Тёмный

Hazrat Shahjalal (RA) Mazar । হযরত শাহাজালাল (রঃ)। Sylhet Mazar । 

Travelling with Rasel
Подписаться 2,6 тыс.
Просмотров 2 тыс.
50% 1

Hazrat Shahjalal (RA)
Hazrat Shahjalal (RA) was a famous dervish and pir of the subcontinent. He was Olikul Shiromani. It was through him that Islam spread in the Sylhet region. Raja Gaur Gobind's persecution of Sheikh Burhan Uddin, the first Muslim of Sylhet, and the arrival of Hazrat Shahjalal (RA) and his companions 360 Auliya to Sylhet is a significant event in history. For this reason, Sylhet is called the land of 360 auliyas. Some people also call Sylhet the holy land.
Dargah Sharif is a very sacred place for everyone, so it is not used to attract tourists. Because of this, the guardians of the dargah decide who can enter inside the dargah. Visitors are often turned away for not wearing modest clothing. So you must pay attention to your dressing while entering the dargah.
Gujar fish
There is a pond on the north side of the Dargah premises of Hazrat Shahjalal (RA). There are many fishes in this pond. Considering these fish as sacred, visitors eat small fish. The western corner of the pond has small fish stalls. The pond also has an azure system. On December 4, 2003, more than 700 yards of fish in the pond were killed by poisoning. As a result, the pond became empty of fish. The dead fish are buried in the graveyard on the west side of the mosque. After the pond became empty of fish, another companion of Hazrat Shahjalal (RA) brought 24 yards of fish from the shrine of Shah Mostafa (RA) in Moulvibazar on January 11, 2004 and released them into the pond. At present, the number of gajar fish in the pond stands at several hundred.
Jalali Kabutar and Nizam Uddin Auliya
Hazrat Nizamuddin Auliya (RA) welcomed Hazrat Shahjalal's (RA) spiritual power. As a token of love, he presents her with a pair of swarthy pigeons or Jalali pigeons. The swarthy pigeon that is seen in Sylhet and its surrounding areas today is the descendant of that pair of pigeons and is known as Jalali pigeon. In Sylhet, no one, regardless of caste, creed, slaughters and eats this pigeon.
হযরত শাহজালাল (রঃ) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন ওলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের ওপর রাজা গৌর গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল (রঃ) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পূণ্যভূমি অভিধায়ও অভিহিত করেন।
দরগা শরীফটি সকলের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান, তাই পর্যটকদের আকৃষ্ট করতে এটি ব্যাবহার করা হয় না। এ কারনে দরগার হেফাজতকারিরাই ঠিক করে থাকেন দরগার অভ্যন্তরে কারা প্রবেশ করতে পারবে। অনেক সময় দর্শনার্থীদের ফিরিয়ে দেওয়া হয় শালীন পোশাক পরিধান না করার জন্য। তাই দরগায় প্রবেশের সময় অবশ্যই আপনার পোশাক পরিচ্ছেদের দিকে লক্ষ্য রাখতে হবে।
গজার মাছ
হযরত শাহজালাল (রঃ) এর দরগা (Dargah) চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। পুকুরে অজুর ব্যবস্থাও আছে। ২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৭শ’রও বেশী গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শুন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছ শুন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল(র) এর অপর সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা (রঃ) এর মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪ টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েক শ’তে দাঁড়িয়েছে।
জালালী কবুতর ও নিজাম উদ্দিন আউলিয়া
হযরত শাহজালাল (রঃ) এর আধ্যাত্নিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া (রঃ) তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরুপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালী কবুতর উপহার দেন। সিলেট ও এর আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপোত যুগলের বংশধর এবং জালালী কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এ কবুতর বধ করে না এবং খায় না। বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকে।
hazrat shah jalal mazar dargah sharif, hazrat shahjalal karamat, hazrat shah jalal dargah, hazrat shahjalal, hazrat shahjalal rh mazar, hazrat shahjalal mazar, hazrat shah jalal, hazrat shahjalal mazar sylhe, hazrat shahjalal mazar sylhet, hazrat shahjalal mazar sharif, hazrat shahjalal majar, hazrat shahjalal dargah, hazrat shahjalal story, shahjalal mazar, shah jalal mazar,হযরত শাহজালাল মাজার, Shahjalal mazar, শাহজালাল বাবার মাজার, শাহজালাল, Shahjalal, শাহপরান, shahporan, শাহ জালাল, shah Jalal, শাহজালালের জীবনী, জালালী কবুতর, জালালী কইতর, মাজার শরীফ, Sylhet tour, শাহজালাল শাহপরান, Sylhet vlog, সিলেট মাজার, হযরত শাহজালাল রহঃ এর জীবনী, শাহ-জালাল(র।) মাজার, বড় গজার মাছ, বড় ভয়ঙ্কর গজার, গজার মাছের ভিডিও, সিলেটের মাজার, সিলেট, Sylhet
#youtube
#travel
#shylet
Facebook link: www.facebook.c...
Technology Vlog channel: / @jrraselvlog5755
Gmail address: mdraselhasan7575@gmail.com
#travellingwithrasel
Travelling with Rasel

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
Далее