খুব দরকারী ভিডিও। আমি মাঝ বয়সে (৪৫) বারাসাত মেগাসিটি মোটর ট্রেনিং স্কুল থেকে গাড়ি চালানো শিখি এবং লাইসেন্স পাই। এর পরে বারাসাতের ৪ বছরের অভিজ্ঞ ড্রাইভার সৌরভের কাছে ২ মাস গাড়ি চালানো প্রাক্টিস করি। পরে বারাসাতের ৩৫ বছরের অভিজ্ঞ ড্রাইভার রাজাদার কাছ থেকেও অনেক টিপস্ পেয়েছি, তার গাড়ি চালানো কাছ থেকে দেখেছি। এছাড়া তোমার ভিডিওগুলো দেখি এবং অনেক কিছু জানতে পারি। ধন্যবাদ ভাই বিপুল। ৩ মাস হলো এখন নিজে একাই গাড়ি চালাই। এ বিষয়ে আরো জানতে হবে। তাই নতুন নতুন ভিডিও চাই তোমার কাছ থেকে।
আচ্ছা আপনি তো দেখাইলেন কিভাবে আস্তে আস্তে গাড়িটাকে ব্রেক করব। আপনার কাছে একটা কথা আপনি যদি রাখেন হাইরোডে অনেক স্পিডে গাড়ি আছে হঠাৎ করে যদি বন্ধ করা লাগে সেই সময় কিভাবে করব সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে
Ami natun ei swift desire chalano sikhchi....over bridge ba high way te amer problem hoina joto problem hoi signal e gaari dariea gale .....signal jokhon green hoi tokhon anak somoy ei gaari start dite gale gaari bondho hoea jai ...amio ghabre jai voi peyeo jai ....karon pichon theke gaari r driver ra chitkar korte thake ....ami kivave sundor vave signal e dariea giea signal green hole aber sohojei gaari start korte parbo please erokom ekta video karun tahole khub upoker hoi .