Тёмный

Debabrata Biswas LIVE in the 1970s - Pt 33 (ঘরোয়া অনুষ্ঠানে গ্রীষ্মকালের ৫টি গানে দেবব্রত বিশ্বাস) 

jghosh64 @ Debabrata Biswas
Подписаться 13 тыс.
Просмотров 4,7 тыс.
50% 1

প্রকাশিত হলো ‘৭০ এর দশকে জর্জদা’-র ৩৩-তম পর্ব। এই পর্বে দেবব্রত বিশ্বাসের কন্ঠে রইল গ্রীষ্মকালের কয়েকটি রবীন্দ্রসংগীত। গানগুলি স্বল্পশ্রুত, তাই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে, বলাই বাহুল্য।
বৈশাখের এই রুদ্র রূপের সঙ্গে মিলিয়ে আজকে যে সকল গল্প আপনাদের বলব, তা রবীন্দ্রনাথ এবং জর্জ বিশ্বাসের রুদ্র রূপের পরিচায়ক। আপনারা সকলেই জানেন রবীন্দ্রনাথ এবং দেবব্রত দুজনেই কোমল স্বভাব সম্পন্ন মানুষ ছিলেন। অত্যন্ত বিরক্ত না হলে তাঁদের আগুন-ঝরা রূপ কেউ দেখতে পেতেন না। বরঞ্চ রস ও রসিকতায় নিজেদের স্বরূপ এঁরা আড়াল করে রাখতেই পছন্দ করতেন। তবু কিছু অবিবেচক মানুষের অবিমৃষ্যকারী ব্যবহারের কারণে কখনো কখনো এঁদের ক্রুদ্ধ হতে দেখা গেছে কখনোসখনো। আজ সেই রকমই কয়েকটি ঘটনা বলি।
শান্তিনিকেতনে নিজের বাসভবন উত্তরায়ণ-এ বসে রবীন্দ্রনাথ সদ্য একটি গান রচনা সম্পন্ন করেছেন। আশ্রম-কন্যা সন্তানসমা কয়েকজন কে গানটি না তুলিয়ে তাঁর শান্তি নেই। সেইমত ডেকে নিলেন কয়েকটি কিন্নরকণ্ঠী আশ্রমিক কে - যার মধ্যে একজন ইন্দুলেখা ঘোষ। রবীন্দ্রনাথ যখন গান শেখাচ্ছেন, তখন অন্য এক আশ্রমিক, যাকে ডাকা হয়নি, সে এসে উপস্থিত। গুরুদেব আরামকেদারায়, মেয়ের দল তাঁর পায়ের কাছে। ছেলেটি তাই দরজার কাছে বসে রবীন্দ্রনাথের গান শেখানো মনোযোগ দিয়ে দেখতে লাগলো। রবীন্দ্রনাথ তাঁকে ডাকেননি - বিরক্ত হলেও মুখে কিছু বললেন না। মেয়েদের গান তোলাতে লাগলেন। এরপর আশ্রমকন্যারা রবীন্দ্রনাথের সঙ্গে গলা মিলিয়ে গানটি গাইতে শুরু করল। সেই ছেলেটিও উচ্চস্বরে গলা মেলালো তাঁদের সঙ্গে। এইবার রবীন্দ্রনাথ সত্যিই বিরক্ত হলেন। একধাপ গলা উঠিয়ে বললেন - “আঃ, তুই চুপ করবি? বড্ড বেসুরো চ্যাঁচাস !”
আরও একবার রবীন্দ্রনাথকে রুদ্র রূপ ধারণ করতে দেখা গিয়েছিল যখন এক মাস্টারমশাই, যিনি গানের সুর ও স্বরলিপি নিয়ে যার পর নাই খুঁতখুঁতে ছিলেন, তিনি নিজের স্পর্ধা অতিক্রম করে রবীন্দ্রনাথকে নিতান্ত অবিবেচকের মত উপদেশ দিতে গিয়েছিলেন। ঘটনাটি এইরকম - রবীন্দ্রনাথ সেদিনও গান শেখাচ্ছেন কয়েকজন আশ্রমিককে। এই মাস্টারমশাই গানটি আগে শুনেছিলেন। তাঁর মনে হল রবীন্দ্রনাথ সুরে ভুল করছেন! তিনি ণত্ব- ষত্ব জ্ঞান ভুলে আগ বাড়িয়ে রবীন্দ্রনাথকে সকলের সামনে বলে বসলেন, “গুরুদেব আপনার সুরে ভুল হচ্ছে। স্বরলিপিতে এই রকম আছে”। কেবল এখানেই থামলেন না, রবীন্দ্রনাথকে সঠিক সুর কি হবে দেখিয়ে দিতে গেলেন। ভাবতে অবাক লাগে, রবীন্দ্রসঙ্গীতের স্রষ্টাকে সুর নিয়ে সতর্ক করছেন জনৈক মাস্টারমশাই ! রুদ্ররূপী রবীন্দ্রনাথ বড় বড় চোখে সেই অবিমৃষ্যকারীকে ধমক দিয়ে বললেন, “আমার পাঁঠা - আমি ল্যাজে কাটব না মাথায় কাটব, তাতে তোমার কি? তুমি নিজের কাজ কর গিয়ে - যাও।” রবীন্দ্রনাথ উচ্চস্বরে কথা কদাচ বলতেন না। তবুও কিছু অনভিপ্রেত ঘটনা, যখন তাঁর ধৈর্যচ্যুতি ঘটিয়েছে, তখন তিনি তাঁর কঠিন রূপ প্রকাশ করেছেন।
এবার আসি জর্জদার গল্পে।
সেদিন জর্জদার খুবই শরীর খারাপ। হাঁপানির টানে ব্যতিব্যস্ত। ঘন ঘন ইনহেলার নিচ্ছেন। গম্ভীর মুখে ইজিচেয়ারে বসে আছেন। এমন সময় অনাহূত, অনিমন্ত্রিত এক দম্পতির যুগলে প্রবেশ। জর্জদা এঁদের কাউকে চেনেন না। লক্ষ্য করলেন ভদ্রমহিলার কোলে একটি লোমশ সারমেয় শাবক - যেটি তার কোলে থাকতেই চাইছে না - প্রতি মুহূর্তে লাফিয়ে কোল থেকে নেমে পড়তে চাইছে। জর্জদার সারমেয়-প্রীতি ছিল কিনা জানিনা - তবে একটি কুকুরকে নাকি তাঁর বাড়ির দরজায় শুয়ে থাকতে দেখা যেত। সুতরাং ধরে নিতে পারি তাঁর এ ব্যাপারে প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল। তবু নিজস্ব মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা থেকে বুঝতে পারি, হাঁপানি রুগির পক্ষে লোমশ কোনো প্রাণী, মনে কিঞ্চিৎ ভীতি সঞ্চার তো করেই। যাই হোক নিজেদের পরিচয় দিয়ে সেই দম্পতি জানালেন যে তারা একটি অনুষ্ঠান করতে চলেছেন পরের দিন এবং তারা দেবব্রত বিশ্বাসকে গায়ক হিসেবে পেতে চান। দেবব্রত বিশ্বাস প্রথম থেকেই বিরক্ত হয়েছিলেন এঁদের ব্যবহারে, তাই যথেষ্ট ভদ্রভাবে বলে দিলেন যে তাঁর শরীর নিতান্তই খারাপ - তিনি যেতে পারবেন না। এইবার ভদ্রমহিলা কোলের কুকুরটি নামিয়ে অত্যন্ত আদুরে গলায় দেবব্রত বিশ্বাসের হাত ধরে বললেন, “ওসব বললে শুনব না - আপনাকে যেতেই হবে।” বিরক্ত দেবব্রত হাত সরিয়ে নিয়ে ভদ্রমহিলার দিকে অবাক হয়ে চাইলেন। তখন তাঁর স্বামী বললেন, “আপনাকে তো কাল যেতেই হবে, আপনার নামে তো টিকিট ছাপিয়ে বিক্রিও করা হয়ে গেছে।” এইবার দেবব্রত বিশ্বাস তাঁর স্বরূপ ধরলেন। “আমার নাম করে আপনারা টিকিট বিক্রি করসেন? ক্যান? কোন সাহসে? আমারে জিগাইসিলেন? পারমিশন নিসিলেন আমার? আমি কি আপনাগো কখনো কইসি যে আপনাগো অনুষ্ঠানে আমি গামু?” যে মানুষটি এতক্ষণ হাঁপানির টানে প্রায় নির্বাক হয়ে ছিল, তাঁর এই রুদ্র-রূপ দেখে দম্পতি যুগলের তখন পালাই পালাই অবস্থা। ইতিমধ্যে কোলের থেকে নেমে পড়ে সারমেয় শাবকটি ঘরে ছুটোছুটি লাগিয়ে তুলকালাম শুরু করে দিয়েছে - জর্জদার আপাত অগোছালো ঘরে সে রীতিমত দৌড়ঝাঁপ করা শুরু করেছে। তাই দেখে জর্জদার রাগের পারদ আরেক ধাপ ওপরে উঠল। বললেন, “কুত্তা লইয়া আমার ঘরে আইসেন ক্যান?” ভদ্রলোক নিজের স্ত্রীকে দেখিয়ে বললেন, “আসলে ওর তো কোনও ছেলেপুলে নেই; তাই…”। শেষ করতে দিলেন না দেবব্রত বিশ্বাস। বজ্রকঠিন স্বরে ঘরের দরজার দিকে আঙুল তুলে বললেন, “বাইরান আমার ঘর থিকা এই মুহূর্তে। আর কোনোদিন এই ঘরে যদি পা রাখসেন…” পলায়মান দম্পতি দরজার বাইরে বেরতে বেরতে শুনতে পেলেন জর্জদার শেষ বজ্রনির্ঘোষে - “পোলা মাইয়া নাই, তো কুত্তা কেন? মাইনষের বাচ্চা পোষতে পারেন না?”
বলা বাহুল্য এবারের গানগুলি, যার সংগ্রহ থেকে আপনাদের করকমলে তুলে দিতে সক্ষম হলাম তিনি আপনাদের অতি পরিচিত, দেবব্রত বিশ্বাসের স্নেহধন্য, প্রাক্তন আইএএস শ্রী অধীপ চৌধুরী মহাশয়। তাঁর স্নেহ ও প্রশ্রয় না পেলে আমার দেবব্রত বিশ্বাসকে নিয়ে এই মহাযজ্ঞের ঋত্বিক হওয়ার সাহস হত না। তাই পিতৃপ্রতিম অধীপ বাবুকে প্রতিবারের মত আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। আর দেবব্রত বিশ্বাসকে বলি, ‘তোমার যজ্ঞে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি, (তোমার) গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি।’
নমস্কারান্তে,
জয়ন্তানুজ ঘোষ
১লা মে, ২০২৪

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@sotyiholeogolpo29
@sotyiholeogolpo29 5 месяцев назад
কোনো তুলনা নেই এই গায়কীর।আপনাকে অনেক ধন্যবাদ ❤
@sotyiholeogolpo29
@sotyiholeogolpo29 5 месяцев назад
গানের সঙ্গে আপনার কাছে গল্প শোনা উপরি পাওনা।ভালো থাকুন আপনি
@sotyiholeogolpo29
@sotyiholeogolpo29 5 месяцев назад
আবারও শুনছি। আবারও মুগ্ধতা একইরকম
@sekharbhattacharya4311
@sekharbhattacharya4311 4 месяца назад
কত বার শুনি,আশ মেটে না। জর্জদা চিরকালের ❤❤❤
@simakanjilal4275
@simakanjilal4275 5 месяцев назад
এক অনন্য পরিবেশ উপহার দেবার জন্য ধন্যবাদ
@sekharbhattacharya4311
@sekharbhattacharya4311 4 месяца назад
আপনাকে অনেক ধন্যবাদ এই গান পৌঁছে দেবার জন্য ❤
@prolaysankardeysvo1
@prolaysankardeysvo1 3 месяца назад
Osadharon
@muktisengupta6681
@muktisengupta6681 5 месяцев назад
মহান শিল্পীকে শ্রদ্ধাপূর্ন প্রনাম। ওঁনার অপূর্ব গানকটি শোনাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।
@jghosh64
@jghosh64 5 месяцев назад
প্রতিবারের মত এবারেও আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। জর্জদার আরও অপ্রকাশিত গান আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা আনন্দ পেলেই আমি খুশী। খুব ভালো থ্যাকবেন।❤
@manjusridas9619
@manjusridas9619 5 месяцев назад
খুবই ভালো লাগলো নির্বাচিত প্রত্যেকটি গান,একদম সময়োপযোগী 🎼🎼🎼🎼🎼❤️❤️❤️❤️❤️
@jghosh64
@jghosh64 5 месяцев назад
আপনার এত ভালো লেগেছে জেনে আমি আন্তরিক ভাবে খুব খুশী। খুব ভালো থাকবেন।❤
@eshfaqurkhan9760
@eshfaqurkhan9760 5 месяцев назад
বাংলাদেশে যে গরম পড়েছে !! অসংখ্য ধন্যবাদ এই এই চমৎকার গানগুলি পোস্ট করার জন্য .
@jghosh64
@jghosh64 5 месяцев назад
এবারে অসহ্য গরম ভারতেও পড়েছে। কলকাতাতে তো বটেই, আমি যে শহরে থাকি - ব্যাঙ্গালোরেও এ বছর খুব কষ্ট পেয়েছি। আজ অল্পস্বল্প বৃষ্টি ব্যাঙ্গালোরে হয়ে একটু স্বস্তি এনে দিয়েছে। এই অসহনীয় গরমে খুব সাবধানে থাকবেন। খুব ভালো থাকুন এই প্রার্থনা করি। ❤
@SubrataSarkar-kt9uu
@SubrataSarkar-kt9uu 5 месяцев назад
কবিগুরুর অনির্বচনীয় সৃষ্টি, দেবব্রত বিশ্বাসের ঐশ্বরীয় গায়কী _ যেন মণি কাঞ্চন যোগ ! আর কি চাওয়ার থাকতে পারে ।
@jghosh64
@jghosh64 5 месяцев назад
আপনার এত ভালো লেগেছে জেনে আমি আন্তরিক ভাবে খুব খুশী। খুব ভালো থাকবেন।❤
@roushanakther4404
@roushanakther4404 5 месяцев назад
সত্যিই এই দারুণ দহন বেলায় জর্জ বিশ্বাসের ঐশ্বরিক কন্ঠে গান কটি প্রাণে-মনে যেন এক প্রশান্তির পরশ বুলিয়ে দিল।আর গানের সাথে সাথে আপনার লেখারও অপেক্ষায় থাকি দাদাভাই। গান শুনতে শুনতে লেখাটাও পড়তে থাকি এবং মন্ত্রমুগ্ধ হই প্রতিনিয়ত। সবসময়ই অসাধারণ গ্রাফিক্স। প্রতিবারই গান শুনতে শুনতে যে মানুষ টিকে শ্রদ্ধাভরে স্মরণ করি,তিনি শ্রী অধীপ চৌধুরী মহাশয়।আপনি খুব ভালো থাকবেন দাদাভাই। সাবধানে থাকবেন।
@jghosh64
@jghosh64 5 месяцев назад
দিদিভাই ক'দিন দেরী হয়ে গেল উত্তর দিতে। আপনি গান এবং পাশাপাশি আমার লেখা ও গ্রাফিক্সের এত প্রশংসা করেছেন দেখে আমি আপ্লূত। আমার মা (৮৪) এবং বাবা (৯১) কলকাতা থেকে ব্যাঙ্গালোরে এসেছেন কলকাতার অসহনীয় গরম সহ্য না করতে পেরে। তাঁরাও আপনার কমেন্ট পড়ে খুব খুশী হয়েছেন। আপনি অধীপ বাবুর কথা লিখেছেন। অধীপ বাবু আপনার সব কমেন্ট পড়েন এবং ফোনে আমাকে তাঁর খুশীর কথা জানান। আপনি হয়ত জানেন না দিদিভাই, আমার স্ত্রী, পুত্র এবং পরিচিতদের মধ্যে খুব একজন আলোচিত নাম। খুব ভালো থ্যাকবেন আপা। আগামী রবীন্দ্রজয়ন্তীর জন্য প্রস্তুতি শুরু করেছি। আপনাদের সকলের ভালো লাগলে, সে জয় দেবব্রত বিশ্বাসের...❤
@roushanakther4404
@roushanakther4404 5 месяцев назад
অনেক অনেক ধন্যবাদ, দাদাভাই!সবার এতো ভালোলাগা,ভালোবাসা পেয়ে আমি আপ্লুত এবং সম্মানিত বোধ করছি ।আর একই সাথে কৃতজ্ঞও।আপনার মা-বাবার জন্য আমার অনেক শ্রদ্ধা,প্রণাম এবং ভালোবাসা রইলো।আপনার পরিবারের সবার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। আপনার আপলোড আমার প্রতিদিনের জীবনযাপনে বিশাল এক আনন্দের এবং ভালোলাগার উৎস।আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই।আর সেই সাথে শ্রী অধীপ চৌধুরী মহাশয়ের কাছেও চির কৃতজ্ঞ। ওনি সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভ করুন।অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য।
@roushanakther4404
@roushanakther4404 5 месяцев назад
​@@jghosh64রবীন্দ্রজয়ন্তীর আপলোডের অপেক্ষায় থাকলাম, দাদাভাই।
@subhrosankarchakrabarti5686
@subhrosankarchakrabarti5686 5 месяцев назад
Dhonnyobad Jayantanuj Babu.. Ei gaanguli shune kichhukhon er jonnyo jouboner dinguli te firey gelum .. odvut ek onubhuti ..
@jghosh64
@jghosh64 5 месяцев назад
আপনাকে আপনার যৌবনের দিনগুলিতে ফিরিয়ে যদি নিয়ে গিয়ে থাকতে পারে এই গানগুলি, তাহলে সে কৃতিত্ব একান্তই জর্জদার। আমি খুব আনন্দিত যে আপনাকে এইটুকু সুখস্মৃতি পৌঁছে দিতে পারলাম। খুব ভালো থাকবেন।❤
@subhrosankarchakrabarti5686
@subhrosankarchakrabarti5686 5 месяцев назад
@@jghosh64 Aapnio bhalo thakben . Debabrata Biswas er gaan ekebare shamnashamni prothom shuni jokhon aami class 10 er chhatro chhilum , shaal ta 1964. Taar aagey oboshoyo baritey onar record shunechhi . Oi shomoy onar gaaner ekti EP record briyechhilo jeta onake jonopriyotar tungey pouchhe diyechhilo . 4 ti gaan chhilo .. akash vora surjo taara, Gaye aamar Pulok lugey, Dekhatey pariney kyano pran r Jetey jetey ekla pothey nivechhe mor baathi. Sei gaan gulo record a shonar experience niye jokhon onar live program shamne theke bosey shunlum tokhon mohit hoye gelum . Ek jon mike chhara gaan geye ki korey hall vorthi shrotader ekebarey montromugdho korey rakhte paren sei ovingonta holo. Ei prosonge ( mike chhara gaan gaoa)aaro ekjon shipeer naam mone porchhe taanr naam Nirmalendu Chowdhury , okolponiyo .
@subhashisgangulee5624
@subhashisgangulee5624 5 месяцев назад
🙏🙏🙏❤️❤️ ❤
@jghosh64
@jghosh64 5 месяцев назад
❤🧡❤
@ajantabhowmick3694
@ajantabhowmick3694 5 месяцев назад
Apuŕba!
@jghosh64
@jghosh64 5 месяцев назад
অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন।
@bibhasghosh5259
@bibhasghosh5259 5 месяцев назад
Pronam Joyantanuj Ghosh
@jghosh64
@jghosh64 5 месяцев назад
প্রণাম জর্জদা আর প্রণাম জর্জদার ভক্তমণ্ডলী 🙏
Далее
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14