online e egulor daam 25000 - 28000 er moddhe. Aro card er disount add korle easily u will get those TV in 22-24000. Factory outlet tv means either damaged or repaired tvs. So I would suggest anyone not to waste your money buying a factory outlet tv. Rather save a little and buy a brand new one from a reputed showroom.
ভাই আমার নাম্বার তো ইউটিউবে দেওয়া আছে, আর আমাকে সবাই চেনে। এমন কি ফ্রড তোমার সঙ্গে হয়েছে সেটা একটু সৎ সাহস নিয়ে আমাকে ফোন করে জানাও। আর যদি কোন বেঈমান দোকানদারের হয়ে দালালি করে থাকো তাহলেও ফোন করতে পারো। কারণ আমার চ্যানেলে আমি কিছু সৎ দোকানদারদের ভিডিও দিই। সেই কারণে কিছু বেইমান দোকানদার তোমাদের মত দালালদের লাগায় চ্যানেলের রেপুটেশন খারাপ করার জন্য। আর তোমরা দু পয়সার লোভে এই সব বাজে দোকানদারদের হয়ে দালালি কর। আমার মোবাইল নাম্বার অনলাইনে ছড়াছড়ি আছে, যদি সৎ সাহস থাকে তাহলে নিজের মোবাইল নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও বাকি কথা আমি বলে নিচ্ছি।। প্রয়োজনে তোমার বাড়ি গিয়ে জেনে আসবো, তোমার সঙ্গে কি বেইমানি করেছে আমার এই চ্যানেল। আশা করবো একটা ছেলে হিসেবে এতোটুকু সৎ সাহস তোমার মধ্যে আছে। আর যদি সৎ সাহস না থাকে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় অন্যের হয়ে দালালি করছ তাহলে মেসেজটা ডিলিট করে ফেলো। আমি চাইলে এই মেসেজটা এখান থেকে ডিলিট করে দিতে পারতাম কিন্তু আমি করিনি। কারণ আমি চাই আমার বন্ধুরা জানুক আর তোমাকেও ভালো করে চিনে রাখুক।