ভাইয়া IVAC পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ও NID ফটোকপি এ দুইটা কি কালার Print দিতে হবে ?? সাদা কালো ফটোকপি দিলে হবে না ????আমি সাদা কালো ফটোকপি দিতে চাচ্ছি কোন সমস্যা হবে ?? অ্যাম্বাসিতে গ্রহণ আফিসারের বলে সাদাকালো রিসিভ করে না , হয়রানী করে
ফটোকপি অনুযায়ী সবাই সাদাকালো জমা দেয় ।। কিন্তু আপনার হাতে যদি সুযোগ থাকে তো চেস্ট করবেন সবগুলো কাগজ স্কান কপি রঙিন দেয়ার জন্য ।। যেমন টা আমি করি । এতে কাগজ নিয়ে বিন্দুমাত্র হয়রানি করে না ।। অন্যথায় আবার নতুন করে করে আনতে বলে বা ঝামেলা তৈরি হয় ।।
আমি আমার পাসপোর্ট জমা দিয়েছি মার্চের 20 তারিখ ডেলিভারি ডেট ছিল এপ্রিলের 16 তারিখ আজকে এক মাস একদিন হয়ে গেছে এখনো পর্যন্ত আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। কত দিনে পাসপোর্ট ডেলিভারি পেতে পারি
আমার পাসপোর্ট আনার ডেট আরো ২ মাস আগে ছিলো, কিন্তু গতো ২ মাস ধরে আমি এক্সিডেন্ট করে পা এবং মাজা ভেঙ্গে ঘরে সুয়ে আছি, এখন আমব গেলে কি আমাকে পাসপোর্ট দিবে.?😊
Vaiya gupon 10 minister rohosota jante cai plz plz plz aktu blon... Amar basai tehke kono dinw ager line darate pari nai 😂 kalke joma diyeci pasport.. Basai aste aste rat 11:20 beje gece.. Baby bistite vije gecilo sahte amraw.. Aj sbar jor dahnda😢
ভাই আমার পাসপোর্টে নামের শব্দ SUMON কিন্তুু NID কার্ড সনশোধন করার পর হলো SUMAN এখানে O জায়গায় পরিবর্তন হয়ে A হয়েছে।কিন্তুু আমার NID কার্ডের নম্বর একই আছে কোন পরিবর্তন হয়নি। এখন আমার ইন্ডিয়ান ভিসা লাগানো জাবে কিনা।
ভাইয়া আমি IVAC পাসপোর্ট জমা দিয়েছি ২১ তারিখে রবিবার , এখন আপডেট দেখাছে Your visa application is Under Processing. ২৮ তারিখে রবিবার পাসপোর্ট ডেলিভারি আর কয়দিন সময় লাগবে ভিসা গ্রান্টেড আসতে ????
ভাইয়া অনেক আসা নিয়ে কমেন্ট টা করছি রিপ্লাই দেন plz ভাইয়া আমি ইন্ডিয়ান ডাক্তারি বিসার জন্য আরো ১৮ দিন আগে এপ্লাই করছি আজকে দিসা আসার কথা কিন্তু এখনো কোনো মেছেজ আসছে না এই দিকে রুগির আবস্তা ভালো না এখন কি করা যায়, 😭😭
ভাইয়া আমি ও আমার বন্ধু দুই পাসপোর্ট জমা দিয়েছি এক সাথে , আমার বন্ধুর টা Granted but Not-Printed দেখাছে আর আমার টা এখন ও Under Processing , তাহলে কি আমার ভিসা হয়নি ??? ২১ তারিখে পাসপোর্ট জমা দিয়েছি এবং ২৮ তারিখে ডেলিভারি Date আর ৪ দিন বাকি
আমি গত ২১-১-২০২৪তারিখে আমার কাগজ জমা দেই এবং ২৮-১-২০২৪তারিখে আমার ডেট আসে কিন্তু এখনো আমাকে কোন এসএমএস দেওয়া হয়নি এবং গত চার দিন যাবত ** Granted but not printed **লেখা আসতেছে এখন আমি কি করতে পারি?
ভাই আমি জানুয়ারির ১০ /০১/২০২৪ ইং শে দিয়েছি আজকে দুই মাস হয়ে গেছে এখনো কোনো খবর নাই ০৪/০৩/২০২৪ইং এখন কি করবো বুঝতাছিনা মেইল করছে হেরা বললো দেখব বিষয়টা কিন্তু এখনো খবর নাই এখনো আন্ডার প্রসে দেখায় আর টু এস্টেপ ডান দেখায় এখন কি করনীয়
Family member hole Collect kora jay / Medical visay attendance caile patient ee ta collect korte parbe / child er visa baba /ma collect korte pare..... আর বাকী সব নিজের টা নিজেরই করতে হবে।
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ । তবে, ইন্ডিয়ান ভিসা জমা অথবা উত্তোলন সিরিয়াল ছাড়া আনা বে-আইনী অপরাধ । যেটা এখানে উল্লেখ করা ঠিক হবে না । একান্ত প্রয়োজন হলে পার্সোনালি নক দেন ।