bhai amar akjon lok Bangladesh theke doctor dekhate asbe India te ar ami India te achi ami ki onar jonno India theke appointment nite parbo ? seta diye uni ki bisha korte parbe?
@@edudaily20ভাইয়া বর্তমানে নাকি ক্রেডিট কার্ড নিয়ে টাকা পেমেন্ট হচ্ছে না এটা কী সত্যি? দোকানে করাতে গিয়েছিলাম ওখানে বলতো তো! আর ভাইয়া একটি ইমেইল দিয়ে তিন জনের এপয়েনমেন্ট নেয়া যাবে তো না? প্লিয এ দুটো তথ্য দিয়ে সহযোগীতা করলে বেশ উপকৃত হতাম 🙏🙏।
@@edudaily20 ভাইয়া আপনার কাছে অনেক হেল্প পেয়েছি। আজীবন কৃতজ্ঞ থাকবো 🙏🙏। ভাইয়া ইন্ডিয়া যাবার আগে শেষ আরেকটি বিষয়। তা হলো আমি আজ আমার পাসপোর্ট দিয়ে এপোয়েন্টমেন্ট এর ফরম পূরন করতে শুরু করেছিলাম। ইমেইল ভেরিফাই করি নি। কিন্তু তার আগেই ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে!! এখন আমি আমার এই পাসপোর্ট দিয়ে আবার নতুন করে আবেদন করতে পারবো ভাইয়া? করলে কী নতুন ইউজার আইডি তৈরি হবে 🙏?
ডুয়েল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড এর কোথাও কি ডুয়েল কারেন্সি লেখা থাকে? আমার ইসলামী ব্যাংক এর ভিসা ডেবিট কার্ড দিয়ে অনেকবার ট্রাই করলাম ফেইল আসছে।
ভাই, প্রায় ১০দিন যাবত CMC এপোয়েন্টমেন্ট এর পেমেন্ট করা যাচ্ছে না। আগে ঠিক ছিলো। ১০/১৫ দিন ধরে পেনেন্ট করা যাচ্ছে না। একাধিক ডেভিড কার্ড দিয়ে ট্রাই করেছি। ফেইলর হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে কি পেমেন্ট বন্ধ হয়ে গেলো?