ওস্তাদ কেমন আছেন ভালো আছেন তো? আমি বাংলাদেশ থেকে জাহাঙ্গীর বলছি। খুব সুন্দর ভিডিও হয়েছে। কিন্তু ওস্তাদ যারা নতুন আছে বা নতুন আপনার ভিডিও দেখে আপনি যদি মুখে কথা বলে দিতেন, তাহলে ওদের জন্য সুবিধা হত। আমার কাছে একটা ইঞ্জিনের কাজ এসেছে ইন্জিনটা হলো 175 ওয়াটার কুলার। আরেক মেকানিক এ সম্পূর্ণ ইঞ্জিনের কাজ করেছে। যেমন কম্প্রেশন লাইন তেলের নাইন , ইঞ্জিন এর সকল বিয়ারিং চেঞ্জ করে দিয়েছে। কিন্তু ইঞ্জিন প্রচুর সাদা দোয়া মারে । এখন আমার কাছে আছে আমি বলছি দুইদিন পড়ে যাবো ।আমার কলেজের পরীক্ষা শেষ হলে। আমি ভাবতেছি প্রথমে গিয়ে কম্প্রেসার লাইন টার দিকে খেয়াল করবো পিস্টন টপে আছে কিনা। তারপর রোলার টাকে দেখব, প্লান্জার বডি র ভিতর থেকে তেল কমিয়ে দেখবো , তাও না হলে প্লান্জার ওয়াসার বাড়াবো কমাবো। গভর্নর দেখব, ক্যাম্প সেটা দেখব। তাও যদি ওস্তাদ না হয় কোন কোন জায়গায় হাত দিব। আপনার কাছে কাজ শিখে আমি এক বছর ধরে কাজ করতেছি।
দাদা আমারে কমেন্ট একটু ভুল হয়েছে দাদা আমি বাংলাদেশ থেকে বলছিলাম আকরাম চাচ্ছিলাম দাদা ওই যে প্ল্যানজারটা আপনি ভাবছেন ম্যাক্সিমাম সুতো দিয়ে গোড়ায় যাতে ডিজেলটা ভিতরে না যায় আপনাকে দেখলাম এই ভিডিওটায় সুতো ছাড়া মানতেছেন দাদা তুই কি ডিজেল দেওয়া সম্ভাবনা থাকতে পারে