রাজনৈতিক মামলায় দীর্ঘ ৮০ দিন কেরানিগঞ্জে বন্দি ছিলাম, প্রত্তেকদিন বিকেলে এক যায়গায় বসে বসে শুধু এই গানটা গাইতাম, মুক্তির পর এসে দেখি ১৬ই ডিসেম্বর হার্ডিঞ্জ এর কনসার্ট টা মিস হয়ে গেছে 🥲
হয়তো এর থেকে দুঃখের আর কিছুই হতে পারে না, তবে আমিও প্রথম যেদিন সোনার বাংলা সার্কাসের কন্সাট দেখতে যাই সেদিন আমিও কন্সার্টটি মিস করেছিলাম একটু দেরি হয়ে যাওয়ার জন্য। উপচে পড়া ভিড়ের মধ্যে আর দেখা হলো না কন্সার্টটি