দাদা গ্রাম পঞ্চায়েত ব্যাপার নিয়ে একটা ভিডিও করুন, বাড়ি তৈরি করতে গেলে কতটা ছাড় দিতে হবে প্রাচীর তৈরি করতে কতটা ছাড় দিতে হবে কতটা উঁচু প্রাচীর দেয়া যাবে, ভবিষ্যতে ঘরবাড়ি প্রাচীর প্লাস্টার রং কিভাবে করবে, জায়গা না যদি ছাড় রাখে সমস্যায় পড়বে তো,
পঞ্চায়েত এলাকায় ও উন্নয়ন কমিটির এলাকায় বাড়ির সীমানা প্রাচীর রাস্তার দিকে দুই ফুট ছাড় দিয়ে করতে হবে।আর দুই প্লটে দিকে উভয়কেই ছয় ইঞ্চি জায়গা ছেড়ে প্রাচীর দিতে হবে।এই প্রাচীরের উচ্চতা কখনোই মাটি হতে ছয় ফুটের বেশি হবে না।গ্রামীণ এলাকায় বাড়ির প্রাচীর রাস্তার দিকে চার ফুট,পিছন দিকে ছয় ফুট,দুইটি প্লটে দিকে তিন ফুট সীমানা হতে ছেড়ে করতে হবে।উন্নয়ন কমিটির এলাকায় সেখানকার নিয়ম মোতাবেক করতে হবে।নচেৎ বিল্ডিং প্লান অনুমোদন হবে না।এটাই নিয়ম।
Sir, Namoskar Amar duto question acha A. Jadi kau 3 ft chara building korcha payanchat alaki kintu Sai Deka 2nd lane rasta acha tahola ke oi 3 ft ar upor cantilever barkarta parba. B. Payanchat alaki boundary wall deli ke 3 ft charta hoba . Jai ai duto bishoi near alochona karaen tahola khub upokrito hoba. Thanks.
Dada ami vision problems achi amar land er boundary thake koto ft chere parking er rasta korte parbe commercial eight tola grounded a parking korte parbe builderder excarvetion er jonnoy boundary ta venge gache
আমি বাড়ি করছি .. বাস্তু করা আছে .... পাশের টা জমি ... শুনা .... আমার নীচের তলা গোডাউন অ্যান্ড গ্যারেজ ... আর 1st floor shop .... 2nd floor residency .....building এ 8 foot ছাড় দিয়েছি ওনার দিকে কিন্তু গ্যারেজ এর সামনে ওই 8 ফুট চওড়া ফ্লোর পুরোটাই ঢালাই করতে চাই । এই ঢালাই এর নিচে 2 ফুট গাঁথনি দরকার সনদ ফিলিং এর জন্য। কিন্তু ঢালাই এর উপর কোনো ইট গাঁথা হবে না । উনি objection দিচ্ছেন। এক্ষেত্রে নিয়ম কি আছে প্লীজ detail বলুন দাদা
Dada bari already hoye geche plan pass Kora hoyni.ekhonki Kora jabe? R korte gele ki ki korte hobe. Bastu vita o Kora hoyni. Bastu vita korte gele ki korte hobe .
Bastu Vita jetake site plan bole Ekjon registrate amin er kachhe koriye niben Jomir khotiyan lagbe Uni jomir map dekhe kore dibe jedike apnar proyojon sedike kore dibe But khotyan jomite jar name achhe tar namei kintu bastu Vita hobe Khorcha 1000 theke 1500 taka hote pare
বলছি স্যার ধরুন আমি পুকুর ধার গাঁথতে গেলে পুকুরের দিকে কতটা ছাড়তে হবে পুকুরটা আমার নয়। আমার জায়গাটা পুকুরের দিকে ঘেরার জন্য। পুকুরের দিকে কতটুকু ছাড়তে হয় আমার বাড়ি পঞ্চায়েত এলকায়।
দাদা জমির কাগজে মেন রাস্তা থেকে আমার প্লট এ আসার জায়গা উল্লেখ আছে কিন্তু জায়গা টা জেঠুর সে খেএে কী করতে পারি উনি যাতাযাত করতে দেবেন না বলছেন আমাকে কি আইনত কি আটকাতে পারবে
প্লিজ রিপ্লাই দেবেন। জবাব জানা না থাকলেও রিপ্লাই দেবেন জানি না বলে। আমি রাস্তার জন্য ৪ ফুট ৭ ইঞ্চি ছেড়েছে, পাড়ার ভেতরের মানুষ যাতায়াতের জন্য, এখন কি আমায় ৩ ফুট ছেড়ে ঘড় করতে হবে?? যদি ৩ ফুট ছাড়তে হয় তবে তো মোট ৭ ফুট ৭ ইঞ্চি ছাড়া হয়ে যাবে।
Dada ektu bolben Original Sale deed er modhe total 3 teh Page ache kintu Sub registry office theke 2 toh page er numbering kore likhlo poreh ki kunu osubidha hoteh pareh!!??
নমস্কার স্যার। আমি পঞ্চায়েত এলাকায় একটি খালি বাস্তু জায়গা কিনেছি। আমার জায়গার পশ্চিম দিকে একজনের বাড়ি, তিনি তাঁর জায়গা বরাবর বাড়ি করেছেন একটুও ছাড় না দিয়ে। ওনার বাড়িটি এখন থেকে ৩-৪ বছরের পুরোনো। আমার জায়গার পূর্বতন বৃদ্ধ মালিক তাঁকে সেইসময় কোনো বাধা দেননি বয়সজনিত কারণে। বর্তমানে ঐ জায়গায় আমি যদি বাড়ি করি এবং ওনার সঙ্গে আমার যদি কোনো mutual understanding না হয় তাহলে আমাকে কি পশ্চিম দিকটিতে ছাড় দিতেই হবে, না আমিও কোনো ছাড় না দিয়ে ওনার দেওয়ালে দেওয়াল ঠেকিয়ে বাড়ি তৈরী করাতে পারবো? আর ছাড় দিতে হলে কত ফুট ছাড় দিতে আমি বাধ্য থাকবো? দয়া করে উত্তর দেবেন🙏🙏
Golir rastar jonno 5 fut rasta dici akn taka wala ekjon bole take 6 fut rasta dite hobe.akn kota holo amader bosot barir jaga kom akn amader somossa hoy dile.main road teke matro 20 kodom tader basa.tara gramer lokder ke taka diye kaj korar cesta kortase