Тёмный

Dacoits are on the Road sung by Abdul Hai Dewan গায়ক আব্দুল হাই দেওয়ান গায়ক আব্দুল হাই দেওয়ান 

Janet Best
Подписаться 82 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Dacoits are on the Road is from a palagan that took place in Bibir Bazar, Bangladesh on March 10, 2006. It describes an incident from the life of the Muslim holy man, Abdul Qadir Jilani (also called Boro Pir, which means Great Saint). Dacoits are bandits.
Singer - Abdul Hai Dewan (Half-Matal)
Camera person & Editor - Janet Best
Translator - Zisan Shariar
গায়ক আব্দুল হাই দেওয়ান
বিবির বাজার বাংলাদেশ ২০০৬
চিত্রগ্রহণ এবং সম্পাদনায় জ্যানেট বেস্ট
হইয়া, হয়া রাস্তায় খাড়ায় ডাকাতেরা
রাস্তায় খাড়ায় ডাকাতেরা
করতেছে মাতামাতি
পীরেরে করতে গেলো ডাকাতি, ডাকাতি
বড় পীরে করতে গেলো ডাকাতি
আরে ডাকাইতেরা আছিলো ছয়জন
আমার বড় পীরকে ঘিরিয়া ধরিলো যখন
আরে বড়পীর কয় সাঁইজি আমার
এখন আমার হইবো কি
পীরেরে করতে গেছে ডাকাতি, ডাকাতি
রাস্তায় খাড়ায় ডাকাতেরা
রাস্তায় খাড়ায় ডাকাতেরা করতেছে মাতামাতি
বড়পীরের বয়স তখন নয় মাস, মোকাম হইলো তার।
মার কাছে বললো মা
কথাবার্তা বললে কি খারাপ লাগে ভাই
তায় বড়পীরে মার কাছে জিগাইলো
সন্তান মা আমি জারিদা সম্পন্ন করলাম
আমার আরো উচ্চশিক্ষায় শিক্ষিতা শিক্ষা করতে আমি বাগদাদের পথে রওনা হব
আইইই এটাই আমার পেশামতে আমি শিক্ষা করবো
বাবা তুমি যাবা তোমার তোষক-পোশাক যাই কিছু আছে
রাস্তার মধ্যে তোমার আরো টাকার প্রয়োজন আছে
তাইতে তিন বছরের ঘরের তোষক-পোশাক সিলায়ে,
ওই তোষক-পোশাক, টাকা-পয়সা দিয়া ছেলেকে বিদায় করলেন
আরো দিলেন চল্লিশটা মোহর
তার কন ভাই, কত দাম হইতে পারে এখন
চল্লিশ মোহর এবং টাকা পয়সা বস্তার মধ্যে
খরচো হয়ে যায় তবে তো ভিক্ষা করতে হবে এতদিন
বাড়ি ফেরা পর্যন্ত
চল্লিশটা মোহর নিয়া যাইতেসে
আর ওইখানে চল্লিশ জনের কাফেলা হইয়া যাইতাছে
বাগদাদের পথে রওনা হইতে আর বাণিজ্য করার জন্য কেন
আর ওই মুহুর্তে অ্যাটাক করলেন কিছু
দস্যু দলের একান্ত দস্যুগত অপরাধ করতো
হাইজ্যাক করতো, রাহাজানি করতো
মানুষের টাকা পয়সা হাতের থেকে খুলে নিয়ে যেত, এমন করেই।
হাত থেকেই, তারা দেখলো ওই কাফেলার মধ্যে একজন বালকের উপস্থিতি
রাস্তায় খাড়ায় ডাকাতেরা
করতেছে মাতামাতি
পীরেরে করতে গেলো ডাকাতি, ডাকাতি
বড় পীরে করতে গেলো ডাকাতি
মায়ে বোনে ঘরে ছেড়ে যায় যদি জীবন
মিথ্যা কথা বলিও না মায়েরই বচন
দরদী আমার দরদীয়া
আমি চাইনা রে পাগলার স্বর্ণ
চাইনা রে পাগলার স্বর্ণ তাও আমার হইলো ক্ষতি
পীরেরে করতে গেলো ডাকাতি, ডাকাতি
পীরেরে করতে গেলো ডাকাতি
রাস্তায় খাড়ায় ডাকাতেরা
করতেছে মাতামাতি
পীরেরে করতে গেলো ডাকাতি, ডাকাতি
পীরেরে করতে গেলো ডাকাতি
যা কিছু ছিল আমার বড়পীরের
কাফেলার মধ্যে যারা ছিল ওই বালক মনে কইরা
আমার বড়পীরের আর কিছু ধরে নাই
ওই বালকের কাছে কিছু থাকে না, বালক মানুষ
যার যা কিছু আছে টাকা-পয়সা আছে
থাকে যখন, তার পর আর কিছু নিয়া গেলেন না
... ভয়ে পিছনে পরে গেলেন
আবার কয় সর্দার ডাকাতের
হে বালক তোমার কাছে কি আছে বল
আর বালক আব্দুল কাদের জিলানী বলতেছে
আমি মা আমাকে বলেছে আমার মা শান্তি
আমার মার কথা তো আমি অমান্য করতে পারি না
মায়ে বলছে বাবারে রাস্তার মধ্যে যখন কিছু বিপদ আসে
যাহা কিছু হোক তুই কখনো মিথ্যা কথা বলবি না
এইটা আমার আদেশ
তারপর এই ডাকাতের সর্দারের কাছে বলতাসে
বস্তার মধ্যে চল্লিশটা দিনার
সিলাই কইরা দিয়া দিসে দরদী আমার
আমার দরদী কয় চল্লিশটা দিনার
সিলাইয়া দিয়া দিসে দরদী আমার
আরে সত্য কথা বিধান তোমার
সত্য কথা বিধান তোমার
মিথ্যা কই না একরত্তি
পীরেরে করতে গেলো ডাকাতি, ডাকাতি
পীরেরে করতে গেলো ডাকাতি
রাস্তায় খাড়ায় ডাকাতেরা
করতেছে মাতামাতি
বড়পীর আমার বড়পীর বড়পীর আমার
ওই জায়গাতে ডাকাত সকল ওই জায়গাতে
বলে তোমার মত এমন মানুষ দেখি না যে আর
পীরের উপর ভক্তি দিয়া কানছে বারেবার
বড়পীর আমার বড়পীর আমি পাপী
সকল পথিমধ্যে ডাকাতি করলাম
হাইটা কত রাহাজানি করলাম
কিন্তু কোনদিন এইরকম মক্কেল দেখলাম এ কোন হাল
মানুষ এ কেমন
এত ছোট বাচ্চা নয় বছর, নয় বছর মাত্র বয়স
এখনি তার মার কথা পালন করতে পারে
আমি আমার বয়সে কত মানুষের ধন-সম্পদ লুট করলাম
কত মানুষের চাকরির পাচার করলাম
আমি কত পাপী হয়ে গেলাম
আর ওই ব্যক্তি মার আদেশ নিয়া
রওনা করেছে একা একা যাবে শিক্ষা-দিক্ষা করতে
ও শিক্ষা-দিক্ষা টাকা-পয়সার লাগবে অনেক যাই আছে
টাকা-পয়সা নিয়া যান কিন্তু চল্লিশটা মোহর যদি সে বলতো
যে আমার কাছে মোহর নাই
তখন তো আমি চলে যাইতাম
কিন্তু আমাদের মধ্যে এই অন্য মানুষ বলতেছে
আমার মার আদেশ
আমি উচ্চশিক্ষার কথা বলিয়া
যার জন্য এই চল্লিশটা দিনারের কথা সে বইলা দিল
আমি দস্যু চিন্তা করতে লাগলো
এই ব্যক্তি তো সেই ব্যক্তি না
এই ব্যক্তি তো সেই ব্যক্তি না আরো কিছু জাইনা লই
কানতেছে
উচ্চশিক্ষায় শিক্ষা করতে বাগদাদেতে যাবো
… অক্ষর গোপন তত্ত্ব আপনারে জানাবো
আমি উচ্চশিক্ষায় শিক্ষা করতে বাগদাদেতে যাবো
… অক্ষর গোপন তত্ত্ব আপনারে জানাবো
আমি জিন্দা থেকেই … পাবো
জিন্দা থেকে … পাবো বিভিন্নভাবে রাখি
পীরেরে করতে গেলো ডাকাতি, ডাকাতি
পীরেরে করতে গেলো ডাকাতি
রাস্তায় খাড়ায় ডাকাতেরা
করতেছে মাতামাতি
পীরেরে করতে গেলো ডাকাতি, ডাকাতি
তোমার মত এমন মানুষ দেখি না যে আর
পীরের উপর ভক্তি দিয়া কানছে বারেবার
তোমার মত এমন মানুষ দেখি না যে আর
পীরের উপর ভক্তি দিয়া কানছে বারেবার
আমার মাতালেরে করিও না
করিও না
বড়পীর আমার
তুমি মাতালেরে করিও না
মাতালেরে করিও না
রাজ্জাকেরে করিও না বাবা এই রইলো আমার মিনতি
তোমার মত এমন মানুষ দেখি না যে আর
পীরের উপর ভক্তি দিয়া কানছে বারেবার
তোমার মত এমন বান্ধব দেখি না যে আর
পীরের উপর ভক্তি দিয়া কানছে বারেবার
তুমি হাফ-মাতালেরে করিও না
হাফ-মাতালরে করিও না এইযে আমার মিনতি
আল্লাহু আল্লাহ

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
Далее