আহহহ শৈশবের সবচেয়ে প্রিয় গানটি এই প্রথম লাইভে শুনলাম।অই সময়ে এই গানটির জন্য এফ.এম. এ কত সময় ধরে ওয়েট করতাম।যদিও ২০০৫-২০১১ পর্যন্ত অই সময়ে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে সব ই হিট গান ছিল। আর সিডি কিনে টাকা খরচ করে গান শুনতাম অন্য রকম মজা লাগত। ওয়েল ডান বাই আলিফ আপু ও শুভ ভাইয়া❤️ ক্রাউড রেসপন্স ও ভাল ছিল এই গানে..❤️
এই গানে সুমন ভাই আর আনিলা আপুর কন্ঠই বেস্ট। এমনিতে শ্রোতা হিসেবে যদি বলি, মোটামুটি চলার মতোই গেয়েছেন এনারা। কিন্তু অর্থহীন এর ফ্যান হিসেবে বলতে গেলে, ফালতু লেগেছে আমার। সুমন এন্ড আনিলা বেস্ট এই গানে ❤️❤️❤️❤️
Anila's recording was fully based on autotune and mixing by Fuad. Few years ago she made an attempt at TV show may be. Horrible delivery. Alif is a trained vocalist and regularly performs live with Pentagon band.
Fuad is a masterpiece and the original voice of this beautiful song by Anila and Sumon vi was amazing.it’s remind me of my great 20’s which is always been greatest memories of my life
বেজবাবা নামটি কীভাবে এল? | ‘এটা খুবই আজব একটা ব্যাপার।’ প্রশ্নটি শুনেই জবাব দিলেন বেজবাবা। ‘১৯৯৭ এর শেষে যেদিন আমার ছেলে আহনাফের জন্ম হয়, সেদিন আমার এক ছাত্র আমাকে বলেছিল “কংগ্র্যাচুলেশন, বেজবাবা”।’ এই বাবা মানে ‘ফাদার অব বেজ’ নয়, বাবা হওয়ায় সুমনকে অভিনন্দন জানিয়েছিলেন তাঁর ছাত্র। সেখান থেকে অন্য ছাত্রদের মধ্যে ছড়িয়ে যায় নামটি। তাদের কাছে শুনে শুনে আশপাশের অনেকেই এই নামে ডাকা শুরু করেছিল তাঁকে। তারপর অর্থহীনের একটি কনসার্টে কিছু ছেলে ‘বেজবাবা! বেজবাবা!’ বলে চিৎকার শুরু করে। নামটি আরও ছড়িয়ে যায়। কিন্তু একটি গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল নামটি। কিছু দিন পর আইআরসি অ্যাকাউন্ট খোলেন সুমন। তখন সেই অ্যাকাউন্টের নিকনেম হিসেবে রাখেন ‘বেজবাবা’ নামটি। ২০০১ সালে নতুন রূপ পায় নামটি। অর্থহীনের বিবর্তন অ্যালবামের কাজ চলছিল তখন। অ্যালবাম কভারের দায়িত্বে ছিলেন ড্রামার শুভ। প্রচ্ছদের চূড়ান্ত ডিজাইন যখন অডিও প্রতিষ্ঠান জি সিরিজের কাছে যায়, তখন সুমন আবিষ্কার করেন তাঁর নামের পাশে লেখা ‘বেজবাবা’। তিনি বিস্মিত হয়ে শুভকে জিজ্ঞেস করেন, এখানে বেজবাবা এল কীভাবে? ‘নামটা ঢুকিয়ে দিয়েছি।’ হেসে বললেন শুভ। পাশ্চাত্য সংগীতে অনেক শিল্পীরই একটি ‘স্টেজ নেম’ থাকে। শুভ বললেন, ভাই, আপনি নামটা অফিশিয়াল করে ফেলেন। নামের পাশে ‘বেজবাবা’ দেখে কিছুটা বিব্রত হলেও সুমন ঠিক করলেন, ঠিক আছে, এখন থেকে আমার স্টেজ নেম বেজবাবা। যদিও নিজেকে ‘ফাদার অব বেজ’ মনে করেন না তিনি।’
Wonderful rendition, & pls stop the same pathetic tendency to compare with the original, These are different singers, done in a concert not a studio recording. Well done to both Alif & Shuvo.
Faysal vai i am a big fan of yours....dont take my comment personally... As per as on this song your guitar Solo feels like over play... Sorry vaiya as a musician and listener i feel like this.