কোনোদিন ভাবিনি এই প্রজন্মের কোনও গায়কের প্রতি এমন ভালোলাগা ,ভালোবাসা জন্মাবে।সাগ্নিক পেরেছে।সাগ্নিকের গান, গায়কি সেই সোনালি দিনে ফেরৎ নিয়ে যেতে পেরেছে।
Khoob khoob shottyi ebong shothik katha bolechhen apni. Ei jug eo je Sagnik er moto emon ekjon shilpi eshe amader erokom opurbo gan shonabe ta kokhono bhabtei parini. Obishashyo.......!!!
Excellent, Excellent, Excellent. দারুন। অনেকে হেমন্ত মুখোপাধ্যায় এর গান গায় , কিন্তু তুমি অনবদ্য। প্রচুর গান গাও। ভগবান তোমায় আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ জেনো।
Dear Sagnik, I at a loss for words on how to compliment you for your simply beautiful voice & the songs. When I shut my eyes while listening to you sing, I am unable to differentiate between the great Hemanto Mukopadhoy & you. May God always keep you blessed. Aameen! ❤️
তোমার পোস্ট দেখলেই মন আনন্দে ভরে উঠে।এই আনন্দ শুধু আমার নিজেকে আনন্দ দেবার। আমি সব কাজ শেষ করে তোমার গান শুনি। আমি রবীন্দ্র সঙ্গীতের ভক্ত , কিছু টা শিক্ষা লাভ ও করেছি। বাকি জীবন টা তোমার গলায় , নতুন হেমন্ত মুখোপাধ্যায়ের গান ই শুধু শুনে যাবো। ভালো থাকো সাগ্নিক।
What a natural & God gifted talent Sagnik is.....!!! He sings so casually, yet there is so much depth & emotion in his renderings, and that what touches our heart. A very great singer, and a beautiful program🙏🏻🙏🏻🙏🏻
অনবদ্য একটা অনুষ্ঠান উপহার দেবার জন্য সাগ্নিক অত্যন্ত প্রশংসার দাবিদার। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো একনিষ্ঠ ভাবে তোমার মধুর কণ্ঠে যে মাধুর্য সৃষ্টি করেছে তার তুলনা নেই। এইভাবে তোমার সঙ্গীত জীবন দীর্ঘায়ু হোক এই শুভ কামনা। ভালো থেকো।👍❤️
I am awestruck & spellbound. What a great singer Sagnik Sen is, yet so down to earth. THE BEST, Unique, and Class Apart artist. Thank you Sagnik & NRK Studio, for this wonderful show.
তোমার গান শুনলেই মন ছুটে যায় সেই কোন ফেলে আসা সোনালী দিনে। মনের আকাশ জুড়ে শুধুই হেমন্ত কাল। এই প্রসঙ্গে গতকালের একটা ঘটনা বলি, স্টুডিওর দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার ঝুলছিলো,তাতে হেমন্তদার ছবি।অপূর্ব সেই মুখ। সারাদিন সেই ছবি দেখে কাটিয়ে, বাড়ি ফেরার সময় ক্যালেন্ডারের পাতাটা চুরি করে নিয়ে পালিয়ে এলুম। *চুরি* শব্দটাই বলছি, কারণ,হেমন্ত মুখোপাধ্যায়কে চুরি করায় আমার ভেতরে কোনো পাপ বোধ নেই। আর তুমি তাঁর গানে উৎসর্গীত প্রাণ।অতএব তুমি আমার কাছে কি,সেটা বলার আর প্রয়োজন আছে বলে মনে হয় না। এই অনুষ্ঠান সম্পর্কে এক কথায় বলতে গেলে, বলতে হয় **রিপিট**
Sgnik tomar gan asadaron laga tomak akbar samnamamni dakhar itcha kintu ami poragia hattaparinati tomar phon numberta patam tomar snga kota bolam Manju sree Roy khardha
Excellent, darun performance. God has gifted with the voice of our timeless legend, Hemanta Mukhopadhyay,who remains in our heart even today. You are also very very good in your presentation.... Keep contributing,you will be in our hearts forever..... God bless you in loads, Thanks and regards and lots of love and appreciation for all your songs ,it touches our soul indeed. 🙏🙏
🎉সাগ্নিক, জানি না আমার এ লেখা তুমি পড়বে কি না। তবুও তোমাকে ভালো বেসিস ক'টি কথা বলছি গ আমার বয়স এখন ৮৭+ আমি একজন শিক্ষাব্রতী ( প্রাক্তন বলতে রাজি নই, কেননা শিক্ষক কখনও প্রাক্তন হন না) । সেই হিসেবে কিছু উপদেশ, না, পরামর্শ দিতে চাই। গুরুত্ব দেওয়ার সম্পূর্ণ অধিকার তোমার । ২৷৩ বছর আগে তোমার মুখে 'হরি ওঁ, ভজ গোবিন্দম্" শুনে চমকে গিয়েছিলাম _ এ যে দ্বিতীয় হেমন্ত মুখোপাধ্যায়!..... .তারপর শুনেই যাচ্ছি, মুগ্ধ হগচ্ছি। কিন্তু, এ তো তোমার গান নয়, পুরো অনুকরণ ! হেমন্ত মুখোপাধ্যায়ের ।গান তো তাঁর গলাতেই শুনতে পাব UTube খুললেই। তোমার গান শুনে তাঁকে মনে করার কোনো কারণই নেই। ক'দিন খুব হইচই চলবে, তারপর একঘেয়ে হয়ে যাবে। শুনে আর কেউ প্রথম আনন্দের মতো আনন্দ আর পাবে না। তোমার বয়স কম, একটা ঝোঁক রয়েছ; আমার কথা তেতো লাগবে । এমন উদাহরণ ভুরি ভুরি । ___ ষাটের দশকের প্রথম দিকে প্রণব সান্যাল বলে একটি যুবক ঠিক তোমারই মতোহুবহু হেমন্তকণ্ঠী ছিল। তখন তার কী রমরমা! কম টাকায় দ্বিতীয় হেমন্ত পেয়ে কম ক্ষমতার function ওয়ালারা প্রণবকে দিয়ে ওদের আকাঙ্ক্ষা পূরণ করত। তারপর দু-এক বছরের মধ্যেই কোথায় হারিয়ে গেল! অথচ দেখো, আমার বন্ধু ও সহপাঠী ১৯৫৫ সালে আশুতোষ কলেজের বার্ষিক অনুষ্ঠানে যখন গান গাইছিল, বাইরের mike অওর গান শুনে হেমন্ত মুখোপাধ্যায় গাড়ি থামিয়ে ভাই আলমকে জিজ্ঞেস করলেপ_ কে গাইছে রে? প্রায় আমার মতো গলা!_____ পরে সেই সুবীর সেন নিজের অপূর্ব সুন্দর গলায় বাংলা, হিন্দি সব জায়গায় শ্রোতাদের মাতিয়েছিল কই তারজন্য তো হেমন্ত মুখোপাধ্যায়কে অনুকরণ করতে হয় নি! তাই বলি, তোমার কণ্ঠস্বর মনুর, উচ্চারণ স্পষ্ট , অভিব্যক্তি চমৎকার, আচরণে বিনয়।কত বড়ো সম্পদের অধিকারী তুমি ঈশ্বরের দেওয়া কণ্ঠে । অনেক হয়েছে । তোমাকে ভালবাসি বলে বলছি_ ভালো গীতিকার খুঁজে নিয়ে ভালো করে সুর দিয়ে গান গাও, দেখবে শ্রোতার কদর পাবে,ভালোবাসায় ভরিয়ে দেবে তারা। আমিও anchoring করেছি ৫ ৫০৷৫৫ বছর আগেও, এমনকি হেমন্ত মুখোপাধ্যায়ের function এও। আশীর্বাদ করি , আরও বড়ো হও,আরও ভালো গান কর, মানুষের মন জয় কর।কিন্তু আমি যেভা বে বললাম চেষ্টা করে দেখো সৎবুদ্ধি দেওয়া লোকের সঙ্গে পরামর্শ করো, ঠিকই পথ পেয়ে যাবে।প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পার । আমি তোমার দাদুরমতো। দেবপ্রসাদ মুখোপাধ্যায় মোমিনপুর কলকাতা _২৭ Mobile No.9231447530 র রণ 🎉