বলতে গেলে বলতে হয়, আপনি কিন্তু গানটি কে দারুন গেয়েছেন। আমি যতো বার শুনেছি, ততোবারই আমাকে কোন একটা অন্য জগতে নিয়ে গিয়ে হাজির করে দিয়েছে, তাই গানটি শুনবার জন্য মন বারবার চাইছে, শুনে আমি মুগ্ধ হলাম।
জীবনকে অস্বীকার করা যায়, কিন্তু আপনার এই গানের কথার আবেগ, আবেদন কে কোনভাবেই অস্বীকার করা যাবে না, আগেকার দিনের সব দেবদূতরা নিজেরা গান লিখতেন সুর দিয়ে গান করতেন। শিল্পী নিজের লেখা সুর দিয়ে নিজেই গানখানি দারুন গেয়েছেন, যার প্রশংসার দাবি করতে পারেন।🙏