্ট করেছেন সেই নির্দিষ্ট দিন ঔ medicine ডাক্তার এর কাছে যাবেন না তাহলে ঝামেলা শেষ আপনার শুধু মেডিসিনের appointment এর টাকাটা নষ্ট হবে ।তাতে কোন অসুবিধা নেই আপনি নতুন করে আবার cmc এর পেশেন্ট পোর্টলে hospital ID no. & password দিয়ে log in করে আরেকটা নিউরোলজি Appointment নিয়ে নিন । তাহলেই সমস্যার সমাধান।
@rajansheshadhri939
@rajansheshadhri939 2 года назад
Video dekhe mone holo investigation er jonyo OPAD payment korle receipt e test er name wise break up thake na kintu cash payment er receipt e investigation er break up thake. Byapar ti ki erokom i na bujhte bhul holo?
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
Na na , test er name & amount breakup kore lekha thake . Cash counter er joto page er receipt paben ekhaneo serokom e paben. Asole video korar somoy amar kache sob gulo page chilo na sejonno erokom mone holo apnar.
@rajansheshadhri939
@rajansheshadhri939 2 года назад
@@ADHELPLINE Hmm Dhanyabad.
@mlstechnology9142
@mlstechnology9142 Год назад
ভাই সি এমসিতে দিতীয়বার গেলে করনীয় কি, প্রথম বারে যা করতে হয় তাই কি ফলো করতে হবে
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
Bangladesh theke? Tahole visa pasaport , form c, police station, CMC International relationship office. er kaj gulo sob same
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
Tobe hospital registration ar notun kore korte hobe na , ager registration ba Hospital ID no. diyei kaj cholbe
@reshmaislam7187
@reshmaislam7187 2 года назад
টুরিস্ট ভিসা দিয়ে কি সি এম সিতে ডাক্তার দেখানো জাবে?
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
Ami sure na. Tobe onek bangladeshi patient er kache sunechi jai. Apni confirm kore niyen onno kotha theke.
@sinjinidey819
@sinjinidey819 2 года назад
Dada cmc te mri ba angiography typer test gulor kirokm costing pore?
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
সেরকমভাবে এগজ্যাক্টলি কত লাগতে পারে সেটার ধারণা আমার নেই । তবে এটা বলতে পারি সেখানে টেস্ট এর যা মূল্য হবে অন্য কোথাও ওর থেকে কমে পাবেন না । সিএমসিতে টেস্টের খরচ সব থেকে কম। আমার পরিচিত একজন 2012 সালে তার কানের সমস্যা ছিল সেই জন্য তার বাঁদিকের কানের সংলগ্ন মস্তিষ্কের এমআরআই করা হয়েছিল তখন তার খরচ পড়েছিল 6500 টাকা (এটা জাস্ট আপনাকে ধারণা দিলাম এখন সে হিসেবে মূল্য অবশ্যই বেড়েছে, এবার যদি কোন পেশেন্ট এর ফুল মস্তিষ্কের এমআরআই করতে তখন খরচ অবশ্যই বেশি পড়বে যদি কারো ফুল বডি করতে হয় তাহলে তো খরচ তার থেকেও বেশি হবে )
@aniruddharay2298
@aniruddharay2298 2 года назад
Opad এ টাকা ভারতে কি কাউন্টারে যেতেই হবে? যদি লাইন দিয়ে ভোরতে হয় তাহলে পেশেন্টকে দেখাবার দিনই ভরতে হবে নাকি আগের দিন টাকা ভরা সম্ভব??🙏
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেছে ভিডিওতে দেখে নিন ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Mr4SIuDa7Tk.html
@faruksarker2709
@faruksarker2709 2 года назад
Vai Dutch bangla debit card theke ki bill payment kora jay.....
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
na. For Indian patient - Indian Debit/ATM card, credit card For International patients (BANGLADESHI ) only credit card with international transaction facility
@user-hn1hd3po8u
@user-hn1hd3po8u 2 года назад
কার্ডের ব্যালেন্স ঢুকালে পরে কি ওই টাকা আবার উঠিয়ে নেওয়া যায়
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
Hmm , nirdisto counter e giye ID proof & hospital card dakhiye remaining balance uthiye neoa jai . Video to bola ache sob
@abedhossain3662
@abedhossain3662 2 года назад
আপনি কোন হোটেলে ছিলেন??? ভাড়া কত নিচ্ছে।।।সিএমসি থেকে কত দূরে হোটেল
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SY09LR0x0i0.html এই video তে বলা আছে। সরাসরি ওই অংশ দেখতে চাইলে video টির ৭ মিনিট ৩০ সেকেন্ড থেকে দেখুন।
@abedhossain3662
@abedhossain3662 2 года назад
সিএমসি হাসপাতালে আমার কাড ৩০ হাজার টাকা জমা আছে,,২০১৬ সালের পর আর যাওয়া হয়নি
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
এরকম করলেন কেন? টাকাটা তো তুলে নিতে পারতেন। এরপরে কোনদিন আসলে তুলে নেওয়ার চেষ্টা করবেন সঙ্গে গভমেন্ট আইডি প্রুফ এবং হসপিটাল আইডি কার্ড আবশ্যক।
@abedhossain3662
@abedhossain3662 2 года назад
@@ADHELPLINE ২০১৬ সালে আমি আমার বউ, ও আমার আম্মা গিয়েছিলাম চিকিৎসা করতে কিন্তু আমার আম্মা হাট সমস্যা ধরা পরছে,আমি ও আমার বউ চিকিৎসা করি নাই,আমার আম্মাকে বাইপাস অপারেশন করছি,,আমরা কাড ১লাখ ৩০ হাজার রুপি জমা করে চলে আসছি,হয়তো ভেবেছি ৫ মাস পর যাব আর যাওয়া হয়নি,,আমি অবশ্য ২৮ তারিখ যাব,আমার কাড ৩০ হাজার রুপি,আর বউয়ের কাড ১ লাখ,রুপি,,কাজের ব্যস্ততা কারণে যাওয়া হয়নি
@forhadulhabib2999
@forhadulhabib2999 2 года назад
Bhai amr registration korar time ki appointment baddotamolok. Amr already cmc er card ace. Ami akjon Bangladeshi.
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
আপনার আগে থেকে হসপিটাল কার্ড থাকলে আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। আপনি সি এম সির এপয়েন্টমেন্ট পেজে গিয়ে লগইন করতে পারবেন আপনার হসপিটাল আইডি এবং আপনার ইমেইল আইডিতে একটি ওটিপি আসবে তারপর লগইন করে নতুন করে যে কোন ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
@satyabrataganguly3118
@satyabrataganguly3118 2 года назад
If I get general appointment in gastro deptt and after visit general doctor advice for private doc visit after testing , then may I get private doc appointment within few days. I am not getting private booking now, what should I do
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
This is the busiest time at cmc , so you will be unable to book private appointments online for some of the busiest departments at CMC like gastroenterology within 1 or 2 moths in advance . You can definitely do it 90 days in advance. ( অর্থাৎ যদি আপনি ডিসেম্বরে সিএমসি তে যেতে চান তাহলে আপনাকে অক্টোবরেই অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে রাখতে হতো) you must reach CMC fast, then go to the booking counters and opt for private appointment, in that case you will be given private appointments within 3-7days. if your problems are not that much serious , then you can book general appointments, the general dr. will prescribe the tests, after doing the tests when you visit the general doctor for the second time, and if the general doctor finds some difficulty , then he will definitely refer you to the private doctor ( depending upon his decision only) you can also request the general doctor in the first appointment date to refer you to the private unit but if you are suffering from some major problems and you are going to CMC for some operation then you should not book general appointments, visit CMC Vellore first and then book private appointments going to the CMC booking counter.
@sagorikakhan8987
@sagorikakhan8987 2 года назад
International credit card theke OPAD a recharge kora jai na??
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
na. OPAD online e recharge kora jai na. Cmc er cash counter e giye opad recharge korte hobe , sekhane apni payment Cash e or Card swipe kore j kono bhabe korte paren
@shubhadippatra5616
@shubhadippatra5616 2 года назад
Bolchilam dada opad theke taka refund ki sath sath diye dei 🙏🏻🙏🏻🙏🏻
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
hmm. 2000 er niche hole ISSCC building er ground floor er cash counter theke immediately peye jaben refund sudhu Patient er hospital ID card , & j kono akta govt. ID proof niye jete hobe AADHAR CARD/PAN CARD/ PASSPORT etc.
@saniasultana849
@saniasultana849 2 года назад
ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই । আমার ভাই খুব অসুস্থ । আমারা সি এম সি যেতে চাই । আপনার সাথে কিভাবে একটু কথা বলতে পারি, ফোন নম্বর কি দেওয়া যাবে ।নেটে বলা সব কিছু বুঝিনা
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
atclub.18@gmail.com এই মেইল আইডি তে E mail করে আপনার যা যা জানার আছে লিখে পাঠান, আমি রিপ্লাই দেবো।
@chaitypramanik5258
@chaitypramanik5258 2 года назад
Amar thaka tahola 500 tk nilo keno kindly bolben.
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
কি কারনে নিল বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলুন।
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
আর যে টাকাই নিক না কেন সেটার একটা বিল দেয় সেই বিলে কারণ উল্লেখ করা থাকে কি কারণে টাকাটা নেওয়া হয়েছে।
@AbuSayed-e5m1f
@AbuSayed-e5m1f Год назад
অপারেশনের টাকা কি জমা দেয়া যাবে এই কাটে
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
hmm
@ashokedutta4439
@ashokedutta4439 2 года назад
দাদা CMC হসপিটালে West Bengaler sasthya sathi card approval আছে? কি নিয়ম জানালে উপকৃত হব ।
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
Approval আছে , কিন্তু আমার Swastha sathi card নেই তাই ,use করে দেখতে পারিনি , তাই পদ্ধতি টা কেমন তা বলতে পারছিনা।
@jahidahamed2104
@jahidahamed2104 2 года назад
Swastho sathi card approve hoy but after confirmation from Wb health dept. spnie surgery swastho sathi cover hoyna. Plz call swastho sathi help line number for more information.
@rahebback3393
@rahebback3393 2 года назад
Opad কিভাবে করবো? কোথায় করবো ভাই ?
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
Video ta dakhen , sob dakhano ache.
@ADHELPLINE
@ADHELPLINE 2 года назад
OPAD আলাদাভাবে কিছুই নয়, আপনি হসপিটালে গিয়ে একটা আইডি কার্ড পাবেন, ওই আইডি নাম্বারে এগেনস্টে আপনি টাকা এডভান্স ভরিয়ে রাখতে পারেন সিএমসির যেকোনো ক্যাশ কাউন্টার থেকে, পরে যে কোন পেমেন্ট যখন করতে হবে তখন ডাক্তার সরাসরি যখনই টেস্ট সিলেক্ট করে দেবেন তখন অটোমেটিক টাকাটা কেটে নেবে এবং আপনাকে আর ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা লাইন দিয়ে জমা দিতে হবে না এবং এই যে টাকাটা জমা হলো সেটার রশিদের প্রিন্ট আউট আপনি ডাক্তারের পাশে বসা এমা রো কাউন্টার থেকেই পেয়ে যাবেন।
@rahebback3393
@rahebback3393 2 года назад
@@ADHELPLINE Thank you vai ❤️❤️
@jahngiralam8757
@jahngiralam8757 Год назад
@@ADHELPLINE আর অটোমেটিক কেটে নিলে আর কোন কিছু ছাড়াই কি, ডাইরেক্ট যে টেস্ট দিবে সেখানে গিয়ে শুধু সিম্পল দিলেই হবে কি?
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
@@jahngiralam8757 Na Na . আপনার যে পেমেন্টটা কমপ্লিট হলো সেই পেমেন্ট স্লিপ নিতে হবে আপনাকে। পেমেন্ট স্লিপ না দেখালে স্যাম্পল জমা দিতে পারবেন না। এবং সেই পেমেন্ট স্লিপ নিতে হবে আপনাকে MRO ( মেডিকেল রেকর্ড অফিসার) এর কাউন্টার এর প্রিন্টার থেকে। ডাক্তার যে রুমে দেখে তার পাশেই ছোট্ট একটা জায়গায় MRO কাউন্টার সেখানে গিয়ে বলবেন আমার অনলাইনে পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট স্লিপ গুলো প্রিন্ট করে দিন।
@kanchandutta1774
@kanchandutta1774 Год назад
লাইনে দাড়াতে হবে
@ADHELPLINE
@ADHELPLINE Год назад
প্রথমবার কার্ডে টাকা রাখার জন্য একটু লাইনে দাঁড়াতে হবে। ধরুন আপনি হসপিটালে পৌঁছে HOSPITAL CARD পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কার্ডে ২৫-৩০ হাজার টাকা রেখে দিলেন কেবলমাত্র তখনই একবার লাইনে দাঁড়াবেন। এরপর থেকে ডাক্তারের ফী, টেস্টের খরচ এগুলো সরাসরি ওই টাকা থেকে কেটে নেওয়া হবে আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না শুধুমাত্র পেমেন্ট হওয়ার পর receipt প্রিন্ট আউট দরকার আছে সেই প্রিন্ট আউট আপনি ISSCC বিল্ডিং এর নিচ তলায় কতগুলো অটোমেটিক মেশিন আছে সেখান থেকেও নিতে পারেন অথবা ডাক্তার দেখানোর ঘরের পাশে MRO counter থেকেও প্রিন্ট আউট নিতে পারেন আপনাকে সাধারণ ক্যাশ কাউন্টারে গিয়ে লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না।
@wordanimal259
@wordanimal259 3 года назад
দাদা তোমার mobile number ta পেতে পারি একটু জরুরি দরকার ছিল
@ADHELPLINE
@ADHELPLINE 3 года назад
Sorry ভাই। মোবাইল নাম্বার এখন দিতে পারছি না আপনি আমাকে ইমেইল করতে পারেন, এই ইমেইল আইডিতে:- atclub.18@gmail.com
Далее
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Просмотров 3,5 млн
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Просмотров 3,5 млн