"Have you ever changed your name" পুরনো পাসপোর্টে Surname আছে Hossain আর নুতন পাসপোর্টে Surname আছে Sheikh এক্ষেত্রে ওইখানে ✅ দেওয়া উচিত? আর এর জন্য নতুন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে?
Vai application form kotodin valid thake ?karon ami form puron korechi 7din hoise .kintu to joma diye date nite pari nai .akhn ki abe notun kore form puron korte hobe ?
পূর্বের পাসপোর্টের মেয়াদ শেষ,এখন নতুন পাসপোর্ট করা হয়েছে,ভিসা আবেদন করার সময় কোনো ধাপে কি পূর্বের পাসপোর্ট এবং ভিসার তথ্য দিতে হবে আর দিলে কোথায় দিতে হবে,বললে অনেক উপকার হতো বি.দ্র. (any other valid passport,,,,previous visa information এগুলো কি করবো) ধন্যবাদ
আমি স্টুডেন্ট। নিজের ব্যাংক একাউন্ট আছে। লেনদেন করি সব সময়। বাবার উপর ডিপেন্ডেন্ট। সে সরকারি জব করে । তার কি কোনো ডকুমেন্ট ফাইলের সাথে যুক্ত করতে হবে?
পাসপোর্টে শুধু Surname দেওয়া আছে ,কোন প্রকার Given Name দেওয়া নাই, সেই ক্ষেত্রে এপ্লিকেশন ফরম পূরন করার সময় Given Name এর অপশনে কি লিখতে হবে ? যেহেতু Given Name এ স্টার চিহ্ন দেওয়া আছে যা অবশ্যই পূরন করতে হবে, এমতাবস্থায় করনীয় কি ?
আমার HSC শেষ হয়েছে ২০২১ সালে বর্তমানে আমি ডিগ্রি ১ম বর্ষে আছি সেক্ষেত্রে Education qualification এ কি দিব.? আর ফরম জমা দেওয়ার সময় কোন ডকুমেন্টস দিব.? HSC সার্টিফিকেট নাকি ডিগ্রি আইডি কার্ড। জানাবেন।
ভিসার ক্ষেত্রে এডুকেশন টা ফ্যাক্ট না... আপনি HSC Certificate ও দিতে পারেন... অথবা আইডি কার্ডও দিতে পারেন...মোটকথা আপনি যে স্টুডেন্ট সেইটার প্রুভ দেখাতে হবে।
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনে ছবি কি মিল রেখে দিতে হবে ? আমার পাসপোর্টে দাড়ি ছাড়া ছবি দেওয়া। ২০২৩ পাসপোর্টে করেছি। ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনে দাড়িওয়ালা ছবি দিলে কোন সমস্যা হবে ?
আমি ২০২৪ এ এইচএসসি পরীক্ষার্থী। এক্সামের পরই ইন্ডিয়া যাওয়ার চিন্তাভাবনা। ভাই আমি জুলাই মাসের ১৫-২০ তারিখের মধ্যে ইন্ডিয়ান ভিসার জন্য জমা দিব। ভিসা এপ্লিকেশনে পেশাগত প্রমাণ হিসেবে স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে কোন সমস্যা?
Bi amar purber visa chittagong thake korse akhon dhaka thake apply korbo Akhon previous visa information place of issue ki dhaka debo naki chittagong debo janaben
Vai,,,,ami job cherechi kichudin hoy ekn ami kichui korina bekar bolte paren India visa jonno noc kivabe debe,,,ba noc na dileo ki visa hobe plz janaben plz
ভাই, আমার Graduation, Post-graduation শেষ। student ID card এর মেয়াদ অনেক আগেই শেষ, এখন জবের ট্রাই করছি। সেক্ষেত্রে Profession- Student দিলে, কোন ডকুমেন্টস show করবো? ID না দিয়ে Post graduation certificate দেওয়া যাবে কি? exact কোনটা দিলে ভালো হবে, জানালে উপকৃত হবো। ধন্যবাদ।
ভাইয়া ভিসা আবেদন ফরমে PREVIOUS VISA PLACE OF ISSUE এতে আমি কী লিখে সাবমিট করব? (আমি আইভেক সেন্টার ময়মনমসিংহে ভিসা আবেদন টি জমা করেছিলাম। কিন্তু ময়মনসিংহ আবার সিলেটের অধীনস্থ শাখা। আমি কী ময়মনসিংহ নাকি সিলেট লিখবো?
পূর্বের পাসপোর্টের মেয়াদ শেষ,এখন নতুন পাসপোর্ট করা হয়েছে,ভিসা আবেদন করার সময় কোনো ধাপে কি পূর্বের পাসপোর্ট এবং ভিসার তথ্য দিতে হবে আর দিলে কোথায় দিতে হবে,বললে অনেক উপকার হতো বি.দ্র. (any other valid passport,,,,previous visa information এগুলো কি করবো) ধন্যবাদ
@@pritomdevnath786 হ্যা.. অবশ্যই পূর্বের গুলা দিতে হবে।.. Previous Visa information এর জায়গায় পূর্বে কোন ভিসা পেয়ে থাকলে সেটার তথ্য ফিলাপ করে দিতে হবে।
হবে.. সেক্ষেত্রে আপনার লাস্ট ৩ মাসের ট্রান্সজেকশন দেখবে তারা! সেইসাথে আপনার ব্যাংক একাউন্টে ২০ হাজার টাকার মতো থাকতে হবে। অথবা, আপনি ডলার এনডোর্স করতে পারেন।
জানুয়ারী ২০২৪ এ এটেনডেন্ট ভিসা পেয়েছি যার মেয়াদ আছে জুলাই পর্যন্ত। কিন্তু আমার রোগীর প্রয়োজন হয়নি, তাই যাইনি। এখন আমি আবার টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাই। এক্ষেত্রে আবেদনে আমি পুর্ববর্তী ভারতীয় ভিসা পাওয়ার অপশনে কোন ভিসা নং টা দিব? যেটা বর্তমানে রয়েছে সেটা অর্থাত যে ভিসায় ভারতে যাইনি সেটা নাকি গত বছর যে ভিসায় গিয়েছিলাম সেটা?
Vai passport er permanent address ay House.. Chilo but fill up korar somoy pura address ashe na tai House word ta bad dea number dea start kora hoice like 333/4. Ete ki kono problem kore embassy?
Vai present Address to Bill er kagoje ase oita dibo. R permanent Address ki passport a jei ta ase oi ta ki dibo. Amar Address doi jaigay doi rokom tai r ki
ভাই আমার পুরাতন পাসপোর্টে নামের আগে Mohammad ছিলো কিন্তু রিনিও করার সময় এনআইডি অনুসারে Md. দিয়েছি, এখন কি Have you ever changed your name অপশনটা ফিলাপ করতে হবে?
আমি অনলাইনে আবেদন করে টাকা জমা দিয়ে ডেট নিয়ে নিয়েছি। কিন্তু পরে দেখি আবেদনে ইন্ডিয়ার রেফারেন্সে মোবাইলটা নম্বর ভুল হয়েছে। এটা কি কারেকশন করা যাবে? এই ভুলে কি সমস্যা হবে???
ভাই স্টুডেন্ট আইডি কার্ড এর মেয়াদ শেষ। কিন্ত পড়াশুনা শেষ হয়নি। এখন পেশা স্টুডেন্ট দিয়ে দিলে কোন পেপারস দেখাবো? আর ব্যাংক স্টেটমেন্ট কার দেখাতে হবে? বাবার নাকি আমার?
স্টুডেন্ট আইডি কার্ড ওইটাই জমা দিতে পারেন...যদি না কোন জব আইডি কার্ড থাকে বা অন্য কোন পেশার প্রমানপত্র না থাকে!! আর ডলার এনডোর্সমেন্ট অবশ্যই আপনার নামে হতে হবে।
ভিসা কি সর্বোচ্চ ১২ মাস দেওয়া যায় এর থেকে বেশী কি দেওয়া যাবে না,, যেমন ১৫/১৬ মাস,, আর শুনলাম চারটা পোট নাকি,, এমনেই পাওয়া যায় ফ্রি,,তো এই চার টা বাদে ওন একটা দিলে কি মোট ৫ টা কি পাবো??
Medical Visa Select করে আবেদন করতে হবে। ভিসা ফি পেমেন্ট করার সময় Family Info Add করার অপশন পাবেন..সেখানে আপনার সাথে যারা যারা যাবে...তাদের তথ্য দিয়ে পেমেন্ট করবেন।
ভাই, আমি কলকাতা, সিকিম, দার্জিলিং, কাশ্মীর যেতে চাই, যদি এয়ারে কলকাতায় যাই, আসতে চাই বাই রোড দিয়ে, তাহলে কোন পোর্ট সিলেক্ট করবো। এন্ট্রি বা এক্সিট কি দিলে ভালো হয়।
আমি যাকে দিয়ে করাইছি আবেদন সে (স্টুডেন্ট এর যাগায় Other অপশন দিছে) আর আমি যেহেতু স্টুডেন্ট তাই স্টুডেন্ট আইডি কার্ড এর ফটোকপি দিছি। এটাই কি সঠিক নিয়ম ছিলো?? আমি যেহেতু বাবার বিজনেস ডিটেইলস তাকে দেই নাই তাই সে এই জন্য শর্টকাট করছে।
আপনি যেহেতু একজন স্টুডেন্ট এবং আপনার অন্য কোন পেশার প্রমানপত্র নেই,, সেক্ষেত্রে আপনার Other অপশন দেয়াটা আমার মতে ভুল হয়েছে। আপনি যদি ভিসা ফি পেমেন্ট করে না থাকেন...তাহলে পুনরায় সঠিক তথ্য দিয়ে আবেদন করতে পারবেন।