Тёмный

Debabrata Biswas LIVE in the 1970s - Pt 25- আত্মকথন / অকারণে অকালে মোর / প্রভু আমার প্রিয় আমার 

jghosh64 @ Debabrata Biswas
Подписаться 13 тыс.
Просмотров 12 тыс.
50% 1

দেবব্রত বিশ্বাস এবং মঞ্জুশ্রী চাকরি সরকারের যে কেমিস্ট্রি তা নিয়ে আমার কথা বলা সাজে না, যারা সেই ম্যাজিক প্রত্যক্ষ করেছেন, কেবলমাত্র তারাই তা উপলব্ধি করেছেন প্রতিটি শিরায়, প্রতিটি রক্ত বিন্দুতে। দেবব্রত বিশ্বাসকে নিয়ে কাজ করতে করতে এই দুই পরিবারের কিছু মানুষের সঙ্গে আলাপিত হওয়ায় এবং কাছে আসার সূত্রে দেবব্রত বিশ্বাস এবং মঞ্জুশ্রী চাকরি সরকারকে অন্য চোখে, অন্য বোধে, কিছুটা হলেও হৃদয়ঙ্গম করতে পেরেছি এইটুকু দাবি হয়তো করতে পারি। দেবব্রত বিশ্বাসের ভাগ্নে, প্রয়াত যতিশংকর চক্রবর্তীর স্ত্রী, আমার দিদি, অনিন্দিতা চক্রবর্তীর কথা আপনাদের আগেই বলেছি। আজ বলবো মঞ্জুশ্রী চাকরি সরকারের ভাই প্রয়াত নীলাদ্রি চাকী এবং তার স্ত্রী রাণু চাকীর কথা। দাদাকে আমি তার শেষ দু বছর ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিনেছি এবং জেনেছি। কিন্তু দিদির সঙ্গে আলাপ খুব বেশি দিনের নয়, কেবলমাত্র মাস তিনেকের। এই তিন মাসের মধ্যেই তিনি আমার গার্জেন এবং খুব আপনার লোক হয়ে উঠেছেন, সে বলার অপেক্ষা রাখেনা। তার কাছ থেকে ভালোবাসা এবং বকাবকি দুই প্রভূত পরিমাণে আমি পেয়ে থাকি! কতটা কাছের সেটা বলতে গেলে একটা উদাহরণ দিতে হয়। কিছুদিন আগে রাত্রি প্রায় সাড়ে এগারোটা- পৌনে বারোটা নাগাদ দিদি আমাকে টরোন্টো থেকে হোয়াটসঅ্যাপ করলেন, "কিরে ঘুমিয়ে পড়েছিস?" আমি কল ব্যাক করতে খুব উত্তেজিত হয়ে জানালেন, "জানিস কি খুঁজে পেয়েছি তোর দাদার বইয়ের তাকে? জর্জদার একটা আস্ত ক্যাসেট।" তারপর সেই ক্যাসেট থেকে টুকরো টুকরো গান আমাকে পাঠাতে আরম্ভ করলেন। আর সঙ্গে বলতে লাগলেন দেবব্রত বিশ্বাস এবং মঞ্জুশ্রী চাকী সরকারের অজস্র স্মৃতি, যা রাণুদির মনের মণিকোঠায় ধরা আছে। পাশাপাশি আমাকে বললেন দিদির এবং দাদার সংগ্রহে দেবব্রত বিশ্বাসের যা রেকর্ডিং আছে তা আমি যেন ইউটিউবে আমার চ্যানেলের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেই। আজ আপনারা যা শুনছেন এটি তার প্রথম কিস্তি।
আজকের যে তিনটি গল্প তার প্রথমটি প্রয়াত অনুপ চৌধুরী মহাশয়ের কাছ থেকে শোনা এবং পরের দুটি আমার অতি প্রিয় দুজন মানুষ অধীপ চৌধুরী মহাশয় এবং চন্দন দাশ শর্মা মহাশয়ের কাছ থেকে শোনা।
গল্প এক
অনুপ স্যার-এর কাছ থেকে যে গল্পটি শুনেছিলাম, সেটি আমি টেপ করে রেখে দিয়েছিলাম এবং আজকে সেই গল্প বলতে বসে মনে হচ্ছে স্যারের ভাষাতেই বলা সমীচীন হবে। তাই গল্পটি ফার্স্ট পার্সনেই রইল।
“১৯৫৬ সালের মার্চ মাস। আমি সে বছর জানুয়ারি মাসের গোড়ায় মাধ্যমিক পরীক্ষা লিখি। জর্জকাকা ইকোনমিক্স-এ এম এ আমি জানতাম। যেটা জানতাম না সেটা হলো তার জ্যামিতিতে অপরিসীম জ্ঞান। আমাকে তিনি প্রশ্ন করেন, ‘তগো জ্যামিতি বইটা কি Hall & Stevens এর লেখা?’ আমি মাথা নেড়ে জানাই, হ্যাঁ। তখন তিনি আমাকে বলেন, ‘ওই বইয়ের ৬৪ পাতার ৭ নম্বর প্রশ্নটা এই। এইটা কইরা দেখা দেখি।’ আমি একটু থতমত খেয়ে গেলাম। আমি সবে বোর্ডের পরীক্ষা দিয়েছি। আমিও নিশ্চিত নই ৭ নম্বর প্রশ্নটি ঠিক কোনটি। বইয়ের ৬৪ পাতা খুলে আমার চক্ষু ছানাবড়া। সঠিক বলেছিলেন জর্জকাকা। সেই অংকটি করে এনে দেখানোর পর আমার পিঠ চাপড়ে বাবাকে বললেন, ‘তুমার পুলা জিওমেট্রিটা তো ভালোই শিখসে।’ তখন আমায় পায় কে, পারলে পিঠটা ফ্রেম করে রাখি।"
গল্প দুই
দেবব্রত বিশ্বাস কি আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন? তার অনেক অনুরাগী তাঁকে তাঁর আধ্যাত্মিকতা নিয়ে নানা সময় প্রশ্ন করেছেন। দেবব্রত বিশ্বাসও সুচতুর ভাবে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বারেবার। এমনকি কখনো রঙ্গ রসিকতা করে বলেছেন, "আপনাগো ভগবান কানেও হুনেন না, চোখেও দেহেন না।" যখন তাঁকে কেউ বলেছেন, “আপনি পূজা পর্যায়ের গান এমন ভাবে গান যাতে প্রতিভাত হয় আপনার গভীর ঈশ্বর অনুরাগ”, এক কথায় সে যুক্তি খন্ডন করে তিনি বলেছেন, "আমি মঞ্চে মাতালের ভূমিকায় অভিনয় করেছি, আবার খুনির ভূমিকায়ও অভিনয় করেছি। কিন্তু জীবনে আমি মদ্যপানও করিনি খুনও করিনি। গান গাওয়া আমার পেশা এবং সেটিকে আমি যতটা পারফেক্টলি করা যায় আমি সেই চেষ্টাই করি।" কিন্তু মজার ব্যাপার হলো এই দেবব্রত বিশ্বাসকে যারা আন্তরিকভাবে চিনতেন বা জানতেন, তারা এই কথাটি বারংবার বলেছেন যে জর্জদার বিশেষত্ব ছিল এই যে তিনি কখনোই ধরা দিতে চাইতেন না। দেবব্রত বিশ্বাসের প্রথম জীবনীকার চন্দন দাস শর্মা আমাকে একটি বিস্ময়কর তথ্য দিয়েছিলেন। চন্দনদা বলেছিলেন যে দেবব্রত বিশ্বাস শান্তিনিকেতনের ছাতিমতলার অনুকরণে তার জানলার পাশের এক ফালি জমিতে একটি কদম গাছ লাগিয়ে তার তলায় একটি বেদি স্থাপন করেন যেখানে তিনি প্রতিদিন কিছুক্ষণ হলেও বসতেন। গত পরশু ফোনে অধীপ বাবু দেবব্রত বিশ্বাসের আধ্যাত্মিকতার আরেকটি ছোট্ট গল্প বললেন যেটি তিনি শুনেছেন ওঁর বাবা শ্রী নবেন্দু চৌধুরীর মুখে। অধীপ বাবু জানালেন দেবব্রত বিশ্বাসের একটি prayer বা প্রার্থনা ছিল ইংরেজিতে। সেটি এইরকম - "O' Father, grant us truth; save us from starvation and deliver us from passion, prejudice and poverty." দেবব্রত বিশ্বাসের আধ্যাত্মিকতা নিয়ে এই দুটি তথ্যের পর, বোধহয় আর তর্কের খুব একটা অবকাশ থাকে না।
গল্প তিন
এই গল্পটিও অধীপ বাবু শুনেছিলেন ওঁর বাবা নবেন্দু চৌধুরী মহাশয়ের কাছ থেকে। একদিন নবেন্দু বাবুকে সঙ্গে নিয়ে দেবব্রত বিশ্বাস গিয়েছেন তখনকার অন্যতম শ্রেষ্ঠ হারমোনিয়াম বিক্রেতা ডোয়ারকিন-এর দোকানে। হারমোনিয়াম দেখতে চাওয়ায় দোকানের ম্যানেজার একটি হারমোনিয়াম এনে দেবব্রত বিশ্বাসের সামনে রাখলেন। দেবব্রত বিশ্বাস হারমোনিয়ামের রিডে কয়েকবার আঙ্গুল বুলিয়ে ম্যানেজারকে বললেন, "আরেকটা দেখান; এটার টিউনিংটা ঠিক নেই।" ম্যানেজার সাহেব উষ্মা প্রকাশ করে বললেন, "Do you know the name of this store? This store belongs to Dwarkin." ম্যানেজারের তীর্যক বক্তব্যকে সম্পূর্ণ উপেক্ষা করে জর্জ বিশ্বাস বললেন, "And my name is Debabrata Biswas."
ম্যানেজার সাহেব তাড়াতাড়ি গলার স্বর তিন পর্দা নামিয়ে বললেন, "Sorry sir, আমি এক্ষুনি আপনাকে আরেকটা হারমোনিয়াম নামিয়ে দিচ্ছি।"
নমস্কারান্তে,
জয়ন্তানুজ ঘোষ
০১/০৯/২৩

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@anupacharya8731
@anupacharya8731 3 месяца назад
অমূল্য সম্পদ 🎉🎉🎉 শোনবার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই ❤😊
@sucharitagupta4355
@sucharitagupta4355 10 месяцев назад
🙏🙏🙏বাকরুদ্ধ। আহা আহা। মনপ্রাণ ভরে গেল❤❤❤
@shilabasuray7222
@shilabasuray7222 3 месяца назад
Ashadharon gaan o gayoki to achei onar mukhe ghatona guli shune samrdhyo holam.Apnake anek dhanyobad.
@highonlife4700
@highonlife4700 3 месяца назад
যারা দেবব্রত বিশ্বাসের মতো শিল্পীকে নিজেকে হরিজন, অপাংক্তেয় বলতে বাধ্য করেছে, এটা তাদের লজ্জা তাদের পাপ মহান শিল্পী দেবব্রত বিশ্বাসের উদ্দেশ্যে অসংখ্য প্রণাম
@HimajaChakrabarti-yl3wm
@HimajaChakrabarti-yl3wm 7 месяцев назад
খুব ভালো লাগলো।
@muktisengupta6681
@muktisengupta6681 10 месяцев назад
মহান শিল্পীর চিরসুন্দর খান কটি শোনাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।
@banikumarkar8143
@banikumarkar8143 Год назад
খুব খুব সুন্দর।
@dilipdana3525
@dilipdana3525 11 месяцев назад
অপূর্ব! Simply superb. অশেষ ধন্যবাদ।
@milugoswami9650
@milugoswami9650 5 месяцев назад
অসাধারণ গান।
@papiyaroy9943
@papiyaroy9943 Год назад
Apurbo
@shantanudutta8510
@shantanudutta8510 10 месяцев назад
Brilliant.. Share korlam..
@bidhanchakrabarti4741
@bidhanchakrabarti4741 Год назад
Aha.anabadya.❤❤❤
@jayantisantra3360
@jayantisantra3360 Год назад
Apurbo laaglo. Dhanyabaad.God bless You.
@ranenchaudhuri4823
@ranenchaudhuri4823 Год назад
I cannot express my gratitude. We need more.
@sekhardeb3880
@sekhardeb3880 10 месяцев назад
Exactly.
@alpanamondal9537
@alpanamondal9537 9 месяцев назад
SUNCHHI CHHOKH BUJHE, AAMI KOTHAY CHHILAM BALTE PARBO NA. Se❤ KARANE KSHAMA PARTHI
@indianskylark
@indianskylark Год назад
Thank you for posting this one! A living piece of history.
@eshfaqurkhan9760
@eshfaqurkhan9760 Год назад
Brilliant!! Thanks for sharing.
@jghosh64
@jghosh64 Год назад
Thanks a lot for your words of appreciation.ভালো থাকবেন...
@swapansarkar7880
@swapansarkar7880 10 месяцев назад
একদল শিল্পী রবীন্দ্র সঙ্গীত কে তাঁদের বাবার সম্পত্তি মনে করে ওনার গান বন্ধ করেছিলেন। ফলে সঙ্গীতের জগতই ক্ষতিগ্রস্ত হয় হয়েছে, তবে যা রেখে গেলেন তার আবেদন উত্তরোত্তর ভবিষ্যতের প্রজন্মের কাছে আরো আদরণীয় হয়ে উঠবে এ আমার দৃঢ় প্রত্যয়।
@jayashribairagya9166
@jayashribairagya9166 Год назад
তুমিই দেবতা
@rekhaghosh8723
@rekhaghosh8723 Год назад
Awesome.
@jghosh64
@jghosh64 Год назад
Thank you so much... ভালো থাকবেন...
@indranibandopadhyay8412
@indranibandopadhyay8412 Год назад
অপূর্ব অপূর্ব সুন্দর !! অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
@RakhiBiswastripura
@RakhiBiswastripura Год назад
অসাধারণ
@gchaudhury
@gchaudhury Год назад
নীলাদ্রিবাবুর সংগ্রহ অসাধারণ। চাকী পরিবারের সাথে দেবব্রত বিশ্বাসের অন্তরঙ্গতার কথা আমরা জানি। ওনাদের কাছে বহু মনিমুক্ত সযত্নে রক্ষিত থাকবে এটাই স্বাভাবিক। ওনারা যে তাদের সেই সম্ভারের স্বাদের ভাগ অন‍্যদের সাথে ভাগ করে নিচ্ছেন এর জন‍্য আমরা কৃতজ্ঞ থাকছি ওনাদের পরিবারের কাছে 🌹🙏
@bijitch8648
@bijitch8648 8 месяцев назад
I have no words to express my feelings.There was a conspiracy to debar him by a few mediocre singers for their selfish interest
@aratinandi1483
@aratinandi1483 Год назад
I heard about Debabrta Biswas and Manjushree chaki 's chemistry - a sublime expreince even in reading about their duet performance ! We have lossed a legend
@debnath5110
@debnath5110 Год назад
This is an invaluable recording....GOD Himself has designed and perfected Debabrata Biswas...
@anupamdey7309
@anupamdey7309 Год назад
Absolutely right comment. 🙏🙏🙏
@jghosh64
@jghosh64 Год назад
Totally agree with you. Thank you so much.
@jghosh64
@jghosh64 Год назад
@@anupamdey7309 Thanks a lot for your words of encouragement.
@Ramakrishna-oz2iq
@Ramakrishna-oz2iq 3 месяца назад
Akarone tumi I sei hori sei jnnyai horizon again kal tomar uddesye gan sonabo sresthya tumi Kristi karta tumi dr rkm
@alpanamondal9537
@alpanamondal9537 9 месяцев назад
THAKUR RAMKRISHNA MAJHE MAJHE BALTEN, "SARAL, HAYO, TABE ISWAR ANUBHUTI AASBE" KABI THAKURER SETA HAYECHHIL SETA TAR GANE PARICHA PAI. DEBOBRATO BIWAS SARAL CHHILEN SE KARANE KABIR GUN TAR MADHYE ETO HRIDAY SPARSI HAYECHHE. AAMAR ITCHHA ONAR NAM "SARAL BISWAS" HALE BHAL HATO. AAMAR DHRISTA MARJANEEO. ❤
@parthabose1611
@parthabose1611 Год назад
এই হচ্ছে সমর্পণ, প্রার্থনা
@SUBRATASAMAJDARBAPI
@SUBRATASAMAJDARBAPI Год назад
🙏🏻🌹🙏🏻💖🙏🏻🌹🙏🏻
@amitavapaul5012
@amitavapaul5012 Год назад
রবীন্দ্র সংগীতের মুকুটহীন সম্রাটের আত্মকথন আমাদের এক বিশেষ প্রাপ্তি। ঘোষমহাশয় আপনাকে আমার শ্রদ্ধা জানাই।
@somsutbhattacharya2400
@somsutbhattacharya2400 Год назад
অপূর্ব , অনবদ্য । গান তো নয় এ যে আত্মার শান্তি । সঙ্গে অর্থ বহ গ্রাফিক্স । ধন্যবাদ ঘোষ মশাই । ভাল থাকবেন।
@jghosh64
@jghosh64 Год назад
ভট্টাচার্য মশাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম কমেন্ট যখন পড়ি, মনে হয় এই যে প্রতি সপ্তাহে জর্জদার জন্য গান খুঁজে খুঁজে আপনাদের শোনানো, আমার এই শ্রম সার্থক। প্রাণ ভরে গান শুনুন আর আনন্দে থাকুন। আপনাদের যে এই গানগুলি শুনে ভালো লাগছে আর সে কথা আপনারা যে জানাচ্ছেন, এ জন্য আমি আপনাদের সকলের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ। ভালো থাকবেন...
@narayandasbasu3895
@narayandasbasu3895 Год назад
অনবদ্য উপস্থাপন l
@jghosh64
@jghosh64 Год назад
অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো থাকবেন।
@samarhare3779
@samarhare3779 Год назад
প্রকৃতি যাহারে পাঠায়েছে গানের তরে, প্রকৃতির কাছেই শিখিয়াছে সে গান, যাহার গানে প্রকৃতির রূপ জাগে, তাহার গান পায় যে বিশ্বে মান। কে কি বলিয়াছে, তুচ্ছ তা মনে হয়, তাহার গান অন্তর করে জয়, গানের ভঙ্গি ভিন্ন সবার থেকে, তাহার গান কভু ভুলিবার নয়।
@dipunbp
@dipunbp Год назад
পরম প্রাপ্তি 🙏❤️
@muktisengupta6681
@muktisengupta6681 Год назад
অনন্য একটি সংগ্রহ, মহান শিল্পীকে আমার প্রনাম আর এমন অপূর্ব সংগ্রহ টি শোনাবার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
@jghosh64
@jghosh64 Год назад
আবারও আপনার ভালোলাগার খবর পেয়ে মনটা ভালো হয়ে গেল। খুব ভালো থাকবেন...
@tribeniprasadbagchi7284
@tribeniprasadbagchi7284 11 месяцев назад
1977 sale Midnapore er Mahua Cinemay anushthito live programme. Takhon amar boyos matro 17.
@pradipkumarmukherjee4213
@pradipkumarmukherjee4213 Год назад
Rabindra sangeet er Bade Ghulam Ali Khan. Shasrodha Pronam. Hat's off to Ghosh Babu
@kausikgangopadhyay5589
@kausikgangopadhyay5589 Год назад
বাকি গানগুলির জন্য অধীর অপেক্ষায় রইলাম।
@jghosh64
@jghosh64 Год назад
আমি প্রতি শুক্রবার আপলোড করি। সামনের শুক্রবারে পরবর্তী এপিসোড আপলোড করব। শোনার জন্য অনুরোধ রইলো। ভালো থাকবেন...
@roushanakther4404
@roushanakther4404 Год назад
এক অপরিসীম আনন্দে মন ভরে গেল বকবকানি (জর্জ বিশ্বাসের ভাষায়) শুনে।আর মন -প্রাণ এক অভূতপূর্ব প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে গেল জর্জ বিশ্বাসের গানে। গানের সাথে সাথে আপনার লেখা এবং গল্পের অপেক্ষায়ও থাকি দাদাভাই। বরাবরের মতোই গ্রাফিক্স অনবদ্য। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।খুব ভালো থাকবেন দাদাভাই। শ্রীমতি রাণু চাকীর প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ।
@jghosh64
@jghosh64 Год назад
বিভিন্ন কমেন্টের উত্তর দিতে দিতে ভাবছিলাম কখন আপার কমেন্ট আসবে। আপনার যে ভালো লেগেছে দিদিভাই, এইটা জেনে কি যে ভালো লাগলো। আর আমার গ্রাফিক্স এবং লেখার প্রশংসা করেছেন আপনি - এটাও আমি মাথায় করে রাখলাম। খুব খুব ভালো থাকবেন দিদিভাই...
@swatiroy6469
@swatiroy6469 Год назад
আরও একটা অপূর্ব কথা ও গানের ডালি আমাদের উপহার দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞ রইলাম।পরম শ্রদ্ধেয় শিল্পীকে প্রণাম জানাই।🙏
@jghosh64
@jghosh64 Год назад
অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ভালো থাকবেন...
@nibeditarecitation6153
@nibeditarecitation6153 Год назад
শুক্রবারের পরম প্রাপ্তি 🙏🙏🙏
@umarudra
@umarudra Год назад
❤🎉❤🎉❤🎉❤
@surajitbanerjee8777
@surajitbanerjee8777 Год назад
যে মনিমুক্তা আপনি ছড়িয়ে দিয়ে যান ঘোষবাবু তা কুড়াতে কুড়াতে ই বেলা শেষ হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে
@himanshudas948
@himanshudas948 Год назад
এক খণ্ড হীরক উপহার দিলেন।
@anupamdey7309
@anupamdey7309 Год назад
কিছু রবীন্দ্রসংগীত উনার কন্ঠে যেমন -আমি চঞ্চল হে, হে মোর দেবতা, তোমার হল শুরু, আমি যখন তার দুয়ারে ভিক্ষা ইত্যাদি হাজার বার শুনলেও কখন তৃপ্তি মেটে না। এখানেই DEBABRATA BISWAS IS GREAT
@jghosh64
@jghosh64 Год назад
খুব সঠিক বলেছেন। রবীন্দ্রসঙ্গীতের মুকুটহীন সম্রাট উনি। ভালো থাকবেন...
@aurobindochowdhury806
@aurobindochowdhury806 Год назад
আহা, কি অপূর্ব গায়ন !!. মন অন্য জগতে চলে যায়। আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানিনা। আবার বলি ভালো থাকবেন 🙏
@jghosh64
@jghosh64 Год назад
অনেক অনেক ধন্যবাদ অরবিন্দ বাবু। প্রতি সপ্তাহে আপলোড করি, আর ভাবি এইভাবে আর কতদিন আপনাদের গান শোনাতে পারব? জর্জদা কোথা থেকে যে আমাকে অপ্রত্যাশিত ভাবে এখনও অপ্রকাশিত গান যোগান দিয়ে চলেছেন ... যত ভাবি আশ্চর্য হই।
@chanchalchakraborty4200
@chanchalchakraborty4200 Год назад
খুব ভালো আগের সংগ্রহ গুলিও শুনতে চাই। কিভাবে পাবো?
@jghosh64
@jghosh64 Год назад
আপনি আমার ইউটিউব চ্যানেল jghosh64 @ Debabrata Biswas এ গেলে দেবব্রত বিশ্বাসের উপরে করা শতাধিক আপলোড দেখতে পাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ Music of Debabrata Biswas এও যেতে পারেন সবকটি আপলোড দেখার জন্য।
@tapasmukherjee3972
@tapasmukherjee3972 Год назад
​@@jghosh64@debabrataBiswas
@nakshatraroy7442
@nakshatraroy7442 Год назад
He was born-talented, with a God-given voice of Baritone - Bass range. A lot of better trained Rabindra Sangeet male singers of yesterdays & todays were/are simply not gifted with such voice. I guess these days men are not endowed with voices like Debabrata or Hemanta or Pankaj Mullick or Dilip Kumar Roy.
@paprisarkar5662
@paprisarkar5662 Год назад
Gurudeb thakle eie shilpi ke kole tule niten
@badyinath
@badyinath Год назад
কারা অপাংক্তেয় ও হরিজন তা এখন অনেকেই জানেন। শুধু সুর, তাল, গায়কী দিয়ে মানুষকে জয় করা যায় না। এমন কণ্ঠস্বর কি বাংলায় আর আছে? হয়েছে এতদিনে? ব্রাত্যজনের রুদ্ধ কথককে বিনম্র শ্রদ্ধা ও আভূমি প্রণাম।
@papiagarai5542
@papiagarai5542 Год назад
আরো একটি অপূর্ব সংগ্রহ আপনি আমাদের দান করলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। শ্রদ্ধেয় শিল্পী কে আমার প্রণাম, ওনার গান কখনোই পুরোনো হবে না, উত্তরত্তর জনপ্রিয় হয়েই চলেছে।
@jghosh64
@jghosh64 Год назад
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেবব্রত বিশ্বাস আমাদের ছেড়ে চলে গিয়েছেন ৪৩ বছর আগে। ভাবতে অবাক লাগে আজও তাঁর গান আবিষ্কৃত হয়ে চলেছে, আজও তাঁর গান শোনার জন্য শ্রোতারা অধীর। আমি রেকর্ডের বাইরে যতটুকু ওঁর গান সংগ্রহ করতে পেরেছি, সবটুকু আপনাদের সকলকে দিয়ে যেতে চাই যাতে আগামীদিনের শ্রোতারা এর থেকে উপকৃত হতে পারেন। আপনাদের সকলের ভালো লাগলে আমার এ প্রয়াস যথার্থ ভাবে সার্থকতা পাবে। ভালো থাকবেন...
@pujansen1290
@pujansen1290 Год назад
0pp000
@krishnadasbhakta3995
@krishnadasbhakta3995 Год назад
আত্মকথন,আত্ম দহন এক জিনিয়াস এর মুখে।
@suryasarathichatterjee3772
@suryasarathichatterjee3772 Год назад
কি আকুতি, কি গভীরতা!
Далее