আমার জমিটা নাল ৬০ /৫০ ফিট, আমার বারি হবে ২৪/৩৪ ফিট এরিয়া নিয়ে। ইন্জিনিয়ার সাহেব মাটির ৫ ফিট গভিরে ফুটিং দেখিয়েছেন। এখন আমি পুরো জমিটা( ৫০/৬০) ৪( উচু)ফিট বালি দিয়ে ভরাট করবো। আমি এখন কত ফিট গভিরে ফুটিং ঢালাই দিব?
আপনার উক্ত ইঞ্জিনিয়ার সাহেবের সাথে পুনরায় আলোচনা করা উচিত।তিনি অবশ্যই মাটির অবস্থা ফিজিক্যাল্লি দেখে তারপরে ডিজাইন দিয়েছেন।সেক্ষেত্রে ভরাট করার পরে তার পুনরায় দেখা উচিত এবং ভরাটকৃত বালির পরিস্থিতি দেখে সিদ্ধান্ত দেয়া উচিত।
@@engr.atikulislam তিনি সরাসরি জমি দেখে নি,পিক দেখছে সুধু,তখন বালি ফেলে ৪ ফিট উচু করার কোন পরিকল্পনা ছিল না। ভদ্রলোক চিটাগং থাকে। চাকরির বদলির কারণে আমি এখন ঢাকা আছি।