আমি ঘরের হইনি, বাহির আমায় টানে আমি তোমার হইনি শুধু আকাশটা জানে আমি পথ থেকে পথে যাই,দূর থেকে দূরে আমি তোমার জন্য গাই,কটা গান সুরে আমি তোমায় ভুলে বল যাব, কোন খানে। তাই তোমার হইনি আকাশটা জানে। আকাশ যেথা মেশে আমার পাশের গাঁয়ে সেথা বাতাস বলেছে আমার কানে কানে। আমি খুঁজিনি কখনও আকাশের মানে তাই তোমার হইনি আকাশটা জানে
PLEASE PLEASE PLEASE COVER EPITAPH BY AURTHOHIN AND MEGHER PORE BY TAHSAN PLEASE!!! rafina tabassum er covers check korte paro- you are gonna nail it so good innima!!