নিশ্চয়ই তারা যখন দেশ স্বাধীন করেছিলেন এমন অবস্থা হবে দেশের কখনো ভাবতেই পারেননি, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা, জয় হিন্দ
We, the citizens of India, need to differentiate b'tween "Patriotism" & "Politics", as long as, we mix up both the issues, then the country's de-escalating in all respects won't be stopped. Our Freedom Fighters, brought us "Freedom", at the cost of their all sacrifices & laying down lives! Whereas, the greedy political guys are looting our all resources, exploiting the society, as a whole! Let's be careful, as citizens! Our utmost respect & regard to all the Patriots & Freedom fighter of India! 🙏
এবিপি আনন্দ আর অন্যরা যারা বলছেন যে ১৯৪৭ সালে ১৫ আগস্ট এর ২০০ বছর আগে পর্যন্ত মানে ইংরেজ আমলে সময় টা খুব খারাপ ছিল তাইতো? সেই কথা বলতে গেলে ইউনান রাজত্ব কালে মুঘল সাম্রাজ্যের আমলে ভারতবর্ষের ইতিহাস খুব ভালো ছিল তাইতো? তাই যদি মনে করেন তাহলে ইতিহাসের পাতায় আরো একবার চোখ বুলিয়ে নিন। আমার মতে তো চানক্য, পুরু, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক, শিবাজী ও আরো অন্যান্য অন্যতম রা তো আজকের দিনে বেচেঁ থাকলে আপনাদের কথা শুনে হার্ট ফেল করতো, কারণ যে ভারতবর্ষ তারা গড়ে দিয়ে গিয়েছিলেন তার সামনে ১৯৪৭ সালের ভারতবর্ষ নাথিং। আর যারা গান্ধীজি কে আদর্শ মনে করেন তাদের উদ্দেশ্যে বলি তারা প্রত্যক্ষ ভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশ বন্ধু, বাঘাযতীন, স্যার আশুতোষ, ক্ষুদিরাম বসু, মাষ্টার দা সূর্যসেন ও অন্যান্য অন্যতম দের গালাগালি করছেন
তার মানে যতো খুসি চুরি করো , আপত্তি নেই , যতো আপত্তি সিবিআই তলব করলে । সিনেমাতে ভিলেনকে যেমন পাবলিক ছুটিয়ে নিয়ে যায় ,এদেরো, সেইহাল করা উচিৎ ,তাতে যে দলেরি হোক ।