আমি গত জুলাই ২০২৩দীঘা মোহনায় ছিপ ফেলে মাছ ধরতে পারিনি,কারন ওখানে ভেটকি মাছ ধরার সরঞ্জাম নিয়ে যেতে হবে,আর জ্যান্ত চিংড়ি টোপ দিয়ে ফেলতে হবে, ভেটকি মাছ অবশ্যই পাবেন। আমি সেপ্টেম্বর ২৪শেষের দিকে যাবো, আমার হাওড়া সাঁকরাইলের সারেঙগায় বাড়ি,মোটর বাইক এ গেলে ইচ্ছা মতো ছিপ ফেলা যাবে।