আমি ইন্ডিয়া থেকে দেখছি।কটা জানার জন্য লিখলাম।কটা গরুর গোবর দরকার, কদিন ছাড়া গোবর দিতে হবে?গোবর ছাড়া কী আর কিছু দিতে হবে?আমার west bengal, হুগলী জেলার হরিপালে বাড়ী।এখানে দেয়া যাবে?
না ভাই ইন্ডিয়াতে দেয়া যাবে না, দুটো গরু লাগবে, প্রতিদিন ৬০ কেজি গোবর দিতে হবে গোবর ছাড়াও মুরুগ ও কোয়েলের বিষ্টা দিয়ে করা যায়, বেঙ্গল থেকে দেখার জন্য থন্যবাদ,
আমার বাড়ী কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়। আমার গ্রামের বাড়ীর জন্য একটা প্ল্যান্ট স্হাপন করতে চাই ৩-৪ জনের ছোট পরিবারের জন্য। খরচ কত পরবে এবং কতদিন লাগবে এটা স্হাপন করতে? আমি ক্যাশ পেমেন্ট করে কিনতে চাই, সেই ক্ষেত্রে পেমেন্ট মেথড কি হবে? আগে টাকা পেমেন্ট করতে হবে নাকি কাজ হ্যান্ডওভার করলে পরে পেমেন্ট করতে হবে? জানাবেন প্লিজ।
ভাই আমার লেয়ার মুরগীর খামার আছে , প্রতিদিন 25 - 30 কেজি বিষ্ঠা হয়( র বিষ্ঠা, খাচায় পালন করি, কোনো গাছের গুড়া ব্যবহার করি না)। আমি কি এই বায়োগ্যাস প্ল্যান্ট বসাতে পারবো?