ভাইয়া যাবতীয় ডিটেলস আসলে তেমন কিছু না। আপনি অনলাইনে আবেদন করে, টাকা জমা করে, ডেট নিয়ে জমা দিবেন। এরপরে কত দিনের মধ্যে তারা ভিসা দেবে সেটা বলার কষ্টকর। বর্তমান পরিস্থিতির কারণে ভিসা দিতে সময় নিচ্ছে। ধন্যবাদ।
বাহ! খুবই ভালো কথা বলেছেন। এজন্যই আপনার দেশের ব্যবসায়ীরা হাহাকার করছে বাংলাদেশীদের না যাওয়াতে! আপনাদের নিজস্ব মিডিয়াগুলোতে একটু চোখ রাখেন। আমরা গেলে বরং আপনাদের নিজেদেরই লাভ হয়, লস না ব্রো। ধন্যবাদ।
@@OhabTravelerপাকিস্তান ও একই কথা ভেবেছিল 2019 এ ভারতের সঙ্গে বাণিজ্য আর যাতায়াত বন্ধ করার সময়। আজ পাকিস্তানের কী অবস্থা? ভিক্ষার পাত্র নিয়ে ঘুরছে। ভারত কিন্ত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে উন্নীত হয়েছে। ভারতে তৈরী জিনিস, ওষুধ দুবাই রপ্তানি হয়। দুবাই থেকে সেই জিনিস তিন গুণ দামে পাকিস্তান কেনে।
আমার দাবি খুলনা ইন্ডিয়ান ভিসা অফিস এর বিষয় আমি গত ১-৮-২০২৪ তারিখে ভিসা এজন্য আমার ডকুমেন্ট জমা দেই কিন্তু আমাকে পাসপোট ডেলিভারি দেওয়ার কথা ছিলো ১৩-০৮-২০২৪ দেশের বিভিন্ন সমস্যা কারনে তারা ঐ সময় পাসপোট ডেলিভারি দেয়নি অফিস বন্ধ ছিলো আমাকে এসএমএস দিয়েছি ২০-৮-২৪ তারিখ আমি ভিসা অফিসে যাই ২১-০৮-২৪ যেয়ে দেখি ওখানে কারো টুরিস্ট ভিসা দেয়নি পরে আমি কাউন্টারে টোকেন জমা দিলে তারা আমাকে পাসপোট ফেরত দেয় কিন্তু ভিসা লাগে নি তাহলে আমাদের যে ভিসা ফি যেটা নিয়েছে অনলাইনে তাহলে ঐটা ফেরত দাওয়া হোক এটা আমার দাবি
@@Liza-hb5el আপনি আবেদন করেছিলেন! সেই আবেদন পত্র কি জমা করেছেন? নাকি আপনার নিকটে আছে? যদি জমা করে থাকেন তাহলে আশা করছি ভিসা পেতে পারেন। আর যদি জমা না করে থাকেন তাহলে পরবর্তীতে ডেট দিলে জমা করতে পারবেন। ধন্যবাদ।
যারা ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে অন্য দেশে গেছেন, কিন্তু তারা বাংলাদেশী! তারা কি আবার বাংলাদেশে আসতে পারবে! আপনার প্রশ্ন তো এটাই ছিল?? আমি এই প্রসঙ্গেই বলেছি যে এটা শাস্তিযোগ্য অপরাধ!
আজকের আপডেট ভিডিও : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uzoGZZ2E5Ng.html এছাড়া আরও একটি আপডেট : আগামীকাল মঙ্গলবার ২৭ আগষ্ট, ২০২৪ আইভিএসি ঢাকা এবং সাতক্ষীরা সেন্টার বন্ধ থাকবে। অন্যান্য আইভিএসি তে যথারীতি শুধুমাত্র ডেলিভারি কার্যক্রম চালু থাকবে।
Request for all Indian brothers , socchiye Hum Hindu - Muslim, India - Bangladesh mil julkar rahe toh . Indian positive people aur Bangladeshi positive people ek saath insaaniyat dikhaye toh . Kisika desh Bangladesh aur India ka dono dono ke problem samaj na chaiye . Maadat karna chaiye . Nahi kariyega toh dusre desh toh iss ka paida jarur uthayega .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏