এতো এতো সুন্দর গজল আমার মনের কথা বলছেন❤️❤️,, আমিও এটাই বলি আলেম হিসেবে যদি সম্মান নাই দেও তাহলে তাকে ছোট হিসেবে স্নেহ কর,, আর সে যদি তোমার বড় হয় তাহলে তাকে বড় হিসেবে সম্মান দেও তবুও তাকে অসম্মানজনক কথা বলনা💔
মাশা'আল্লাহ অসাধারণ ইসলামিক সঙ্গীত। অনেক ভালো লাগলো। বাস্তব আর সত্যের আলোকে লিখা গজলটি। শিক্ষনীয় অনেক কিছু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের কলকে সঠিক বুঝ দান করুন এবং এই সঙ্গীতের সাথে যারা যারা জড়িত আছেন সকলের মনের নেক আশা-আকাঙ্ক্ষা পূরণ করুন, আমিন।
আসসালামু আলাইকুম। আপনার একেক গজল একেক রকম প্রেরণা জোগায়। জোগায় মনের জোড়। আর মানুষ আশরাফুল মাখলুকাত তবুও সে আল্লাহর দাস তা চিরকালই সত্য। অহংকার আরকি পতনের চাবিকাঠি। গজলের প্রতিটি কথাই মানুষকে আত্মসম্মান পেতে শেখায় আত্মঅংহকার করতে শেখায় না। অসাধারণ কণ্ঠ ও কথাগুলো। মাশাল্লাহ। এগিয়ে যান সাথে আছি। ইনশাআল্লাহ।
@@AbuUbaydaaআসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি মোঃ সিফাত আল ইসলাম। বর্তমানে আমি ছাত্র ও একজন ইসলামি সংগীত শিল্পী। আমি কিছু গজল লিখেছি। আপনি কি গাইবেন? আপনার সাথে যোগাযোগ করতে চাই।
টিক, মা শা আল্লাহ, আল্লাহ জন্য ভালোবাসি হে প্রিয় ভাই, আপনার গান গুলো ভালো লাগে, আপনার বেশির ভাগ গান গুলো আমি ডাউনলোড দিয়ে রেখিছি, জাযাকাল্লাহ খাইরান ❤❤
মহান রব্বুল আলামিন তাকওয়াএবং পরহেজগারিতা পছন্দ করেন আর রাসুল (সঃ)কে পরিপূর্ণভাবে অনুসরণ না করা পর্যন্ত উম্মত বলে স্বীকৃতি দেবেন না,আল্লাহ তৌফিক দিন,আমিন❤