Thank you everyone for the love and kind words.. A special thanks to Bakhtiar for doing this video especially after our outdoor shooting set was destroyed by the storm on 4th April.. See you guys on my upcoming projects.. Cheers ❤️
💞💕 *Lyrics* 💕💞 সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে বুকের ভেতর নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপার একা বুকের ভেতর নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপার একা যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে মেঘের ওপর আকাশ ওড়ে নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা মেঘের ওপর আকাশ ওড়ে নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা যাও পাখি, যারে উড়ে তারে কয়ো আমার হয়ে চোখ জ্বলে যায় দেখব তারে মন চলে যায় অদূর দূরে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ আমারে ------------
ট্রেনে জানালার পাশে বসে আছি। কফিতে চুমুক দিয়ে কানে হেডফোন লাগিয়ে গানটা শুনতে শুনতে অন্য একটা দুনিয়াতে হারিয়ে গিয়েছিলাম।কাকে জানি প্রচন্ডরকম মিস করতেছিলাম। আজ থেকে বেশকিছু বছর পর আমাদের সন্তানরাও হয়তো কাউকে না কাউকে মনের মাঝে রেখে এই গানটা শুনবে আর এই কমেন্টটা দেখবে। প্রচন্ডভাবে চাই তারা যেন আমার মতোই স্বচ্ছ মন নিয়ে গানটা শুনে। নোংরামিটা তাদের মাথায় যেন না থাকে। কাউকে ভালোবেসে অনুভূতির চূড়ান্ত পর্যায়ে গিয়ে যাতে তাকে ভালোবাসে,তাকে ভালোবাসার ক্ষেত্রে কোন প্রান্তিক প্রবণতা যাতে না থাকে।একদম শেষের ধাপের ভালোবাসা যেটাকে বলে। মাল্টি প্রেমিক যাতে না হয়। আমার সন্তান যাতে আমার মতোই প্রেমিক/প্রেমিকা হয়।
অনুভূতি প্রকাশ করতে গেলে ভূতের মত অদৃশ্য হয়ে যায় "প্রিয়ো তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো আমাকে আজও কাঁদায় "রাত শেষে ভোরে ঘুমানোর অভ্যাসটা বদলাতে চাই যেখানেই থাকো ভালো থাকো..আর কেও লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার শুনতে আসবো গানটি ❤🙂..."!
I stood first singing this song in the cultural function when i was in class six......the memory was recalled again...... Thank you vaia #respect for three of you ❤️
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়, ভালোবাসার মানুষ গুলো যখন এই গানটা শুনতে শুনতে কমেন্টটা যখন পড়বে সেদিন মনে করব আমার ভালোবাসা সার্থক ছিল। যখন কেউ লাইক দেবে আমি notification পেয়ে আবার শুনতে আসবে এই প্রিয় গানটা, তখন আমি আবারও হারিয়ে যাব তোমার আমার প্রথম প্রেমে পড়ার মুহুর্ত গুলোতে হোক না তখনো আমার ৮০ বছর বয়স❤️🩶💙
বাংলাদেশে বর্তমানে যতজন সুকন্ঠি নারী কন্ঠশিল্পী রয়েছেন , আমার দৃষ্টিতে মাশা তাদের মধ্যে সেরা এবং অন্যতম। আমি অনুরোধ করব ভাল ভাল মিউজিক ডিরেক্টরদেরকে, মাশাকে দিয়ে যেন বেশি বেশি মৌলিক গান করেন তারা কারন কভার সং করে খুব বেশি দিন মানুষের মনে অবস্থান করা যায়না কিনতু ভাল একটি মৌলিক গান গেয়ে যুগের পর যুগ মানুষ গানের মধ্য দিয়েই বেঁচে থাকতে পারে। মাশা এবং শিশির, আপনাদের দুজনের জন্যই অবিরাম অবিরত ভালবাসা প্রার্থনা আর শুভকামনা রইল। আর, এই গানটার মিউজিক খুবই ভাল হয়েছে। Adrian Obhi
পুরাতন গানের মধ্যে এক অন্য রকম মানসিক শান্তি পাওয়া যায় ❤❤❤❤❤❤ এই গান গুলো কখনও পুরাতন হয় না 🥰🥰🥰 এসব গান শুনলে হয়তো শুধু আমার না আরও অনেকের অনেক কথা মনে পড়ে যায় 💔🥀
যত বার নোটিফিকেশন আসবে ইনশাআল্লাহ তত বার গানটা শুবো। একটা পছন্দের গান হয়ে গেছে।অনেক সুন্দর। যদিও গানটা শুনলে কাউকে মনে পড়ে না কিন্তু অনেক ভালো লাগে।অন্যরকম অনুভূতি। সত্যিই অসাধারণ ❤
SHISHIR AHMED, you are doing phenomenal.... EACH OF YOUR NEW CREATIONS GETTING ME SURPRISED. THANKS BROTHER FOR SUCH RENDITION. HOPE TO HAVE THE '90s SONG CRAZE RETURNED.
এই গান অরিজিনালটাই সবচেয়ে বেস্ট। মাশার কণ্ঠ আধুনিক আর মিউজিকও আধুনিক যা এই গানের সাথে বেমানান। এই গানের সাথে গ্রাম্য টোনই বেস্ট লাগে যেটা অরিজিনাল গানটায় পাওয়া যায়।