আবার একদিন শুনবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ ! আবার একদিন শুনবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ ।
সুনলে চোখ দিয়ে মনের অজান্তেই পানি চলে আসে না জানি কত কষ্টই না করেছিলো আমার শহিদ হওয়া ভাইেয়া😢😢😢 কে কে ২০২৪ এ এসে এই গান গুলো শুনছো আমার মতো সবাই লাইক করো যাতে ফের এসে শুনতে পারি এই প্রিয় গান টা🌿
এই গানটি শহীদ ভাইদেরকে উৎসর্গ করার মত, এই গানে শহীদ ভাইদের আত্মত্যাগের গন্ধ পাওয়া যায়, অনেকবার শুনলাম এই গান, সংগ্রামী ভাইদের অনেক পথ পাড়ি দিতে হবে সামনে, ইনশাআল্লাহ বিজয় ভাইদের সুনিশ্চিত।।
এই গানটার ভিতর কেমন যেনো একটা প্রান ফিরে পাই। মনে হয় এই তো স্বাধীন হলো সেই দিন,,,,,, ধন্যবাদ এমন একটা দেশ প্রেম গান উপহার দেওয়ার জন্য আরো ধন্যবাদ জানাই যারা এতো সুন্দর করে তাদের অনুপেরনা দিয়ে খুব মধুর সুরে গানটি গেয়েছেন,,,।২০২৪
হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ♥♥🇧🇩🇧🇩❤️❤️দেশের গান বলতে গেলে ছোট থেকে ঘুরে ফিরে ঐ গানগুলোই শুনে শুনে বড়ো হয়েছি এবং যতই শুনতাম ভালো লাগতো যা এখনো জনপ্রিয়,জনগণ কখনও ভুলবে না, হাবিব ভাই এর এই গানটা একদিন তেমনই জনপ্রিয়তা পাবে সারাদেশে ৩ জনের গাওয়াই খুব সুরেলা কথা গুলিও মন ছুয়ে যায়।
গানটি শুনতে ছিলাম হটাৎ আবু সাঈদ, মুগ্ধ, তাহমিদ দের কথা মনে পড়ে গেল আর হাউমাউ করে কেঁদে উঠলাম। তাদের মুখগুলো মনে পড়লেই নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। উপাড়ে ভাল থাকিস বাংলার বীরেরা তোদেরকে এই জাতি কখনও ভূলবেনা। 07-08-2024
২০২৪ এর এই স্বাধীনতা আন্দোলনে এই গান যেন ছাত্র-জনতার মাঝে আগুন ঝরিয়ে দিয়েছে, এত বছর পরে এই গান যেন আমাদের সবার রক্তে আগুন লাগিয়ে দিয়েছে, এই গান দেশপ্রেমের গান, এ গান স্বাধীনতার গান, দেশকে ভালোবাসার গান।
অনেক আগে যখন এই গান টা শুনেছিলাম তখন গান টা ভালো লেগেছে কিন্তু ততটা গায়ে মাখি নাই.. কিন্তু এখন শুনলাম সত্যি শরীলের পশম গুলা দাড়িয়ে গেছে... একেকটা কথা যুদ্বের সাহস বাড়িয়ে দেয়... সোনার বাংলা আমার বাংলা 🌺🥀 Love you Bangladesh 🌿🌴 Love You Bangladesh ❤️❤️